Monday, May 25, 2020

পিরোজপুর ইউনিয়নসহ সকলকে জানাই ঈদের শুভেচ্ছা


পিরোজপুর ইউনিয়নসহ সকলকে জানাই ঈদের শুভেচ্ছা





নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের স্বনামধন্য মেম্বার মোঃ জাহাঙ্গীর আলম পিরোজপুর ইউনিয়ন এর সকলকে এবং সর্বস্তরের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন “ঈদ মোবারক”





তিনি বলেন,ঈদ মানে খুশি, ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ । ঈদের দিন আমরা প্রত্যেকে যে যার সাধ্যানুযায়ী সাজগোজ করে ঈদের ময়দানে হাজির হই দুই রাকাত নামাজ আদায়ের জন্য। এ নামাজ ছোট, বড় ,ধনি,গরীব কিংবা সুস্থ অসুস্থ সবাই আদায় করে থাকে।সাম্য, প্রীতি আর ভালোবাসার এমন নজীর আর কোথাও দেখা যায় না।সাম্য-মৈত্রীর এই অটুট বন্ধন এই নামাজের মধ্য দিয়ে শুরু হয় ঈদের দিনে ।এই ঈদে করোনা মহামারী সম্পূর্ণরূপে চিরবিদায় হবে আমাদের দেশ থেকে এটাই প্রত্যাশা।আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই করোনার জন্য স্বাস্থবিধি মেনে চলবেন এবং দুরুত্ব বজায় রাখবেন।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...