Monday, November 11, 2019

সাহায্য করার অযুহাতে দুই সন্তানের জননীকে ধর্ষণ


সাহায্যর অযুহাতে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার কাঁচপুর বেহাকৈর বেন্ডিসমিল এলাকায় দুই সন্তানের জননীকে (৩৫) সাহায্য দেওয়ার কথা বলে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ।





সোমবার(১১ নভেম্বর) দূপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক হান্নানুর রহমান রতন পলাতক রয়েছে ।





সোনারগাঁ থানার (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, উপজেলার কাচঁপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় দুই সন্তানের জননী ৪/৫ মাস পূর্বে ব্রেন ষ্টোক করে অসুস্থ্য হয়ে পড়ে। তিনি এলাকাবাসীর নিকট থেকে অর্থ সাহায্য নিয়ে চিকিৎসা করে আসছিল। কিছু দিন পূর্বে ঐ ধর্ষিতার সঙ্গে দেখা হলে তাকে অর্থ সাহায্য দেওয়ার আশ্বাস দেন হান্নানুর রহমান রতন। সোমবার দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকার বেন্ডিস মেইলের পাশে রতন মিয়ার ব্যাক্তিগত অফিসের ৩য় তলার একটি কক্ষে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে হুমকী ধমকী দিয়ে তাড়িয়ে দেয়। পরে এ ঘটনাটি ওই নারী কাঁচপুর ইউনিয়নের চেয়্যারম্যান মোশাররফ ওমরকে জানালে তিনি থানা পুলিশকে জানায়।





তিনি আরো জানান, ধর্ষিত ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক ভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্ত ধর্ষক রতন মিয়া এলাকা ছেড়ে পালিয়ে যায়। থানায় মামলার প্রস্তুতি চলছে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...