Monday, November 18, 2019

সোনারগাঁয়ে পেঁয়াজের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা


ভ্রাম্যমান আদালতের অভিযান পেঁয়াজের দোকানে ১০ হাজার টাকা জরিমানা 





আজকের সংবাদ ডেস্কঃ কম দামে কিনে বেশি দামে বিক্রি করার অভিযোগে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার(১৮নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার কাঁচা বাজারের পেঁয়াজের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসেইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার উপপরিদর্শক সৈয়দ আজিজুল হক। ভ্রাম্যমাণ আদালতের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসেইন জানান, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পেঁয়াজের দাম বেশি নিয়ে ভোক্তাদের উপর অনিয়ম করার দায়ে আলমগীর স্টোরকে ৫ হাজার টাকা এবং মার্জিয়া এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।
এদিকে একই বাজারে মাছ ব্যবসায়ী সোহাগকে পঁচা মাছ বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান তিনি।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...