Sunday, May 24, 2020

পানছড়িতে অনির্বাণ শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে এবার ৪০ জন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ


পানছড়িতে অনির্বাণ শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে এবার ৪০ জন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ





মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন অনিবার্ণ শিল্পীগোষ্ঠী পক্ষ থেকে দুস্থ,অসহায়, দরিদ্র শিল্পী সহ পানছড়ির বিভিন্ন ৪০ জন মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।





২৪ মে বৃহস্পতিবার পানছড়ি উপজেলার দুস্থ,অসহায় সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন মুসলিম পরিবারের মাঝে বাড়িতে বাড়িতে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।





১০ পদাতিক ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল দুই প্রকার সেমাই, চিনি, নুডুস,সাবান,বাদাম,ট্যাংক, চিপস, দুধের প্যাকেট।





এই সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলার অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন অনির্বাণ শিল্পীগোষ্ঠীর সভাপতি ও পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব,সাধারণ সম্পাদক মিঠুন সাহা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াকুব অনির্বাণ শিল্পীগোষ্ঠীর কার্যকর সদস্য থোয়াইঅঙ্গ চৌধুরী, কোহিনুর বেগম সহ প্রমুখ।





অনিবার্ণ শিল্পীগোষ্ঠীর সভাপতি জয়নাথ দেব বলেন;করোনা দুর্যোগে মানুষ আজ খুব অসহায় হয়ে পড়েছে।এই করোনা ভাইরাস সমগ্র পৃথিবীকে আতঙ্ক গ্রস্থ করে তুলেছে।মানবিক দৃষ্টি থেকে আমাদের সবার পাশে দাঁড়ানো উচিত।তবে সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে সবাইকে ঈদ পালন করতে হবে।সবার সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...