Thursday, November 21, 2019

সোনারগাঁয়ে বিদেশী সুটারগ্যান ও চার রাউন্ড গুলিসহ আটক-১


সোনারগাঁয়ে বিদেশী সুটারগ্যান ও চার রাউন্ড গুলিসহ আটক-১





আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁয়ের কাঁচপুর সোনাপুর এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় একটি বিদেশী সুটারগ্যান, চার রাউন্ড গুলি ও ২ পিছ খালি গুলির খোঁসা সহ মনির হোসেন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।





সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) রুস্তম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ কিছুক্ষণ আগে উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় অস্ত্র বিরোধী অভিযান চালিয়ে একটি বিদেশী সুটারগ্যান, চার রাউন্ড গুলি ও ২ পিছ গুলির খোঁসা সহ কাঁচপুরের সোনাপুর এলাকার ইকবারের বাড়ির ভাড়াটিয়া মনির হোসেন (৩৫) কে গ্রেফতার করি। এখনো পর্যন্ত তার বিরুদ্ধে পূর্বের কোন মামলা আছে কিনা সেটা জানা সম্ভব হয়নি৷





অস্ত্রধারী মনির হোসেন শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার মিরা মিয়ার ছেলে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...