Friday, November 29, 2019

শনিবার সোনারগাঁয়ে গ্যাস সংযোগ সাময়িক ভাবে বন্ধ থাকবে


শনিবার সোনারগাঁয়ে গ্যাস সংযোগ সাময়িক ভাবে বন্ধ থাকবে





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর ব্রীজের নিচের পাইপ লাইনের লিকেজ মেরামতের জন্য পিরোজপুর ও মোগরাপাড়া ইউনিয়নের কয়েক এলাকায় শনিবার (৩০ নভেম্বর) গ্যাস সংযোগ সাময়িক ভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিতাস গ্যাস ডিস্টিবিউশন কোম্পানী লিমিটেড।





সোনারগাঁ তিতাস ডিস্ট্রিবিউশন কোং লিং এক বিজ্ঞপ্তিতে জানায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর ২য় সেতুর নিচে মেইন গ্যাস পাইপ লাইনে লিকেজের কাজ করায় উপজেলার পিরোজপুর, মোগরাপাড়া এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গ্যাস সাময়িক ভাবে বন্ধ থাকবে। ৫টার পর থেকে গ্যাস পূর্বের ন্যায় এসব এলাকায় চালু করা হবে।





এসব এলাকার বসবাসকারী জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কোঃ আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেন।


পানছড়িতে ভোটারদের দ্বারে দ্বারে রেডক্রিসেন্ট সহ সভাপতি প্রার্থী এডভোকেট জসিম উদ্দিন মজুমদার


পানছড়িতে ভোটারদের দ্বারে দ্বারে রেডক্রিসেন্ট সহ সভাপতি প্রার্থী এডভোকেট জসিম উদ্দিন মজুমদার





মিঠুন সাহা পানছড়ি খাগড়াছড়িঃ নির্বাচনের আর মাত্র সাত দিন বাকি। আগামী ৬ই ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।২০২০ থেকে ২০২১ পর্যন্ত মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আবার সহ সভাপতির প্রার্থীতা নিয়ে ভোটারদের  দ্বারে দ্বারে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট জসিম উদ্দিন মজুমদার।





শুক্রবার(২৯নভেম্বর)সকাল ৯ টার সময় পানছড়িতে সকল ভোটারদের নিকট বাড়ি বাড়ি গিয়ে ভোট চান এবং সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন।





তার নির্বাচনী প্রচারের সাথে ছিলেন রেডক্রিসেন্ট পানছড়ি ইউনিটের আজীবন সদস্য ও  উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, রেডক্রিসেন্ট পানছড়ি ইউনিটের সাবেক যুবপ্রধান ও আয়কর আইনজীবী মোফাজ্জল হোসেন, পানছড়ি ইউনিটের বর্তমান যুবপ্রধান ও ইউসিসি'র  চেয়ারম্যান জনাব রায়হান আহম্মেদ সহ প্রমুখ।





সহ সভাপতি প্রার্থী এডভোকেট জসিম উদ্দিন মজুমদার বলেন :আর্তমানবতার সেবাই সব সময় নিজেকে নিয়োজিত রেখে দেশের জন্য,সমাজের জন্য কাজ করে যেতে চাই।রেডক্রস ও রেডক্রিসেন্ট সোসাইটি বিশ্বব্যাপী একটি সেচ্ছাসেবী সংগঠন।তবে রেডক্রিসেন্ট এর একজন সদস্য হিসাবে নিজের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের পাশে হাত হাত রেখে কাজ করে যাবো ইনশাল্লাহ।সবাই আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।





উল্লেখ্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের একটি সহযোগী মানবসেবা মূলক কার্যক্রম  করে থাকে। স্বাধীনতার পর ১৯৭২ সন থেকে বাংলাদেশের এর কার্যক্রম শুরু হয়। ১৯৭৩ সনের রাষ্ট্রপতি ২৬ নং অধ্যাদেশ অনুসারে পরিচালিত হয়ে থাকে। প্রতিষ্ঠনটি দেশ এবং আন্তজার্তিক  অঙ্গনে যেকোন মুহুর্তে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দূর্যোগে আর্ত মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করে থাকে।


Thursday, November 28, 2019

গণমাধ্যমকর্মীদের চাকরিচ্যুত করার ষড়যন্ত্র, এসএটিভি থেকে হেড অব নিউজ ফয়সালকে বের করে দিলো বিক্ষুব্ধরা


গণমাধ্যমকর্মীদের চাকরিচ্যুত করার ষড়যন্ত্র, এসএটিভি থেকে হেড অব নিউজ ফয়সালকে বের করে দিলো বিক্ষুব্ধরা





আজকের সংবাদ ডেস্কঃ: শতাধিক গণমাধ্যমকর্মীকে চাকরিচ্যুত করার চক্রান্তসহ প্রথম ধাপে ১০ জনকে ছাঁটায়ের জের ধরে হেড অব নিউজ মাহমুদ আল ফয়সালকে এসএ টেলিভিশন কার্যালয় থেকে বের করে দেয়া হয়েছে। বুধবার রাত পোনে ১০টার দিকে টেলিভিশনটির সবগুলো বিভাগের বিক্ষুব্ধ কর্মীরা তাকে এসএটিভি কার্যালয় ছেড়ে যেতে বাধ্য করেন। এসময় তারা হেড অব নিউজ ফয়সালের কয়েকজন সহযোগির বিরুদ্ধে শ্লোগান দেন।
সে সময় এসএটিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ বিক্ষুব্ধ গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। তবে তিনি বিষয়টির তাৎক্ষণিক সমাধান না করে বৃহস্পতিবার(২৮নভেম্বর) সাংবাদিক নেতাদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। অবশ্য ক’দিন আগ থেকেই প্রতিষ্ঠানটির কর্মীরা ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠকের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু তিনি তাদের সময় দেননি। এরইমধ্যে বুধবার সন্ধ্যায় সালাহউদ্দিন আহমেদ তার গুলশানের বাসভবনে সিওও খ ম হারুন, হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল এবং ভারপ্রাপ্ত হেড অব প্রোগ্রাম আশরাফ-উজ-জামান এবং প্রোডিউসার কামরুজ্জামান (রঞ্জু)সহ কয়েকজনকে নিয়ে রুদ্ধদার বৈঠকে বসেন। সেখানে মাহমুদ আল ফয়সালের পরামর্শ অনুযায়ী নিউজ কমানো এবং দিনব্যাপী সিনেমা চালানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এরআগে প্রতিষ্ঠানটির ১৩০ জনকে চাকরিচ্যুত করার পরিকল্পনা গ্রহণসহ তালিকা তৈরি করে ব্যবস্থাপনা পরিচালককে দেন হেড অব নিউজ। এরই ধারাবাহিকতায় এফপিসি পরিবর্তন এবং কর্মী ছাঁটাই পর্ব শুরু হয়েছে। প্রথম দফায় প্রোগ্রামের ১০ জনকে ছাঁটাই করা হয়েছে। প্রোগ্রাম হেড জিনাত জেরিন আলতাফকে বাধ্যতামূলক ছুটি দেয়া হয়েছে। কর্মীদের দাবি, সব পরিকল্পনার মূলেই হেড অব নিউজ। তিনি বার্তাকক্ষের ৪-৫ জনকে সঙ্গে নিয়ে ছাঁটাই-চক্রান্ত এবং হয়রানি শুরু করায় তারা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। সেইসঙ্গে কয়েকদিন ধরে ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে তারা বৈঠকের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু তিনি সময় দিয়েও পরে তা বাতিল করেন। এরপর উত্তেজনা আরো বাড়তে থাকে। এরইমাঝে হেড অব নিউজের সব চক্রান্ত প্রকাশ পাওয়াসহ এমডির গুলশানের বাসভবনে রুদ্ধদার বৈঠকের খবরে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে ওঠে। সারাদিন অপেক্ষার পরও এমডির সাক্ষাত না পাওয়া গণমাধ্যমকর্মীরা অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে রাত পৌনে ১০টার দিকে এমডি এবং হেড অব নিউজ এসএটিভি কার্যালয়ে আসেন। এরপর বিক্ষুব্ধ কর্মীরা হেড অব নিউজের সঙ্গে কথা বলতে আসেন। তখনই উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে সব চক্রান্ত এবং চাকরিচ্যুত করার মূলেই তিনি বলে দায়ি করেন কর্মীরা। হেড অব নিউজকে এসএটিভিতে আর দেখতে চান না বলে সাফ জানিয়ে দেন। তখনই তাকে বের হয়ে যেতে বলেন তারা। কিন্তু তিনি সময় চেয়ে কালক্ষেপনের চেষ্টা করলে সবাই ধরে নিউজরুম থেকে নিয়ে গেটের বাইরে দিয়ে আসেন। এসময় সেখানে আসেন গুলশান থানার পুলিশ সদস্যরাও। তারা এসে গণমাধ্যমকর্মী এবং এমডির সঙ্গে কথা বলেন। গণমাধ্যমকর্মীরা দাবি-দাওয়া আদায়ে সাংবাদিক ইউনিয়ন নেতাদের সঙ্গে সাক্ষরিত চুক্তিভঙ্গের বিষয়টি তুলে ধরা ছাড়াও হেড অব নিউজের অনৈতিক কর্মকান্ড তুলে ধরেন। সেখানে বক্তব্য রাখেন এমডি সালাহউদ্দিন আহমেদ। সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকের পর উদ্ভুত পরিস্থিতির সমাধান করবেন বলেও ইঙ্গিত দেন।
এসএটিভিতে উদ্ভুত পরিস্থিতি যেভাবে শুরু বেশকয়েক মাসের বেতন বকেয়া। এরপরও কাজ করছিলেন এসএটিভির কর্মীরা। এরইমাঝে চলতি মাসের আগস্টে হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল যোগদানের পর নানা চক্রান্ত শুরু করায় নিউজরুমের পরিস্থিতি খারাপ হতে থাকে। এরআগে ফয়সাল দুর্নীতি আর নানা অপকর্ম করায় ২০১৭ সালের ৩ আগস্ট এসএটিভি থেকে বিতাড়িত হয়েছিলেন। সেই সময় যারা বিভিন্নভাবে তথ্য-প্রমাণ দিয়ে তদন্ত কমিটিকে সহযোগিতা করেছিল। তাদের এসএটিভি থেকে সরিয়ে দিতে টার্গেট করেন তিনি। এরইমধ্যে ১৪ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টার নিউজে ইন্টারন্যাশনাল ডেস্কের একটি প্যাকেজ নিউজে একজন ক্লিনারকে দিয়ে ভয়েজ দেয়ার নির্দেশ দেন হেড অব নিউজ। এই ঘটনা নিয়ে রিপোর্টাররা বিক্ষুব্ধ হয়ে উঠেন। নিউজরুমে রিপোর্টার মাহমুদুল হাসান, আরিফ হোসাইন এবং মাহমুদুল হকসহ কয়েকজন ভিডিও এডিটর ঘটনাটিকে ন্যাক্কারজনক এবং হেড অব নিউজকে নোংরা এবং খারাপ লোক বলে মন্তব্য করে। এরপর হেড অব নিউজের বিরুদ্ধে ক্লিনারের সঙ্গে সখ্যতার কাহিনী মিডিয়ায় ছড়িয়ে পড়লে তিনি সেই ঘটনা আড়াল করতে অফিসে না আসাসহ অসহযোগিতার অভিযোগ এনে হাসান, আরিফ, মাহমুদ, সাদেক, সাকি, মোহসীন এবং মিলনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেন। এদের মধ্যে মিলন এবং সাকি হেড অব নিউজকে ভরা মিটিংয়ে তিরস্কার করেছিল। তাদের জুনিয়র ফারজানা শোভাকে সিনিয়র রিপোর্টার হিসেবে যোগদান করানোর দায়ে। হেড অব নিউজ নারায়ণগঞ্জ থেকে নিউজ করা বাবদ ৩৫ হাজার টাকা নিয়েছিলেন, সেই ঘটনা সাদেক অফিসকে জানিয়েছিল। মোহসিন অফিসকে এসএমএস দিয়েছিল তার মা অসুস্থ অফিসে আসতে পারবে না। এরপরও হেড অব নিউজ পুরনো প্রতিশোধ নিতে ব্যবস্থা নেয়ার পরিকল্পনা নেন। শেষ পর্যন্ত তাদের চাকরিচ্যুত করা হলেও সাংবাদিক ইউনিয়নের কর্মসূচির কারণে আটকে যায়। এরপর নিউজরুমসহ অন্য বিভাগেরও ১৩০ জনকে চাকরিচ্যুত করার নতুন কৌশল নেন হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল। এরমধ্যে প্রোগ্রামের ক্যামেরাপার্সন ও প্রোডিউসারসহ ১০ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। অন্যদিকে, গত ২২ নভেম্বর কোলকাতা টেস্ট উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সংবাদটির জন্য অফিসের অনুমতি নিয়ে সেখানে যান স্পোর্টস ডেস্কের আরিফ হোসাইন। আর অফিস থেকে স্ক্রিপ্ট লিখে ভয়েজ দেন নুরউদ্দিন। প্যানেলে নিউজটির তত্ত্বাবধান করেন মাহমুদুল হাসান। এই নিউজের জন্য এই তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এটিও তাদের চাকরিচ্যুত করার পরিকল্পনার অংশ হিসেবেই বলে ধরে নেন তারা। এসব ঘটনা নিয়েই এসএটিভির সব কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে হেড অব নিউজ মাহমুদ আল ফয়সালকে অফিস থেকে বের করে দেয়ার পাশাপাশি অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের মিডিয়া থেকেই তাকে অবাঞ্চিত ঘোষণার দাবি তুলেছে এসএটিভির কর্মীরা।
দু’বছর আগেও এসএটিভিতে যোগদান করেছিলেন মাহমুদ আল ফয়সাল। সেসময় তার বিরুদ্ধে গাজীপুর থেকে ৩০ লাখ টাকা চাঁদাবাজিসহ নানা অনৈতিক কর্মকান্ডের অভিযোগ ওঠে। চ্যানেলটির সংবাদকর্মীরা এমডির সামনে মাহমুদ আল ফয়সালের অনিয়ম-দুর্নীতির বিস্তারিত বিবরণ তুলে ধরেন তার উপস্থিতিতেই। তিনি অভিযোগের জবাব দিতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ তাকে সাময়িক অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়। এছাড়া চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য গঠিত কমিটিকে তাগিদ দেয়া হয়। সেই কমিটির তদন্তে তার দুর্নীতি প্রমাণিত হওয়ায় তাকে ২০১৭ সালের ৩ আগস্ট বৃহস্পতিবার রাতে অব্যাহতি দেয় এসএটিভি কর্তৃপক্ষ। এরপর ওই রাতেই নিজের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে অফিস ত্যাগ করেন মাহমুদ আল ফয়সাল। চ্যানেলটিতে যোগদানের এক বছর পূর্ণ হওয়ার আগেই সেবার তিনি চাকরিচ্যুত হয়েছিলেন। পরে হেড অব নিউজে কক্ষ তল্লাশি করে চার বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।


ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৩ জেলেকে জরিমানা ও অবৈধ কারেন্ট জাল জব্দ


ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৩ জেলেকে জরিমানা ও অবৈধ কারেন্ট জাল জব্দ।





আজকের সংবাদ ডেস্কঃ বিভিন্ন নদ-নদী দখল করে অবৈধ ভাবে মাছ শিকার করায় অভিযান চালিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভ্রাম্যমাণ আদালত।





বুধবার(২৭নভেম্বর)দিনভর সোনারগাঁ উপজেলার বিভিন্ন নদ-নদীতে এ অভিযান চালানো হয়।





উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, উপজেলার মেঘনা নদী,ব্রহ্মপুত্র নদ ও আশপাশের শাখা নদে অবৈধভাবে বাঁশ ও গাছের ডাল ফেলে মৎস্য সম্পদ ও জীব বৈচিত্র্য ধ্বংস করছে একটি মহল। এমন অভিযোগে বুধবার দিনভর অভিযান পরিচালনা করা হয়।এ সময় অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খান।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসেইন,সোনারগাঁ থানা পুলিশ ও নৌ পুলিশ।





পরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নাজমুল হুসেইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩ জেলেকে ৪২ হাজার টাকা জরিমানা ও অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেন। মাছের ঝোপও ভেঙে দেওয়া হয় এ সময়।





এ দিকে,মাইকিং করে বাঁশ ও গাছের ডাল ফেলে যারা অবৈধভাবে মাছ শিকার করে আসছিল আগামী এক সপ্তাহের মধ্যে তাদের বাঁশ ও গাছের ডালপালা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।


Wednesday, November 27, 2019

সোনারগাঁ সরকারী কলেজের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা


সোনারগাঁ সরকারী কলেজের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোনারগাঁ সরকারী কলেজের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার(২৮ নভেম্বর)সকালে কলেজের মাঠে ছাত্র-শিক্ষক মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।





সোনারগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম।





গভর্নিং বডির সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা মনির হোসেন, মোগড়াপারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা এ্যাডঃ সাজেদ আলী মোক্তারের সুযোগ্য সন্তান আরিফ মাসুদ বাবু, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সদস্য এ.এইচ.এম মাসুদ দুলাল, নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সনমান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, আওয়ামীলীগ নেতা আজিজুল ইসলাম মুকুল, যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও সাংবাদিক আবু বকর সিদ্দিক।
সভায় বক্তারা কলেজের সূবর্ণ জয়ন্তী সুন্দর ও স্বার্থকভাবে সফল করার জন্য একটি উপদেষ্টা কমিটি ও একটি উদযাপন কমিটি গঠন করেন।
উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন- রাকিবুর রহমান খাঁন (উপজেলা নির্বাহী অফিসার, সোনারগাঁ) এবং আব্দুল্লাহ আল কায়সার (সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৩)।
উদযাপন কমিটির আহ্বায়ক হলেন- সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, সদস্য সচিব-আশরাফুজ্জামান অপু অধ্যক্ষ, সোনারগাঁও সরকারী কলেজ, সদস্য-মনির হোসেন, সাবেক গভর্নিং বডির সভাপতি, এ.এইচ.এম মাসুদ দুলাল, সাবেক সদস্য বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় উপ-কমিটি, মাহফুজুর রহমান কালাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সোনারগাঁও থানা আওয়ামীলীগ, আরিফ মাসুদ বাবু, চেয়ারম্যান, মোগড়াপারা ইউনিয়ন পরিষদ ও সাবেক গভর্নিং বডির সদস্য, সোনারগাঁও সরকারী কলেজ, এ্যাডঃ হুমায়ুন কবীর, সাবেক গভর্নিং বডির সদস্য, সোনারগাঁও সরকারী কলেজ, মোস্তফা কামাল নিলু, প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব সোনারগাঁ হেরিটেজ, জি.এম সাদিকুর রহমান, সহকারী অধ্যাপক, সোনারগাঁ সরকারী কলেজ, মোঃ আশরাফুজ্জামান, তথ্য ও গবেষনা সম্পাদক, সোনারগাঁ থানা আওয়ামীলীগ।
উল্লেখ্য, সোনারগাঁও উপজেলার প্রথম কলেজ হিসেবে পরিচিত সোনারগাঁ ডিগ্রী কলেজ (বর্তমানে সোনারগাঁ
সরকারী কলেজ) এর ৫০ বছর পূর্তি উপলক্ষে সূবর্ণ জয়ন্তী উৎসব পালন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ। ১৯৬৯ খ্রিঃ মরহুম এ্যাডঃ সাজেদ আলী মিয়া (প্রাক্তন এম সি এ) ও এক ঝাঁক নিবেদিত স্থানীয় শিক্ষানুরাগী সোনারগাঁও ও আশেপাশে অন্যান্য উপজেলার অবহেলিত, হতদরিদ্র জনগনের জন্য অত্র কলেজটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক, ডিগ্রী ও অনার্স কোর্সের ৬টি বিষয় যথাক্রমে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, গার্হস্থ্যঅর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি টালু রয়েছে। এছাড়াও বাউবি কর্তৃক পরিচালিত এইচ এস সি, বি এ বি এস এস ও বি বি এ (অনার্স) প্রোগ্রাম চালু রয়েছে। বর্তমানে কলেজটির ফলাফল অত্যন্ত সন্তোষজনক। ১৯৬৯ খ্রিঃ হতে বর্তমান পর্যন্ত এ প্রতিষ্ঠান হতে হাজার হাজার ছাত্র-ছাত্রী পাশ করে দেশে-বিদেশে সফল মন্ত্রী, এমপি, সচিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ী হয়ে সুনাম অর্জন করেছে।


মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম কে হয়রানী করার অভিযোগ


মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম কে হয়রানী করার অভিযোগ





আজকের সংবাদঃমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম কে হয়রানী করার অভিযোগ উঠেছে।
জানা যায়,নারায়নগন্জের সোনারগাঁ উপজেলায় অবস্থিত পিরামিডে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করায় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে হয়রানী করার অভিযোগ উঠেছে।





রাজমনি ফ্লিম সিটি নামের একটি পেডে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজ্জামেল হকের কাছে অসামাজিক কার্যকলাপের অভিযোগকারী মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা যাচাই বাছাইয়ের আবেদন করেন আহসান উল্লাহ মনি। পরে গত ১১ নভেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার কে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।





হয়রানীর শিকার মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম জানান, উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব গ্রামে আহসান উল্লাহ মনি পিরামিড নির্মাণ করেন। পিরামিড নির্মাণের পর পার্শ্ববর্একটি এক তলা ভবনের ২০-২৫টি ছোট ছোট ঘর তৈরি করে মালিকের অজান্তে কর্মচারীরা টাকার বিনিময়ে মেয়ে দিয়ে অসামাজিক কার্যকলাপ করে থাকে। সম্প্রতি ওই পিরামিড থেকে ৭জনকে আটক করে পুলিশ।





পিরামিডের অসামাজিক কার্যকলাপ বন্ধে স্থানীয় চেয়ারম্যান হামীম শিকদার শিপলু উপজেলা সমন্বয় কমিটির সভায় উপস্থাপন করেন। এ বিষয়টি এলাকাবাসীর পক্ষে গণ স্বাক্ষর নিয়ে  আমি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ পুলিশ সুপার, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার, সোনারগাঁ থানার ওসি সাহেবের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য একটি অভিযোগ দায়ের করি।





ওই অভিযোগের পর আমার উপর ক্ষিপ্ত হয়ে আহসান উল্লাহ মনি আমার বিরুদ্ধে অপপ্রচার করে হয়রানি করছে। আমি প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা এ বিষয়ে তদন্তের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ে অভিযোগ দায়ের করেন। আমি ১৯৭১ সালে বিমান বাহিনীতে কর্মরত থাকা অবস্থায় মুক্তিযোদ্ধে অংশ নিয়েছি। ১৪ ডিসেম্বরে স্বাধীনতা যুদ্ধে যখন পুরোদমে শুরু হয় তখন আমার অবস্থান ছিল ৩ নং সেক্টরে মাধবপুর এলাকায়। সিংগারবিলে আমার এস এল আর টি বাংকারের পাশের বাড়ির বেড়ায় হেলান দেওয়া ছিল,আমি বাংকারটি বড় করতে ছিলাম,পাশেই ছিলো একটি কাঁঠাল গাছ, প্রচণ্ড যুদ্ধ চলছে পাক হানাদার বাহিনীর গোলা প্রতি মিনিটে মিনিটে আসতে লাগলো ইতিমধ্যে একটি গোলা আমার বাংকারের পাশে কাঁঠাল গাছের উল্টো দিকে পড়ে  মুহুর্তের মধ্যে আমার রাইফেলের নকটি গোলার স্প্লিনটারে কেটে নিল কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি অক্ষত ছিলাম।এখানে মুক্তিযুদ্ধায় অনেক আহত হয়েছিলো আমাদের বিমান আক্রমণ হলে বহু পাকসেনা মরতে লাগলো। ২০ডিসেম্বর ঢাকায় পৌছে ভারতীয় সেনাদের  অধীনে  বি এ এফ তেজগাঁও অ্যাকাউন্ট অফিস রিপোর্ট করলে ৫০ টাকা দিয়ে দুই মাসের ছুটি দিয়ে দেন আমায় পরে যথাসময়ে চাকরিতে যোগদান করে চাকরি করতে থাকি,আমার প্রথম ও সর্বশেষ গেজেটে মুক্তিযোদ্ধা হিসেবে আমার নাম অর্ন্তভূক্ত রয়েছে।আমাকে নিয়ে কেহ অপপ্রচার লিপ্ত হবে তা মেনে নেয়া যায় না,আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমানে ও ভবিষ্যতে যেনো কোন মুক্তিযোদ্ধা কে নিয়ে কোনো প্রকার অপপ্রচারে কেউ লিপ্ত থাকতে না পারে সে ব্যাপারে সবাই কে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।





আহসানউল্লাহ মনির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অসামাজিক কার্যকলাপের অভিযোগের বিষয়টি সত্য নয়। আমি পিরামিড তৈরি করে দর্শনার্থীদের জন্য টিকিটের বিনিময়ে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তবে অভিযুক্ত সিরাজুল ইসলাম বিমান বাহিনীতে কর্মরত ছিলেন।





সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার রাকিবুর রহমান খান বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের চিঠি পেয়ে সোনারগাঁ উপজেলা সবাজ সেবা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন তৈরি করে মন্ত্রনালয়ে পাঠানো হবে।


Tuesday, November 26, 2019

ঘিওর উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


মানিকগঞ্জ ঘিওর উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা





আজকের সংবাদ ডেস্কঃ মানিকগঞ্জ ঘিওরে মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে।





মঙ্গলবার (২৬ নভেম্বর)উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।





উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব,ভাইস চেয়ারম্যান মোঃ ইশতিয়াক আহম্মেদ শামীম, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু,ঘিওর থানা ওসি(তদন্ত),জেলা পরিষদের সদস্য খালেক বিএসসি,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার,ডেপুটি কমান্ডার, সহকারী কমান্ডার (সমাজ কল্যাণ),জাসদের সভাপতি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু, যুবলীগ,ছাত্রলীগ,পয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, বেশ কয়েকটি প্রাথমিক ও হাই স্কুলের প্রধান শিক্ষক,আওয়ামী সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের প্রতিনিধি,মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানসহ আরও অনেকে।
এসময় সভায় যথাযথ মর্যাদায় আসন্ন বিজয় দিবস পালন করা এবং এর জন্য যতোটুকু প্রস্তুতি নেয়া দরকার তার সব রকম প্রস্তুতি নেয়া ব্যাপারে আলোচনা হয়। সারা বাংলাদেশের মধ্যে ৩টি বিজয়মেলা হয়, তার মধ্যে ঘিওরের পয়লা ইউনিয়নের তেরশ্রীতে একটি বিজয়মেলা অনুষ্ঠিত হবে সে বিষয় নিয়েও সভায় প্রস্তুতি নেয়া হয়


সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর)উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুর রহমান খানের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টীর সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
এসময় প্রধান অতিথি লিয়াকত হোসেন খোকা বলেন, সোনারগাঁয়ে যথাযথ মর্যাদায় আসন্ন বিজয় দিবস পালন করা হবে এবং এর জন্য যতোটুকু প্রস্তুতি নেয়া দরকার তার সব রকম প্রস্তুতি নেয়া হবে,এসময় তিনি আরও বলেন”বর্তমান আওয়ামীলীগ সরকার স্বাধীনতার স্বপক্ষের সরকার।বঙ্গবন্ধুর বলিষ্ঠ কন্ঠস্বরের কারণে সারা বাংলার মেহনতী মানুষ একত্রিত হয়ে যুদ্ধ করে বুকের তাজা রক্ত দিয়ে আমাদের এই বিজয় এনে দিয়েছে। তাই আমরা এই মুক্তিযুদ্ধের সকল শহীদদের কোনদিন ভুলবোনা।





সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিতি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি)নাজমুল হোসেইন, মুক্তিযোদ্ধা কমান্ডার ওসমান গনি,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মোল্লা বাদশা,উপজেলা ফ্যাসিলিটেটর অফিসার শাহানারা আঁচল,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার,সমাজ সেবা অফিসার সাকিবা সুলতানা,উপজেলা প্রকৌশলী হায়দার আলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস,যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবিব, মুক্তিযোদ্ধা ওতাদের সন্তানসহ আরও অনেকে।


সোনারগাঁয়ে আদিবাসী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ


সোনারগাঁয়ে আদিবাসী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ





আজকের সংবাদ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে ভাড়াটিয়া এক আদিবাসী তরুণীকে বাড়ির সিঁড়ি কোঠায় থেকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।





গত রোববার(২৪নভেম্বর)উপজেলার কাঁচপুর সোনাপাড়ায় এ ঘটনা ঘটে।





এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত রোববার রাতেই এক তরুণকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। 





পুলিশ ও ওই তরুণীর পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার বিকেল ৩টায় শারীরিক অসুস্থতার কারণে গার্মেন্টেস থেকে ছুটি নিয়ে বাসায় ফেরার জন্য ওই তরুণী (২৪)বাড়ির সিঁড়িতে পৌছালে কাঁচপুরের মোঃ নজরুলের ছেলে নাবিল মোবাইল সেন্টার স্বত্তাধিকারী হাসিব শেখ (২০)তাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে আদিবাসী তরুণীর ডাক চিৎকারে আশেপাশে লোক চলে আসলে হাসিব শেখ পালিয়ে যায়।





সোনারগাঁ থানার উপ পরিদর্শক সৈয়দ আজিজুল হক জানান,অভিযোগের ভিত্তিতে গতকাল রাত ১২ টার দিকে কাঁচপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে হাসিব শেখ কে গ্রেফতার করি। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


Monday, November 25, 2019

নিরাপত্তা জোরদারে সোনারগাঁ থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত


নিরাপত্তা জোরদারে সোনারগাঁ থানা পুলিশের মতবিনিময়  সভা অনুষ্ঠিত





আজকের সংবাদ ডেস্কঃ ব্যাংক,বীমা ও অর্থ লগ্নিকারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে নিরাপত্তা জোরদারের জন্য সোনারগাঁ থানা পুলিশের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত।





সোমবার(২৫নভেম্বর)সকাল ১১টায় সোনারগাঁ থানা প্রাঙ্গণে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।





এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির।
সোনারগাঁ থানার(তদন্ত ওসি)হেলাল উদ্দীন,ওসি অপারেশন আলমগীর হোসেন, অার্থিক লেনদেনকারী সকল প্রতিষ্ঠানের মালিক প্রতিনিধি ও কর্মকর্তাগনসহ আরও অনেকে।





এসময় অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন,ঢাকা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব হাবীবুর রহমান বিপিএম (বার) পিপিএম(বার) মহোদয়ের নির্দেশনায় ও নারায়নগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(খ'সার্কেল) খোরশেদ আলম স্যারের তত্ত্বাবধানে সকল ব্যাংক- বীমাও অার্থিক লেনদেনকারী সকল প্রতিষ্ঠানের মালিক  প্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে এ"অপরাধ প্রতিরোধ মূলক" মতবিনিময় সভা। আমাদের নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে সকল প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা ব্যবহার করতে হবে,তাছাড়া প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরীদের সজাগ দৃষ্টি রেখে কাজ করতে হবে।নিরাপত্তার জন্য পুলিশ সবসময় আপনাদের পাশে আছে ও থাকবে।


সোনারগাঁয়ে দ্বীন ইসলাম হত্যার প্রধান আসামি আহসান উল্লাহ গ্রেফতার


সোনারগাঁয়ে দ্বীন ইসলাম হত্যার প্রধান আসামি আহসান উল্লাহ গ্রেফতার।





আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁয়ে দ্বীন ইসলাম হত্যার ঘটনায় প্রধান আসামি আহসানউল্লাহ গ্রেফতার।
সোমবার(২৫নভেম্বর)গভীর রাতে সিরাজগন্জ নন্দী পাড়া এলাকা হতে তাকে আটক করে সোনারগাঁ থানা পুলিশের এসআই রাজু মন্ডল।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক রাজু মন্ডল বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে সোমবার গভীর রাতে সিরাজগন্জ নন্দী পাড়া এলাকা থেকে দ্বীন ইসলাম হত্যার প্রধান আসামি আহসান উল্লাহকে গ্রেফতার করি। এই হত্যার ঘটনায় এর আগেও দুজকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করি এবং বাকি আসামিদের অচিরেই গ্রেফতার করতে পারবো বলে আমার বিশ্বাস।





উল্লেখ্য,গত ৪ অক্টোবর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকার মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নয়াগাঁও গ্রামের সালাউদ্দিনের ছেলে দ্বীন ইসলামের সাথে একই গ্রামের আসাদুলের ছেলে আহসানুল্লাহর কথা কাটাকাটির একপর্যায়ে আহসানুল্লাহ,শাহাবুদ্দিন,আলী হোসেন, শাহীন,এরশাদ উল্লাহ সহ ৫/৬ দ্বীন ইসলামকে এলোপাথারী পিটিয়ে মারাত্মক আহত করে। এসময় আশপাশের লোকজন আহত দ্বীন ইসলামকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে গত ৮ অক্টোবর কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। ১৩ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিসক মহাখালী আইসিডিডিআরবি(কলেরা হাসপাতালে)নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখান থেকে ঐদিন সন্ধ্যায় ছাড়পত্র দিলে তাকে বাড়ি নিয়ে আসা হয়। ১৪ অক্টোবর রাতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দ্বীন ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় দ্বীন ইসলামের বড় ভাই ইলিয়াস মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় এর আগে পুলিশ অভিযান চালিয়ে শাহীন ও রাজু নামের দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।
মামলার অন্যান্য আসামীরা হলো,সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে এরশাদ উল্লাহ ও এরশাদ উল্লাহর ছেলে আহসান উল্লাহ, মৃত আবু সিদ্দিকের ছেলে শাহাবুদ্দিন, সোনা মিয়ার ছেলে আলী হোসেন, মোবারক হোসেনের ছেলে শাহীন ও রাজু একই গ্রামের আলেক মিয়ার ছেলে। এছাড়াও ৫/৬ জনকে অজ্ঞাত নামা আসামী করা হয়।
ধৃত আহসান উল্লাহ নয়াগাঁও গ্রামের এরশাদ উল্লাহর ছেলে।


Sunday, November 24, 2019

মাদক ব্যবসায়ী মুরগি রব জামিনে এসে ফের সক্রিয় মাদক ব্যবসায়


মাদক ব্যবসায়ী মুরগি রব জামিনে এসে ফের সক্রিয় মাদক ব্যবসায়।





আজকের সংবাদ ডেস্কঃ মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের নিত্য অভিযান চলছে। চিহ্নিত ব্যবসায়ীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হাচ্ছে। জামিনে এসেই ফের সক্রিয় হয়ে পড়ছে মাদক ব্যাবসায়ীরা। পিরোজপুর এলাকায় মাদক সর্বরাহ কারীরা পুলিশের হাতে মাদকসহ আটক হলেও অধরাই রয়েছে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের পাঞ্জত আলীর ছেলে মাদক সম্রাট মুরগী রব। এতে বাড়ছে মাদক ব্যবসায়ী ও সেবীর সংখ্যা, উপজেলার পিরোজপুর ও আশে পাশের এলাকায়।





মাদকের নীল ছোবলে বিপথগামী হয়ে যাচ্ছে উঠতি বয়সী যুবকরা। পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবক-বিক্রেতাদের ধরলেও মূল হোতারা অনেক ক্ষেত্রে থাকছে ধরাছোঁয়ার বাইরে। উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের সম্রাট মুরগী রব একাধিক সিন্ডিকেট চক্র মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে পিরোজপুর এলাকায়। ইয়াবা ও হেরোইন নিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়া অনেক উঠতি বয়সী তরুণ গ্রেফতার হচ্ছে পুলিশের হাতে। প্রভাবশালীদের আশ্রয়ে থাকা মাদক ব্যবসার মূল হোতা মুরগী রব উঠতি বয়সী যুবকদের মাধ্যমে মাদক বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেয়।
উপজেলায় মাদকের আঁতুড়ঘর হিসেবে খ্যাতি অর্জন করেছে পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রাম। গত ২৪ অক্টোবর গভীর রাতে ৪ ঘন্টা অভিযান চালিয়ে পিরোজপুর গ্রামের মনির হোসেনের ছেলে সাকিবকে আটক করে সোনারগাঁ থানা পুলিশ। তার কাছ থেকে বিপুল পরিমান ফেন্সিডিল ও মুরগী রবের বাড়ির ছাদ থেকে দেশীয় তৈরী ১১টি অস্ত্র ও ৬ টি বিদেশী খালি মদের বোতল উদ্ধার করা হয়।
গত ১৮সেপ্টেম্বর রাতে পিরোজপুর গ্রাম থেকে একটি টিনের সুটকেস ভর্তি ফেনসিডিলসহ মজিবুর রহমান ওরফে মজু মিয়ার ছেলে জাহিদুল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৪ অক্টোবর গভীর রাতে ৪ ঘন্টা অভিযান চালিয়ে পিরোজপুর গ্রামের মনির হোসেনের ছেলে সাকিবকে আটক করে সোনারগাঁ থানা পুলিশ। তার কাছ থেকে বিপুল পরিমান ফেন্সিডিল ও মুরগী রবের বাড়ির ছাদ থেকে দেশীয় তৈরী ১১টি অস্ত্র ও ৬ টি বিদেশী খালি মদের বোতল উদ্ধার করা হয়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একটি সুত্র জানায়,পুলিশের দায়ের করা মামলায় সাকিবকে প্রধান আসামী ও রবকে পলাতক দেখিয়ে মাদক মামলা করা হয় সোনারগাঁ থানায়। রব উচচ আদালত থেকে জামিনে এসে ফের মাদক ব্যাবসায় সক্রীয় রয়েছে। তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিলে পিরোজপুর এলাকায় অনেকটাই কমবে মাদব ব্যাবসা।
মাদক সম্রাট মুরগী রবের উত্থান :এক সময় ঢাকার কাপ্তান বাজারের মুরগী বাজারে খেটে খাওয়া দিনমজুরের কাজ করতো সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের পাঞ্জত আলীর ছেলে রব। হঠাৎ আলাদিনের চেরাগে ভর করে রাতারাতি মুরগীর বিরাট -ব্যবসায়ী বনে যান রব ওরফে মুরগী রব। মুরগী ব্যবসার আড়ালে রবের বিশাল মাদক-ব্যবসা কাহীনি ছিলো এলাবাসীর অজানা। এলাকার স্কুল পড়ুয়া ছেলেদের টাকার লোভ দেখিয়ে মুরগী ব্যবসার আড়ালে মাদক-ব্যবসার সহযোগী হিসেবে কাছে টেনে নিতোসে। প্রথমদিকে এলাকার যুবসমাজকে নিজের টাকায় মাদক সেবন করতে দিতেন মুরগী রব। এ কারনে এলাকার উটতি বয়সের ছেলেরা ঝুঁকে পড়েছে মাদক সেবনের দিকে। এসুযোগ কাজে লাগিয়ে স্কুল পড়ুয়া ছেলেদের দিয়ে মুরগী রব চালিয়ে যাচ্ছে রমরমাট মাদক(ফেন্সিডিলের)ব্যবসা। ছেলেদের স্কুল ব্যাগ দিয়ে সর্বরাহ করা হয় মাদক। মুরগী রব ফেন্সিডিল ও ইয়াবা বিক্রি করে রাতা রাতিই কোটিপতি বনে যায়। এলাকার যুবকদের প্রতিদিন ২ থেকে ৩ টা ইয়াবা সেবন করিয়ে সারারাত কাপ্তানবাজারে মুরগী সাপ্লাই করাতো। আরেক গ্রুপকে দিয়ে রাতভর মাদকবিক্রি করাতেন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মুরগীর গাড়িতে করে সর্বরাহ করা হয় মাদক। যাদের এখন পড়ার টেবিলে বা বইয়ের ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার কথা তারা আজ মুরগী রবের মাদকে আসক্ত হয়ে মাদক সাপ্লাইয়ের ব্যাগ পাচার করছে। পিরোজপুর গ্রামের সাকিব, শাওন, সজল, আলী, রবিন, নাজমুল ও জাহিদকে দিয়ে বিক্রি করানো হয় মাদক। ডাকাতি ও মাদক মামলায় জেল হাজতেও যেতে হয়েছে তাদের। কিন্তু অদৃশ্য শক্তি ও টাকার জোড়ে অধরাই রয়ে গেছে মুরগী রব। তার বাড়ির চারি পাশে বসানো রয়েছে সিসিটিভি। মাদক ব্যবসার অন্তঃরালে রয়েছে রবের ভাই মান্নান মেম্বার ।


সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত গ্রেফতার


সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত গ্রেফতার





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতি প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।





শনিবার দিবাগত রাতে মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর বিদ্যুৎ কেন্দ্রের সামনে ঝোপঝাড় থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। অভিযান কালে একটি ছোড়া,দুটি রামদা, চাপাতি ও লোহার রড উদ্ধার করেছে।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ডাকাত পালিয়ে যায়। এ ঘটনায় সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) কুদ্দুস ফকির বাদী হয়ে রোববার দুপুরে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছে।





সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকাতি, চুরি, ছিনতাই ঠেকাতে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর বিদ্যুৎ কেন্দ্রের সামনে যানবাহনে ডাকাতি প্রস্তুতি নিচ্ছিল।পরে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিরবাজার গ্রামের মৃত বাইজুল মিয়ার ছেলে মোঃ শাওন, চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেবাগ গ্রামের কামাল হোসেনের ছেলে বাবু, বরিশালের মেহেদীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের নিজাম বেপারীর ছেলে রনি ও বন্দর উপজেলার মিনার বাড়ি গ্রামের আব্দুল মজিদের ছেলে মোঃ মনির হোসেনকে গ্রেফতার করা হয়।





সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


Saturday, November 23, 2019

বিশিষ্ট লেখক ও সাংবাদিক বাবুল মোশারফ স্মরণে নাগরিক শোক সভা অনুষ্ঠিত


বিশিষ্ট লেখক ও সাংবাদিক বাবুল মোশারফ স্মরণে নাগরিক শোক সভা অনুষ্ঠিত





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট লেখক ও সাংবাদিক বাবুল মোশারফ স্মরণে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৩শে নভেম্বর)বিকেল ৩টায়  সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে সোনারগাঁ প্রেস ক্লাবের আয়োজনে এই নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়।





পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শোক সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় বক্তারা বাবুল মোশারফের সাথে কাটানো বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন।





এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমদ মোল্লা বাদশা,মুক্তিযোদ্ধা কমান্ডার ওসমান গনি,সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার মাসুদ রানা,এসআই আবুল কালাম আজাদ, বিটিভির জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান,সোনারগাঁ প্রেস ক্লাবের সভাপতি অসিত কুমার, সাধারণ সম্পাদক আল আমিন তুষার,সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম অনিক,সোনারগাঁ থানা প্রেস ক্লাবের সভাপতি গাজী মোবারক,সোনারগাঁও জার্নালিস্ট ফোরামের সভাপতি জাকির হোসেন ঝন্টু,জেলা বঙ্গবন্ধু যুব আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট ফজলে রাব্বি সহ প্রয়াত সাংবাদিক বাবুল মোশারফের সহধর্মিণী এবং আত্নীয় স্বজন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সোনারগাঁয়ে নয়াপুর রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসায় ইসলামী সম্মেলন অনুষ্ঠিত


সোনারগাঁয়ে নয়াপুর রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসায় ইসলামী সম্মেলন অনুষ্ঠিত





আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে নয়াপুর রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসায় শুক্রবার(২২ নভেম্বর)এক দিন ব্যাপী ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।





ইসলামী সম্মেলন উদ্বোধন করেন পীরে কামেল হাফেজ কারী মুহাম্মাদ গোলাম মোস্তফা দা.বা.। সভাপতিত্ব করেন মো. সিরাজুল ইসলাম মনির।





ইসলামী সম্মেলনে দ্বীনি আলোচনা করেন- জামেয়া ফারুকিয়া কাওমিয়া নানাখী মাদরাসার শায়খুল হাদিস আল্লামা সাকিবুল ইসলাম কাসেমী ও শায়খুল হাদিস আল্লামা আইনুল হক কাসেমী।





অন্যদের মধ্যে আলোচনা করেন মাওলানা কারী মো. ইব্রাহীম, মাওলানা মুফতি নুরুল ইসলাম ও মাওলানা আমানুল্লাহ রায়পুরী।





ইসলামী সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নয়াপুর রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক হাবিবুর রহমান।


Friday, November 22, 2019

সোনারগাঁয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ


সোনারগাঁয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ





আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন





থানার অভিযোগ থেকে জানা গেছে,নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার পূর্বপাড়া গ্রামে বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার পরই ধর্ষণ চেষ্টাকারী আলমগীর(৪৫) এলাকা ছেড়ে পালিয়ে যায়, ঐ ছাত্রীর মা মঙ্গলেরগাঁও বটতলা বাজারে পরিবারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে যায়। এ সময় ওই ছাত্রী প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরে এসে খাটে শুয়ে মোবাইলে গেম খেলছিল।এসময় পার্শ্ববর্তী বাড়ীর বাচ্চু মিয়ার ছেলে আলমগীর বাড়িতে ঐ ছাত্রীকে একা পেয়ে  ছাত্রীর মুখ চেপে ধরে ওড়না দিয়ে বেঁধে ফেলে। পরে তাকে ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় ছাত্রীর মা বাজার থেকে ঘরে ফিরে গোঙ্গানির শব্দ পেয়ে ডাক চিৎকার শুরু করলে আলমগীর টেরপেয়ে  দৌড়ে পালিয়ে যায়।
এব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান,অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


সোনারগাঁ ইউএনও'র বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত


সোনারগাঁ ইউএনও'র বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত





আজকের সংবাদ ডেস্কঃ ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের বিদায় ও নতুন উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খাঁন এর বরন অনুষ্ঠান অনুষ্ঠিত।





বৃহস্পতিবার(২১শে নভেম্বর)সন্ধ্যায় সোনারগাঁ রয়েল রিসোর্টে সোনারগাঁ অফিসার্স ক্লাবের আয়োজনে এ বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।





সোনারগাঁ উপজেলা প্রকৌশলী আলী হায়দার খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ)আসনের মাননীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁ এর চেয়ারম্যান ডালিয়া লিয়াকত। সহকারি কমিশনার(ভূমি)নাজমুল হোসাইন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পৌর মেয়র সাদেকুর রহমান,জামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিম সিকদার শিপলু,বারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল হক,সনমান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবিব তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হালিমা সুলতানা হক ও উপজেলার সকল সরকারি কর্মকর্তাগন,ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে।


Thursday, November 21, 2019

সোনারগাঁয়ে বিদেশী সুটারগ্যান ও চার রাউন্ড গুলিসহ আটক-১


সোনারগাঁয়ে বিদেশী সুটারগ্যান ও চার রাউন্ড গুলিসহ আটক-১





আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁয়ের কাঁচপুর সোনাপুর এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় একটি বিদেশী সুটারগ্যান, চার রাউন্ড গুলি ও ২ পিছ খালি গুলির খোঁসা সহ মনির হোসেন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।





সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) রুস্তম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ কিছুক্ষণ আগে উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় অস্ত্র বিরোধী অভিযান চালিয়ে একটি বিদেশী সুটারগ্যান, চার রাউন্ড গুলি ও ২ পিছ গুলির খোঁসা সহ কাঁচপুরের সোনাপুর এলাকার ইকবারের বাড়ির ভাড়াটিয়া মনির হোসেন (৩৫) কে গ্রেফতার করি। এখনো পর্যন্ত তার বিরুদ্ধে পূর্বের কোন মামলা আছে কিনা সেটা জানা সম্ভব হয়নি৷





অস্ত্রধারী মনির হোসেন শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার মিরা মিয়ার ছেলে।


সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট আল মোস্তফা গ্রুপের ম্যানেজারের মৃত্যু


সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট আল মোস্তফা গ্রুপের ম্যানেজারের মৃত্যু





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের ম্যানেজারের মৃত্যু হয়েছে। নিহত বুলবুল সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের সনমান্দি গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে।
বৃহস্পতিবার(২১শে নভেম্বর)বেলা ১১.৩০ মিনিটের দিকে উপজেলার বৈদ্যের বাজারে অবস্থিত আল মোস্তফা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউরো মেরিন শীপ বিল্ডার্স নামের একটি জাহাজ ও বাল্কহেড নির্মাণ প্রতিষ্ঠানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে।





নিহতের নাম মো: বুলবুল খান (৩৮)। তিনি সাফা এন্টারপ্রাইজ নামক একটি বাল্কহেড নির্মাণ কাজের ম্যানেজারের দায়িত্ব পালন করে মেরিন শিপ বিল্ডার্স শিপইয়ার্ডে বিভিন্ন জাহাজ ও বাল্কহেড নির্মাণ কাজে তদারকি করতেন। তার দুই মেয়ে রয়েছে।





সাফা এন্টারপ্রাইজের মালিক মাসুদ রানা জানায়, বৃহস্পতিবার বাল্কহেড নির্মাণ কাজের পরিচালনার জন্য বুলবুল খান বৈদ্যের বাজারে উপস্থিত হন। বিদ্যুৎ লাইন সংযোগ না থাকার কারণে কাজে ব্যঘাত হয়। পরে বুলবুল ইউরো মেরিন শিপ বিল্ডার্সের লাইনম্যানকে এ ব্যাপারে জানান। লাইনম্যান বুলবুলের কাছ থেকে লাইন ঠিক করার জন্য এক হাজার টাকা দাবি করেন। বুলবুল লাইনম্যানকে টাকা না দিয়ে মেইন লাইন বন্ধ করতে বলে তার নির্মাণাধীন বাল্কহেডের সামনে চলে যান। সেখানে যাওয়ার পরপরই ত্রুটিপূর্ণ বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুলবুল মাটিতে পড়ে যান। পরে এলাকার লোকজন বুলবুলকে আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





বৈদ্যেরবাজার এলাকাবাসী জানান, বাল্কহেড ও জাহাজ নির্মাণ করার জন্য যে নিরাপত্তা, সঠিক বিদ্যুৎ ব্যবস্থা ও প্রশস্ত জায়গা থাকার কথা তা নেই। অনেকগুলো জাহাজ ও বাল্কহেড একত্রে নির্মাণ করার ফলে যত্রতত্র বৈদ্যুতিক তার মাটিতে পড়ে আছে এবং বৈদ্যুতিক তারগুলো বিভিন্ন জাহাজের সাথে লেগে আছে। এতে করে যে কোনো কারণে তারগুলো লিকেজ হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ নিয়ে অনেক শ্রমিক ক্ষোভ প্রকাশ করেছেন


সোনারগাঁয়ে অবৈধভাবে মাটি কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ


সোনারগাঁয়ে অবৈধভাবে মাটি কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ





হাবীবুর রহমানঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যাবাজার ইউনিয়নের একটি রাস্তার সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে মাটি কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের প্ররিপ্রেক্ষিতে সরেজমিনে গিয়ে জানা যায়,হাড়ীয়া চৌধুরীপাড়ার আঃকাদিরের ছেলে জামান উপজেলার বৈদ্যাবাজার ইউনিয়নের উলুকান্দি ঈদগাঁ হতে পানাম গাবতলী রাস্তার সাথে সংযুক্ত রাস্তা কেটে জমিতে মাটি সড়িয়ে নেয় ও কাটা বেড়া দিয়ে রাখেন,ঐ রাস্তা দিয়ে পানাম গাবতলীর গোটা এলাকার ও আশপাশের গ্রামের মানুষের যাতায়াত। তাছাড়া উলুকান্দি এলাকার কলেজ ও মাদ্রারাসার সকল শিক্ষার্থীর যাতায়াত করে থাকে।





হাড়ীয়া চৌধুরীপাড়ার কেরামত আলীর ছেলে আব্দুল কুদ্দুসসহ আরোও অনেকে বলেন, যে জায়গার মাটি কাটছে জামান তার পাশের জায়গা লালমিয়া হাজ্বীর অথচ সে জবর দকল করে সরকারী রাস্তার মাটি কেটে নেয়, জামান একটি লাশ আনতেও জায়গা রাখেনি, জামান এলাকায় আদিপত্য বিস্তার করে মানুষের জায়গায় সম্পত্তি জবর দখল করে,আজ আমাদের এলাকার সরকারি রাস্তা কেটে জমিতে মাটি সড়িয়ে নেয় এবং রাস্তার পাশে তার লাগানো কলা গাছ থাকায় রাস্তায় কাঁটা বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
এতে করে আশপাশের গ্রামের কয়েক হাজার লোকের চলাচলে বিঘ্ন ঘটছে আশপাশের কয়েক জন নাম প্রকাশে অনিচ্ছুক কৃষক জানায়,জামান একজন মামলাবাজ কেহ কিছু বললেই তিনি মালার ভয় দেখায় ও মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, আমরা বর্ষা কালে ঐ রাস্তায় চলাচলে নির্দিধায় চলাচল করতে পারতাম অথচ আজ জামান সরকারি রাস্তার মাটি সড়িয়ে নেয়ায় রাস্তায় চলাচলে এখনি অনুপযোগী হয়ে আছে আর বর্ষা কালেতো এখান দিয়ে চলতেই পারবো না,
এব্যাপারে স্থানীয় এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এব্যাপারে স্থানীয় ইউপি মেম্বার ইসমাইল মেম্বার জানান আমি সরজমিনে দেখে এসেছি সে রাস্তায় কেটে প্রতিবন্দকতা সৃষ্টি করেছে তাকে বলার পরেও রাস্তার মাটি ভরাট ও কাটা বেড়া সরাইনি, এ বিষয়ে আমি ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলেছি ইউপি চেয়ারম্যান ব্যবস্থা নিবে বলে আমাকে বলেছেন।
এ ব্যাপারে বৈদ্যেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রউফ জানান,ইসমাঈল মেম্বার আমাকে জানিয়েছেন এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হচ্ছে।
এ বিষয়ে জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।


রকিবুর রহমান খাঁন সোনারগাঁ উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগদান


রকিবুর রহমান খাঁন সোনারগাঁ উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগদান।





আজকের সংবাদ ডেস্কঃ রকিবুর রহমান খাঁন নতুন ইউএনও হিসেবে যোগদান করলেন সোনারগাঁ উপজেলায়।
বৃহস্পতিবার তিনি সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা  হিসাবে যোগ দেন।  অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ঢাকা এর মোঃ সেলিম রেজার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ১১ নভেম্বর এই আদেশ জারী করা হয়। একই সঙ্গে রকিবুর রহমান খাঁন (১৬৬৯২) কে নতুন নির্বাহী অফিসার হিসেবে সোনারগাঁয়ে যোগদানের আদেশ করা হয়েছে।





রকিবুর রহমান খাঁন ২৯ তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। ১৮ সেপ্টম্বর ২০১১ সালে তিনি সহকারি কমিশনার হিসাবে জেলা কার্যালয়,চাঁদপুরে প্রশাসনে তার কর্ম জীবন শুরু করেন।





২০১১ সালে ১৮ সেপ্টম্বর তিনি সহকারি কমিশনার হিসাবে চাঁদপুর জেলা কার্যালয় যোগদান করেন। পরবর্তীতে সহকারী কমিশনার (ভুমি) হিসাবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে, সহকারী কমিশনার (ভুমি) নেত্রকোণা পূর্বধলা, ঢাকা মতিঝিল ও ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেল-এ দায়িত্ব পালন করেন। উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদানের পূর্বে তিনি রাজউকের উপ-পরিচালকের দায়িত্ব পালন করেন। ২৯ তম বিসিএস (প্রশাসন) একজন কর্মকর্তা, সোনারগাঁ উপজেলার নিবার্হী অফিসার হিসাবে নতুন কর্মজীবনে যোগদান করেন।





টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গর্বিত সন্তান রকিবুর রহমান খাঁন। তিনি বিএসসি ইন সিভিল ইন্ঞ্জিনিয়ারিং(বুয়েট) হতে ডিগ্রি লাভ করেন। ছাত্র জীবনে মেধাবী রকিবুর রহমান খান কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। ছাত্রজীবন থেকে তিনি স্কুল, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিকের বহু পুরস্কার পান।





রকিবুর রহমান খাঁন বলেন, ‘সোনারগাঁ উপজেলা সারাদেশের মাঝে একটি মডেল উপজেলা। সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। সোনারগাঁয়ের উন্নয়নের রূপকার নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সাংসদ লিয়াকত হোসেন খোকার দিকনির্দেশনা ও জেলা প্রশাসক জসিমউদ্দিন স্যারের সহযোগিতায় আমরা অত্যন্ত আশাবাদী যে, সোনারগাঁ উপজেলা ও জেলাসহ এ উপজেলা হবে দেশের উন্নত ও সমৃদ্ধ উপজেলা।’


Wednesday, November 20, 2019

পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফরম পূরণ ফি নেয়ার অভিযোগ


পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে  অতিরিক্ত ফরম পূরণ ফি নেয়ার অভিযোগ





আজকের সংবাদ ডেস্কঃ ২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ ফি নির্ধারণ করে শিক্ষা বোর্ডের সুনির্দিষ্ট নির্দেশনা মানছেন না সোনারগাঁয়ে শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়।





মাধ্যমিক শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের ফি বাবদ বিজ্ঞান বিভাগের জন্য শিক্ষার্থী প্রতি ১৯৭০টাকা এবং বানিজ্য ও মানবিক শাখার জন্য শিক্ষার্থী প্রতি ১৮৫০ টাকা করে ফরম ফিলাপের ফি সরকারী ভাবে নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রজ্ঞাপনে সুস্পষ্ট ভাবে উল্লেখ্য আছে শিক্ষার্থীদের কাছ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বেতন নেয়া যাবে এবং এ ছাড়া অন্য কোন ফি আদায় করা যাবে না।





অভিযোগের ভিত্তিতে সরেজমিনে বিদ্যালয়ে এসএসসি ২০১৯ইং সালের কয়েকজন শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, তারা ফরম ফিলাপের জন্য জনপ্রতি ৩ হাজার টাকা পরিশোধ করেছেন। তারা প্রমাণ স্বরূপ বিদ্যালয় থেকে সরবরাহ করা মানি রিসিট দেখিয়েছেন। ফরম ফিলাপের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করার আরেকটি মানি রিসিট দেখান শিক্ষার্থীরা। শিক্ষার্থী প্রতি অতিরিক্ত ১ হাজার ২ শত ৯০ টাকা করে নিচ্ছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। মানি রিসিটে অতিরিক্ত টাকা নেয়ার খ্যাত হিসেবে শিক্ষক ও কর্মচারী তহবিল, বিদ্যুৎ বিল, বিজ্ঞানাগার, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা ননএমপিও খ্যাত, তথ্য প্রযুক্তি ও উন্নয়ন তহবিল উল্লেখ্য করা হয়েছে।





জানা যায়, টেষ্ট পরীক্ষায় ২-৪ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদেরকেও ফরম ফিলাপের সুযোগ করে দিয়েছেন পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ড এসএসসির ফরম পূরণের ক্ষেত্রে শিক্ষার্থী প্রতি ন্যূনতম ফি নির্ধারণ করে এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষায় অংশ নিতে দেয়া হবে বলে প্রজ্ঞাপন জারি করলেও পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মতই সোনারগাঁ উপজেলার অনেক বিদ্যালয় প্রধানই মানছেন না এই বিধি নিষেধ।





বিদ্যালয়ের টাকা নেয়ার রশিদ দেখালে ফরম ফিলাপে বোর্ড নির্ধারিত ফি নেয়ার কথা স্বীকার করে, আলাদা রিসিট দিয়ে অন্যান্য ফি নেয়ার কথা জানান প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। তিনি আরো জানান, স্থানীয় প্রভাবে আমাকে টেষ্ট পরীক্ষায় অংশ নেয়া সব শিক্ষার্থীদেরকেই ফরম ফিলাপ করতে দিতে বাধ্য হয়েছি।





এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান জানান, ফরম ফিলাপ ফি বাবদ অতিরিক্ত টাকা নেয়ার কোন সুযোগ তো নাইও বরং এসময় অন্যকোন ফি নেয়ারও সুযোগ নাই। পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম যদি অতিরিক্ত টাকা আদায় করে থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।





উল্লেখ্য যে, ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা এসএসসি ও সমমানের পরীক্ষায় অনলাইনে বিলম্ব ফি সহ ফরম পূরণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর পর্যন্ত। সব বিভাগের জন্যই বিলম্ব ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।


বাড়তি দামে লবন বিক্রি করায় ব্যবসায়ীর জরিমানা


বাড়তি দামে লবন বিক্রি করায় ব্যবসায়ীর জরিমানা





আজকের সংবাদ ডেস্কঃ বাড়তি দামে লবন বিক্রির করার দায়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ধূলন্ডী বাজারে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।





মঙ্গলবার(১৯ নভেম্বর)সন্ধ্যায় ধূলন্ডী বাজারে এ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাই এর ভিত্তিতে পলাশ দাস নামক এক মুদি দোকানদারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় ৫০০০ টাকা জরিমানা করা হয়।





জানা যায়,পলাশ দাস ১৫ টাকা কেজি দরের খোলা লবন ৪০ টাকায় বিক্রি করছিলেন। উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তারের নির্দেশে ক্রেতাদের বাড়তি টাকা ফেরত দেন দোকানদার। পরে পাশ্ববর্তী দোকানদারদের এ বিষয়ে সতর্ক এবং উপস্থিত ক্রেতাদের বাড়তি দামে লবন না কিনে প্রশাসনকে অবহিত করার পরামর্শ প্রদান করেন। তিনি সকলকে গুজবে কান না দেয়ার জন্য অনুরোধ করেন। প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।


ঢাকা-চট্টগ্রাম,ঢাকা-সিলেট ও ঢাকা-নারায়ণগঞ্জ রোডে ৭ ঘণ্টা পর যান চলাচল শুরু


ঢাকা-চট্টগ্রাম,ঢাকা-সিলেট ও ঢাকা-নারায়ণগঞ্জ রোডে ৭ ঘণ্টা পর যান চলাচল শুরু।





আজকের সংবাদ ডেস্কঃ নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ডাকা ধর্মঘট নারায়ণগন্জ পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে স্থগিত করা হয়েছে।
এতে করে আবার সচল হয়েছে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের যান চলাচল।
বুধবার(২০নভেম্বর) আন্দোলনরত পরিবহন শ্রমিকরা হুট করে ডাকা ধর্মঘট স্থগিত করেন দুপুর দুইটার দিকে।
এদিকে ধর্মঘটের ফলে ভোগান্তিতে পড়ে জনসাধারণ দূর থেকে আসা চট্টগ্রাম বা সিলেটের যাত্রীরা ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখা যায়, অপর দিকে দেখা যায় সময়মতো অফিসে পৌঁছার জন্য জনসাধারণ পায়ে হেটে ও অতিরিক্ত ভাড়া বহন করে গন্তব্যে যেতে।
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোল্লা তাসনিম হোসেন জানান, শ্রমিকদের বোঝানোর পর তারা আন্দোলন স্থগিত করেছেন। এলোপাতাড়িভাবে সড়কে ফেলে রাখা গাড়ি নিয়ে তারা সরে গেছেন। এতে যান চলাচল শুরু হয়েছে ঢাকা-চট্টগ্রাম,ঢাকা-সিলেট ও ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কে।এর আগে নারায়ণগঞ্জের কাঁচপুর, ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্নস্থানে পরিবহন শ্রমিকরা অবস্থান নিয়ে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এর মধ্যে নারায়ণগঞ্জের চিটাগাং রোড,কাঁচপুরে দেখা যায়, শ্রমিকরা বিভিন্ন পরিবহনের বাস দিয়ে রাস্তা আটকে যান চলাচল বন্ধ করে রেখেছেন।


Tuesday, November 19, 2019

সাংবাদিক আবুল বাশারের বাবার ইন্তেকাল।


সাংবাদিক আবুল বাশারের বাবার ইন্তেকাল।





আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁ প্রেসক্লাবের সদস্য আবুল বাশারের বাবা আলহাজ্ব সালামত মিয়া মঙ্গলবার (১৯ নভেম্বর)ভোর ৪.১০মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহে……রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃতুকালে তিনি স্ত্রী,তিন ছেলে,এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
তার মৃত্যুতে সোনারগাঁ রিপোর্টাস ক্লাব ও সোনারগাঁ প্রেসক্লাব এবং আজকের ডটকম পরিবার গভীর ভাবে শোক প্রকাশ করেছেন। তার আত্মার মাগফেরাত কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। মরহুমের জানাযা শেষে আষাঢ়িয়ার চর করবস্থানে দাফন করা হয়েছে।


Monday, November 18, 2019

সোনারগাঁ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারদের বিদায় ও বরণ অনুষ্ঠিত


সোনারগাঁ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারদের বিদায় ও বরণ অনুষ্ঠিত





আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত অফিসারদের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।





সোমবার(১৯ নভেম্বর)বিকেলে অফিসার্স ক্লাব সোনারগাঁয়ের পক্ষ থেকে সোনারগাঁ উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গনে এ বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





সোনারগাঁ অফিসার্স ক্লাবের সভাপতি,সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ -৩ সোনারগাঁ আসনের মাননীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।





বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি)নাজমুল হোসেইন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী,জামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিম সিকদার শিপলু, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান,উপজেলা ফ্যাসিলিটেটর অফিসার শাহানারা আঁচল,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার,সমাজ সেবা অফিসার সাকিবা সুলতানা,উপজেলা সমবায় কর্মকর্তা আনিসা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরা আক্তার,উপজেলা প্রকৌশলী হায়দার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস,জনস্বাস্থ্য কর্মকর্তা নাজমুল হোসেন,উপজেলা ক্রিয়া সংস্থার যুগ্নসাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল  প্রমুখ ।
অনুষ্ঠানে মোট ৮ জন অফিসারকে বিদায় ও বরণ করা হয়।


সোনারগাঁয়ে পেঁয়াজের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা


ভ্রাম্যমান আদালতের অভিযান পেঁয়াজের দোকানে ১০ হাজার টাকা জরিমানা 





আজকের সংবাদ ডেস্কঃ কম দামে কিনে বেশি দামে বিক্রি করার অভিযোগে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার(১৮নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার কাঁচা বাজারের পেঁয়াজের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসেইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার উপপরিদর্শক সৈয়দ আজিজুল হক। ভ্রাম্যমাণ আদালতের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসেইন জানান, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পেঁয়াজের দাম বেশি নিয়ে ভোক্তাদের উপর অনিয়ম করার দায়ে আলমগীর স্টোরকে ৫ হাজার টাকা এবং মার্জিয়া এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।
এদিকে একই বাজারে মাছ ব্যবসায়ী সোহাগকে পঁচা মাছ বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান তিনি।


Sunday, November 17, 2019

সোনারগাঁয়ে পিইসি পরীক্ষার প্রথম দিনে ৪২৯ জন ছাত্রছাত্রী অনুপস্থিত


সোনারগাঁয়ে পিইসি পরীক্ষার প্রথম দিনে ৪২৯ জন ছাত্র ছাত্রী অনুপস্থিত





আজকের সংবাদ ডেস্কঃ সারাদেশের ন্যায় সোনারগাঁয়েও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) ও ইফতেদায়ী পরীক্ষা পরীক্ষা শুরু প্রথম দিনে পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪২৯জন পরীক্ষার্থী।





রোববার ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা।





উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র জানান,এ বছর উপজেলার মোট ১৩টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে,রোববার ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৬৮৪৪ জন। এদের মধ্যে ৩২৮০জন ছাত্র ও ৩৫৬৪ জন ছাত্রী। পিইসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩৫৯জন,অপরদিকে ইফতেদায়ী পরীক্ষায় এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৪৯০ জন। এদের মধ্যে ২২১ জন ছাত্র ও  ২৬৯জন ছাত্রী, ইফতেদায়ী পরীক্ষায় অনুপস্থিত ছিল মোট ৭০ জন পরীক্ষার্থী। আজ ১৭ নভেম্বর থেকে পরিক্ষা শুরু হয়েছে আগামী ২৪ নভেম্বর শেষ হবে। এবার একাদশ বারের মত সারাদেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।





এবারও প্রতিদিনের পরীক্ষা সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলবে । আগে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য ৩০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ থাকবে।


জমি না লিখে দেয়ায় গর্ভধারিনী মাকে পিটিয়ে ছেলে কারাগারে


জমি না লিখে দেয়ায় গর্ভধারিনী মাকে পিটিয়ে আহত করেছে ছেলে।





আজকের সংবাদ ডেস্কঃ গর্ভধারিনী মাকে পিটিয়ে আহত করার অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে তালতলা ফাঁড়ির পু্লিশ।





রোববার(১৭ নভেম্বর)সকালে বৃদ্ধ মায়ের অভিযোগের ভিত্তিতে ইমাম হোসেন কে গ্রেফতার করে তালতলা ফাঁড়ি পুলিশ।





তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন এলাকায় ফাতেমা বেগমের ছোট ছেলে ইমাম হোসেন তার গর্ভধারিনী মা ফাতেমাকে জমি লিখে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে গর্ভধারিনী মা ফাতেমা জমি লিখে না দেয়ায় গতকাল শনিবার সকালে তাকে পিটিয়ে আহত করে।





এসময় আশপাশের লোকজন ফাতেমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 
এ ঘটনায় ইমামের মা ফাতেমা আক্তার বাদী হয়ে তালতলা পুলিশ ফাঁড়িতে অভিযোগ করলে অভিযুক্ত ছেলে ইমামকে আড়াই হাজার উপজেলার ফাউশা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমাম হোসেন আড়াই হাজার উপজেলার কুটি বাড়ী জামে মসজিদের ইমাম বলে জানা যায়।


Saturday, November 16, 2019

র‍্যাব-১১র অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যাবসায়ী আটক


র‍্যাব-১১র অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যাবসায়ী আটক।





আজকের সংবাদ ডেস্কঃ র‍্যাব-১১র অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যাবসায়ী আটক।





শনিবার (১৬ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।





আটককৃতরা মাদক ব্যাবসায়ীরা হলো কুমিল্লা জেলার চান্দিনা এলাকার আব্দুল কাদেরের ছেলে বাবুল আলম ওরফে জাহাঙ্গীর ও মৌলভীবাজার সদর উপজেলার ধনাশ্রী এলাকার রনবীর দেবের ছেলে রঙ্গলাল দেব ওরফে রিংকু।





র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আলেপ উদ্দিন জানান, গতকাল শুক্রবার রাতে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় মহাসড়কের ঢাকাগামী একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ১৮ কেজি গাঁজা ও ১৯৬ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
আটককৃত মাদক ব্যাবসায়ীদের বিরুদ্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


সাহাপুর অগ্নিবীণা কিন্ডারগার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


সাহাপুর অগ্নিবীণা কিন্ডারগার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত





আজকের সংবাদ ডেস্কঃ সাহাপুর অগ্নিবীণা কিন্ডারগার্টেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী ২০১৯ অনুষ্ঠিত।





শনিবার(১৬ নভেম্বর)দুপুর ৩টায় নারায়নগঞ্জের সোনারগাঁয়ের পৌরসভার সাহাপুর অগ্নিবীণা কিন্ডারগার্টেনের মাঠ প্রাঙ্গনে মনোরম পরিবেশে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে পবিত্র কোরআন পাঠ ও জাতীয় সংগীত এর মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।





অগ্নিবীণা কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মশিউর রহমান ও আব্দুস সালাম সুজন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক হাজ্বী কামরুল ইসলাম।





অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আবু নাঈম ইকবাল।





অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পারভীন আক্তার সংরক্ষিত মহিলা সদস্য, সোনারগাঁ পৌরসভা-(৭,৮,৯নং ওয়ার্ড), মোঃ ইসমাইল প্রধান (কমিশনার পদ-প্রার্থী সোনারগাঁ পৌরসভা ৯নং ওয়ার্ড), কাজী মনির হোসেন (বিশিষ্ট ব্যবসায়ী), মোঃ রাসেল (সভাপতি অগ্নিবীণা যুব ও ক্রীড়া সংঘ), আরমান মেরাজ (সহসভাপতি, সোনারগাঁ থানা যুবলীগ), আমিনউদ্দিন,সহসভাপতিঅগ্নিবীণা যুব ও ক্রীড়া সংঘ, শেফালী আক্তার,অধ্যক্ষ অগ্নিবীণা কিন্ডারগার্টেন, মোঃ ইমরান, মোঃ রাকিব, মোঃ সামসুদ্দিন ও বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ।


Friday, November 15, 2019

সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবুল মোশাররফের ইন্তেকাল


সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবুল মোশাররফের ইন্তেকাল





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বিশিষ্ট লেখক ও সাংবাদিক, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সভাপতি ও সোনারগাঁ প্রেস ক্লাবের পাঁচ বারের সাবেক সভাপতি বাবুল মোশাররফ শুক্রবার(১৫নভেম্বর) রাত ১১ টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।(ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।সাংবাদিক বাবুল মোশাররফ জীবনের শেষ সময় পর্যন্ত সাহিত্য চর্চা ও লেখালেখির পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে গেছেন। তিনি ফুসফুসে ও লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।





তাঁর মৃত্যুতে সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস ছাত্তার প্রধানসহ ক্লাবের সকল সদস্য ও আজকের সংবাদ ডটকম প্রকাশক মোঃ নুর নবী জনি গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


দারুল উলূম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ


দারুল উলূম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ।





আজকের সংবাদ ডেস্কঃ দারুল উলূম মাদ্রাসার ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষায় শ্রেণি ভিত্তিক কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।





শুক্রবার(১৫ নভেম্বর)সকালে নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর দারুল উলূম মাদ্রাসায় এ পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দারুল উলূম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।





অনুষ্ঠানে মাদ্রাসার ২৫ জন ছাত্রকে পুরষ্কার প্রদান করা হয়। এছাড়া মাদ্রাসায় একটি কম্পিউটার,একটি প্রিন্টার ও একটি প্রজেক্টর অনুদান দেয়া হয়।





এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ সভাপতি আবুল বাশার বাদশা, সেক্রেটারী ফজলুল হক,কোষাধ্যক্ষ হাজী শহিদুল্লাহ, তাজুল ইসলাম,শাহাবুদ্দিন প্রধান,আলম চাঁন,জহিরুল ইসলাম,আবু হানিফ,লুৎফর রহমান,আরিফ আহমেদ ও সাজত আলী প্রমূখ।


অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম পুরুষ্কৃত করলেন এএসআই মনিরুল ইসলামকে


অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম পুরুষ্কৃত করলেন এএসআই মনিরুল ইসলামকে





আজকের সংবাদ ডেস্কঃ বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করায় নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম এর পর এবার নারায়ণগঞ্জ-(খ অঞ্চল)অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলমও পুরুষ্কৃত করলেন সোনারগাঁ থানার এএসআই মনিরুল ইসলামকে।





শুক্রবার(১৫ই নভেম্বর)বিকেলে নারায়ণগঞ্জ(খ অঞ্চল) অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম এ পুরষ্কার প্রদান করেন।





এএসআই মনিরুল ইসলাম জানান,গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার আমিনপুর পৌরসভা এলাকা থেকে ১৪৩০ পিছ ইয়াবা যার আনুমানিক বাজার মূল্য সাড়ে চার লক্ষ টাকা ও নগদ অর্থসহ কামাল ও আল আমিন নামে দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করি।এই অভিযানে সন্তুষ্ট হয়ে জেলার বর্তমান ভারপ্রাপ্ত পুলিশ সুপার শ্রদ্ধেয় মনিরুল ইসলাম স্যার ও নারায়ণগঞ্জ(খ অঞ্চল) অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম স্যার আমাকে পুরুষ্কৃত করেন।
আমার এই অভিযানে সার্বিক সহযোগিতা করেছেন আমাদের শ্রদ্ধেয় অফিসার ইনচার্জ মনিরুজ্জামান স্যার।





আমাকে পুরুষ্কৃত করে উৎসাহ প্রদান করার জন্য আমাদের শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম মহোদয় ও অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম স্যার এবং আমার অফিসার ইনচার্জ শ্রদ্ধেয় মনিরুজ্জামান স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।


সোনারগাঁয়ে ইভটিজিং,বাল্যবিবাহ,মাদক,সন্ত্রাস বিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত


সোনারগাঁয়ে ইভটিজিং,বাল্যবিবাহ,মাদক,সন্ত্রাস বিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত।





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে ইভটিজিং, বাল্যবিবাহ,মাদক,সন্ত্রাস,গুজব প্রচার ও জঙ্গীবাদ নির্মূল করন ও পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।





শুক্রবার(১৫ নভেম্বর)বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইয়ুথ রেবুলেশন এর উদ্যোগে মেঘনা চাইল্ড কেয়ার স্কুলে আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক প্রধানের সভাপতিত্বে ও ইন্জিনিয়ার রকিবুল হকের সঞ্চালনায় সচেতনতা মূলক এ সভা অনুষ্ঠিত হয়েছে।





সভায় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন,“আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ,শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে ইভটিজিং,বাল্যবিবাহ, মাদক,সন্ত্রাস,গুজব প্রচার ও জঙ্গীবাদ নির্মূলে ও এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন বজায় রাখার আহ্বান জানান ও সকলকে সচেতনভাবে এগিয়ে আসতে বলেন।





ইঞ্জিনিয়ার মাসুম আরোও বলেন,যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের কোনো ধরনের ছাড় নেই,তারা ধরা পড়বেই।তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা মাদক কারবারিদের সঙ্গে সামাজিক সম্পর্ক বিচ্ছিন্ন করুন।তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন এবং তাদের ব্যাপারে আপনারা আমাকে ও থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করুন।তিনি বলেন, যেসব মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মাদক কারবারিরা অর্থ,এয়ারকন্ডিশনসহ বিভিন্ন ধরনের অনুদান প্রদান করে সেসব অনুদান প্রত্যাহার করুন।





এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন প্রধান,লুৎফর রহমান,হাজী আলম চাঁন,আরিফ আহম্মেদ,মাসুম বিল্লাহ,কবির আহমেদ,মাসুম মাহমুদ,হাজী আবু হানিফসহ,শিক্ষক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ।


মাদক দ্রব্য উদ্ধার করায় পুরুষ্কৃত হলেন সোনারগাঁ থানার এএসআই মনিরুল ইসলাম


মাদক দ্রব্য উদ্ধার করায় পুরুষ্কৃত হলেন সোনারগাঁ থানার এএসআই মনিরুল ইসলাম।





আজকের সংবাদ ডেস্কঃ বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করায় পুরুষ্কৃত হলেন সোনারগাঁ থানার এএসআই মনিরুল ইসলাম।





শুক্রবার(১৫ই নভেম্বর)বেলা ১২টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম এ পুরষ্কার প্রদান করেন।





এএসআই মনিরুল ইসলাম জানান,গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার আমিনপুর পৌরসভা এলাকা থেকে ১৪৩০ পিছ ইয়াবা যার আনুমানিক বাজার মূল্য সাড়ে চার লক্ষ টাকা ও নগদ অর্থসহ কামাল ও আল আমিন নামে দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করি।এই অভিযানে সন্তুষ্ট হয়ে জেলার বর্তমান ভারপ্রাপ্ত পুলিশ সুপার শ্রদ্ধেয় মনিরুল ইসলাম স্যার আমাকে পুরুষ্কৃত করেন।
আমার এই অভিযানে সার্বিক সহযোগিতা করেছেন আমাদের শ্রদ্ধেয় অফিসার ইনচার্জ মনিরুজ্জামান স্যার।





আমাকে পুরুষ্কৃত করে উৎসাহ প্রদান করার জন্য আমাদের শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম মহোদয় এবং আমার অফিসার ইনচার্জ শ্রদ্ধেয় মনিরুজ্জামান স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।


Thursday, November 14, 2019

ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ মাদক কারবারি ও তার সহযোগী গ্রেফতার


ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ মাদক কারবারি ও তার সহযোগী গ্রেফতার





আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁয়ে ১৪৩০ পিছ ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ মাদক কারবারি ও তার সহযোগী কে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বৃহস্পতিবার(১৪ই নভেম্বর)বিকেলে সোনারগাঁ পৌরসভার আমিনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।





সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনিরের নির্দেশক্রমে থানা পুলিশের এসআই জুবায়ের মৃধার নেতৃত্বে এএসআই মনিরুল ও সঙ্গিয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ পৌরসভা আমিনপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয় যার বর্তমান বাজার মূল্য প্রায়-৪ লক্ষ পঞ্চাশ হাজার টাকা।





পুলিশ সূত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(১৪ই নভেম্বর)বিকেলে সোনারগাঁ পৌরসভার আমিনপুর এলাকায় অভিযান চালিয়ে উপজেলার কৃষ্ণপুরা এলাকার শহিদুল্লার ছেলে কামাল হোসেন(৩৮) এবং একই এলাকার মৃত আমির আলীর ছেলে আল আমিন(৩৩) কে আটক করা হয়। এসময় কামাল হোসেনের হাতে থাকা ব্যাগ থেকে ৭টি প্যাকেটে থাকা অবস্থায় ১৪০০পিছ ইয়াবা এবং নগদ ১৮০০ টাকা এবং আল আমিনের নিকট থেকে ৩০পিছ ইয়াবা ও নগদ ৯০০০ টাকাসহ আটক করা হয়।





সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে।


মারবদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত


মারবদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।





আজকের সংবাদ ডেস্কঃ নারায়নগঞ্জের সোনারগাঁ ৪৬ নং মারবদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের মেধা পুরস্কার ও বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।





বৃহস্পতিবার(১৪ নভেম্বর) সকালে মারবদী সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মোঃ আনোয়ার হোসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি  দেলোয়ার হোসেন,ম্যানেজিং কমিটির সদস্য আমজাদ হোসেন, মোঃসুমন,আব্দুল হালিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনু্ষ্টানে শেষে পরীক্ষার্থীদের হাতে পরীক্ষা সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।


ষ্টার ফ্লাওয়ার এস আর হাই স্কুলের বিরুদ্ধে জঘন্য অপপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ


ষ্টার ফ্লাওয়ার এস আর হাই স্কুলের বিরুদ্ধে জঘন্য অপপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ।





আজকের সংবাদ ডেস্কঃ গত ১৩নভেম্বর ২০১৯ ইং বুধবার স্থানীয় অনলাইন নিউজ পোর্টালে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা নিউটাউন এলাকায় অবস্থিত "ষ্টার ফ্লাওয়ার এস আর হাই স্কুলের বিরুদ্ধে এস এস সি পরীক্ষার ফরম পূরনের নির্ধারিত ফি এর চারগুণ বেশি টাকা আদায়ের অভিযোগ" শিরোনামে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে তাহা আমার দৃষ্টিগোচর হয়েছে প্রকাশিত সংবাদটি মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত প্রকাশিত সংবাদটির সাথে বাস্তবের কোন মিল ছিল না।একটি কুচক্রী মহল সমাজে আমার ও আমার ষ্টার ফ্লাওয়ার এস আর হাই স্কুলের সুনাম ক্ষুন্ন করার জন্য এহেন হীন চক্রে লিপ্ত হয়েছে।





সংবাদটিতে স্কুলের ছাত্র ছাত্রীদের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন এস এস সি পরীক্ষার্থীর বরাত দিয়ে জানায় ষ্টার ফ্লাওয়ার এস আর হাই স্কুলটি সরকারি কোন নিয়ম-নীতি তোয়াক্কা না করে প্রকাশ্যে ফরম ফিলাপ বাবদ প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে নেয়া হচ্ছে প্রায় আট হাজার টাকা। যা সরকার নির্ধারিত ফিয়ের প্রায় চারগুণ বলে উল্লেখ করা হয়েছে।
আমার এবং আমাদের ষ্টার ফ্লাওয়ার এস আর হাই স্কুলের সুনাম নষ্ট করার জন্য একশ্রেণীর অসাধু মহল ব্যাপকভাবে অপপ্রচার চালিয়ে যাচেছ। উপজেলার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে সেবার মনোভাব নিয়ে ২০১০ সালে এই স্কুলের যাত্রা শুরু করি আমরা। অদ্যাবদি পর্যন্ত আমরা এ অঞ্চলে বিনামূল্যে দরিদ্র ছাত্রছাত্রীদের সেবা প্রদান করেছি।কুচক্রীমহল আমার এবং স্কুলের বিরুদ্ধে জঘন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে,যার ভেতর সত্যতার লেশমাত্রও নেই। অপপ্রচারে স্কুলের সুনাম ক্ষুন্ন হয়েছে, যাহা সম্পূর্ণ মিথ্যা কাল্পনিক এবং মন গড়া ও হাস্যকর সংবাদ বটে প্রকৃত কথা হচ্ছে এস এস সি পরীক্ষার ফরম পূরনের  ফি বাবদ বিজ্ঞান বিভাগের জন্য ১৯৭০টাকা এবং বানিজ্য ও মানবিক শাখার জন্য ১৮৫০টাকা করে ফরম ফিলাপের ফি সরকারী ভাবে নির্ধারণ করা সেই টাকায় রিসিটের মাধ্যোমে নেয়া হচ্ছে সুতরাং অপপ্রচার চালিয়ে আমাদের স্কুলের সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে।
একটি মহল পূর্ব শত্রুতার জের ধরে আমাকে ও আমার স্কুলেকে এলাকায় হেয়প্রতিপন্ন করতে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়াছেন আমি প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি
ভবিষ্যতে সাংবাদিক ভাইদের সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরো সচেতন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
নিবেদক
প্রতিবাদকারী শাহ আলী







আল মদিনা প্রি-ক্যাডেট স্কুলের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত


আল মদিনা প্রি-ক্যাডেট স্কুলের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।





আজকের সংবাদ ডেস্কঃমুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার আল মদিনা প্রি-ক্যাডেট স্কুলের ২০১৯ ইং সনের ৫ম শ্রেনীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।





বৃহস্পতিবার(১৪নভেম্বর)বিকাল ৩ টার দিকে আল মদিনা প্রি-ক্যাডেট স্কুলের প্রাঙ্গনে এ বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়।





গজারিয়ায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সোলায়মান দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি এস এম ইমাম রাজী টুলু।





প্রধান অতিথির বক্তব্যে এস এম ইমাম রাজী টুলু বলেন, একজন শিক্ষার্থীর ক্যারিয়ার গঠনে প্রাথমিক সমাপনী পরিক্ষা তার গোটা শিক্ষাজীবনের শিকড়।তাই এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় তোমরা তোমাদের সকল প্রকার হতাশাকে পিছু ঠেলে সাহসিকতার সাথে তোমাদের যোগ্যতার প্রমাণ দিবে।এটাই আমরা তোমাদের কাছে আশা করি। আর সম্ভাবনামময় একি জীবন গড়ার মাধ্যমে তোমরাই হতে পারবে আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার এক একজন কারিগর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গজারিয়ায় উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি, ফজলুল হক নয়ন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল মোল্লা মেম্বার,মোস্তফা মোল্লা, সদস্য ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়,মিন্টু খন্দকার,সদস্য ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়।দুলাল মিয়া,গজারিয়ায় উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উপদেষ্টা, শিক্ষা বিষয়ক সম্পাদক  গজারিয়ায় উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।





এছাড়া  আরো  বক্তব্য রাখেন,আল মদিনা প্রি-ক্যাডেট স্কুলের  প্রধান শিক্ষক আব্দুল জলিল।
সার্বিক  সহযোগিতায় ছিলেন শাহাদাত হোসেন সায়মন, সহকারী শিক্ষক, ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়। সাইফুল ইসলাম,সহকারী শিক্ষক,আল মদিনা প্রি-ক্যাডেট স্কুল,সিরাজুল মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী ও মানিক প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন জসিম উদ্দিন ও জাকারিয়া হোসেন আফসারী।
অনু্ষ্টানে শেষে পরীক্ষার্থীদের হাতে পরীক্ষা সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।


মা ইলিশ রক্ষায় সোনারগাঁয়ে জেলেদের মাঝে চাল বিতরণ


মা ইলিশ রক্ষায় সোনারগাঁয়ে  জেলেদের মাঝে চাল বিতরণ





আজকের সংবাদ ডেস্কঃ ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়নের  জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।





উপজেলা পরিষদের অর্থায়নে খাদ্যসহায়তা কার্যক্রমের অংশ হিসাবে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে,নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা জেলেদের মাঝে এসব ভিজিএফ চাল বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার,পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ অন্যরা।





এসময় প্রধান অতিথি লিয়াকত হোসেন খোকা তার বক্তাব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ দ্রুত উন্নয়ন হচ্ছে। দেশ আজ সন্ত্রাস, দুর্নীতি মুক্ত হয়েছে। কোনো দুর্নীতি শেখ হাসিনা পছন্দ করেন না। তাই তিনি দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনছেন। তিনি আরও বলেন,ইলিশের উৎপাদন আরো বৃদ্ধি করার লক্ষ্যে আমাদের যা যা করণীয় সব প্রচেষ্টা থাকবে। মা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই জেলেদের নদীতে ইলিশসহ অন্য মাছ আহরণ করতে দেওয়া হবে না।





এ সময় ইউনিয়নের ৫০০জন জেলেকে ২৫ কেজি করে চাউল দেওয়া হয়েছে।


Wednesday, November 13, 2019

জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত।


জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত।





আজকের সংবাদ ডেস্কঃ জাতীয় ছাত্র সমাজকে লাঠিয়াল বাহিনী হিসেবে দেখতে চাইনা। আমরা চাই ছাত্র সমাজ লেখাপড়ার পাশাপাশি নিজেদের নেতৃত্বের বিকাশ ঘটাবে। আগামী দিনের নেতৃত্বের জন্য নিজেদের তৈরী করবে ছাত্ররা। কারণ,ছাত্রদের একটি গৌরবোজ্জল ঐহিত্য ছিলো। ছাত্ররা শুধু নিজেদের অধিকারই নয়, দেশ ও জাতীর স্বার্থে আন্দোলন সংগ্রাম করে নিজেদের জীবন উৎসর্গ করেছে। বর্তমানে ছাত্রদের গৌরবোজ্জল ঐতিহ্য কিছুটা ম্লান হয়েছে। এখন সাধারন মানুষ ছাত্রদের ভক্তির পরিবর্তে ভয় এবং সম্মানের পরিবর্তে আতংক মনে করে।





জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি আজ দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।





জাতীয় ছাত্র সমাজ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ জামাল উদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব ফয়সাল দিদার দিপু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, মেধা ও দেশপ্রেম দেখেই আগামী দিনের ছাত্র সমাজের নেতৃত্ব নির্বাচন করতে হবে। যারা ভয়-ভীতির উর্ধ্বে থেকে দেশ, সমাজ ও দলের জন্য অবদান রাখতে পারবে। অন্যান্য রাজনৈতিক দল গুলো থেকে সাধারন মানুষের দৃষ্টি এখন জাতীয় পার্টির দিকে। সাধারন মানুষ জাতীয় পার্টিকে আরো শক্তিশালী দেখতে চায়। সাধারন মানুষ আগামী দিনে জাতীয় পার্টিতেই আস্থা রাখতে চায়। তাই দেশের মানুষের প্রত্যাশা পূরণে ছাত্র সমাজই শক্তিশালী করবে জাতীয় পার্টিকে। তিনি বলেন তরুনরা অন্যায়ের প্রতিবাদ করবে, পাশাপাশি অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়াবে। আমরা জাতীয় ছাত্র সমাজকে নতুন আঙ্গিকে দেখতে চাই। আমরা ক্যাম্পাস ভিত্তিক মেধা নির্ভর নেতৃত্ব দেখতে চাই জাতীয় ছাত্র সমাজে। যারা মেধা ও চারিত্রিক গুনাবলী দিয়ে দেশের মানুষের মন জয় করবে।





জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, এরশাদ আমাদের আদর্শ, এরশাদ আমাদের প্রেরণা। আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের অসমাপ্ত কাজ শেষ করতে আমরণ কাজ করে যাবো।





এসময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে জাতীয় ছাত্র সামজের গৌরবোজ্জল ঐতিহ্য রয়েছে। জাতীয় ছাত্র সমাজ কখনো হল দখল করেনা, টেন্ডারবাজী, সন্ত্রাস ও চাঁদাবাজী করেনা। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ মেনে রাজনীতিতে অবদান রাখতে জাতীয় ছাত্র সমাজের প্রতিটি নেতা-কর্মীর প্রতি আহবানও জানান মসিউর রহমান রাঙ্গা।





অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমদে বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস.এম ফয়সল চিশতী, এড. রেজাউল ইসলাম ভুইয়া, মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব- গোলাম মোহাম্মদ রাজু, মোঃ নোমান মিয়া, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস, এড. আব্দুল হামিদ ভাষানী, ইফতেকার আহসান হাসান, মিজানুর রহমান মিরু, ছাত্রনেতা- আব্দুর রহমান রোহান (ঢাকা বিশ্ববিদ্যালয়) এরশাদুল বারী নাছিম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), জাকারিয়া অপু (রাজশাহী বিশ্ববিদ্যালয়), মোঃ আরিফ আলী, (কারমাইকেল কলেজ), আতা-ই-বারী তানভীর,(চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), শাহ আনামুল হক (তিতুমীর কলেজ), অয়ন মাহমুদ (নীলফামারী জেলা), আশিকুর রহমান (বরিশাল জেলা) অর্নব চৌধুরী (ঢাকা উত্তর), নজরুল ইসলাম (চট্টগ্রাম মহানগর), সাব্বির হোসেন মিল্লাহ (ময়মনসিংহ জেলা), নাজমুল হাসান রেজা প্রমুখ।





উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, সুনীল শুভ রায়, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মোস্তাফিজার রহমান মোস্তফা মেয়র, আলহাজ¦ আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, মোঃ এমরান হোসেন মিয়া, নাজমা আক্তার এমপি, উপদেস্টা- রওশন আরা মান্নান এমপি, ড. নূরুল আজহার, ভাইস চেয়ারম্যান- মোঃ আরিফুর রহমান খান, সরদার শাহজাহান, আহসান আদেলুর রহমান এমপি, য্গ্মু-মহাসচিব শেখ আলমগীর হোসেন, সুলতান আহমেদ সেলিম, শফিউল্লাহ শফি, মোঃ শফিকুল ইসলাম শফিক, এড. শাহিদা রহমান রিংকু, সম্পাদক মন্ডলীর সদস্য, ফকরুল আহসান শাহজাদা, মোঃ হেলাল উদ্দিন, সুলতান মাহমুদ, শারমিন পারভীন লিজা, নুরুল ইসলাম তালুকদার এমপি, হুমায়ুন খান, আহাদ চৌধুরী শাহিন, এমএ রাজ্জাক খান, সৈয়দা পারভীন তারেক, মাখন সরকার, বেলাল হোসেন, আবু সাঈদ স্বপন, মাহমুদা রহমান মুন্নি।





কেন্দ্রীয় নেতা- মোঃ ইলিয়াস উদ্দিন, মুহাম্মদ মাসুদুর রহমান চৌধুরী, আজহারুল ইসলাম সরকার, লুৎফর রেজা খোকন, ফজলে এলাহী সোহাগ, রিতু নূর, মোঃ ইয়াকুব হোসেন, মিনি খান, মোঃ সোলায়মান সামি, মোঃ দ্বীন ইসলাম শেখ, রাশেদ চৌধুরী, ঝোটন দত্ত, আসমা সুলতানা, জেসমিন নুর প্রিয়াংকা, নাছির উদ্দিন সিদ্দিকী, শেখ মোহাম্মদ শান্ত, কাজেমুল হাসান শাহেদ প্রমুখ। সূত্র  বাংলা ভয়েস


একনজরে জেলা আওয়ামীলীগের সভাপতি প্রার্থী অধ্যক্ষ সমীর দত্ত চাকমার সংক্ষিপ্ত সাদামাটা জীবনী


একনজরে জেলা আওয়ামীলীগের সভাপতি প্রার্থী অধ্যক্ষ সমীর দত্ত চাকমার সংক্ষিপ্ত সাদামাটা জীবনী





মিঠুন সাহা (পানছড়ি)খাগড়াছড়িঃ খাগড়াছড়ি জেলাতে পুরোদমে চলছে আওয়ামীলীগের ত্রিবার্ষিক কাউন্সিলের নির্বাচনী হাওয়া।





আগামী ২৪ নভেম্বর রবিবার দুপুর ২ টার সময় বাংলাদেশ আওয়ামীলীগ খাগড়াছড়ি  জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে।





এ সম্মেলনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। সাথে সাধারন মানুষও কৌতুহল নিয়ে অপেক্ষা করছেন কে কে হতে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।





চায়ের দোকান হতে শুরু করে এখন সবখানে ব্যস্ততার সময় কাটাচ্ছে প্রার্থীরা।ভোটারদের দ্বারে দ্বারে ছুটছে এদিক থেকে ওদিক।





ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের মাঝে এখন ‘টব অব দ্য টাউন’ কে হচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এই কমিটির ওপর নির্ভর করবে আগামী দিনের আওয়ামী লীগের নেতৃত্ব। যোগ্য নেতৃত্ব না আসলে দলের নেতাকর্মীকে গুছিয়ে ও আগলিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে বলে অনেকেই মন্তব্য করেন। নেতা নির্বাচনে শেষ পর্যন্ত কাঙ্খিত সেই পদগুলো কে কে পাবেন, তার অপেক্ষায় থাকতে হচ্ছে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সম্মেলনের দিন পর্যন্ত।





এই  জেলা আওয়ামীলীগের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মত প্রকাশ করেছেন অনেকে।পছন্দের প্রার্থীদের সমর্থনকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে  প্রচার প্রচারণা চালাতে  প্রতিনিয়ত দেখা যাচ্ছে।





এই দিকে খাগড়াছড়িকে আলোকিত খাগড়াছড়ি গড়ার আশায় জেলা আওয়ামীলীগের সভাপতি প্রার্থীর ঘোষণা করেছেন বর্তমান জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সমীর দত্ত চাকমা।গতকাল ১২ নবেম্বর তার ফেইসবুক একাউন্টে সভাপতি প্রার্থীতার ঘোষণা দিয়ে সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।





জানা যাই,আশির দশক থেকে ছাত্র রাজনীতির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর একজন আদর্শের  সৈনিক হয়ে
ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। অনেক চড়াই উতরাই পার হয়ে আজ তিনি বর্তমান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে আছেন।





আশির দশকের পর থেকে যতগুলো আন্দোলনের ডাক এসেছিল সবগুলোতে নির্ভীকভাবে সাড়া দিয়েছিলেন।তার মধ্যে নব্বই এর এরশাদ বিরোধী আন্দোলন,এর পরবর্তীতে বিএনপি জামাত জোটের তান্ডবকে মোকাবিলা করতে রাজপথে প্রত্যক্ষ ভাবে সক্রিয় থেকে অহর্নিশি রাত কাটিয়েছেন সোনালী দিনের আশায়।





খাগড়াছড়ির  মাটি ও মানুষের কাছে একটি শান্তিপ্রিয় ব্যক্তি হিসাবেই খ্যাতির তালিকায় আছেন  চড়ান্ত পর্যায়ে।





দলের একজন নিবেদিত প্রাণ হয়ে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এই আওয়ামীলীগ পরিবারে কাজ করে যাচ্ছে এখনো। দল মত নির্বিশেষে সবার কাছে শ্রদ্ধাভাজন ও শান্তিপূর্ণ একজন সাদা মনের মানুষ হিসাবে খ্যাতিও রয়েছে তার।





আরো জানা যাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে সেই সময় তিনি সোহরাওয়ার্দী হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।





দলের প্রয়োজন যখন যেখানে যাওয়া প্রয়োজন তখন নির্ধিদায় সেখানে ছুটে গেছেন।দীর্ঘ বছর ধরে দলের একজন নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন বলেও অনেকে জানান।





শুধু তাই নয় সমীর দত্ত চাকমা পানছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ হিসাবে অধ্যাপনা করে যাচ্ছেন এখনো।শিক্ষাখাতে ওনার সাফল্য আকাশ ছোঁয়া।পানছড়ি এবং খাগড়াছড়ির স্কুল কলেজ হতে শুরু করে বহু শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়েছে ওনার হাত ধরে।ওনার লাগানো শিক্ষার বীজে আজ ডালপালা মেলেছে খাগড়াছড়ি পার্বত্য জেলায়।খাগড়াছড়িবাসীকে শিক্ষার দিক এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা রেখেছেন সমির দত্ত চাকমা।





সমীর দত্ত চাকমার সাথে আলাপ কালে তিনি জানানঃহিন্দু, মুসলিম বৌদ্ধ, খ্রিস্টান সকলের ভালোবাসায় কাজ করে যাচ্ছি।ভবিষ্যতেও অতীতের মতো পাশে থাকবো এই টুকু বলতে পারি। সবাই আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন।আমি নির্বাচিত হলে খাগড়াছড়িতে সুষ্ঠ রাজনৈতিক চর্চার বিকাশ ঘটানোর পাশাপাশি খাগড়াছড়িকে একটি শান্তিপূর্ণ ও আলোকিত খাগড়াছড়ি গড়ার আশায় সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে কাজ করবো।





এদিকে-সভাপতি পদে বর্তমান কমিটির সভাপতি ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা ও সাধারন সম্পাদক পদে বর্তমান ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী ও মাটিরাঙ্গা পৌর মেয়র শামসুল হক,খাগড়াছড়ির শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদারের নামও শুনা যাচ্ছে।


সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযানে মহিলাসহ আটক ৪


সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযানে মহিলাসহ আটক ৪ 





আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁয়ে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। এ সময় দুইজন মহিলাসহ ৪ জনের কাছ থেকে মোট ৩০৫ পিস ইয়াবা জব্দ করা হয়।





সোনারগাঁ থানার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতে উপজেলা পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের আঃ বাতেনের ছেলে নাজিম উদ্দিন ওরফে নাদিম ১০০ পিছ ও ছয়হিষ্যা গ্রামের মোঃ শহিদুল্লাহর ছেলে মোঃ তাজুল ইসলামকে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। 
অপরদিকে বারদী ইউনিয়নের বাগেরপাড়া গ্রামের আবু তাহেরের স্ত্রী মোসাঃ শাহিদা আক্তারকে ১০০ পিস ও বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি এলাকা হতে ছবিরের স্ত্রী রুফিয়া বেগমকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।





সর্বশেষ তথ্য মতে, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতের প্রেরণ করা হয়েছে।


Tuesday, November 12, 2019

অনিয়ম ঢাকতে স্থানীয় গনমাধ্যম কর্মীদের উপর ক্ষোভ প্রকাশ হাসপাতাল মালিকদের


অনিয়ম ঢাকতে স্থানীয় গনমাধ্যম কর্মীদের উপর ক্ষোভ প্রকাশ হাসপাতাল মালিকদের।





আজকের সংবাদ ডেস্কঃ নিজেদের অনিয়ম ঢাকতেই স্থানীয় গনমাধ্যম কর্মীদের উপর ক্ষোভ প্রকাশ করেন হাসপাতাল মালিকরা।





মঙ্গলবার (১২ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে এক মতবিনিময় সভায় এই ক্ষোভ প্রকাশ করেন হাসপাতাল মালিকরা।





সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায়  বিভিন্ন বেসরকারী হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনায় বেসরকারী হাসপাতাল মালিক সমিতি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন। এ সময় হাসপাতাল মালিকরা তাদের বক্তব্যে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগ এনে ক্ষোভ ঝাড়েন।





সোনারগাঁ সেবা জেনারেলের হাসপাতালের মালিক নুরে আলম তার বক্তব্যে বলেন, আমাদের হাসপাতালে অভিজ্ঞ ডাক্তার রয়েছে। কোনো রোগী সংকটাপন্ন হলে ডাক্তার অন্য হাসপাতালে রিলিজ করে দেন। পরে রোগী রাস্তায় গিয়ে বা অন্য হাসপাতালে গিয়ে মারা গেলে তো হাসপাতাল কর্তৃপক্ষ বা ডাক্তার দায়ী নয়। তারপরও বিষয়টি নিয়ে তদন্ত কমিটি হয়। অথচ সাংবাদিকরা বিষয়টি তদন্ত না করেই  রোগীর স্বজনদের বক্তব্য নিয়ে ঢালাওভাবে মিথ্যা সংবাদ পরিবেশন করে ওই ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের দীর্ঘ দিনের সুনাম নষ্ট করছেন। এতে সাংবাদিকরা সাধারন মানুষের আস্থা হারাচ্ছেন।





উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্ত্রী ও প্রসূতি বিভাগের চিকিৎসক খন্দকার রোকসানা মমতাজ সুমনা বলেন, একজন রোগীকে সুস্থ করে তোলার জন্য যথাসাধ্য চেষ্ঠা করে যান। কোনো অবস্থায় একটি রোগী মারা গেলে রোগীর স্বজনরা হট্টগোল শুরু করে হাসপাতাল ভাংচুর করে। এ সময় সাংবাদিকরা কোনো তদন্ত না করেই একজন ডাক্তারের বিরুদ্ধে ঢালাওভাবে লিখে যাচ্ছেন। এতে ওই ডাক্তারের র্দীঘ দিনের সুনাম নষ্ট হয়ে যায়। তাই আমরাও এখন থেকে কোনো রোগীকে ঝুকি নিয়ে চিকিৎসা না করে বিভিন্ন হাসপাতালে রিলিজ দিয়ে দেব।





উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকতা হালিমা সুলতানা হক বলেন, আমার হাসপাতালে ভাল স্বাস্থ্য সেবা দেওয়ার কারনে এখানে আগের চেয়ে বেশী রোগী আসছে। ফলে আপনাদের বেসরকারী হাসপাতালে রোগী কমে যাওয়ার কারনে প্রতিযোগিতামূলকভাবে অপারেশন করায় এ দূর্ঘটনা ঘটছে। আমি মনে করি সরকারী হাসপাতালের সেবা যতই ভালো হোক আপনাদের বেসরকারী হাসপাতালে মানুষের চাহিদা থাকবেই। তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা একটা রোগীকে সুন্দরভাবে সর্বাত্মকভাবে ২৪ ঘন্টা চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করবেন। একটা ডাক্তার যখন রোগীকে আন্তরিকভাবে সেবা দিচ্ছে এটা রোগীর স্বজনরা বুঝতে পারে তাহলে রোগী মারা গেলে কেউ কোনো অভিযোগ তুলবেনা ভাংচুরের আশংকা থাকবেনা। আর সাংবাদিকরা সমাজের বিবেক তারা একটা রিপোর্ট তাদের দায়বদ্ধতা থেকেই লিখতে হয় তাই তাদের কোনো ভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।





এসময় সভায় ক্লিনিক গুলোর সেবার মান উন্নয়ন, ডিগ্রীধারী অভিজ্ঞ ডাক্তার ও নার্স দ্বারা রোগীর চিকিৎসা নিশ্চিত করা, ওয়ান স্টপ সার্ভিস চালু করা ও প্রতিটি ক্লিনিকে জরুরী বিভাগ বাধ্যতামূলক করা সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।


ঢাকা বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়


ঢাকা বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে  শুভেচ্ছা ও মতবিনিময়





আজকের সংবাদ ডেস্কঃ  জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়নগঞ্জ জেলা কমিটি সকাল ১১ টায় ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ জয়নুল বারী মহোদয়ের সাথে  শুভেচ্ছা ও মতবিনিময় করেন।





জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়নগঞ্জ জেলা কমিটির উদ্দ্যোগে নারায়নগঞ্জ জেলার সকল সরকারী উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে “ভেজাল ও দুর্নীতি প্রতিরোধে আমাদের করনীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভার” আয়োজন করতে যাচ্ছে। উক্ত আলোচনা সভা বাস্তবায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ জয়নুল বারীর সাথে মতবিনিময় করেন। 
ভেজাল ও দুর্নীতি প্রতিরোধে মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশ পালনে ও বঙ্গ বন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং ভেজাল মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে তার উপ্সথিতি একান্তভাবে কামনা করেছেন নারায়নগঞ্জ জেলা কমিটি। গন সচেতনতা সৃষ্ঠিতে তাদের উপস্থিথি এক গৌরবোজ্জ্বল ভুমিকা পালন করবে বলে আশা করেন নারায়নগঞ্জ জেলা কমিটি।
উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়নগঞ্জ জেলা কমিটির সভাপতি সুলতান মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মানিক মিয়া, দপ্তর সম্পাদক আসিকুজ্জামান, কার্যকরী সদস্য মোঃ মজিবুর রহমান।


জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটিতে নতুন মুখ সোনারগাঁয়ের শামসু ও দুলাল


জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটিতে নতুন মুখ সোনারগাঁয়ের শামসু ও দুলাল





আজকের সংবাদ ডেস্কঃ সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের জেলায় আওয়ামীলীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ চলেছে আহবায়ক কমিটির মাধ্যমে। আর নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটিতে নতুন মুখ হিসেবে সোনারগাঁয়ের সামছুজ্জামান শামসু ও মোঃ মাহমুদুল হাসান দুলালের নাম ঘোষনা করা হয়েছে।





নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আলহাজ নিজাম উদ্দিন আহমেদ ও যুগ্ম আহবায়ক এম জি কিবরিয়া খোকন স্বাক্ষরিত পরিপত্রে জানানো হয় যে, জেলা স্বেচ্ছাসেবক লীগের শূন্য পদে সামসুজ্জামান শামসু ও মোঃ মাহমুদুল হাসান দুলালের করা আবেদনের প্রেক্ষিতে তাদের বিগত দিনের কর্মকান্ডে সন্তুষ্ঠ হয়ে আহবায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।









পরিপত্রে আরো জানানো হয়, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ কমিটির সকল কর্মকান্ডে অংশ গ্রহন করতে পারবেন।





উল্লেখ্য যে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ‘আমরা স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর-এর নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আরও সময় নিতে চাই এবং বিচার বিশ্লেষণ করতে চাই। সেজন্য আমরা চাচ্ছি আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে, সেখানে উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে। এর পরেই সারাদেশে কার্যকরী কমিটি ঘোষনা আসবে। 


সোনারগাঁয়ে দ্বীন ইসলাম হত্যার অন্যতম আসামি গ্রেফতার


সোনারগাঁয়ে দ্বীন ইসলাম হত্যার অন্যতম আসামি গ্রেফতার।





আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁয়ে দ্বীন ইসলাম হত্যার ঘটনায় রাজু নামের এক জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করেছে জনতা।
মঙ্গলবার(১২নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকা হতে তাকে আটক করে গণপিটুনি দিয়ে সোনারগাঁ থানা পুলিশের কাছে সোপার্দ করে জনতা।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক রাজু মন্ডল বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে দ্বীন ইসলাম হত্যার সাথে জরিত সন্দেহে রাজু নামের এক জনকে আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনা স্থলে পৌঁছে জনতার হাত থেকে রাজুকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। সে দ্বীন ইসলাম হত্যার সাথে প্রত্যক্ষভাবে জরিত।
উল্লেখ্য,গত ৪ অক্টোবর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকার মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নয়াগাঁও গ্রামের সালাউদ্দিনের ছেলে দ্বীন ইসলামের সাথে একই গ্রামের আসাদুলের ছেলে আহসানুল্লাহর কথা কাটাকাটির একপর্যায়ে আহসানুল্লাহ,শাহাবুদ্দিন,আলী হোসেন, শাহীন,এরশাদ উল্লাহ সহ ৫/৬ দ্বীন ইসলামকে এলোপাথারী পিটিয়ে মারাত্মক আহত করে। এসময় আশপাশের লোকজন আহত দ্বীন ইসলামকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে গত ৮ অক্টোবর কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। ১৩ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিসক মহাখালী আইসিডিডিআরবি(কলেরা হাসপাতালে)নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখান থেকে ঐদিন সন্ধ্যায় ছাড়পত্র দিলে তাকে বাড়ি নিয়ে আসা হয়। ১৪ অক্টোবর রাতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দ্বীন ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় দ্বীন ইসলামের বড় ভাই ইলিয়াস মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনা পুলিশ শাহীন নামের এক জনকে গ্রেফতার করে
মামলার অন্যান্য আসামীরা হলো,সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের এরশাদ উল্লাহর ছেলে আহসান উল্লাহ, মৃত আবু সিদ্দিকের ছেলে শাহাবুদ্দিন, সোনা মিয়ার ছেলে আলী হোসেন, মোবারক হোসেনের ছেলে শাহীন ও মৃত আবু সিদ্দিকের ছেলে এরশাদ উল্লাহ। এছাড়াও ৫/৬ জনকে অজ্ঞাত নামা আসামী করা হয়েছে। এর আগে দ্বীন ইসলাম হত্যার ঘটনার সাথে জরিত শাহীন নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত রাজু নয়াগাঁও গ্রামের আলেক মিয়ার ছেলে।


Monday, November 11, 2019

সাহায্য করার অযুহাতে দুই সন্তানের জননীকে ধর্ষণ


সাহায্যর অযুহাতে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার কাঁচপুর বেহাকৈর বেন্ডিসমিল এলাকায় দুই সন্তানের জননীকে (৩৫) সাহায্য দেওয়ার কথা বলে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ।





সোমবার(১১ নভেম্বর) দূপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক হান্নানুর রহমান রতন পলাতক রয়েছে ।





সোনারগাঁ থানার (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, উপজেলার কাচঁপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় দুই সন্তানের জননী ৪/৫ মাস পূর্বে ব্রেন ষ্টোক করে অসুস্থ্য হয়ে পড়ে। তিনি এলাকাবাসীর নিকট থেকে অর্থ সাহায্য নিয়ে চিকিৎসা করে আসছিল। কিছু দিন পূর্বে ঐ ধর্ষিতার সঙ্গে দেখা হলে তাকে অর্থ সাহায্য দেওয়ার আশ্বাস দেন হান্নানুর রহমান রতন। সোমবার দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকার বেন্ডিস মেইলের পাশে রতন মিয়ার ব্যাক্তিগত অফিসের ৩য় তলার একটি কক্ষে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে হুমকী ধমকী দিয়ে তাড়িয়ে দেয়। পরে এ ঘটনাটি ওই নারী কাঁচপুর ইউনিয়নের চেয়্যারম্যান মোশাররফ ওমরকে জানালে তিনি থানা পুলিশকে জানায়।





তিনি আরো জানান, ধর্ষিত ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক ভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্ত ধর্ষক রতন মিয়া এলাকা ছেড়ে পালিয়ে যায়। থানায় মামলার প্রস্তুতি চলছে।


সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলী


সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলী





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)অঞ্জন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে।





সোমবার(১১নভেম্বর)অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ঢাকা এর মোঃ সেলিম রেজার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারী করা হয়েছে।
সরকারী এক প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকারকে সোনারগাঁ উপজেলা থেকে ফরিদপুর জেলার নগরকান্দায় প্রত্যাহার করা হয়।  একই সঙ্গে রকিবুর রহমান খাঁন (১৬৬৯২) কে নতুন নির্বাহী অফিসার হিসেবে সোনারগাঁয়ে যোগদানের আদেশ করা হয়েছে।


সোনারগাঁয়ে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


সোনারগাঁয়ে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জের সোনারগাঁয়ে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোনারগাঁ উপজেলা যুবলীগের আয়োজনে সোমবার বিকালে আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে  আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাত শেষে কেক কেটে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।কেক কাটা শেষে আওয়ামীলীগ নেতারা একে অপরকে কেক খাইয়ে দেন।





শোভাযাত্রার নের্তৃত্ব ও সভাপতিত্ব করেন,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু।





এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন।





বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম।বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এ এইচ এম মাসুদ দুলাল।





এসময় আরও উপস্থিতি ছিলেন,মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,সন্মানদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, নয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেওয়ান উদ্দিন চুন্নু,সাবেক ছাত্রলীগ সভাপতি রাসেল মাহমুদ,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ সহ-সভাপতি সুজন ভুইয়া,আওয়ামীলীগ নেতা সামসুজ্জামান সামসু,মোস্তফা কামাল নিলু, সন্মানদী ইউনিয়নের  আওয়ামীলীগ নেতা খোরশেদ মোল্লা,উপজেলা ছাত্রলীগের সাংঙ্গঠনিক সম্পাদক খায়রুল ইসলাম বিজয়,যুবলীগের থানা সাংঙ্গঠনিক সম্পাদক আরিফ,থানা যুবলীগের প্রচার সম্পাদক মোঃ নাসির উদ্দিন আহমেদ, একাত্তর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শেখ এনামুল হক বিদ্যুৎ, উপজেলা সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আরিফুর রহমান রবিন, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিব,পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী তানভীর,সজীব ওয়াজেদ জয় পরিষদ উপজেলা সভাপতি নুর হোসেনসহ প্রতিটি ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


কিশোরীকে উত্যক্ত করার অপরাধে এক যুবককের ২ মাসের কারাদন্ড


কিশোরীকে উত্যক্ত করার অপরাধে এক যুবককের ২ মাসের কারাদন্ড।





আজকের সংবাদ ডেস্কঃ কিশোরীকে উত্যক্ত কারার অপরাধে সোহেল নামের এক যুবককে ২ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।





ওই কিশোরীকে উত্যক্ত করায় সময় রোববার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নবাসী তাকে আটক করে সোনারগাঁ থানা পুলিশের কাছে সোর্পদ করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমান আদালত বসিয়ে সোহেলকে ২ মাসের কারাদন্ড প্রদান করেন।





পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার সাদিপুর উত্তরপাড়া গ্রামের ১৩ বছরের এক কিশোরী তার ২ বছরের ছোট বোনকে মসজিদ থেকে আনতে গেলে পথ্যিমধ্যে একই এলাকার উত্তরপাড়ার জব্বার মিয়ার ছেলে সোহেল ওই কিশোরীকে হাত ধরে টানা হেছড়া করে। এসময় এলাকাবাসী দেখে সোহেলকে মারধর করে সোনারগাঁ থানা পুলিশের কাছে সোর্পদ করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে সোহেলকে ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।


Sunday, November 10, 2019

সোনারগাঁয়ের নয়াপুরে চোরের উপদ্রব ॥ এলাকাবাসী অতিষ্ঠ


সোনারগাঁয়ের নয়াপুরে চোরের উপদ্রব ॥ এলাকাবাসী অতিষ্ঠ





আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুর এলাকায় সম্প্রতি চোর ডাকাতের উপদ্রবে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। ভুক্তভোগীরা এ ব্যাপারে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।





এলাকাবাসী জানায়, নাহিদ ও রাজিব নামের দুই চোরের নেতৃত্বে একটি চোর সিন্ডিকেট দীর্ঘদিন যাবত নয়াপুর, সাদিপুর ও হাতুরাপাড়াসহ আশপাশের এলাকায় চুরি ও মাদক ব্যবসা সহ নানা অপকর্ম করে আসছে।





সম্প্রতি প্রতি রাতেই নয়াপুর এলাকায় চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। গত শনিবার ভোরে নয়াপুর উত্তরাপাড়া এলাকায় শেখ সাহেবের বাড়িতে তার পূত্রবধূর গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে গেছে দুই মুখোশধারী চোর।





এদিকে গত সপ্তাহে মুখোশধারী ডাকাতেরা নয়াপুর সম্মেলনের মাঠের উত্তর পাশে এক মহিলার বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।





ভুক্তভোগীরা এ ব্যাপারে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।


সিংড়া মডেল প্রেসক্লাবের প্রথম বর্ষপূর্তি পালন


সিংড়া মডেল প্রেসক্লাবের প্রথম বর্ষপূর্তি পালন





সুমন পিকেঃ নাটোরের সিংড়ায় মডেল প্রেসক্লাবের ১ম বর্ষপূর্তি উপলক্ষে র‍্যালি,  আলোচনা সভা, কেককাটা ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোআ অনুষ্ঠিত হয়েছে।





রবিবার সকাল ১০ টায় উপজেলা কৃষি হলরুমে  অনুষ্ঠানের আয়োজন করা হয়।





মডেল প্রেসক্লাব সভাপতি সাংবাদিক রাজু আহমেদ এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক জুলহাস কায়েমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো,সহকারী পুলিশ সুপার মো:জামিল আকতার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি,সমাজসেবক ও ব্যাংকার সুলতান আহমেদ,বসুন্ধরা গ্রুপে কর্মরত আয়কর আইনজীবি মো:আবু হাসান,রুর‍্যাল সিংড়া শাখার সভাপতি ও পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মাহাবুব আলম বাবু,সিংড়া মডেল প্রেসক্লাব সহ- সভাপতি খলিল মাহমুদ,সহ সভাপতি আনোয়ার হোসেন আরিফ প্রমুখ।
উপস্থিত ছিলেন,মডেল প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার রাজু আহমেদ,ক্রীড়া সম্পাদক মাহিদুল ইসলাম মানিক, তথ্য ও গবেষনা সম্পাদক রবিন খান, ।


পুলিশ পরিচয়ে চাঁদাবাজি,আটক-২


পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে আটক-২।





আজকের সংবাদ ডেস্কঃ পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে ২জনকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।





রোববার (১০নভেম্বর) রাতে নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের সনমান্দী বাজার সড়কের ডোমবাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত ২টি মোবাইল ফোন এবং ১টি সিএনজি জব্দ করা হয়।





আটককৃত চাঁদাবাজরা হলো সোনারগাঁ থানার বৈদ্যাবাজার ইউনিয়নের হাড়িয়া বৈদ্যপাড়া এলাকার ইদ্রিস মিয়ার ছেলে সানোয়ার(৩০) এবং একই থানার পূর্ব ভবনাথপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে মোঃ সজীব (২৮)।





সোনারগাঁ থানার উপ-পরিদর্শক আপন কুমার মজুমদার জানান,সনমান্দি বাজারস্থ ডোমবাড়ি এলাকায় সিএনজি যোগে ২জন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াসের ছেলে কবির ও তার প্রতিবেশীর কাছ থেকে চাঁদাবাজী কালে উপস্থিত সাংবাদিক ও এলাকার লোকজনের সন্দেহ হলে সোনারগাঁ থানা পুলিশকে জানালে আমি সঙ্গীয় ফোর্সসহ ওই ২জনকে আটক করে সোনারগাঁ থানায় নিয়ে আসি।





তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও এ কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে। ভুক্তভোগীর বাবা মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস জানান, সনমান্দি এলাকায় আমার ছেলে রাস্তায় অবস্থানকালে সিএনজি করে সাদা পোষাকে ২জন তাদেরকে মাদক ব্যবসায়ী বলে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন। পরে তারা পুলিশ পরিচয়ে ৩০ হাজার টাকায় আপোষ হওয়ার জন্য বললে উপস্থিত সাংবাদিক ও লোকজন তাদের কথায় সন্দেহ হয়। পরে বিষয়টি সোনারগাঁ থানায় জানালে তারা এসে ২ জন কে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় ভোক্তভুগীর বাবা মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।


করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...