Thursday, May 21, 2020

বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঈদ সামগ্রী বিতরণ করলেন হাজ্বী আলাউদ্দীন


বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঈদ সামগ্রী বিতরণ করলেন হাজ্বী আলাউদ্দীন।





তায়িন আহম্মেদ রাতুলঃ নারায়ণগন্জের সোনারগাঁয়ে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন গরীব দুস্থ অসহায় মানুষের মাঝে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিশিষ্ট সমাজসেবক ও মজিরুন নেছা ক্যাডেট মহিলা মাদ্রাসা ও মেডিকেয়ার জেনারেল হাসপাতালের চেয়ারম্যান হাজ্বী আলাউদ্দিন নিজে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেছেন।





বৃহস্পতিবার (২১মে) সকালে পিরোজপুর ইউনিয়নের  মঙ্গলেরগাঁও বটতলা এলাকায় তার নিজস্ব বাসভবনে কর্মহীন গরীব দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।





এসময় হাজ্বী আলাউদ্দিন বলেন,করোনা ভাইরাসের কারনে ২৬ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে লকডাউন ঘোষনা করেছেন সরকার। তাই সোনারগাঁয়ের গরিব ও খেটে খাওয়া মানুষের কাজ কর্ম বন্ধ আমি তাদের কথা বিবেচনা করে আসন্ন ঈদ উপলক্ষে আমার পক্ষ থেকে সামান্য ঈদ উপহার বিতরণ করলাম। আমি দেশ বাসীর কাছে দোয়া কামনা করছি আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন।তিনি সবাইকে মরনব্যাধী করোনা ভাইরাস মোকাবেলায় আতঙ্কিত না হয়ে সচেতন হবার আহবান জানান।





উল্লেখ্য তিনি করোনার শুরু থেকে পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,স্থানীয় মহিলা মেম্বার মোর্শেদা, হাজ্বী ইয়ানবী নাঈম,নুরুন্নবী রানা, আমির হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...