Monday, November 11, 2019

কিশোরীকে উত্যক্ত করার অপরাধে এক যুবককের ২ মাসের কারাদন্ড


কিশোরীকে উত্যক্ত করার অপরাধে এক যুবককের ২ মাসের কারাদন্ড।





আজকের সংবাদ ডেস্কঃ কিশোরীকে উত্যক্ত কারার অপরাধে সোহেল নামের এক যুবককে ২ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।





ওই কিশোরীকে উত্যক্ত করায় সময় রোববার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নবাসী তাকে আটক করে সোনারগাঁ থানা পুলিশের কাছে সোর্পদ করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমান আদালত বসিয়ে সোহেলকে ২ মাসের কারাদন্ড প্রদান করেন।





পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার সাদিপুর উত্তরপাড়া গ্রামের ১৩ বছরের এক কিশোরী তার ২ বছরের ছোট বোনকে মসজিদ থেকে আনতে গেলে পথ্যিমধ্যে একই এলাকার উত্তরপাড়ার জব্বার মিয়ার ছেলে সোহেল ওই কিশোরীকে হাত ধরে টানা হেছড়া করে। এসময় এলাকাবাসী দেখে সোহেলকে মারধর করে সোনারগাঁ থানা পুলিশের কাছে সোর্পদ করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে সোহেলকে ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...