Thursday, November 14, 2019

আল মদিনা প্রি-ক্যাডেট স্কুলের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত


আল মদিনা প্রি-ক্যাডেট স্কুলের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।





আজকের সংবাদ ডেস্কঃমুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার আল মদিনা প্রি-ক্যাডেট স্কুলের ২০১৯ ইং সনের ৫ম শ্রেনীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।





বৃহস্পতিবার(১৪নভেম্বর)বিকাল ৩ টার দিকে আল মদিনা প্রি-ক্যাডেট স্কুলের প্রাঙ্গনে এ বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়।





গজারিয়ায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সোলায়মান দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি এস এম ইমাম রাজী টুলু।





প্রধান অতিথির বক্তব্যে এস এম ইমাম রাজী টুলু বলেন, একজন শিক্ষার্থীর ক্যারিয়ার গঠনে প্রাথমিক সমাপনী পরিক্ষা তার গোটা শিক্ষাজীবনের শিকড়।তাই এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় তোমরা তোমাদের সকল প্রকার হতাশাকে পিছু ঠেলে সাহসিকতার সাথে তোমাদের যোগ্যতার প্রমাণ দিবে।এটাই আমরা তোমাদের কাছে আশা করি। আর সম্ভাবনামময় একি জীবন গড়ার মাধ্যমে তোমরাই হতে পারবে আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার এক একজন কারিগর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গজারিয়ায় উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি, ফজলুল হক নয়ন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল মোল্লা মেম্বার,মোস্তফা মোল্লা, সদস্য ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়,মিন্টু খন্দকার,সদস্য ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়।দুলাল মিয়া,গজারিয়ায় উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উপদেষ্টা, শিক্ষা বিষয়ক সম্পাদক  গজারিয়ায় উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।





এছাড়া  আরো  বক্তব্য রাখেন,আল মদিনা প্রি-ক্যাডেট স্কুলের  প্রধান শিক্ষক আব্দুল জলিল।
সার্বিক  সহযোগিতায় ছিলেন শাহাদাত হোসেন সায়মন, সহকারী শিক্ষক, ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়। সাইফুল ইসলাম,সহকারী শিক্ষক,আল মদিনা প্রি-ক্যাডেট স্কুল,সিরাজুল মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী ও মানিক প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন জসিম উদ্দিন ও জাকারিয়া হোসেন আফসারী।
অনু্ষ্টানে শেষে পরীক্ষার্থীদের হাতে পরীক্ষা সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...