Friday, November 15, 2019

মাদক দ্রব্য উদ্ধার করায় পুরুষ্কৃত হলেন সোনারগাঁ থানার এএসআই মনিরুল ইসলাম


মাদক দ্রব্য উদ্ধার করায় পুরুষ্কৃত হলেন সোনারগাঁ থানার এএসআই মনিরুল ইসলাম।





আজকের সংবাদ ডেস্কঃ বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করায় পুরুষ্কৃত হলেন সোনারগাঁ থানার এএসআই মনিরুল ইসলাম।





শুক্রবার(১৫ই নভেম্বর)বেলা ১২টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম এ পুরষ্কার প্রদান করেন।





এএসআই মনিরুল ইসলাম জানান,গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার আমিনপুর পৌরসভা এলাকা থেকে ১৪৩০ পিছ ইয়াবা যার আনুমানিক বাজার মূল্য সাড়ে চার লক্ষ টাকা ও নগদ অর্থসহ কামাল ও আল আমিন নামে দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করি।এই অভিযানে সন্তুষ্ট হয়ে জেলার বর্তমান ভারপ্রাপ্ত পুলিশ সুপার শ্রদ্ধেয় মনিরুল ইসলাম স্যার আমাকে পুরুষ্কৃত করেন।
আমার এই অভিযানে সার্বিক সহযোগিতা করেছেন আমাদের শ্রদ্ধেয় অফিসার ইনচার্জ মনিরুজ্জামান স্যার।





আমাকে পুরুষ্কৃত করে উৎসাহ প্রদান করার জন্য আমাদের শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম মহোদয় এবং আমার অফিসার ইনচার্জ শ্রদ্ধেয় মনিরুজ্জামান স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...