Saturday, May 30, 2020

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা


করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা





আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ)আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার উদ্যোগে ঈদের ছুটির পর আবারও লকডাউন কৃত করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাবার পৌঁছে দেয়া হয়।





করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাবার পৌঁছে দিতে সহযোগিতা করেন তারই স্বেচ্ছাসেবক টিম।





এমপি খোকার নির্দেশে স্বেচ্ছাসেবক টিম প্রতিদিন সকাল থেকে উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের এলাকায় লকডাউনকৃত পরিবারের বাড়িতে বাড়ীতে গিয়ে খাবার পৌঁছে দিয়ে তাদের পাশে দাড়ায়।





উল্লেখ্য করোনার প্রথম দিন থেকেই এমপি খোকা তার নিজস্ব অর্থায়নে খাদ্যদ্রব্য নিয়ে করোনায় অসহায় হয়ে পড়া পরিবারের পাশে ও মৃত ব্যক্তিদের দাফন কাফন ও তাদের পরিবারের পাশে দাঁড়ায়।


করোনা উপসর্গ নিয়ে মৃত্যু,লাশ দাফনে আবারও এমপি খোকার সেচ্ছাসেবীরা


করোনা উপসর্গ নিয়ে মৃত্যু,লাশ দাফনে আবারও এমপি খোকার সেচ্ছাসেবীরা





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীর লাশ দাফনে আবারও এমপি খোকার সেচ্ছাসেবী।





জানাযায়,শনিবার(৩০মে) সকাল উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামে সামসুল হক নামে এক ব্যাক্তি করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করে,মৃত সামসুল হক সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে।





করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করায় উপজেলা প্রশাসনের নির্দেশে লাশ দাফন কাফনের পুরো কাজটি সম্পন্ন করেন স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকার গঠিত লাশ দাফন কমিটির স্বেচ্ছাসেবীরা।





খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য  লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক টিম।





এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বেচ্ছাসেবক টিমকে বিভিন্ন সরকারি দিকনির্দেশনা প্রদান করেন।





পুরো বিষয়টি স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে মনিটরিং করেন এমপি লিয়াকত হোসেন খোকা। স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের নিয়ে করোনা সংক্রমণে মারা যাওয়া ব্যক্তির লাশ বাসা থেকে ভ্যান গাড়িতে করে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। স্বেচ্ছাসেবক দলের সরবরাহকৃত লাশ দাফন কাফন কাজের সরঞ্জাম দিয়ে নিজস্ব নিরাপত্তা বজায় রেখে লাশ জানাজার জন্য নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে একজন মাওলানাকে দিয়ে স্থানীয় ঈদগাহে জানাজা নামাজ শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।





জানাজা নামাজে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, স্থানীয় সাংবাদিক, ও এমপি খোকার স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।





জানা যায়, সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের চোত্রাপাশা এলাকার সামসুল হক শ্বাসকষ্ট,জ্বর ও ঠান্ডায় আক্রান্ত হয়ে শনিবার সকালে নিজ বাড়ীতে মারা যান।





উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃসাইদুল ইসলাম বলেন, কোনো ব্যক্তি যদি করোনাভাইরাসে আক্রান্ত হন বা তার লক্ষণগুলো যদি করোনাভাইরাসের উপসর্গের সঙ্গে মিলে যায় তাহলে ধর্মীয় বিধি মেনে বিশেষ সতর্কতার সাথে লাশ দাফনের ব্যবস্থা করতে হবে।


Tuesday, May 26, 2020

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত-২,ঘাতক এম্বুলেন্স আটক


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই রিকশাচালক নিহত, ঘাতক এম্বুলেন্স আটক





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় একটি এ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই রিকশা চালক নিহত হয়েছেন।





মঙ্গলবার(২৬মে)আনুমানিক দুপুর তিনটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।





পুলিশ এ্যাম্বুলেন্সটিকে আটক করেছে তবে চালক পালিয়ে গেছে।





নিহতেরা হলেন,কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার বরহা গ্রামের আহাদ মিয়া (৩৫) এবং নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার দর্জিপাড়া গ্রামের আবুল কাফি (৫০)। নিহত রিকশা চালক একজন কাঁচপুর ও একজন মদনপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।





পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-চট্রগ্রাম মহয়াসড়কে ঢাকা মুখী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি দ্রুতগামী এ্যাম্বুলেন্স কাঁচপুরে নিয়ন্ত্রন হারিয়ে পর পর দুইটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে রিকশা দুইটি ও এ্যাম্বলেন্সটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় গুরুতর আহত হন রিকশা চালক দুইজনই।





দুর্ঘটনার পর পর স্থানীয়রা এসে আশঙ্কাজনক অবস্থায় দুই রিকশাচালককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।





দুর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ এসে লাশ উদ্ধারসহ এ্যাম্বুলেন্স টি আটক করে।





কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোজাফফর হোসেন জানান,ঘাতক এ্যাম্বুলেন্সটি আটক করা হয়েছে, তবে চালক সুকৌশলে পালিয়ে গেছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


ইঞ্জিঃ শফিকুল ইসলামের উদ্যোগে সোনারগাঁয়ে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত


লন্ডন প্রবাসী ইঞ্জিঃ শফিকুল ইসলামের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত।





তায়িন আহম্মেদ রাতুলঃ করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি। এতে কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। কর্মহীন ও দরিদ্র এসব মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও লন্ডন প্রবাসী ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম।





ইঞ্জিনিয়ার সফিকুল ইসলামের নিজস্ব অর্থায়নে ও তার ভাতিজা সাবেক ছাত্রলীগের সিনিয়র সভাপতি নুরে আলমের তত্বাবধানে করোনার প্রাদুর্ভাবের প্রথম থেকেই নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় দুঃস্থ,কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।একই সঙ্গে খাদ্য সহায়তা পেয়েছেন হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফেরত লোকজন,এদিকে উপজেলার বিভিন্ন রাস্তায় জীবাণুনাশক স্প্রে এবং সাধারণ মানুষকে মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণও অব্যাহত রেখেছেন।





তারই ধারাবাহিকতায় ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম নিজস্ব অর্থায়নে পুরো রমজান মাস ঝুরে গরীব,দুঃস্থ, কর্মহীন পরিবারের মাঝে বিতরণ করছেন ইফতার সামগ্রী।ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,লবন, তৈল,পিয়াজ, আলু,বুট,মুড়ি,বেশনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী।





তাছাড়াও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগ থেকেই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন তিনি, উপজেলার পৌরসভাসহ ১০ টি ইউনিয়নে ঈদ উপহার সামগ্রী পোলার চাল,চিনি,দুধ,আলু,পিয়াজ,কক মুরগি ও দুই প্রকার সেমাই।
ঈদের আগের দিন ইঞ্জিনিয়ার সফিকুল ইসলামের উদ্যোগে পিরোজপুর ইউনিয়নের তার বাস ভবনে একটি গরু জবাই করে গ্রামের গরীব দুস্থ অসহায় ও কর্মহীন হয়ে পড়া লোকদের মাঝে গরুর মাংসসহ পোলার চাল,চিনি, দুধ,লবন,কক মোরগ ও দুই প্রকার সেমাই।এছাড়াও ব্যক্তিগত পর্যায়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী।
ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুজন ভুইয়া,ছাত্রলীগ নেতা মোরছালিন সরকার অনয়,রিয়াদ,পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রবিন,রনি প্রমূখ।





বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সফিকুল ইসলামের ভাতিজা সাবেক ছাত্রলীগের সিনিয়র সভাপতি নুরে আলম বলেন,করোনার প্রাদুর্ভাব ঠেকাতে শুরু থেকেই ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম এর নিজস্ব অর্থায়নে সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছি, রোজার মধ্যে ইফতার সামগ্রী এরপর ঈদের আগের দিন পর্যন্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন,ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের উদ্যোগে আগামী কয়েকদিনের মধ্যে আবারও করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে তিনি বলেন যতদিন করোনার প্রাদুর্ভাব থাকবে ঠিক ততদিন এ ত্রান উপহার সামগ্রী অব্যাহত থাকবে।


ডেপুটি স্পিকারের স্ত্রীর মৃত্যুতে এমপি খোকার শোক


ডেপুটি স্পিকারের স্ত্রীর মৃত্যুতে এমপি খোকার শোক





আজকের সংবাদ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপির স্ত্রী আনোয়ারা বেগম অসুস্থ জনিত কারণে লাইফ সাপোর্টে থাকাকালীন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৭ বছর।





জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।





সাংসদ লিয়াকত হোসেন খোকা জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম এর মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন,পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি সবাইকে যার যার অবস্থান থেকে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ জানান।





প্রয়াত আনোয়ারা বেগম একজন সফল নারী হিসেবে সুপ্রতিষ্ঠিত ছিলেন। একজন দরদী মানুষ হিসেবে সমাজ সেবায় তাঁর অবদান অপরিসীম। হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের কাছে প্রয়াত আনোয়ারা বেগম ছিলেন অকৃত্রিম ভরসা।


Monday, May 25, 2020

ঈদের দিনেও জনসচেতনতায় এমপি খোকা


ঈদের দিনেও জনসচেতনতায় এমপি খোকা





আজকের সংবাদ ডেস্কঃ পবিত্র ঈদের দিনেও বিভিন্ন এলাকায় জনসচেতনতায় মগ্ন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।





ঈদের দিন বিকালে উপজেলার পানাম,আদমপুর, টিপর্দী ও উদ্ধবগঞ্জসহ সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়ন এর মোড়ে মোড়ে জনসচেতনতা ও মাস্ক বিতরন করেন এমপি লিয়াকত হোসেন খোকা।





একজন সংসদ সদস্য হয়েও বাসায় বসে না থেকে ঈদের দিনেও করোনা প্রতিরোধে জনগণকে সচেতন করেন পাশাপাশি এলাকার রিক্সা সিএনজি ওয়ালা থেকে শুরু করে সবার মাঝে মাস্ক বিতরণ করেন।





সচেনতায় ও মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম,কার্যনির্বাহী কমিটির সদস্য আবু নাইম ইকবাল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টি নেতা  জাবেদ রায়হান জয়,সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টি সভাপতি এম এ জামান,জাতীয় পার্টি নেতা আনিসুর রহমান বাবু,পৌরসভা জাতীয় পার্টি নেতা হাজী লিয়াকত,গরীবে নেওয়াজ,ওমর ফারুক টিটুসহ অন্যান্য নেতাকর্মীরা।


স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত, করোনা থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত


স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত, করোনা থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত





আজকের সংবাদ ডেস্কঃ করোনা পরিস্থিতির মধ্যে আজ সোমবার (২৫ মে) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। অন্যান্য বছর ঈদের জামাত ঈদগাহে হলেও এবার মসজিদে নামাজের আয়োজন করা হয়েছে। এছাড়া সামাজিক দূরত্ব রেখে নামাজ আদায়, নামাজ শেষে কোলাকুলি এবং হাত না মেলাতে বলা হয়েছে। নামাজ শেষে করোনা থেকে মুক্তি পেতে বিশেষ মোনাজাত করা হয়েছে।





দেশ ও জাতির মঙ্গল এবং করোনাভাইরাস থেকে মুক্তির কামনা করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে  মসজিদে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।





সমাজিক দূরত্ব বজায় রেখে ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সকাল সারেআটটায় উপজেলার সব মসজিদে একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।





এছাড়া সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে চিরচেনা রীতি ভেঙে এবার শিশু ও বয়স্করা কোলাকুলি থেকে বিরত থাকে।


পানছড়ির জাগো সংগঠনের উদ্যোগে তালুকদার পাড়া এলাকায় জীবাণু নাশক স্প্রে করা হয়


পানছড়ির জাগো সংগঠনের উদ্যোগে তালুকদার পাড়া এলাকায় জীবাণু নাশক স্প্রে করা হয়





মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ সম্প্রতি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার তালুকদার পাড়া এলাকায় একজন করোনা পজেটিভ আসায় সামাজিক জাগো সংগঠনের ব্যক্তিগত অর্থায়নে করোনা ভাইরাসে সামাজিক দুরত্ব সম্পর্কে জনসাধারণ'কে সচেতনতা করতে পুরো তালুকদার এলাকায় মাইকিং ও জীবাণু নাশক স্প্রে করা হয়।





২৫ মে সোমবার সকাল ৯ টা থেকে পানছড়ি তালুকদার পাড়া এলাকার প্রতিটি বাড়ি বাড়ি,দোকান, মসজিদ মন্দিরে জীবাণু নাশক স্প্রে ও মাইকিং করা হয়।





এই সময় উপস্থিত ছিলেন জাগো সংগঠনের সভাপতি উজ্জ্বল বড়ুয়া,সাধারণ সম্পাদক সনজিত দেবনাথ সংগঠনের সদস্য, লক্ষ্মণ বড়ুয়া, রামপ্রসাদ,ডাবলু দেব,বাপ্পি বড়ুয়া,আজাদ ও নেতৃবৃন্দ।





সংগঠনের সভাপতি উজ্জ্বল বড়ুয়া বলেন;একমাত্র স্বাস্থ্য বিধি মেনে চলা ও সচেতনতার মাধ্যমে এই করোনা ভাইরাসের মহামারির সংক্রমিত হওয়া থেকে রক্ষা করা যেতে পারে।যেহেতু আমাদের এলাকায় একজন করোনা পজেটিভ এসেছে।তাই আমরা সংগঠনের পক্ষ থেকে সবাইকে সচেতনতার লক্ষ্যে কাজ করছি আর এই ধারা অব্যাহত থাকবে।


সোনারগাঁয়ে ঈদের দিনেও ১৮ জন করোনা রোগী সনাক্ত


সোনারগাঁয়ে ঈদের দিনেও ১৮ জন করোনা রোগী সনাক্ত





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পবিত্র ঈদের দিনেও ১৮ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।





পবিত্র ঈদের দিন নামাজের পর সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পলাশ কুমার সাহা এ বিষয়টি নিশ্চিত করেন।





পলাশ কুমার সাহা জানান,গত শনিবার ৭০ জনের নমুনা পরিক্ষা শেষে আজ পবিত্র ঈদের দিনে ১৮ জনের করোনা রির্পোট পজেটিভ আসে এর মধ্যে ৮জন প্রাপ্তবয়ষ্ক পুরুষ, ৮জন প্রাপ্তবয়ষ্ক মহিলা এবং ২জন মেয়ে শিশু  রয়েছে।





করোনায় আক্রান্তের ১৮জনের পজেটিভের মধ্যে





উপজেলা হাসপাতালের স্বাস্থ্য কর্মী-১জন পুরুষ।
পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারী - ১জন পুরুষ।





মোগরাপাড়া ইউনিয়নের মোট-৬ জন,এর মধ্যে
বাড়িমজলিশ -২জন পুরুষ, ৩ জন মহিলা ও ভৈরবদি-১জন মহিলা। 





সনমান্দি ইউনিয়নে মোট-৮ জন এর মধ্যে 
জাইদারগাঁও -৪জন পুরুষ,২জন মহিলা ও ১জন মেয়ে শিশু(৪বছর), সন্মানদী গ্রামে-১ জন মহিলা।





কাঁচপুর ইউনিয়নে-২জন এর মধ্যে পশ্চিম বৈহাকৈর -১জন মহিলা ও ১জন মেয়ে শিশু(৬বছর)।





সোনারগাঁয়ে সোমবার পর্যন্ত ১৮জনসহ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াল ১৫৫জন। এরমধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৪জন এবং সুস্থ হয়েছেন -৫৫জন।





এদিকে সেচ্ছাসেবী সাংবাদিকরা ও সেচ্ছাসেবীরা একে একে করোনায় আক্রান্ত যারা হয়েছেন তাদের নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন,তাদের বাড়ীতে বাড়ীতে সেচ্ছাসেবীরা নিয়মিত খাদ্য উপহার সামগ্রীর পৌঁছে দিচ্ছেন।





উল্লেখ্য প্রথম থেকেই এই সেচ্ছাসেবী সাংবাদিক ও সেচ্ছাসেবীরাই করোনা উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তাদের ও করোনা আক্রান্তের সন্দেহ হয়ে যারা মারা গেছেন তাদেরও দাফন সম্পর্ন করেছেন।


পিরোজপুর ইউনিয়নসহ সকলকে জানাই ঈদের শুভেচ্ছা


পিরোজপুর ইউনিয়নসহ সকলকে জানাই ঈদের শুভেচ্ছা





নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের স্বনামধন্য মেম্বার মোঃ জাহাঙ্গীর আলম পিরোজপুর ইউনিয়ন এর সকলকে এবং সর্বস্তরের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন “ঈদ মোবারক”





তিনি বলেন,ঈদ মানে খুশি, ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ । ঈদের দিন আমরা প্রত্যেকে যে যার সাধ্যানুযায়ী সাজগোজ করে ঈদের ময়দানে হাজির হই দুই রাকাত নামাজ আদায়ের জন্য। এ নামাজ ছোট, বড় ,ধনি,গরীব কিংবা সুস্থ অসুস্থ সবাই আদায় করে থাকে।সাম্য, প্রীতি আর ভালোবাসার এমন নজীর আর কোথাও দেখা যায় না।সাম্য-মৈত্রীর এই অটুট বন্ধন এই নামাজের মধ্য দিয়ে শুরু হয় ঈদের দিনে ।এই ঈদে করোনা মহামারী সম্পূর্ণরূপে চিরবিদায় হবে আমাদের দেশ থেকে এটাই প্রত্যাশা।আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই করোনার জন্য স্বাস্থবিধি মেনে চলবেন এবং দুরুত্ব বজায় রাখবেন।


পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন সফিকুল ইসলাম


পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন সফিকুল ইসলাম





আজকের সংবাদ ডট কমঃ ঈদের হাসি ঈদের খুশি ছড়িয়ে পরুক বাংলার প্রতিটি ঘরে ঘরে। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মানুষকে ভালোবেসে গড়ে তুলুক ভালোবাসায় পূর্ণ সুন্দর এক পৃথিবী।





আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশবাসী তথা সোনারগাঁ বাসীর মঙ্গল কামনা করে উক্ত প্রত্যয় ব্যাক্ত করেন সোনারগাঁও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম





শফিকুল ইসলাম বলেন, দীর্ঘ এক মাস কঠোর সিয়াম সাধনার পর অনাবিল আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ-উল-ফিতরের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সোনারগাঁসহ দেশ – বিদেশের সকল মুসলিম নাগরিকের জীবন। মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ধনী গরীবের ব্যবধান দূরীভূত হয়। এই ঈদে করোনা মহামারী সম্পূর্ণরূপে চিরবিদায় হবে আমাদের দেশ থেকে এটাই প্রত্যাশা।আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই করোনার জন্য স্বাস্থবিধি মেনে চলবেন এবং দুরুত্ব বজায় রাখবেন।
ঈদ-উল-ফিতর আমাদের সকলকে এক কাতারে আসতে এবং অপরের প্রতি সহমর্মিতা দেখাতে শিক্ষা দেয়। ঈদ-উল-ফিতরের এই শিক্ষা ধারণ করে প্রত্যেকেই সকল ধর্মের লোকদের প্রতি সহমর্মিতা ও সৌহার্দপূর্ণ স্বঅবস্থথান বজায় রেখে সুখি ও সুন্দর জীবন গড়ে উঠুক।


Sunday, May 24, 2020

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তায়িন আহম্মেদ রাতুল


পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তায়িন আহম্মেদ রাতুল





বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আজকের সংবাদ ডটকম প্রতিনিধি তায়িন আহম্মেদ রাতুল।





আজকের সংবাদ ডটকমের পক্ষ থেকে সোনারগাঁসহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি।





তায়িন আহম্মেদ রাতুল বলেন,ঈদ এমন একটি নির্মল আনন্দের আয়োজন যেখানে মানুষ আত্নশুদ্ধির জন্য পরস্পরের মিলন বন্ধনের ঐক্যবদ্ধ হওয়া এবং খুশী সমভাগাভাগি করে নেওয়া। মাহে রমজানের ৩০টি রোজা করার মাধ্যমে নিজেদের অতীত জীবনের সব পাপ-কুলুশতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভুতি ধারন করেই পুর্নতা লাভ করে পবিত্র ঈদের খুশী।
সকলের জীবনে বয়ে আনুক ঈদের খুশী, দূর হউক সকল কুলশতা ও জটিলতা। ঈদ মোবারক।


সোনারগাঁসহ বাংলাদেশের সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা


সোনারগাঁসহ বাংলাদেশের সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা





আজকের সংবাদ ডট কমঃ ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী। হে পরমকরুনাময় আল্লাহ,বিশ্বের সবকিছুর মালিক রাব্বুল আলামিন, করোনা দুর্যোগ থেকে বিশ্ববাসী ও বাংলাদেশীদের মুক্তি দিন, আমাদের সবাইকে হেফাজত করুন। বিশ্বের সকল মুসলিম ভাই-বোন ও বাংলাদেশের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আজকের সংবাদ  ডট কমের প্রকাশ,চ্যানেল এসটিভির সিনিয়র প্রতিনিধি ও দৈনিক স্বাধীন সংবাদ প্রত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ নুর নবী জনি।





আজকের সংবাদের পক্ষ থেকে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃনুর নবী জনি ও আজকের সংবাদ ডট কম পরিবার।





ঈদ এমন একটি নির্মল আনন্দের আয়োজন যেখানে মানুষ আত্নশুদ্ধির জন্য পরস্পরের মিলন বন্ধনের ঐক্যবদ্ধ হওয়া এবং খুশী সমভাগাভাগি করে নেওয়া। মাহে রমজানের ৩০টি রোজা করার মাধ্যমে নিজেদের অতীত জীবনের সব পাপ-কুলুশতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভুতি ধারন করেই পূর্নতা লাভ করে পবিত্র ঈদের খুশী।





সকলের জীবনে বয়ে আনুক ঈদের আনন্দ।





সরকারি নির্দেশ মেনে চলুন। সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদ উপভোগ করুন। নিজে বাচুন,পরিবারকে বাচান। আপনাদের কল্যান ও মংঙ্গল কামনায় সাংবাদিক মোঃ নুর নবী জনি।


পুলিশ পরিবারের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান ওসি মনিরুজ্জামান মনির


পুলিশ পরিবারের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান ওসি মনিরুজ্জামান মনির





সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির (ওসি) পুলিশ পরিবারের পক্ষ থেকে সোনারগাঁ বাসিকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।সকলকে ‍‍”ঈদ মোবারক”। ঈদ বয়ে আনুক আপনাদের জীবনে শুখ, শান্তি এবং অনাবিল আনন্দ। ধনী গরিব ধর্ম বর্ণ ভেদাভেদ ভূলে সকলে মিলে মিশে ঈদের আনন্দ উপভোগ করুন এবং পুলিশকে সহযোগীতা করুন। শান্তি ও সুষ্ঠ ভাবে ঈদের পবিত্রতা রক্ষা করে সকলকে ঈদের আনন্দ উপভোগ করতে উৎসাহ প্রদান করেন।এই ঈদে করোনা মহামারী সম্পূর্ণরূপে চিরবিদায় হবে আমাদের দেশ থেকে এটাই প্রত্যাশা।আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই করোনার জন্য স্বাস্থবিধি মেনে চলবেন এবং দুরুত্ব বজায় রাখবেন।





ঈদের আনন্দ যাতে সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে, সাধারণ মানুষ যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, দুঃখ দৈন্যতা ভুলে ধনী, গরিব, আমির, ফকির নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দে শরীক হতে পারে নেতৃদ্বয় সেই প্রত্যাশাই কামনা করেন । সেই সাথে সবাইকে ঈদ মোবারক জানিয়ে সকলের সু-স্বাস্থ্য কামনা করেন


ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হাজী জাবেদ রায়হান জয়


ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হাজী জাবেদ রায়হান জয়





আজকের সংবাদ ডট কমঃ নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক,সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক হাজ্বী জাবেদ রায়হান জয় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সোনারগাঁ উপজেলা ও সর্বস্তরের জনগন তথা দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।





ঈদ শুভেচ্ছা বার্তায় হাজ্বী জাবেদ রায়হান জয় বলেন,দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে আসুক আনন্দের বার্তা ধনী ,গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমান ভাবে ভাগাভাগি করে এ প্রত্যাশা করেন তিনি।
এই ঈদে করোনা মহামারী সম্পূর্ণরূপে চিরবিদায় হবে আমাদের দেশ থেকে এটাই প্রত্যাশা।আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই করোনার জন্য স্বাস্থবিধি মেনে চলবেন এবং দুরুত্ব বজায় রাখবেন।
পবিত্র রমজান আমাদের যে সংযম ও ত্যাগের শিক্ষা দেয় তা যেন প্রতিটা মানুষের জীবনে প্রতিফলিত হয়। তিনি সকলের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন আবু নাঈম ইকবাল


পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন আবু নাঈম ইকবাল।





আজকের সংবাদ ডট কমঃ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সোনারগাঁ উপজেলা বাসীকে তথা সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, কর্মী বান্ধব, দুঃখি মানুষের আশ্রয় স্থল, জনতার নয়নের মনি, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজ সেবক,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও ভট্টপুর মডেল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, আবু নাঈম ইকবাল।





এসময় তিনি বলেন, আমি সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক। আমি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ-উল-ফিতর। আর ঈদ-উল-ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়। তাই ঈদ-উল-ফিতরের শিক্ষা নিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি এই কামনা করি। এই ঈদে করোনা মহামারী সম্পূর্ণরূপে চিরবিদায় হবে আমাদের দেশ থেকে এটাই প্রত্যাশা।আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই করোনার জন্য স্বাস্থবিধি মেনে চলবেন এবং দুরুত্ব বজায় রাখবেন।


খাগড়াছড়ির স্টেডিয়ামে এক মিনিটের ঈদ বাজার


খাগড়াছড়ির স্টেডিয়ামে এক মিনিটের ঈদ বাজার





মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধিঃপার্বত্য খাগড়াছড়ি স্টেডিয়ামে এবার বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাতিক্রমধর্মী ১ মিনিটের ঈদ বাজার বসেছে।





খাগড়াছড়ি স্টেডিয়াম মাঠে করোনা পরিস্থিতিতে একের পর এক সেবাধর্মী কার্যক্রম পরিচালনা করে জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের মাঝে আস্থার জায়গা হয়ে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়ন।





২৪ মে সোমবার খাগড়াছড়ি স্টেডিয়াম মাঠে এই ১ মিনিটের ব্যতিক্রমধর্মী ঈদ বাজার পরিচালিত হয়।





এর পূর্বে গত ২০ মে ২০ (বুধবার) এই সেনা রিজিয়নের উদ্যোগে প্রান্তিক কৃষকদের কাছ থেকে নিত্য প্রয়োজনীয় কৃষিজ পণ্য কিনে তা বিনামূল্যে '১ মিনিটের বাজার ' নামে উদ্যোগের মাধ্যমে তা নিম্ন আয়ের মানুষের মাঝে তুলে দেয়া হয়।





এবার ঈদকে সামনে রেখে তেমনি এক উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। করোনা পরিস্থিতিতে যখন সাধারণ নিম্ন আয়ের মানুষের কাছে ঈদ আয়োজন নিতান্তই এক বিলাসিতার নাম ঠিক তখনই তাদের মুখে হাসি ফোটানোর জন্য খাগড়াছড়ি স্টেডিয়ামে  ব্যাতিক্রমধর্মী ঈদ বাজারের  আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।





বাজার ঘুরে দেখা যায়, পাহাড়ে বসবাসরত নিম্ন আয়ের মানুষেরা বিনামূল্যে শাড়ি, লুংগি, চাল, আটা, তেল, চিনি, লবণ, ডাল, সুজি, বিস্কিট, গুড়া দুধ, লাচ্ছা সেমাই, আলু, পুই শাক, মিষ্টি কুমড়া, চিচিঙ্গার মত সকল প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ  করছেন নির্বিঘ্নে এবং বিনামূল্যে।





এই কার্যক্রম চলাকালীন ছিল না কোন অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা। যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনেই সবাই যার যার মত ঈদ সামগ্রী নিয়ে গেছেন।





খাগড়াছড়ি সেনা রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে খাগড়াছড়ি সেনা জোন এই উদ্যোগটি আয়োজন ও পরিচালনা করে। খাগড়াছড়ি সেনা রিজিয়ন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান,





প্রতিটি সেনাসদস্য তাঁদের নিজেদের ঈদ আনন্দ এই গরীব ও অসহায় মানুষদের মাঝে খুঁজে নিতে চান বলেই তাঁদের এই ক্ষুদ্র প্রয়াস। আর এই উদ্যোগের আরও একটি চমকপ্রদ বিষয় হলো, এই ঈদ উপহারের সাথে দেয়া প্রতিটি সবজি এই রিজিয়নের আওতাধীন পানছড়ি উপজেলার প্রান্তিক চাষীদের কাছ থেকে ন্যায্য মূল্যে  কিনে আনা হয়েছে। তাতে একদিকে যেমন লাভবান হচ্ছে প্রান্তিক কৃষক যারা করোনা পরিস্থিতিতে ন্যায্য মূল্যে উৎপাদিত কৃষিজ পণ্য বিক্রি করতে পারছে না তেমনি সাধারণ নিম্ন আয়ের মানুষের মুখে ঈদের হাসি ফোটানো সম্ভব হয়েছে।





সাধারণ মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর এমন আয়োজনে তাদের ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাহিনীর সকল সদস্যের প্রতি। এলাকাবাসী জানান, খাগড়াছড়ি সেনা রিজিয়ন বরাবরই তাদের সকল বিপদ আপদে পাশে থেকেছে। এই দুঃসময়ে সাধারণ নিম্ন আয়ের মানুষের  মাঝে ঈদ আনন্দ তুলে দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি তাদের ভালবাসা যেন আরও বাড়িয়ে তুলেছে।


পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সহকারী কমিশনার (ভূমি)আল- মামুন


পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সহকারী কমিশনার (ভূমি)আল- মামুন।





সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আল- মামুন। সোনারগাঁবাসী সহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।





সহকারী কমিশনার (ভূমি)আল-মামুন বলেন,মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর ঈদ-উল-ফিতর বয়ে আনুক অনাবিল সুখ ও আনন্দ। পবিত্র ঈদ-উল-ফিতরের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সোনারগাঁ তথা এ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহর জীবন।
পবিত্র ঈদ-উল-ফিতরের এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য ও বিভেদ। দারিদ্রমুক্ত ও প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আসুন আমরা এই ঈদ-উল-ফিতরে প্রদীপ্ত শপথ নেই।এই ঈদে করোনা মহামারী সম্পূর্ণরূপে চিরবিদায় হবে আমাদের দেশ থেকে এটাই প্রত্যাশা।আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই করোনার জন্য স্বাস্থবিধি মেনে চলবেন এবং দুরুত্ব বজায় রাখবেন।
উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপনের প্রত্যাশায় আমি সবাইকে জানাই পবিত্র ঈদ–উল –ফিতরের শুভেচ্ছা


পানছড়িতে অনির্বাণ শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে এবার ৪০ জন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ


পানছড়িতে অনির্বাণ শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে এবার ৪০ জন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ





মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন অনিবার্ণ শিল্পীগোষ্ঠী পক্ষ থেকে দুস্থ,অসহায়, দরিদ্র শিল্পী সহ পানছড়ির বিভিন্ন ৪০ জন মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।





২৪ মে বৃহস্পতিবার পানছড়ি উপজেলার দুস্থ,অসহায় সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন মুসলিম পরিবারের মাঝে বাড়িতে বাড়িতে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।





১০ পদাতিক ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল দুই প্রকার সেমাই, চিনি, নুডুস,সাবান,বাদাম,ট্যাংক, চিপস, দুধের প্যাকেট।





এই সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলার অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন অনির্বাণ শিল্পীগোষ্ঠীর সভাপতি ও পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব,সাধারণ সম্পাদক মিঠুন সাহা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াকুব অনির্বাণ শিল্পীগোষ্ঠীর কার্যকর সদস্য থোয়াইঅঙ্গ চৌধুরী, কোহিনুর বেগম সহ প্রমুখ।





অনিবার্ণ শিল্পীগোষ্ঠীর সভাপতি জয়নাথ দেব বলেন;করোনা দুর্যোগে মানুষ আজ খুব অসহায় হয়ে পড়েছে।এই করোনা ভাইরাস সমগ্র পৃথিবীকে আতঙ্ক গ্রস্থ করে তুলেছে।মানবিক দৃষ্টি থেকে আমাদের সবার পাশে দাঁড়ানো উচিত।তবে সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে সবাইকে ঈদ পালন করতে হবে।সবার সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোনারগাঁবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাইদুল ইসলাম


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোনারগাঁবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাইদুল ইসলাম





নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোনারগাঁবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃসাইদুল ইসলাম।





তিনি বলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস, সহকারী কমিশনার (ভূমি),সোনারগাঁ থানা, সমাজসেবা অফিস, শিক্ষা অফিসসহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোনারগাঁবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি- ঈদ মোবারক। এই ঈদে করোনা মহামারী সম্পূর্ণরূপে চিরবিদায় হবে আমাদের দেশ থেকে এটাই প্রত্যাশা।আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই করোনার জন্য স্বাস্থবিধি মেনে চলবেন এবং দুরুত্ব বজায় রাখবেন।
উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপনের প্রত্যাশায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং সোনারগাঁ উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আমি সবাইকে জানাই পবিত্র ঈদ–উল –ফিতরের শুভেচ্ছা





তিনি সবার নিরাপদ ও আনন্দময় ঈদ কামনা করেছেন।


পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন-জেলা পরিষদ সদস্য মাসুম।


পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম।
                     





আজকের সংবাদ  ডট কমঃ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সোনারগাঁ উপজেলাসহ সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম।





এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সিয়াম সাধনার ইবাদত-মগ্ন রোজাশেষে আবার এল মুসলিম উম্মাহ’র মহানন্দ ঈদোৎসব ঈদুল ফিতর।পবিত্র ঈদ সবার মাঝে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক।
ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁ উপজেলাসহ সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক ঈদ মোবারক, অকৃত্রিম শুভেচ্ছা।
ঈদুল ফিতর সবার জন্য বয়ে আনুক সুখ-সমৃদ্ধি, অনাবিল আনন্দ। ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের দুয়ারেই এ আনন্দ বয়ে যাক সমহারে- এ কামনা করি। আসুন,আমরা সকলে সকলের হয়ে ইসলামের বৃহত্তম ধর্মীয় উৎসব, মহিমান্বিত ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদায় উদযাপন করি।
তিনি বলেন,এবার পবিত্র ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত যখন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্ব। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনাভাইরাসে আপনজনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ।এমনই সময় পবিত্র ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে অবস্থান করেই ঈদ উদযাপন করতে হবে। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ,সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।’
তিনি আরও বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে সেই উন্নয়নের ধারাবাহিকতা আমাদের সোনারগাঁ উপজেলাসহ সারা সোনারগাঁয়ের প্রতিটি এলাকায় বিদ্যমান থাকুক এটাই আমাদের প্রত্যাশা। সেই লক্ষে আমাদের সাংগঠনিক দক্ষতার সহিত রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করে যেতে হবে ।


পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন ——–চেয়ারম্যান হামীম শিকদার শিবলু


পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন
                      ——–চেয়ারম্যান হামীম শিকদার শিবলু





আজকের সংবাদ  ডট কমঃ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সোনারগাঁ উপজেলাসহ সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হামীম শিকদার শিবলু।





এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সিয়াম সাধনার ইবাদত-মগ্ন রোজাশেষে আবার এল মুসলিম উম্মাহ’র মহানন্দ ঈদোৎসব ঈদুল ফিতর।পবিত্র ঈদ সবার মাঝে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক।
ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার জামপুর এলাকাসহ সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক ঈদ মোবারক, অকৃত্রিম শুভেচ্ছা।
ঈদুল ফিতর সবার জন্য বয়ে আনুক সুখ-সমৃদ্ধি, অনাবিল আনন্দ। ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের দুয়ারেই এ আনন্দ বয়ে যাক সমহারে- এ কামনা করি। আসুন,আমরা সকলে সকলের হয়ে ইসলামের বৃহত্তম ধর্মীয় উৎসব, মহিমান্বিত ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদায় উদযাপন করি।
তিনি বলেন,এবার পবিত্র ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত যখন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্ব। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনাভাইরাসে আপনজনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এমনই সময় পবিত্র ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে অবস্থান করেই ঈদ উদযাপন করতে হবে। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।’
তিনি আরও বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে সেই উন্নয়নের ধারাবাহিকতা আমাদের জামপুর  ইউনিয়নসহ সারা সোনারগাঁয়ে প্রতিটি এলাকায়  বিদ্যমান থাকুক এটাই আমাদের প্রত্যাশা । সেই লক্ষে আমাদের সাংগঠনিক দক্ষতার সহিত রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করে যেতে হবে ।


সোনারগাঁ উপজেলাসহ দেশ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কালাম


সোনারগাঁ উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কালাম





আজকের সংবাদ ডেস্কঃ  ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁ উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ।





এক শুভেচ্ছা বার্তায় কালাম বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে অবস্থান করেই ঈদ উদযাপনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।





দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কালাম বিশ্ববাসীর নিরাময় ও সুস্বাস্থ্য এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।’





তিনি বলেন, ‘এবার পবিত্র ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত যখন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্ব। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনাভাইরাসে আপনজনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এমনই সময় পবিত্র ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে অবস্থান করেই ঈদ উদযাপন করতে হবে। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।’


করোনা মহামারীতে পিছিয়ে নেই দুর্যোগে আলোর গেরিলারা


করোনা মহামারীতে পিছিয়ে নেই দুর্যোগে আলোর গেরিলারা





আজকের সংবাদ ডেস্কঃ করোনা মহামারীতে ও পবিত্র রমজান মাসে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ গঠিত" দূর্যোগের আলোর গেরিলা" দল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কাজ করে চলেছেন।





নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ সাইরুল ইসলামের দিকনির্দেশনা সমিতির সার্বিক কর্মকাণ্ড পরিচালিত করছেন সোনারগাঁয়ে সোনারগাঁ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম জোনাব আলী।





তারই ধারাবাহিকতায় ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছেন ৪৫টি দুর্যোগে আলোর গেরিলা দল গ্রাহকদের সকল সেবা, দুর্যোগকালীন ঘরে বসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা, হটলাইন সেবা, গ্রাহক যেকোনো প্রান্ত থেকে ফোন করে ঘরে বসেই সেবা পাওয়া, বিদ্যুৎ সেবাকে বিকেন্দ্রীকরণ করা,শতভাগ বিদ্যুতায়িত করা, মুজিববর্ষে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার অঙ্গীকার পুরোপুরি বাস্তবায়ন করেছেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে ও পল্লী বিদ্যুৎ সমিতি গভীর রাতেও আলোর গেরিলা দল জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাস কে উপেক্ষা করে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছেন।
যেখানে গ্রাহকরা সেবার জন্য আগেই পল্লীবিদুৎ অফিসে যেতে হতো আর সেখানে এখন ঘরে বসে ফোন করলেই পল্লী বিদ্যুৎ গ্রাহক প্রান্তে পৌঁছে যায় নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিস্টেম লস ৩.২৪% । যা বাংলাদেশের প্রেক্ষাপটে সেবার দিক দিয়ে অন্যতম।
এ কাজে সার্বিক সহযোগিতা করছেন" দুর্যোগে আলোর গেরিলা দল"


রমজানের শেষ দিনও অসহায় পরিবারের মাঝে ইঞ্জিঃ মাসুমের ঈদ উপহার


রমজানের শেষ দিনও অসহায় পরিবারের মাঝে ইঞ্জিঃ মাসুমের ঈদ উপহার





নিজস্ব প্রতিবেদকঃকরোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব অর্থায়নে করোনা কর্মহীন অসহায় দুস্থ গরিব আড়াইশত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।





রোববার সকালে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে অসহায় দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য ঈদ উপহার বিতরণ করা হয়।





২৫০ পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রী মধ্যে ছিল পোলার চাল, চিনি, লবণ, দুধ,আটা,তৈল ও দুইপ্রকার সেমাই।





এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের  ৯ নং ওয়ার্ডের সদস্য  আলহাজ্ব সেলিম রেজা ও মহিলা সদস্য মমতাজ বেগম এবং ৯ নং ওয়ার্ডের ত্রাণ কমিটি ।


সোনারগাঁ উপজেলাসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইঞ্জিঃমাসুম


সোনারগাঁ উপজেলাসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইঞ্জিঃমাসুম
   
আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সোনারগাঁ বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।





সবাইকে শুভেচ্ছা জানিয়ে ইঞ্জিনিয়ার মাসুম বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি । করোনার মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপগুলো বাস্তবায়নে আমাদের একসাথে কাজ করেতে হবে। তাই আমরা কাজ করে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার এর পাশাপাশি ব্যাক্তিগত ভাবে কর্মহীনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব অসহায় মানুষদের সহয়োগিতা করে যাচ্ছি। যার যার অবস্থান থেকে দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে কর্মহীনদের পাশে থাকতে হবে,করোনার মহামারি থেকে মহান আল্লাহ সবাইকে মুক্ত করুক, দুর্দিনে মানুষের পাশে থাকতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই ঈদে করোনা মহামারী সম্পূর্ণরূপে চিরবিদায় হবে আমাদের দেশ থেকে এটাই প্রত্যাশাই করি।
তিনি বলেন, এবছর মহামারী করোনা ভাইরাসের কারণে আমাদের ঈদ আনন্দ পালন করতে হবে ঘরে থেকে। সবাই নিরাপদ দূরত্বে থেকে ঈদের জামাতে নামাজ আদায় করবো। আমি আমার সোনারগাঁও বাসী সহ দেশবাসীকে অনুরোধ করছি, সবাই ঘরে থাকুন। দয়া করে ঘরের বাইরে যাবেন না। প্রয়োজনের বাইরে কোনো ভাবেই যাবেন না। জরুরি প্রয়োজনে যদি যেতে হয় তাহলেও স্যানিটাইজেশন এবং সকল প্রকারের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেই যাবেন। অনুগ্রহ করে বিষয়টি পালন করার জন্য সবাইকে অনুরোধ করছি।





আর ঈদ-উল-ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেয়। তাই ঈদ-উল-ফিতরের শিক্ষা নিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি এই কামনা করি।





তিনি আরও বলেছেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী এদেশের উন্নয়নে ও মহামারী করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে থাকে,আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।


Saturday, May 23, 2020

দেশবাসীসহ সোনারগাঁ বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন এমপি লিয়াকত হোসেন খোকা






দেশবাসীসহ সোনারগাঁ উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন এমপি লিয়াকত হোসেন খোকা





নিজস্ব প্রতিবেদকঃ সোনারগাঁ উপজেলাবাসীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব, সেচ্ছাসেবক পার্টির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ)আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।





পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসী এবং মুসলিম জাহানের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব,সেচ্ছাসেবক পার্টির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ)আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।পবিত্র ঈদুল ফিতরে তিনি বিশ্ববাসীর নিরাময় ও সুস্বাস্থ্য এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।





এমপি লিয়াকত হোসেন খোকা এক বিবৃতিতে বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।





এমপি খোকা বলেন, এবার পবিত্র ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিত জন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত আপন জনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এমনই সময় পবিত্র ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সাথে ঘরে অবস্থান করেই ঈদ উদযাপন করতে হবে।





তিনি বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মাঝে গড়ে উঠুক বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসসহ সব সংকট জয়ের সুসংহত-বন্ধন। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।





পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বসমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানবহৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নিই।





তিনি বলেন,পরম করুণাময় আল্লাহ-তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জ্বরা; সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সব সংকট উত্তরণের মধ্য দিয়ে এগিয়ে গেছে ঠিক একইভাবে করোনা সংকট জয় করে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় নব-উদ্যমে এগিয়ে যাক বাংলাদেশ।


দায়িত্ব পালন করতে গিয়ে শিশু কন্যাসহ উপজেলা নির্বাহী অফিসার করোনায় আক্রান্ত


দায়িত্ব পালন করতে গিয়ে শিশু কন্যাসহ উপজেলা নির্বাহী অফিসার করোনায় আক্রান্ত





আজকের সংবাদ ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমন থেকে ঘিওর উপজেলাবাসীকে রক্ষা করতে গিয়ে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার ও তার শিশু কন্যাসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।





করোনা প্রাদুর্ভাব শুরু থেকে যে মানুষটি করোনা ভাইরাস  থেকে ঘিওর উপজেলা মানুষকে রক্ষার জন্য অবিরাম ক্লান্তিহীন ভাবে ছুটে চলেছেন মাঠে ঘাটে,পথে প্রান্তরে, বাজারে বাজারে মানুষকে সচেতন করেছেন, সাহস যুগিয়েছেন, ত্রাণ নিয়ে ছুটে গেছেন অনাহারী জনমানুষের মাঝে,সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ,হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, লকডাউন নিশ্চিতকরণ, বিভিন্ন সময়ে মোবাইল কোর্ট অভিযানে নিজে উপস্থিত থেকে করেছেন সর্তক অথবা জরিমানা।





কাঁক ডাকা ভোর থেকে শুরু করে রোজা রেখে দিন-রাত নিরলস ভাবে কাজ করে গেছেন ঘিওর উপজেলার মানুষের ভালোর জন্য। কখনো নিজের কিংবা তার দুবছরের দুগ্ধ শিশুকন্যাটির কথা না ভেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে গেছেন আজ সেই মানুষটি নিজেই আক্রান্ত হয়েছেন করোনা নামক ভাইরাসে আছেন আইশোলেশনে।





ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার ও তার শিশু কন্যার করোনায় আক্রান্তের কথা শুনি ছুটে গেলেন সেই শিশু কন্যার পিতা ও নির্বাহী অফিসার আইরিন আক্তারের স্বামী ঢাকায় করোনা প্রতিরোধে দায়িত্ব পালনে নির্ভীক যোদ্ধা এক্সিকিউটিভ ম্যা.বি এম রুহুল আমিন রিমন। একদিকে নির্বাহী অফিসার আইরিন আক্তার করোনা প্রতিরোধের যুদ্ধ করছেন ঘিওর উপজেলায় অন্যদিকে করনা প্রতিরোধে যুদ্ধ করছেন তার স্বামী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বি এম রুহুল আমিন রিমন।





এদিকে উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার ও তার শিশু কন্যাসহ আক্রান্তের খবর ছড়িয়ে পড়লে ঘিওরের মানুষ মধ্যে দেখা দেয় হতাশা,কে তাদের আলো দেখাবে,আশার পথে এগিয়ে নিয়ে যাবে সেই শঙ্কা রয়েযায় ঘিউর উপজেলাবাসীর মধ্যে।
আজকের সংবাদ ডটকম পরিবার ও ঘিওর বাসীর পক্ষ থেকে তার প্রতি জানাচ্ছি অকৃত্রিম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তার ও তার পরিবারের প্রতি রইল দোয়া ও শুভকামনা।


পানছড়িতে আব্দুল মমিনের নিজেস্ব অর্থে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


পানছড়িতে আব্দুল মমিনের নিজস্ব অর্থে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 





মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মমিন এর নিজস্ব অর্থায়নে বিভিন্ন অসহায়, দরিদ্র ও দলীয় নেতা কর্মী সহ ৪০০ মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।





২৩ মে সোমবার সকালে পানছড়ি বিভিন্ন বাড়িতে বাড়িতে নিজ উদ্যোগ নিজস্ব অর্থায়নে অসহায়,দরিদ্র ইমাম, মুয়াজ্জিন মুসলিম পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।





ঈদ সামগ্রীর মধ্যে ছিল ২ প্রকার সেমাইর প্যাকেট,কিসমিস,বাদাম,দুধের প্যাকেট,চিনি সাবান,





মমিন সাহেব এর সাথে  আলাপ কালে জানান;প্রতি বছর ঈদ আসে মহা আনন্দ নিয়ে।কিন্তু বর্তমান ২০২০ সালে দেশের করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে মানুষ আজ অর্থনৈতিক ভাবে জর্জরিত হয়ে পড়েছে।ঈদের আনন্দ থেকে যেন তারা নিরাশ না হয় এটাই আমার চাওয়া।
আমি সবাইকে অনুরোধ করবো স্বাস্থ্য বিধি ও জনসচেতনতা মেনে আপনারা ঈদ পালন করবেন।


এমপি খোকার স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ


এমপি খোকার স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ।





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।





শনিবার(২৩মে)বিকেলে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তায় অবস্থিত আইয়ুব প্লাজায় সংসদ সদস্যর নিজেস্ব কার্যালয়ে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী হস্তান্তর করেন  নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির নেতা আনিসুর রহমান বাবু ও ফজলুল হক মাষ্টার।





উল্লেখ্য সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের লাশ বহনকরে দাফন সম্পন্ন করেছেন। করোনা আক্রান্ত পরিবার ও লকডাউনে থাকা পরিবারকে বাড়ীতে বাড়ীতে গিয়ে এমপি খোকার উপহার সামগ্রী পৌঁছে দিয়ে আসছেন।





সোনারগাঁ উপজেলায় সকলের প্রশংসা কুড়িয়েছেন,এই এমপি খোকার স্বেচ্ছাসেবক টিম।সক্রিয় ভাবে স্বেচ্ছাসেবক টিম দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। যেখানে করোনা ভাইরাসের রুগির কোন খবর পাচ্ছেন সেখানেই ছুটে গেছেন এমপি খোকার এই স্বেচ্ছাসেবক টিম। নিজেদের জীবন বাজি রেখে রাত দিন করোনা আক্রান্ত রোগীদের ঔষধ,মাক্স,খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন সেই সাথে করোনা রোগীর বাড়ীতে যেকোন প্রকার সমস্যা হয় তা সমাধান করছেন।


সোনারগাঁয়ে করোনায় অসহায় হয়ে পরা কোন মানুষ ঈদ আনন্দ থেকে বঞ্চিত হবে না -এমপি খোকা


সোনারগাঁয়ে করোনায় অসহায় হয়ে পরা কোন মানুষ ঈদ আনন্দ থেকে বঞ্চিত হবে না -এমপি খোকা





আজকের সংবাদ ডেস্কঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নিজস্ব অর্থায়নে অদৃশ্য মহামারী কোভিড-১৯ বা করোনায় কর্মহীন গরীব দুস্থ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা প্রসঙ্গে তিনি এ কথা জানান।





শনিবার (২৩ মে) মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর, চৌরাস্তা, থানা রোড, কলেজ রোড সহ বিভিন্ন এলাকায় রিকশা, অটো রিকশা, ভ্যান, সিএনজি ও ৫ শতাধিক কর্মহীন, দুস্থ, অসহায়, গরীব পরিবারের জন্য এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া প্রতিদিন সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নে সেচ্ছাসেবক, দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে বিপুল পরিমাণ ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে বলে জানানো হয়। এই কার্যক্রম চাঁদ রাত পর্যন্ত অব্যাহত থাকবে।





সরেজমিনে দেখা যায়, সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার পক্ষে তার ভাতিজা নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয় ও তার পরিবারের অন্যান্য সদস্যরা দাঁড়িয়ে থেকে নিজ হাতে ঈদ উপহার সামগ্রী বুজিয়ে দেন। ঈদ উপহার সামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে ছিল পোলাও চাল, চিনি, দুধ, তৈল, আলু, পিয়াজ ও ১টি মুরগিসহ দুই প্রকার সেমাই।





জাবেদ রায়হান জয় বলেন, প্রতি বছর ঈদ আসে মহা আনন্দ নিয়ে কিন্তু বর্তমান ২০২০ সালে দেশের করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে মানুষ আজ অর্থনৈতিক ভাবে জর্জরিত হয়ে পড়েছে। ঈদের আনন্দ থেকে যেন তারা নিরাশ না হয় সেই লক্ষ্যেই তাদের মাঝে ঈদ উপহার সামগ্রী দেয়া হলো। এসময় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।


টনি এন্ড ডেইজি রহমান ফাউন্ডেশনের উদ্যোগে নিম্ম ও মধ্যবিক্ত ১হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


টনি এন্ড ডেইজি রহমান ফাউন্ডেশনের উদ্যোগে নিম্ম ও মধ্যবিক্ত ১হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ





সাজীদ হোসেন কিবরিয়াঃকরোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে মানবেতর জীবনযাপন করছে  ও দিনমজুর শ্রেণির লোকজন। ঘরের বাইরে যেতে না পারায় কর্মহীন হয়ে পড়া এসব মানুষ খেয়ে না খেয়ে দিন পার করছেন। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এসব মানুষের পাশে সহযোগিতা করে চলেছে।





এরই ধারাবাহিকতায় শনি বার (২৩ মে),২য় ধাপে নারায়ণগঞ্জ বন্দর থানাধীন উত্তর লক্ষন খোলা এলাকায় টনি টাওয়ারে, টনি এন্ড ডেইজি রহমান ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতরের উপলক্ষে নিম্ম ও মধ্যবিক্ত ১হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।টনি ও ডেইজি রহমান ফাউন্ডেশন চেয়ারম্যান রহমান মিজান টনি ও টনি গ্রুপের ব্যবস্থাপক তার সহধর্মিণী মিসেস ডেইজি রহমান তত্ত্বাবধানে জনাব মোঃএমদাদুল হক,মোঃআলী হোসেন,মোঃআসাদুজ্জামান সাগর,মোঃরায়হান আহমেদ,মোঃ মাজহারুল হক সাউদ ও অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থেকে ঈদ সামগ্রী অসহায় পরিবারের কাছে তুলে দেন।





ঈদ সামগ্রীর প্যাকেট পেয়ে গরীব-অসহায় নিম্মবিক্ত ও মধ্যবিক্তপরিবার গুলো আনন্দে উচ্ছ্বাসিত হয়ে টনি এন্ড ডেইজি রহমান ফাউন্ডেশন চেয়ারম্যান রহমান মিজান টনি ও তার সহধর্মিণী ডেইজি রহমান জন্য আন্তরিক ভাবে দোয়া করেন।





এ পসঙ্গে জানতে চাইলে,টনি গ্রুপের ব্যবস্থাপক মিসেস ডেইজি রহমান বলেন,মহামারী করোনা ভাইরাস কারনে সারাদেশে যখন অচল অবস্থা কর্মহীন হয়ে পরা অসহায় পরিবার গুলোর জন্য পাশে আমরা দাঁড়িয়েছি ।আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর সামনে  তাই কর্মহীন হয়ে পরা পরিবার মাঝে  সামান্ন কিছু ঈদ  উপহার হিসেবে ঈদ সামগ্রী তুলে দিলাম তাদের হাতে। ভবিষ্যৎ ও এমন কর্মকান্ড অব্যাহত থাকবে। আমাদের টনি এন্ড ডেইজি রহমান ফাউন্ডেশন সব সময় অসহায়দের জন্য আছে ভবিষ্যৎ ও থাকবে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সমাজে সবার পাশে থাকতে পারি।


Friday, May 22, 2020

সাংবাদিকদের মাঝে ইঞ্জিঃ মাসুমের ঈদ উপহার বিতরণ


সাংবাদিকদের মাঝে ইঞ্জিনিয়ার মাসুমের ঈদ উপহার বিতরণ





আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।





এ সময় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সকল সাংবাদিকদের শুভেচ্ছা জানান মাসুম বলেন, প্রবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি । করোনার মহামারিতে সাংবাদিক পেশা কঠিন থেকে আরোও কঠিন হয়ে পড়েছে। সাংবাদিকরা সাহস নিয়ে এই মহামারিতে সামনে থেকে দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছে এজন্য সকল সাংবাদিকদের সাধুবাদ জানাই।





ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সকল সাংবাদিকদের মাঝে তার নিজস্ব অর্থায়নে উপহার হিসেবে চাল,ডাল,সেমাই,আটা, লবন,চিনি,তেল, দুধসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন।





সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস ছাত্তার প্রধান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো সহ দুর্দিনে সাংবাদিকদের কথা মনে রেখে তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।


এমপি খোকার ঈদ উপহার পেলো সেচ্ছাসেবক পার্টির সদস্যরা


এমপি খোকার ঈদ উপহার পেলো সেচ্ছাসেবক পার্টির সদস্যরা





তায়িন আহম্মেদ রাতুলঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব,সেচ্ছাসেবক পার্টির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নির্দেশে ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়ের নিজস্ব উদ্যোগ ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সেচ্ছাসেবক পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক এর কাছে ঈদ উপহার সামগ্রীর বিতরণ করা হয়েছে।





শুক্রবার(২২মে) জুম্মার নামাজের পর মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় অবস্থিত খানকা শরীফ থেকে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সেচ্ছাসেবক পার্টির সদস্যদের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক এর কাছে ঈদ উপহার সামগ্রীর হস্তান্তর করা হয়।





ঈদ সামগ্রী বুঝিয়ে দেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়।





ঈদ উপহার সামগ্রী মধ্যে ছিল পোলার চাল,চিনি,দুধ, তৈল,আলু,পিয়াজ ও মুরগিসহ দুই প্রকার সেমাই।





এসময় আরও উপস্থিতি ছিলেন পিরোজপুর ইউপি প্যানেল চেয়ারম্যান আলমগীর কবির, ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার স্বেচ্ছাসেবক পার্টির সকল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা।


নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে মানব কল্যাণ পরিষদের খাদ্য সহায়তা বিতরণ


নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে মানব কল্যাণ পরিষদের খাদ্য সহায়তা বিতরণ





সাজিদ হোসেন কিবরিয়াঃ আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে করোনা ভাইরাস পরিস্থিতিতে মানব কল্যাণ পরিষদের আয়োজনে গরীব, অসহায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে মানব কল্যাণ পরিষদের খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে।





এই মহামারীতে সংগঠনটি সচেতনামূলক কার্যক্রমে লিফলেট, মাস্ক, হ্যান্ড গ্লোভস, সাবান বিতরণ ছাড়াও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে চাল, আটা, মশুরডাল, সয়াবিন তেল, আলু, কালিজিরা ও লবন বিতরণ করে চলেছেন। মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সরকারিভাবে পুরস্কারপ্রাপ্ত এম এ মান্নান ভূঁইয়ার তত্ত্বাবধানে ভাইস চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, মহাসচিব গোলজার হোসেন ভুঞা, অর্থসচিব মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সচিব মোহাম্মদ আনিস সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা মানবিক গুণাবলী নিয়ে আন্তরিক ভাবে মানুষের মাঝে সেবা দিয়ে যাচ্ছেন। অন্যান্যের মধ্যে আরও রয়েছেন সমাজকর্মী আয়শা আক্তার, জিএম মোস্তফা, ইউসুফ আলী প্রধান, রাসেল ইসলাম জীবন,  ওমর ফারুক ও এনামুল হক লুটাস প্রমুখ।





খাদ্য সামগ্রী বিতরণ করা হয় নারায়ণগঞ্জ সদরের নতুন ও পুরাতন আইলপাড়া, পাঠানটুলী, এনায়েতনগর, তাঁত খানা, শান্তিনগর, ভূইয়াপাড়া, আরামবাগ, বার্মা স্ট্যান্ড, মিজমিজি, সাইনবোর্ড, পানিরকল, হাজীগঞ্জ, এম সার্কাস, তল্লা, কুমুদিনী বাগান, মিশনপাড়া, চাষাড়া, ইসদাইর, পঞ্চবটী ও বন্দরের বিভিন্ন এলাকায়। খাদ্য সামগ্রীর প্যাকেট পেয়ে গরীব-অসহায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার গুলো আনন্দে উচ্ছ্বাসিত হয়ে মানব কল্যাণ পরিষদের সমাজকর্মীদের জন্য আন্তরিক ভাবে দোয়া করেন। এ প্রসঙ্গে সংগঠনের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া বলেন, সামাজিক কাজ করতে গেলে বাধা বিপত্তি আসবেই। তাই বলে থেমে থাকা যাবে না। তবে করোনা ভাইরাস মহামারীতে যারা অপপ্রচার ও গুজব রটিয়ে ভালো মানুষদের হয়রানী করে তারা সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। আল্লাহ তায়ালা যেন এই মহামারীতে সকলকে হেফাজত ও হেদায়েত দান করেন।


প্রধানমন্ত্রীর উপহার সাংবাদিকদের মাঝে পৌঁছে দিলেন জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম


সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌছে দিলেন জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম





আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ও জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম।





এ সময় সকল সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে মোস্তাফিজুর রহমান মাসুম বলেন,প্রবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি । করোনার মহামারিতে সাংবাদিক পেশা কঠিন থেকে আরোও কঠিন হয়ে পড়েছে। সাংবাদিকরা সাহস নিয়ে এই মহামারিতে সামনে থেকে দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছে এজন্য সকল সাংবাদিকদের সাধুবাদ জানান তিনি।





নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন এর সহযোগিতায় সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সকল সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার চাল,ডাল,সেমাই,চিনি,তেল,দুধসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম ।





সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস ছাত্তার প্রধান জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমকে প্রবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো সহ দুর্দিনে সাংবাদিকদের কথা মনে রেখে তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।


দুই হাজার অসহায় পরিবারের মাঝে ইঞ্জিঃ মাসুমের উপহার বিতরণ


দুই হাজার অসহায় পরিবারের মাঝে ইঞ্জিঃ মাসুমের উপহার বিতরণ





তায়িন আহম্মেদ রাতুলঃ করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব অর্থায়নে করোনা কর্মহীন অসহায় দুস্থ গরিব দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।





শুক্রবার(২২মে) সকালে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে অসহায় দুস্থ ও কর্মহীন ৫ গ্রামের দুহাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।









প্রতাপের চর,কাদিরগঞ্জ,ঝাউচর,গঙ্গানগর ও ইসলামপুরসহ ৫ গ্রামের দুই হাজার পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রী মধ্যে ছিল পোলার চাল, চিনি, লবণ, দুধ,আটা ও দুইপ্রকার সেমাই।





এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব সেলিম রেজা ও মহিলা সদস্য মমতাজ বেগম এবং ৯ নং ওয়ার্ডের ত্রাণ কমিটি ।


এমপি খোকার ঈদ সামগ্রী পেলেন এতিমখানার একঝাঁক এতিম


এমপি খোকার ঈদ সামগ্রী পেলেন এতিমখানার একঝাঁক এতিম





তায়িন আহম্মেদ রাতুলঃ এতিমরা করোনা পরিস্থিতিতে খুঁজে পায়নি যাওয়ার কোনো আশ্রয়স্থল। তাদের অসহাত্বে দুঃখ কিছুটা কমাতে তাদের পাশে দাঁড়ালেন সোনারগাঁয়ের মাটি ও মানুষের নেতা নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা।





শুক্রবার (২২মে) দুপুরে উপজেলা পিরোজপুর ইউনিয়নের মোজাফফর আলী ফাউন্ডেশনের এতিমখানার একঝাঁক এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।





এসময় এমপি খোকার ভাতিজা নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয় ও পিরোজপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগীর কবির এতিমখানার প্রধান শিক্ষকের কাছে ঈদ উপহার সামগ্রী হস্তান্তর করেন।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলার চাল,চিনি,দুধ, তৈল,আলু,পিয়াজ,লবন ও মুরগিসহ দুই প্রকার সেমাই।





এতিমখানার শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিন যাবত আমাদের এই এতিমখানায় সমাজের বিত্তবানদের সহায়তা ও ফাউন্ডেশনের নিজস্ব অর্থে চললেও বর্তমান পরিস্থিতিতে আমরা এতিম বাচ্চাগুলোকে নিয়ে অসহায় অবস্থায় জীবন যাপন করে আসছিলাম। তারই ধারাবাহিকতায় করোনার প্রথম থেকেই এমপি খোকা সাহেবের সুদৃষ্টি পরাতে আমরা খুবই খুশি। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক।





এতিমখানায় মোট ১৭জন এতিম বাচ্চা রয়েছে। এদের কারো বাবা নেই আবার কারো নেই জন্মদায়িনী মা।সাংসদ লিয়াকত হোসেন খোকার উদ্যোগে উপহার সামগ্রী পৌঁছে দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন বলে জানিয়েছেন পিরোজপুর ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর কবির।





তিনি আরো জানান, সোনারগাঁয়ের অভিভাবক জননেতা লিয়াকত হোসেন খোকা এই এতিম শিশুদের করোনা পরিস্থিতিতে শুরু থেকেই খাদ্য সামগ্রী দিয়ে এদের স্বাভাবিক জীবন যাপন করতে যা যা প্রয়োজন তা সাধ্যমত দেখেছেন।


Thursday, May 21, 2020

করোনা উপসর্গ নিয়ে ফারুক নামের এক যুবকের মৃত্যু


করোনার উপসর্গ নিয়ে ফারুক নামের এক যুবকের মৃত্যু





তায়িন আহম্মেদ রাতুলঃ নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর মধ্যপাড়া এলাকায় করোনার উপসর্গ নিয়ে ফারুক (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।





বৃহস্পতিবার(২১মে)দুপুরে সে জ্বর,কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান।





এলাকাবাসী জানান,উপজেলা কাঁচপুর মধ্যপাড়া এলাকার মোহাব্বদ আলী ছেলে ফারুক হোসেন ১৩ দিন ধরে ঠান্ডা জ্বর,কাশি নিয়ে ভুগছিলেন।
তারই প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার দুপুরে তার শ্বাসকষ্ট বেড়ে গিয়ে সে ৩টার দিকে মারা যান।


সোনারগাঁয়ে অসচ্ছল শ্রমিকদের মধ্যে এমপি খোকার ঈদ উপহার


সোনারগাঁয়ে অসচ্ছল শ্রমিকদের মধ্যে এমপি খোকার ঈদ উপহার                                           





তায়িন আহম্মেদ রাতুলঃকরোনা মোকাবিলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার পক্ষে উপজেলা শ্রমিক লীগের অসচ্ছল শ্রমিকদের ঈদ উপহার প্রদান করা হয়েছে।





বৃহস্পতিবার(২১মে) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় এমপি খোকার নিজেস্ব কার্যালয়ে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার পক্ষ থেকে সোনারগাঁ উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আলমগীরের কাছে হস্তান্তর করা হয়েছে।





এ সময় অস্বচ্ছল শ্রমিকদের জন্য ঈদ সামগ্রী বুঝিয়ে দেন স্বেচ্ছাসেবক পার্টির নেতা আনিসুর রহমান বাবু ও ফজলুল হক মাষ্টার।





এসময় আরও উপস্থিতি ছিলেন,উপজেলা শ্রমিকলীগের সাংঙ্গঠনিক সম্পাদক এম সাফায়েত উল্লাহ,অর্থ সম্পাদক আলাউদ্দিন প্রমুখ।


সোনারগাঁয়ের গঙ্গাপুর বাজারে পাইকারি দোকানে দুর্ধর্ষ ডাকাতি


সোনারগাঁয়ের গঙ্গাপুর বাজারে একটি পাইকারি দোকানে দুর্ধর্ষ ডাকাতি





নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজারে একটি পাইকারি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।





দোকান মালিক সমর পাল জানায়, ২০ মে বুধবার দিবাগত মধ্যরাতে একদল সংঘবদ্ধ ডাকাত বাজারের পাহারাদার মোক্তার হোসেনের হাত-পা বেঁধে নিতাই স্টোর নামের একটি পাইকারি দোকানের তালা ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা ও ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।





করোনা পরিস্থিতিতে সোনারগাঁয়ে এই প্রথম ডাকাতির ঘটনা ঘটলো। এ ঘটনায় ব্যবসায়ী ও এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।





সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


পরিবহন মালিক শ্রমিক সহ এলাকার অসহায়দের হাতে উপহারসামগ্রী ও নগদ টাকা দিলেন লিটন


পরিবহন মালিক শ্রমিক সহ এলাকার অসহায়দের হাতে উপহারসামগ্রী ও নগদ টাকা দিলেন লিটন





নারায়ণগন্জ প্রতিনিধি  :- পরিবহনের মালিক,শ্রমিক ও এলাকার অসহায় মানুষের মাঝে খাবার সামগ্রী সহ নগদ টাকা বিতরণ করলেন শীতলক্ষ‍া পরিবহনের  চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন।





বৃহস্পতিবার বাদ মাগরিব পশ্চিম দেওভোগ নাগবাড়ীর মোড়স্থ নীজ বাড়িতে তিনি উল্লেখিতদের মাঝে বিভিন্ন খাবার সামগ্রীর পেকেট সহ নগদ ৫ শত করে টাকা তুলেদেন।
নারায়ণগঞ্জ মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটনের ছোট ভাই প্রবাসী লিয়নের আর্থিক সহায়তায় ও সহদর লিমনের তত্বাবধায়নে এসময়  উপস্থিত ছিলেন শীতলক্ষা পরিবহনের ম‍্যানেজার আরিফ,তারা, মনির শাহিন,জুয়েল,রনি, কালা মিয়া ও সুপার ভাইজার ইমরান প্রমূখ


সোনারগাঁয়ের দুধঘাটা গ্রামে ইঞ্জিঃ মাসুমের ঈদ উপহার সামগ্রী বিতরণ


সোনারগাঁয়ে দুধঘাটা গ্রামে ইঞ্জিনিয়ার মাসুমের ঈদ উপহার সামগ্রী বিতরণ   
                                       
সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুধঘাটা গ্রামে তিনশত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।





বৃহস্পতিবার (২১মে) সকালে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব অর্থায়নে এ সকল ঈদ সামগ্রী বিতরণ করা হয়।





এসময় করোনা প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষগুলো ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের জন্য দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।





ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের নেতা বাবুল সরদার,পিরোজপুর  ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল ভূইয়া,রাসেল ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা আজিজ সরকার, মহিউদ্দিন ভূইয়া,বাবুল ভূইয়া সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


সোনারগাঁয়ে প্লাষ্টিক কারখানার বিষাক্ত বর্জ্যে পুকুরের ৪ লাখ টাকার মাছ নিধন


সোনারগাঁয়ে প্লাষ্টিক কারখানার বিষাক্ত বর্জ্যে পুকুরের ৪ লাখ টাকার মাছ নিধন





ফারুক হোসাইন, সোনারগাঁ প্রতিনিধি ॥ সোনারগাঁয়ে মুনলাইট প্লাষ্টিক নামের একটি কারখানার বিষাক্ত বর্জ্যেমিশ্রিত পানি জোর করে ফসলি জমিতে ও পুকুরে ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এতে পুকুরে চাষ করা প্রায় ৪ লাখ টাকা মাছ নিধন করেছে বলে অভিযোগ পুকুর মালিকের ।





বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা জাঁমপুর ইউনিয়নের তালতলা এলাকায় মুনলাইট প্লাষ্টিক নামের একটি কারখানার বিষাক্ত বর্জ্যমিশ্রিত পানি ১ বছর যাবৎ সরাসরি কৃষকের জমিতে ছেড়ে দেওয়া হচ্ছে। এসব বর্জ্যমিশ্রিতি বিষাক্ত পানি ফেলার কারনে মোঃ হোসেন আলী নামের এক ব্যক্তির পুকুরের প্রায় ৪ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছেন ।





স্থানীয় কৃষকদেও অভিযোগ,তালতলা এলাকার কয়েকজন প্রভাবশালী কারখানার কর্তৃপক্ষের সঙ্গে অর্থের বিনিময়ে যোগসাজশে বিষাক্ত বর্জ্যমিশ্রিত পানি সরাসরি ফসলি জমিতে ফেলছেন ।





ভূক্তভোগী মোঃ হোসেন আলী বলেন, মুনলাইট প্লাষ্টিক কারখানার বিষাক্ত বর্জ্যেমিশ্রিত পানি ফেলে আমার পুকুরের ৪ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। কারখানার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা আমার সাথে দেখা করেনি।





জাঁমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মোঃ হানিফ জানান, বিষাক্ত বর্জ্যমিশ্রিত পানি ফসলি জমিতে ফেলার কারনে এই কারখানাটি উপজেলা প্রশাসন বন্ধ করে দিয়েছিলো । কারখানাটি নতুন করে আবারো চালু করে বিষাক্ত পনি পুকুরে ফেলে হোসেন আলী নামের এক ব্যক্তি ৪ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। এর আগেও স্থানীয় ভাবে এ সমস্যাটি দ্রুত সমাধান করার জন্য কর্তৃপক্ষকে সর্তক করা হয়েছে।





এ ব্যাপরের মুনলাইট প্লাষ্টিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগের চেষ্টা করা হলে তারা সাংবাদিক পরিচয় পেয়ে কর্তৃপক্ষের কেউ দেখা করেনি।





উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


পানছড়িতে শতাধিক বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী দিলেন অধ্যক্ষ সমীর দত্ত চাকমা


পানছড়িতে শতাধিক বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী দিলেন অধ্যক্ষ সমীর দত্ত চাকমা





মিঠুন সাহা খাগড়াছড়ি প্রতিনিধি:করোনা ভাইরাসের মহামারি দুর্যোগে যখন থমকে গেছে চারদিক ।তখন সেই সময়ে অসচ্ছল গরীব,দুঃখী বিভিন্ন জনগোষ্ঠী মানুষের মাঝে মানবিক সেবার হাত বাড়িয়ে দিয়েছেন পানছড়ির সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা।





২১ মে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে পানছড়ি সরকারি ডিগ্রি কলেজ ও পানছড়ির বিভিন্ন স্থানে ১০০ জন অসচ্ছল ছাত্রছাত্রী,গরীব,দুঃখী বিভিন্ন মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন।





পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা বলেন; এই করোনা দুর্যোগে মানুষ আজ খুব অসহায় হয়ে পড়েছে।মানবিক দৃষ্টিকোণ থেকে এই বিপদ সংকুল সময়ে মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ও কর্তব্য।তবে সমাজের সব বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে অসহায় ও দরিদ্র মানুষের অনেক উপকার হয়।


এমপি খোকার নিজেস্ব অর্থায়নে সোনারগাঁয়ে ঈদ সামগ্রী বিতরণ


এমপি খোকার নিজেস্ব অর্থায়নে সোনারগাঁয়ে ঈদ সামগ্রী  বিতরণ





তায়িন আহম্মেদ রাতুলঃ কোভিড-১৯(করোনা) মহামারীতে আসন্ন প্রবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নিজস্ব অর্থায়নে কর্মহীন গরীব দুস্থ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।





বৃহস্পতিবার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় অবস্থিত খানকা শরীফ থেকে মোগরাপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের দেরশতাধিক কর্মহীন,দুস্থ, অসহায়,গরীব পরিবারের জন্য এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।





ঈদ উপহার সামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে ছিল পোলার চাল,চিনি,দুধ, তৈল,আলু,পিয়াজ ও ১টি মুরগিসহ দুই প্রকার সেমাই।





সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার পক্ষে তার ভাতিজা নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয় ঈদ উপহার সামগ্রী বুজিয়েদেন নারায়ণগন্জ জেলার সেচ্ছাসেবক পার্টির সদস্য সনেট,মোগরাপাড়া ইউনিয়নের সেচ্ছাসেবক পার্টির সদস্য মোক্তার ও ছাত্রলীগের তপুর কাছে।





পরে মোগরাপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের দেরশতাধিক দুস্থ,অসহায়,গরীব পরিবারের মাঝে এমপি খোকার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।





এসময় জাবেদ রায়হান জয় বলেন,প্রতি বছর ঈদ আসে মহা আনন্দ নিয়ে কিন্তু বর্তমান ২০২০ সালে দেশের করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে মানুষ আজ অর্থনৈতিক ভাবে জর্জরিত হয়ে পড়েছে। ঈদের আনন্দ থেকে যেন তারা নিরাশ না হয় এটাই এমপি লিয়াকত হোসেন খোকার চাওয়া। তাই তাদের মাঝে সামান্য ঈদ উপহার সামগ্রী দেয়া হলো।তবে প্রত্যেক বিত্তবানরা যদি মানবিকতায় এগিয়ে এসে তাদের পাশে দাঁড়ায় তাহলে অসহায় মানুষরা ঈদ আনন্দ থেকে বঞ্চিত হবে না।


বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঈদ সামগ্রী বিতরণ করলেন হাজ্বী আলাউদ্দীন


বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঈদ সামগ্রী বিতরণ করলেন হাজ্বী আলাউদ্দীন।





তায়িন আহম্মেদ রাতুলঃ নারায়ণগন্জের সোনারগাঁয়ে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন গরীব দুস্থ অসহায় মানুষের মাঝে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিশিষ্ট সমাজসেবক ও মজিরুন নেছা ক্যাডেট মহিলা মাদ্রাসা ও মেডিকেয়ার জেনারেল হাসপাতালের চেয়ারম্যান হাজ্বী আলাউদ্দিন নিজে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেছেন।





বৃহস্পতিবার (২১মে) সকালে পিরোজপুর ইউনিয়নের  মঙ্গলেরগাঁও বটতলা এলাকায় তার নিজস্ব বাসভবনে কর্মহীন গরীব দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।





এসময় হাজ্বী আলাউদ্দিন বলেন,করোনা ভাইরাসের কারনে ২৬ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে লকডাউন ঘোষনা করেছেন সরকার। তাই সোনারগাঁয়ের গরিব ও খেটে খাওয়া মানুষের কাজ কর্ম বন্ধ আমি তাদের কথা বিবেচনা করে আসন্ন ঈদ উপলক্ষে আমার পক্ষ থেকে সামান্য ঈদ উপহার বিতরণ করলাম। আমি দেশ বাসীর কাছে দোয়া কামনা করছি আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন।তিনি সবাইকে মরনব্যাধী করোনা ভাইরাস মোকাবেলায় আতঙ্কিত না হয়ে সচেতন হবার আহবান জানান।





উল্লেখ্য তিনি করোনার শুরু থেকে পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,স্থানীয় মহিলা মেম্বার মোর্শেদা, হাজ্বী ইয়ানবী নাঈম,নুরুন্নবী রানা, আমির হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।


Wednesday, May 20, 2020

হত্যা মামলার আসামীদের কান্ড, জামিনে মুক্তি পেয়ে বাদীর পরিবারের উপর আতর্কিত হামলা


হত্যা মামলার আসামীদের কান্ড, জামিনে মুক্তি পেয়ে বাদীর পরিবারের উপর অতর্কিত হামলা





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলোচিত দ্বীন ইসলাম হত্যা মামলার আসামীরা জামিনে মুক্তি পেয়ে মামলার বাদী পরিবারের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।





বুধবার (২০ মে) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় নিহত দ্বীন ইসলামের বাড়িতে ঘটে এই ঘটনা।





সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাজ উদ্দিন বলেন, পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় দ্বীন ইসলাম হত্যার আসামী রাজু ও শাহীন দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়ে নিহত দ্বীন ইসলামের পরিবারের উপর হত্যা মামলার আসামী রাজু ও শাহীনের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী হামলার চালায়। তিনি আরো জানান, এ ঘটনায় কামাল হোসেন (৬০) এবং সাবেক পিরোজপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাদল (৪৫) হোসেন কে কুপিয়ে আহত করে। আগামীকাল সকালে বিষয়টি তদন্তাধীন আছে খুব শীঘ্রই ওসি স্যারের সাথে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷





উল্লেখ্য যে, দ্বীন ইসলাম হত্যার আসামী রাজুকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থলে পৌছে জনতার হাত থেকে রাজুকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।





আরো উল্লেখ্য থাকে যে, গত ৪ অক্টোবর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নয়াগাঁও গ্রামের সালাউদ্দিনের ছেলে দ্বীন ইসলামের সঙ্গে একই গ্রামের আসাদুলের ছেলে আহসানুল্লাহর কথা কাটাকাটি হয়।





একপর্যায়ে আহসানুল্লাহ, শাহাবুদ্দিন, আলী  হোসেন, শাহীন, এরশাদ উল্লাহ সহ ৫/৬ দ্বীন ইসলামকে এলোপাথরী পিয়ে মারাত্মক আহত করে। পরে আশেপাশের লোকজন আহতকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গত ৮ অক্টোবর কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ  দেন। পরে ১৩ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিসক মহাখালী আইসিডিডিআরবি (কলেরা হাসপাতালে) নিয়ে যাওয়ার পরামর্শ দেন।





সেখান থেকে ঐদিন সন্ধ্যায় ছাড়পত্র দিলে তাকে বাড়ি নিয়ে আসা হয়। ১৪ অক্টোবর রাতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দ্বীন ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় দ্বীন ইসলামের বড় ভাই ইলিয়াস বাদি হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেছে।


বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঈদ সামগ্রী বিতরণ ইঞ্জিঃ মাসুম


বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঈদ সামগ্রী বিতরণ ইঞ্জিঃ মাসুম





তায়িন আহম্মেদ রাতুলঃ সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বৈরী আবহাওয়া উপেক্ষা করে করোনায় কর্মহীন গরীব দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অব্যাহত রেখেছেন।





বুধবার(২০মে) সকালে প্রতিদিনের ন্যায় মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে পিরোজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কর্মহীন গরীব দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।





এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম রেজা, মমতাজ বেগম ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।


পানছড়িতে বিজয় কুমার দেবের নিজস্ব অর্থে ৩০০ মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


পানছড়িতে বিজয় কুমার দেবের নিজস্ব অর্থে ৩০০ মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ





মিঠুন সাহা পার্বত্য চট্টগ্রামঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব এর নিজস্ব অর্থায়নে ৩০০ মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।





২০ মে শনিবার সকালে পানছড়ি বিভিন্ন বাড়িতে বাড়িতে নিজ উদ্যোগ নিজস্ব অর্থায়নে অসহায় ও দরিদ্র মুসলিম পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।





ঈদ সামগ্রীর মধ্যে ছিল বাংলা সেমাই ১ কেজি ও লাচ্ছা সেমাই ২ প্যাকেট,তেল ১ লিটার, চিনি ১ কেজি নুডুস ২ প্যাকেট,দুধের প্যাকেট ১টি,সাবান ১টি,বাদাম ও কিসমিস।





বিজয় কুমার দেব এর সাথে আলাপকালে জানান,প্রতি বছর ঈদ আসে মহা আনন্দ নিয়ে।কিন্তু বর্তমান ২০২০ সালে দেশের করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে মানুষ আজ অর্থনৈতিক ভাবে জর্জরিত হয়ে পড়েছে।ঈদের আনন্দ থেকে যেন তারা নিরাশ না হয় এটাই আমার চাওয়া। তাই তাদের তরে আমার সামান্য ঈদ উপহার সামগ্রী দিলাম।তবে প্রত্যেক বিত্তবানরা যদি মানবিকতার তরে এগিয়ে আসে তাদের পাশে দাঁড়ায় তাহলে অসহায় মানুষরা ঈদ আনন্দ থেকে বঞ্চিত হবে না।


আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এমপি খোকার ঈদ উপহার সামগ্রী বিতরণ


আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এমপি খোকার ঈদ উপহার সামগ্রী বিতরণ





নিজস্ব প্রতিবেদকঃ কোভিড-১৯(করোনা) মহামারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব,নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ)আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার পক্ষে মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।





বুধবার(২০ মে)মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় অবস্থিত খানকা শরীফ থেকে মোগরাপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দুই শতাধিক কর্মহীন,দুস্থ, অসহায়,গরীব পরিবারের জন্য এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।





ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলার চাল,চিনি,দুধ, তৈল,আলু,পিয়াজ ও মুরগিসহ দুই প্রকার সেমাই।





সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার পক্ষে তার ভাতিজা নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয় মোগরাপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক রায়হানের কাছে এ ঈদ উপহার সামগ্রী বুজিয়েদেন।





পরে মোগরাপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক রায়হানের নেতৃত্বে ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এমপি খোকার ঈদ উপহার সামগ্রী দুস্থ,অসহায়,গরীব লোকদের মাঝে বিতরণ করা হয়।





এসময় জাবেদ রায়হান জয় বলেন,সোনারগাঁ উপজেলার সর্বস্তরের জনগণের মাঝে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ইতিমধ্যে দলীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবী ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ঈদ উপহার সামগ্রীর পৌঁছে দিয়ে সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছেন।তিনি বলেন করোনায় কর্মহীন হয়ে পড়া গরীব দুস্থ অসহায় রাজা তে ঈদ করতে পারে সেজন্যই ঈদ সামগ্রী হোসেন খোকার পক্ষ থেকে দেয়া হলো,তিনি বলেন ঈদের আগের দিন পর্যন্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।


মোগরাপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ


মোগরাপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ





নিজস্ব প্রতিবেদক: নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলার মোগরাপারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব  আব্দুস সামাদ প্রধানের নিজস্ব অর্থায়নে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন,অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।





বুধবার(২০ মে) বিকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ৪৩০ পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়।





বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রোমান বাদশার তত্ত্বাবধানে ও আলহাজ্ব  আব্দুস সামাদ প্রধানের নিজস্ব অর্থায়নে দারোগোল্লা শেখ সাহেব এর বাড়ীর মাঠে ৪৩০ পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।





এ উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল,পোলার চাল,তৈল, চিনি ও দুই প্রকার সেমাই।





উল্লেখ্য প্রতিবছরের ন্যায় এবছর ও গরীব দুঃস্থ অসহায়দের মাঝে আলহাজ্ব আব্দুস সামাদ প্রধান তার নিজস্ব অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করেন





এসময় অন্যাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,থানা যুবলীগ নেতা রবিউল প্রধান,রফিকুল ইসলাম দিলুন প্রধান,মিলন প্রধান,প্রমুখ।


আবারও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু,লাশের দাফন দিলো এমপি খোকার স্বেচ্ছাসেবীরা


আবারও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু,লাশের দাফন দিলো এমপি খোকার স্বেচ্ছাসেবীরা





নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনার উপসর্গ নিয়ে দানেশ নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশে লাশ দাফন কাফনের পুরো কাজটি সম্পন্ন করে স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকার গঠিত লাশ দাফন কাফন কমিটির স্বেচ্ছাসেবীরা।





গতকাল রাত সাড়ে ৯টার দিকে করোনার উপসর্গ নিয়ে উপজেলার সন্মানদী ইউনিয়নের জাইদারগাঁও এলাকায় নিজ বাড়িতে তিনি মৃত্যু বরণ করেন ৪৫ বছর বয়সী দানেশ।





স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নারায়ণগঞ্জ -৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার স্বেচ্ছাসেবক দলের মোঃনুর নবী জনি, কামরুজ্জামান রানা, সানাউল্লাহ বেপারী, গোলজার, ফারুক সহ ৭ জনের একটি দল। তাদের স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে করোনা নমুনা সংগ্রহের বিষয়ে খোঁজ খবর নেন এবং স্বেচ্ছাসেবক দলকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।





পুরো বিষয়টি স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে মনিটরিং করেন এমপি লিয়াকত হোসেন খোকা। স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের নিয়ে করোনা সংক্রমণে মারা যাওয়া ব্যক্তির লাশ নিচতলা বাসা থেকে ভ্যান গাড়িতে করে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। স্বেচ্ছাসেবক দলের সরবরাহকৃত লাশ দাফন কাফন কাজের সরঞ্জাম দিয়ে নিজস্ব নিরাপত্তা বজায় রেখে লাশ জানাজার জন্য নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ইসলামী আন্দোলনের একজন মাওলানাকে দিয়ে সকাল ১০ঘটিকায় স্থানীয় ঈদগাহে জানাজা নামাজ শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।





জানাজা নামাজে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, স্থানীয় সাংবাদিক সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক  মোঃ নুর নবী জনি, যুগ্ন সম্পাদক কামরুজ্জামান রানা, সাংবাদিক শেখ এনামুল হক বিদ্যুৎ,রাকিব, স্বেচ্ছাসেবক সানাউল্লাহ, গোলজার, ফারুক, আক্তার, রাতুল সহ স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।





জানা যায়, সোনারগাঁ উপজেলার সন্মানদী ইউনিয়নের জাইদ্দারগাঁও এলাকায় ওই ব্যক্তি শ্বাসকষ্ট ও জ্বর ও ঠান্ডায় আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে নিজ বাড়ীতে মারা যান।





উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃসাইদুল ইসলাম বলেন, কোনো ব্যক্তি যদি করোনাভাইরাসে আক্রান্ত হন বা তার লক্ষণগুলো যদি করোনাভাইরাসের উপসর্গের সঙ্গে মিলে যায় তাহলে ধর্মীয় বিধি মেনে বিশেষ সতর্কতার সাথে লাশ দাফনের ব্যবস্থা করতে হবে।


Tuesday, May 19, 2020

নয়াপুরে করোনায় আক্রান্তের বাড়ি লকডাউন করেনি প্রশাসন,এলাকাবাসীর মাঝে আতঙ্ক


নয়াপুরে করোনায় আক্রান্তের বাড়ি লকডাউন করেনি প্রশাসন,এলাকাবাসীর মাঝে আতঙ্ক





হাবিবুর রহমান : সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুর উত্তরপাড়া (চিনতলা) এলাকায় মসজিদের পূর্ব দিকে করোনাভাইরাসে আক্রান্ত ফরিদ হোসেনের বাড়ি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন না করায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।





স্থানীয়রা জানায়, গত ১৮ মে সোমবার উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে উপজেলার নয়াপুরে ফরিদ হোসেনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর একদিন পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে বাড়িটি লকডাউন করা হয়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার এই করোনায় আক্রান্তের খবরই জেনেছেন মঙ্গলবার বিকালে। অথচ ফরিদ হোসেন ছাড়াও এই পরিবারের অন্যান্য সদস্যদের করোনার উপসর্গ রয়েছে। তাই অবিলম্বে বাড়িটি লকডাউন করা না হলে এলাকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।





স্থানীরা আরো জানায়, এমপি লিয়াকত হোসেন খোকার নিয়োজিত স্বেচ্ছাসেবক টিম মঙ্গলবার বিকালে করোনাভাইরাসে আক্রান্ত ফরিদ হোসেনের বাড়িতে খাবার দিয়ে গেছে। এছাড়া আর কেউ তাদের খোঁজ খবর নেয়নি।





লকডাউনের ব্যাপারে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, সোনারগাঁ থানার বেশ কয়েকজন পুলিশ করোনায় আক্রান্ত হওয়ায় আমরা সব রোগীর বাড়িতে পুলিশ পাঠিয়ে লকডাউন করতে পারিনি। তবে রোগীর পরিবারকে বাড়ির ভিতরে থাকতে বলা হয়েছে।


সোনারগাঁয়ে করোনা উপসর্গ নিয়ে আরও এক ব্যক্তির মৃত্যু


সোনারগাঁয়ে করোনা উপসর্গ নিয়ে আরও এক ব্যক্তির মৃত্যু





তায়িন আহম্মেদ রাতুলঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আরও এক ব্যাক্তিট করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।





মঙ্গলবার(১৯মে) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার  সনমান্দী  ইউনিয়নের উত্তর জাইদারগাঁও এলাকায় দানেশ(৪৫)নামে ঐ ব্যক্তির মৃত্যু হয়।





তিনি উত্তর জাইদারগাঁও এলাকার শামসুদ্দিনের ছেলে দানেশ।জানাযায়, কয়েক দিন যাবৎ তিনি জ্বর ও গলা ব্যথা ভুগছিলেন।





সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পলাশ কুমার সাহা  জানান,যেহেতু তিনি ঠান্ডা জ্বর ও গলা ব্যথা নিয়ে মারা গেছেন তাই আগামীকাল তার বাড়ীর সবাইকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে।


মুক্তিযোদ্ধা পরিবারে মাঝে মৌসুমী ফলমূলসহ ঈদ সামগ্রী বিতরণে ইঞ্জিঃ মাসুম


মুক্তিযোদ্ধা পরিবারে মাঝে মৌসুমী ফলমূলসহ ঈদ সামগ্রী বিতরণে ইঞ্জিঃ মাসুম





তায়িন আহম্মেদ রাতুলঃ সোনারগাঁয়ের মুক্তিযোদ্ধা পরিবারে মাঝে মৌসুমী ফলমূলসহ ঈদ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।





মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা ও ওসমান গনির কাছে মৌসুমী ফলমূলসহ ঈদ সামগ্রী প্রদান করা হয়।





উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব অর্থায়নে এগুলো প্রদান করা হয়।





এ সময় উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলার মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সোহেল রানা ও ডেপুটি কমান্ডার ওসমান গনিসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।





উলেখ্য করোনা প্রাদূর্ভাব শুরু হওয়ার পর থেকে সোনারগাঁ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও উপজেলার পৌরসভাসহ প্রায় ২০ হাজার অস্বচ্ছল বেকার কর্মহীন, দুস্থ,অসহায়,প্রতিবন্ধি ও হিজড়া সম্প্রদায় ও বেদে সম্প্রদায়,বিভিন্ন মসজিদের মাওলানা ও ইমাদের মাঝে বিভিন্ন ভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। এছাড়া প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রীও সততার সাথে প্রতিটি কর্মহীন অস্বচ্ছল পরিবারের মাঝে বিতরণ করে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন।





এ সময় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে আমি আমার সামর্থ্য অনুযায়ী উপজেলার অস্বচ্ছল পরিবারে মাঝে ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছি। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী সততার সহিত পিরোজপুরবাসীর মাঝে বিতরণ করেছি। আজ দেশের শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধাদের জন্য আমার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থেকে সেবা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি, ইনশাআল্লাহ যতদিন আমি এবং তারা বেঁচে থাকবে ঠিক ততদিন মুক্তিযোদ্ধাদের সেবা করে যেতে চাই,সেবা করাটা আমার কর্তব্য বলে মনে করি।


এবারের ঈদ যে যেখানে আছেন সেখান থেকেই পালন করেন--অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম


এবারের ঈদ যে যেখানে আছেন সেখান থেকেই ঈদ পালন করেন--অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম





আজকের সংবাদ ডেস্কঃ করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলমের নেতৃত্বে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা চেকপোস্ট এলাকায় ঢাকা থেকে বহির্গম ও ঢাকা প্রবেশপথে বিপুল সংখ্যক প্রাইভেটকার, মাইক্রোবাস ও ব্যক্তিগত যানবাহন ফেরত পাঠাতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।





মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর,মেঘনাঘাট, মোগড়াপাড়া ও বন্দরের মদনপুর এলাকাসহ কয়েকটি চেকপোস্ট বসিয়ে পুলিশ এ তৎপরতা শুরু করেছে।





পাশাপাশি, পুলিশ সদস্যরা জরুরি সেবার আওতায় চলমান মালবাহী গাড়ির চালক-হেলপার ও সড়কের পাশের নিত্য পণ্যের ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন। এ সময় করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় লকডাউনের আওতামুক্ত মহাসড়কে চলাচলকারী এ্যাম্বুলেন্স ও বিভিন্ন ধরণের পণ্যবাহী যানবাহন ছাড়া চলাচলে নিষিদ্ধ করা কয়েক হাজার ব্যক্তিগত গাড়ি পুলিশ থামিয়ে জিজ্ঞাসাবাদ করে উল্টো দিকে ঘুরিয়ে দেয়।





dav




সরেজমিনে দেখা যায়, পুলিশের আটকে দেয়া বেশির ভাগ প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি ও মোটর সাইকেলগুলো নানা অজুহাতে মহাসড়কে বের হচ্ছে।





ব্যক্তিগত ও ভাড়ায় চালিত পরিবহনগুলোর যাত্রীরা ঢাকা থেকে বিভিন্ন জেলায় গ্রামের বাড়ি যাওয়ার চেষ্টা ও ঢাকায় প্রবেশের চেষ্টা করে এমনত অবস্থায় পুলিশের জেরারমুখে তারা ঢাকায় প্রবেশ বা বাহির হওয়ার জন্য যৌক্তিক কোন কারণ দেখাতে না পারায় যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে।





এসময় আজকের সংবাদ ডট কম প্রতিনিধিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানান,করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় কেউ যাতে ব্যক্তিগত বা ভাড়ায় চালিত গাড়ীতে ঢাকা থেকে বের বা ঢাকায় প্রবেশ না করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে কোন যৌক্তিক কারণ ছাড়া নানা অজুহাতে যেসব গাড়িগুলো ঢাকায় প্রবেশ করছে তাদের ঘুরিয়ে ফেরত পাঠিয়ে দেয়া হয়।তিনি সবাইকে যে যেখানে আছেন সেখানে থেকে ঈদ করার আহ্বান জানান।





তিনি আরও জানান,ঈদকে সামনে রেখে সরকারি নির্দেশনার বাইরে যাতে কোনো ব্যক্তিগত যানবাহন ঢাকায় প্রবেশ ও বের হতে না পারে সে বিষয়টি তদারকি করা হচ্ছে। তারই ধারাবাহিকতা আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ঘাট, মোগরাপাড়া, লাঙ্গলবন্দ, মদনপুর,কাঁচপুর, সাইনবোর্ড, শিমরাইলসহ নারায়ণগঞ্জ অংশে আটটি চেকপোস্ট বসিয়ে ঢাকার প্রবেশ ও বাহিরের বিষয়টি তদারকি করা হয়





তিনি বলেন,আপাতত ৩০ মে পর্যন্ত সরকারি আওতার বাইরে নিষিদ্ধ করা কোন গাড়ি ঢাকায় প্রবেশ এবং ঢাকা থেকে বের হতে দেয়া হবে না। পরবর্তীতে সময় বাড়ানো হলে সেই অনুযায়ী পুলিশ কাজ করবে।





তদারকিকালে তার সাথে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির,তদন্ত অফিসার শরিফুল ইসলামসহ সোনারগাঁ থানা পুলিশ ও বন্দর থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।


একজন ইউএনও, একটি কাক ডাকা ভোর, একটি শিশু


একজন ইউএনও, একটি কাক ডাকা ভোর, একটি শিশু





আজকের সংবাদ ডেস্কঃ ত্রাণ দেয়া, মানবতা দেখানো, আর আইন প্রয়োগ করে একটি এলাকার মানুষকে মহামারির হাত থেকে রক্ষা করার চেষ্টা। কাজ তিনটি একই সুতোয় গাথা। কিন্তু প্রতিক্রীয়া ভিন্ন। মাঠ পর্যায়ের একজন অফিসারও মাঝে মাঝে সরকারী দায়িত্ব পালন করতে গিয়ে মানবতা ও আইন প্রয়োগ দুটোর মাঝে পড়ে যান। সেরকম একটি ঘটনার সুন্দর সমাধান দিলেন ঘিওরের উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার।





চুলুন শুনি তার কাছ থেকে তার অভিঙ্গতা, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঘিওর বাজারের সকল বিপনি বিতানগুলোর পিক আওয়ার ফজরের নামাযের পর থেকে সকাল ৯টা পর্যন্ত, এসময় মার্কেট এলাকায় পা ফেলার মতো জায়গা নাকি থাকেনা! এখবর পাওয়ার আগে বেশ কয়েকবার ঘিওর বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে কিন্তু প্রতিবারই মার্কেট এলাকায় স্পাই থাকার কারণে মোবাইল কোর্ট অভিযানের সময় সকলে চোখের পলকে পালিয়ে যায়। প্রশাসনের সাথে এমন লুকোচুরি খেলায় মার্কেটের ক্রেতা বিক্রেতাদের বেশ লাগছিলো ।





মার্কেটের বিক্রেতাদের ভাবনা ছিলো- এতো সকালে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সঙ্গীয় ফোর্স আরাম করে ঘুমাবে আর সেই সুযোগে তাদের কেনাবেচা ভালোই চলবে। তাই তাদের সকল ভাবনাকে অতীত করে মোবাইল কোর্ট অভিযানে সবার চোখকে ফাঁকি দেবার জন্য গাড়ির বদলে মোটর সাইকেল ব্যবহার করা হয়, দেখে যাতে চিনতে না পারে সেজন্য ছদ্মবেশ ধারণ করা হয়।





গত ১৮/০৫/২০২০ তারিখে সকাল ৮টায় মোবাইল কোর্ট অভিযানটি কাপড় পট্টির দুটি প্রবেশদ্বারে যৌথভাবে পরিচালনা করেন ঘিওর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার এবং মানিকগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান। অন্যদিনের মতো স্পটে পৌঁছানোর সাথে সাথে সব দোকানের সাটার বন্ধ করে দেয়া হলো, ক্রেতারা দৌড়ে পালালো, যে যেভাবে পেরেছে। হাজী সাত্তার প্লাজার সিঁড়ি বেয়ে কাউকে কাউকে উপরে উঠতে দেখা গেছে, পিছু নিল পুলিশসহ আমার সঙ্গীয় লোকজন। ছোট্ট একটি বাচ্চা কোলে এক মহিলা উপর থেকে নেমে এলো। কেনাকাটা করতে তিনি এতোটুকু বাচ্চাকে নিয়ে মার্কেটে এসেছেন, যেখানে বাচ্চাটির নেই কোন স্বাস্থ্য সুরক্ষা। ছোট্ট বাচ্চাটি বাড়ি যাওয়ার জন্য মাকে অস্থির করে তুলেছে, বাচ্চাটি কাঁদছে, সাথে মাও। তাকে নাম মাত্র জরিমানা করে ছেড়ে দেয়া হলো। এরকম আরো একজন মা যার কোলে এক অবুঝ শিশু। তাকেও নাম মাত্র জরিমানা করে ছেড়ে দেয়া হলো। এদিকে বন্ধ সাটারের সামনে দাঁড়িয়ে সাটার খোলার আহবান, সেইসাথে অপেক্ষা। ভেতর থেকে মোবাইল বাজছে, কিন্তু সাটার আর খুলছে না। একসময় আরেকটি ছোট্ট বাচ্চার কান্না কানে এসে পৌঁছালো। ভয় হলো সাটারের মধ্যে যে মানুষগুলো আছে, তারা অক্সিজেনের অভাবে দমবন্ধ হয়ে মারা যাবে না তো! আবারো সাটার খোলার আহবান, কিন্তু ভেতর থেকে কোন সাড়া নেই। শাবল দিয়ে এবার একটি সাটার খোলা হয়েছে, কিন্তু ভেতরে লোকজন নেই। যে শিশুবাচ্চাটি কাঁদছিল, তার কান্নার আওয়াজও আর পাওয়া যাচ্ছিল না। এদিকে এক ভদ্রমহিলাকে বাচ্চা কোলে নিয়ে পাশের বিল্ডিং মাওলানা মহিউদ্দিন প্লাজা দিয়ে বের হয়ে যাচ্ছে দেখে তার গতিরোধ করা হলো। কান্নারত শিশুটি এই বাচ্চাটি কিনা জানতে চাইলে তিনি তা স্বীকার করেন এবং তিনি এই বাচ্চাটির মা নন বলে জানান। বাচ্চাটির মা কোথায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বাচ্চাটির মা পালিয়ে গেছে, বাচ্চাটির মায়ের সাথে তিনি মার্কেটে এসেছেন, তিনি তার প্রতিবেশী হন। বাচ্চাটি এমনভাবে তাকিয়েছিলো যেটি দেখে মনে হয়েছে, এটি তার জন্য এক অচেনা পৃথিবী, এই পৃথিবীকে সে এখনই বিদায় জানাতে চায়। দ্রুত বাচ্চাটিকে তার মায়ের কাছে পৌঁছে দেয়ার অনুরোধ জানিয়ে চলে যেতে দেয়া হলো। এইছিলো কাকডাকা ভোরের সেই শিশুটির গল্প।(সুত্র জনমত)


Monday, May 18, 2020

পানছড়িতে অসহায়,দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে এমপি কুজেন্দ্রলাল ত্রিপুরার উপহার সামগ্রী বিতরণ


পানছড়িতে অসহায়,দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে এমপি কুজেন্দ্রলাল ত্রিপুরার উপহার সামগ্রী বিতরণ





মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ করোনা ভাইরাসের মহামারি দুর্যোগে পানছড়িতে অসহায়,দুস্থ ও কর্মহীন দরিদ্র বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে ৮০০ টি ত্রান সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি জেলার ২৯৮নং আসনের সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা।





১৮ মে সকাল ১১ টার সময় পানছড়ি উপজেলার ৩নং সদর ইউনিয়ন পরিষদ, ৪ নং লতিবান ইউনিয়ন পরিষদের আয়োজনে ও পানছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের সহযোগীতায় মোট ৮০০ জন পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। ।





এই সময় উপস্থিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার ২৯৮ নং আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বাবু কুজেন্দ্রলাল ত্রিপুরা,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু নির্মলেন্দু চৌধুরী,জেলা পরিষদের সদস্য সতীশচন্দ্র চাকমা, পানছড়ি উপজেলার নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা,পানছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব দোলাল হোসেন।





এই সময় আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আবুল মোমিন,সাধারণ সম্পাদক বাবু বিজয় কুমার দেব,আওয়ামীলীগের সাবেক সভাপতি বাহার মিয়া,৩ং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজীর হোসেন,প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব সহ প্রমুখ।





খাগড়াছড়ি জেলার ২৯৮ নং আসনের সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা বলেন; এই করোনা দুর্যোগে মানুষ আজ খুব অসহায় হয়ে পড়েছে।এই করোনা ভাইরাস সমগ্র পৃথিবীকে আতঙ্ক গ্রস্থ করে তুলেছে।এই ভাইরাস থেকে মানুষ আদৌ পুরোপুরি মুক্তি পাবে কিনা তার নিশ্চয়তা নেই। তবে সামাজিক দুরত্ব নিশ্চিত করে ও স্বাস্থ্য বিধি মেনে চললে আমরা এই করোনার সংক্রমণ থেকে মুক্ত থাকতে পারবো।





তিনি এই সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য মনোবলের কথা উল্লেখ্য করে বলেন এই করোনা ভাইরাসের মহামারি দুর্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রতি ঘরে ঘরে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন।





তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের মানবিক দৃষ্টি থেকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান।


সোনারগাঁয়ে ২৪ ঘন্টায় ১০ পুলিশসহ ২৩জন করোনায় আক্রান্ত


সোনারগাঁয়ে ২৪ ঘন্টায় করোনা রোগী সর্বোচ্চ রেকর্ড-২৩





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আজ আরোও ২৩জন করোনা রোগী সনাক্ত হয়েছে।





সোমবার রাতে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পলাশ কুমার সাহা এ বিষয়টি নিশ্চিত করেন।





পলাশ কুমার সাহা জানান,আজ সোমবার ৩৭ জনের নমুনা পরিক্ষা শেষে ২৩ জনের করোনা রির্পোট পজেটিভ আসে এর মধ্যে ২০জন প্রাপ্তবয়ষ্ক পুরুষ, ২জন প্রাপ্তবয়ষ্ক মহিলা ও ১জন মহিলা মৃত।





করোনায় আক্রান্তের ২৩ জনের পজেটিভের মধ্যে সোনারগাঁ থানা পুলিশের ১০জন পুরুষ। সোনালী ব্যাংকের -১জন পুরুষ,





পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর-১জন পুরুষ ও মেঘনাঘাট-১জন পুরুষ।





সাদিপুর ইউনিয়নের নয়াপুর-১জন পুরুষ,





মোগরাপাড়া ইউনিয়নের পশ্চিম হাবিবপুর-১জন পুরুষ,বাড়িচিনিশ-২ জন,বাড়িমজলিশ-১জন মহিলা (মৃত্যু),ছোট কাজিরগাঁও -১জন মহিলা,





সনমান্দি ইউনিয়নের বৈদ্যেরকান্দি,অলিপুরা -১জন পুরুষ,বাংলাবাজার-১জন পুরুষ,বারপাড়া,দড়িকান্দি-১ জন পুরুষ,১জন মহিলা।





সোনারগাঁয়ে সোমবার পর্যন্ত ২৩জনসহ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াল ১১২জন। এরমধ্যে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৩জন এবং সুস্থ হয়েছেন -৩১জন।





এদিকে সেচ্ছাসেবী সাংবাদিকরা ও সেচ্ছাসেবীরা একে একে করোনায় আক্রান্ত যারা হয়েছেন তাদের নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন,তাদের বাড়ীতে বাড়ীতে সেচ্ছাসেবীরা নিয়মিত খাদ্য উপহার সামগ্রীর পৌঁছে দিচ্ছেন।





উল্লেখ্য প্রথম থেকেই এই সেচ্ছাসেবী সাংবাদিক ও সেচ্ছাসেবীরাই করোনা উপসর্গ নিয়ে যে তিন জন মারা গেছেন তাদের ও করোনা আক্রান্ত সন্দেহ হয়ে যারা মারা গেছেন তাদেরও দাফন সম্পর্ন করেছেন।


করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...