Sunday, May 24, 2020

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তায়িন আহম্মেদ রাতুল


পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তায়িন আহম্মেদ রাতুল





বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আজকের সংবাদ ডটকম প্রতিনিধি তায়িন আহম্মেদ রাতুল।





আজকের সংবাদ ডটকমের পক্ষ থেকে সোনারগাঁসহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি।





তায়িন আহম্মেদ রাতুল বলেন,ঈদ এমন একটি নির্মল আনন্দের আয়োজন যেখানে মানুষ আত্নশুদ্ধির জন্য পরস্পরের মিলন বন্ধনের ঐক্যবদ্ধ হওয়া এবং খুশী সমভাগাভাগি করে নেওয়া। মাহে রমজানের ৩০টি রোজা করার মাধ্যমে নিজেদের অতীত জীবনের সব পাপ-কুলুশতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভুতি ধারন করেই পুর্নতা লাভ করে পবিত্র ঈদের খুশী।
সকলের জীবনে বয়ে আনুক ঈদের খুশী, দূর হউক সকল কুলশতা ও জটিলতা। ঈদ মোবারক।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...