বিশিষ্ট লেখক ও সাংবাদিক বাবুল মোশারফ স্মরণে নাগরিক শোক সভা অনুষ্ঠিত
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট লেখক ও সাংবাদিক বাবুল মোশারফ স্মরণে নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৩শে নভেম্বর)বিকেল ৩টায় সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে সোনারগাঁ প্রেস ক্লাবের আয়োজনে এই নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শোক সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় বক্তারা বাবুল মোশারফের সাথে কাটানো বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমদ মোল্লা বাদশা,মুক্তিযোদ্ধা কমান্ডার ওসমান গনি,সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার মাসুদ রানা,এসআই আবুল কালাম আজাদ, বিটিভির জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান,সোনারগাঁ প্রেস ক্লাবের সভাপতি অসিত কুমার, সাধারণ সম্পাদক আল আমিন তুষার,সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম অনিক,সোনারগাঁ থানা প্রেস ক্লাবের সভাপতি গাজী মোবারক,সোনারগাঁও জার্নালিস্ট ফোরামের সভাপতি জাকির হোসেন ঝন্টু,জেলা বঙ্গবন্ধু যুব আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট ফজলে রাব্বি সহ প্রয়াত সাংবাদিক বাবুল মোশারফের সহধর্মিণী এবং আত্নীয় স্বজন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment