Wednesday, May 20, 2020

পানছড়িতে বিজয় কুমার দেবের নিজস্ব অর্থে ৩০০ মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


পানছড়িতে বিজয় কুমার দেবের নিজস্ব অর্থে ৩০০ মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ





মিঠুন সাহা পার্বত্য চট্টগ্রামঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব এর নিজস্ব অর্থায়নে ৩০০ মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।





২০ মে শনিবার সকালে পানছড়ি বিভিন্ন বাড়িতে বাড়িতে নিজ উদ্যোগ নিজস্ব অর্থায়নে অসহায় ও দরিদ্র মুসলিম পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।





ঈদ সামগ্রীর মধ্যে ছিল বাংলা সেমাই ১ কেজি ও লাচ্ছা সেমাই ২ প্যাকেট,তেল ১ লিটার, চিনি ১ কেজি নুডুস ২ প্যাকেট,দুধের প্যাকেট ১টি,সাবান ১টি,বাদাম ও কিসমিস।





বিজয় কুমার দেব এর সাথে আলাপকালে জানান,প্রতি বছর ঈদ আসে মহা আনন্দ নিয়ে।কিন্তু বর্তমান ২০২০ সালে দেশের করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে মানুষ আজ অর্থনৈতিক ভাবে জর্জরিত হয়ে পড়েছে।ঈদের আনন্দ থেকে যেন তারা নিরাশ না হয় এটাই আমার চাওয়া। তাই তাদের তরে আমার সামান্য ঈদ উপহার সামগ্রী দিলাম।তবে প্রত্যেক বিত্তবানরা যদি মানবিকতার তরে এগিয়ে আসে তাদের পাশে দাঁড়ায় তাহলে অসহায় মানুষরা ঈদ আনন্দ থেকে বঞ্চিত হবে না।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...