Friday, November 29, 2019

শনিবার সোনারগাঁয়ে গ্যাস সংযোগ সাময়িক ভাবে বন্ধ থাকবে


শনিবার সোনারগাঁয়ে গ্যাস সংযোগ সাময়িক ভাবে বন্ধ থাকবে





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর ব্রীজের নিচের পাইপ লাইনের লিকেজ মেরামতের জন্য পিরোজপুর ও মোগরাপাড়া ইউনিয়নের কয়েক এলাকায় শনিবার (৩০ নভেম্বর) গ্যাস সংযোগ সাময়িক ভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিতাস গ্যাস ডিস্টিবিউশন কোম্পানী লিমিটেড।





সোনারগাঁ তিতাস ডিস্ট্রিবিউশন কোং লিং এক বিজ্ঞপ্তিতে জানায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর ২য় সেতুর নিচে মেইন গ্যাস পাইপ লাইনে লিকেজের কাজ করায় উপজেলার পিরোজপুর, মোগরাপাড়া এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গ্যাস সাময়িক ভাবে বন্ধ থাকবে। ৫টার পর থেকে গ্যাস পূর্বের ন্যায় এসব এলাকায় চালু করা হবে।





এসব এলাকার বসবাসকারী জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কোঃ আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেন।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...