Friday, November 22, 2019

সোনারগাঁয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ


সোনারগাঁয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ





আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন





থানার অভিযোগ থেকে জানা গেছে,নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার পূর্বপাড়া গ্রামে বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার পরই ধর্ষণ চেষ্টাকারী আলমগীর(৪৫) এলাকা ছেড়ে পালিয়ে যায়, ঐ ছাত্রীর মা মঙ্গলেরগাঁও বটতলা বাজারে পরিবারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে যায়। এ সময় ওই ছাত্রী প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরে এসে খাটে শুয়ে মোবাইলে গেম খেলছিল।এসময় পার্শ্ববর্তী বাড়ীর বাচ্চু মিয়ার ছেলে আলমগীর বাড়িতে ঐ ছাত্রীকে একা পেয়ে  ছাত্রীর মুখ চেপে ধরে ওড়না দিয়ে বেঁধে ফেলে। পরে তাকে ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় ছাত্রীর মা বাজার থেকে ঘরে ফিরে গোঙ্গানির শব্দ পেয়ে ডাক চিৎকার শুরু করলে আলমগীর টেরপেয়ে  দৌড়ে পালিয়ে যায়।
এব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান,অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...