Saturday, May 23, 2020

পানছড়িতে আব্দুল মমিনের নিজেস্ব অর্থে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


পানছড়িতে আব্দুল মমিনের নিজস্ব অর্থে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 





মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মমিন এর নিজস্ব অর্থায়নে বিভিন্ন অসহায়, দরিদ্র ও দলীয় নেতা কর্মী সহ ৪০০ মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।





২৩ মে সোমবার সকালে পানছড়ি বিভিন্ন বাড়িতে বাড়িতে নিজ উদ্যোগ নিজস্ব অর্থায়নে অসহায়,দরিদ্র ইমাম, মুয়াজ্জিন মুসলিম পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।





ঈদ সামগ্রীর মধ্যে ছিল ২ প্রকার সেমাইর প্যাকেট,কিসমিস,বাদাম,দুধের প্যাকেট,চিনি সাবান,





মমিন সাহেব এর সাথে  আলাপ কালে জানান;প্রতি বছর ঈদ আসে মহা আনন্দ নিয়ে।কিন্তু বর্তমান ২০২০ সালে দেশের করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে মানুষ আজ অর্থনৈতিক ভাবে জর্জরিত হয়ে পড়েছে।ঈদের আনন্দ থেকে যেন তারা নিরাশ না হয় এটাই আমার চাওয়া।
আমি সবাইকে অনুরোধ করবো স্বাস্থ্য বিধি ও জনসচেতনতা মেনে আপনারা ঈদ পালন করবেন।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...