Thursday, November 14, 2019

ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ মাদক কারবারি ও তার সহযোগী গ্রেফতার


ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ মাদক কারবারি ও তার সহযোগী গ্রেফতার





আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁয়ে ১৪৩০ পিছ ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ মাদক কারবারি ও তার সহযোগী কে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বৃহস্পতিবার(১৪ই নভেম্বর)বিকেলে সোনারগাঁ পৌরসভার আমিনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।





সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনিরের নির্দেশক্রমে থানা পুলিশের এসআই জুবায়ের মৃধার নেতৃত্বে এএসআই মনিরুল ও সঙ্গিয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ পৌরসভা আমিনপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয় যার বর্তমান বাজার মূল্য প্রায়-৪ লক্ষ পঞ্চাশ হাজার টাকা।





পুলিশ সূত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(১৪ই নভেম্বর)বিকেলে সোনারগাঁ পৌরসভার আমিনপুর এলাকায় অভিযান চালিয়ে উপজেলার কৃষ্ণপুরা এলাকার শহিদুল্লার ছেলে কামাল হোসেন(৩৮) এবং একই এলাকার মৃত আমির আলীর ছেলে আল আমিন(৩৩) কে আটক করা হয়। এসময় কামাল হোসেনের হাতে থাকা ব্যাগ থেকে ৭টি প্যাকেটে থাকা অবস্থায় ১৪০০পিছ ইয়াবা এবং নগদ ১৮০০ টাকা এবং আল আমিনের নিকট থেকে ৩০পিছ ইয়াবা ও নগদ ৯০০০ টাকাসহ আটক করা হয়।





সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...