Thursday, May 21, 2020

পানছড়িতে শতাধিক বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী দিলেন অধ্যক্ষ সমীর দত্ত চাকমা


পানছড়িতে শতাধিক বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী দিলেন অধ্যক্ষ সমীর দত্ত চাকমা





মিঠুন সাহা খাগড়াছড়ি প্রতিনিধি:করোনা ভাইরাসের মহামারি দুর্যোগে যখন থমকে গেছে চারদিক ।তখন সেই সময়ে অসচ্ছল গরীব,দুঃখী বিভিন্ন জনগোষ্ঠী মানুষের মাঝে মানবিক সেবার হাত বাড়িয়ে দিয়েছেন পানছড়ির সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা।





২১ মে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে পানছড়ি সরকারি ডিগ্রি কলেজ ও পানছড়ির বিভিন্ন স্থানে ১০০ জন অসচ্ছল ছাত্রছাত্রী,গরীব,দুঃখী বিভিন্ন মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন।





পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা বলেন; এই করোনা দুর্যোগে মানুষ আজ খুব অসহায় হয়ে পড়েছে।মানবিক দৃষ্টিকোণ থেকে এই বিপদ সংকুল সময়ে মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ও কর্তব্য।তবে সমাজের সব বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে অসহায় ও দরিদ্র মানুষের অনেক উপকার হয়।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...