Tuesday, December 31, 2019

রাষ্ট্রপ্রতি পদক পাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন ও মনিরুল ইসলাম


রাষ্ট্রপ্রতি পদক পাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন ও মনিরুল ইসলাম।





আজকের সংবাদ ডেস্কঃ প্রতি বছর গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, জঙ্গি দমন, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য রাষ্ট্রীয়ভাবে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।





সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য এবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পদক পাচ্ছেন পুলিশের ১১৮ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য। নাম চূড়ান্ত করে পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই তালিকা পাঠানো হয়েছে। দু`একদিনের মধ্যে পদকপ্রাপ্তদের ব্যাপারে গেজেট প্রকাশ হবে। এ তালিকায় আছেন নারায়ণগঞ্জ পুলিশ ও র‌্যাবের ২ কর্মকর্তা। তারা হলেন, র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম।





প্রতি বছর (বিপিএম) সাহসিকতা ও সেবা এবং (পিপিএম) সাহসিকতা ও সেবা এই চারটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। ক্যাটাগরি অনুযায়ী, রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা পাচ্ছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম, রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সাহসিকতা পাচ্ছেন র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। এর আগেও জঙ্গি দমনে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে আলেপ উদ্দিন প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পেয়েছিলেন।





আগামী ৫ জানুয়ারি রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ কর্মকর্তা ও সদস্যদের হাতে এই পদক তুলে দেবেন।





পুলিশ বাহিনীতে পুলিশ পদক খুবই সম্মানজনক বলে বিবেচনা করা হয়। পদক পাওয়া কর্মকর্তারা আর্থিক সুবিধা ও নামের শেষে উপাধি হিসেবে এই পদক ব্যবহার করতে পারেন।


সোনারগাঁয়ে পিইসিতে পাশের হার ৯৬.০২%, জিপিএ-৫ পেয়েছে ৮০৮ জন


সোনারগাঁয়ে পিইসিতে পাশের ৯৬.০২%, জিপিএ-৫ পেয়েছে ৮০৮ জন





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় পাশের হার ৯৬.০২% এবং জিপিএ-৫ পেয়েছেন ৮০৮ জন।
মঙ্গলবার(৩১ডিসেম্বর) সকালে এক যোগে সারাদেশে এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়।





সোনারগাঁ উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস জানান,সোনারগাঁ উপজেলায় এ বছর পিইসি ৬ হাজার ৮শত ৪৮ জন শিক্ষার্থী অংশ নেয়ার মধ্যে ৬ হাজার ২ শত ৫ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। পাশের হার ৯৬.০২% এবং জিপিএ-৫ পেয়েছে ৮০৮ জন।
এ বছর সবচেয়ে বেশী জিপিএ-৫ পেয়েছে ভট্টপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩৫ জন এবং নানাখী সরকারী প্রাথমিক বিদ্যালয় পেয়েছে ২৮ জন।





এ ছাড়াও উপজেলায় ইবতেদায়ী পরীক্ষায় পাশের হার ৯৪.৯০%


বই উৎসবে শিশুদের সঙ্গে খেলায় মাতলেন প্রধানমন্ত্রী


বই উৎসবে শিশুদের সঙ্গে খেলায় মাতলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা





আজকের সংবাদ ডেস্কঃ শীতের সকালে নরম আলোয় গণভবনের সবুজ মাঠ খেলাধুলায় মেতে আছে স্কুলের ছোট্ট শিশুরা। পরম মমতায় ‘সহপাঠী’র মতো তাদের সঙ্গে খেলায় মেতেছেন টানা তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।





কখনও শিশুদের দোলনায় বসিয়ে দোল খাওয়াচ্ছেন, আবার কখনও বুকে টেনে নিয়ে স্নেহের পরশ বুলিয়ে দেন বঙ্গবন্ধু কন্যা। সরকার প্রধানের এমন স্নেহভরা সঙ্গ দেখে আনন্দে আত্মহারা শিশুরাও।





গণভবন চত্বরে শিশুদের সঙ্গে খেলায় মেতে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীতমঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে গণভবন চত্বরে ছিল এমনই দৃশ্য। এর আগে গণভবনের বাঙ্কোয়েট হলে প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ি, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলপ্রকাশ এবং দেশব্যাপী বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





শিশুদের সঙ্গে ফটো সেশন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীতফলপ্রকাশ ও বই উৎসব এই অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয় ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের স্কুল শিশুরাও অংশ নেয়। ফলপ্রকাশের পর বই উৎসবে শিশুদের হাতে নতুন বই তুলে দেন প্রধানমন্ত্রী।









এরপর সেখানে থাকা দেশের বিভিন্ন স্কুলের এসব শিশুদের গণভবন মাঠে ডেকে নিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সব শিশুদের সঙ্গে ফটোসেশন শেষে তাদের ঘুরে দেখতে ও খেলাধুলা করতে বলেন।





শিক্ষার্থীদের জড়িয়ে আদর করেন মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুযোগ পেয়ে শীতের সকালের সূর্যের নরম আলোয় দৌড়াদৌড়ি, ছুটোছুটি, হৈ-হুল্লোড়, খেলাধুলায় মেতে ওঠে শিশুরা। পাখির কিচির-মিচিরের মতো তারাও গণভবন চত্বরের সবুজ মাঠকে বেশ কিছু সময়ের জন্য সরব করে তোলে।





ভেতরের সবুজ মাঠের নির্মিত বেশ কয়েকটি দৃষ্টিনন্দন কুড়ে ঘর, স্লাইডে পিছলে পড়া, দোলনায় দোল খাওয়া, ট্র্যাম্পলিন এ লম্ফ-ঝম্ফসহ বিভিন্ন ধরনের খেলায় মেতে ওঠে শিশুরা।





শিশুদের দোলনায় দোল খাওয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীতশিশুদের প্রতি স্বভাব-সুলভ মমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাদের সঙ্গে খেলায় মেতে ওঠেন। শিশুদের দোলনায় বসিয়ে নিজে দোল দেন প্রধানমন্ত্রী। তাদের কাছে টেনে আদরও করেন তিনি।





সেখানে থাকা কয়েকটি প্রতিবন্ধী শিশুকেও বুকে টেনে নেন প্রধানমন্ত্রী। তাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।





শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীতপরে শিশুদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চকলেট, মিষ্টি, ফলসহ হালকা নাস্তা দিয়ে গণভবনে আপ্যায়ন করা হয়। নতুন বইয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গ, গণভবনের সবুজ মাঠে খেলা-ধূলায় শিশুদের আনন্দ বাড়িয়ে তোলে কয়েকগুণ।





এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।(সংগৃহীত বাংলা নিউজ২৪.কম)।


সোনারগাঁয়ে মেরিট ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ক্যাডেট ভর্তি কোচিংএর শুভ উদ্বোধন


মেরিট ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ক্যাডেট ভর্তি কোচিংএর শুভ উদ্ধোধন।





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাড়ীমজলিশ এলাকায় অবস্থিত মেরিট ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ক্যাডেট ভর্তি কোচিংএর শুভ উদ্ধোধন।





মঙ্গলবার(৩১ডিসেম্বর)সকাল ১১টায় সোনারগাঁয়ের থানা রোডে অবস্থিত রেড চিলি চাইনিজ রেষ্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ক্যাডেট ভর্তি কোচিংএর শুভ উদ্ধোধন করা হয়।





এসময় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হোসাইন।





উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল(অবঃ)মোঃ শহীদুল ইসলাম পিএসসি।





বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম,মোগরাপাড়া উপজেলা পরিষদের চেয়ারমান আরিফ মাসুদ বাবু,জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হা-মীম শিক্দার শিপলু,সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দীন সাবু।মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি ওসমান গনি, কালের কন্ঠের বিজ্ঞাপন বিভাগের জিএম মঞ্জুর হোসেন, ভট্টপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি আর বিলকিস প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী,মেরিট ইন্টান্যাশনাল স্কুলের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।





অনুষ্ঠান সভাপতিত্ব করেন নারায়নগঞ্জ জেলা পরিষদের সদস্য ও মেরিট ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারমান মোস্তাফিজুর রহমান মাসুম।
      


থার্টি ফাস্ট নাইটকে কেন্দ্র করে সোনারগাঁয়ে কোন প্রকার বিশৃঙ্খলার সম্ভাবনা নেই -ওসি মনিরুজ্জামান


থার্টিফাস্ট নাইটকে কেন্দ্র করে সোনারগাঁয়ে কোন প্রকার বিশৃঙ্খলার সম্ভাবনা নেই -ওসি মনিরুজ্জামান





আজকের সংবাদ ডেস্কঃ ইংরেজী নতুন বছরকে বরণ করে নিতে বিশ্বব্যাপী থাকে নানা আয়োজন। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী ঐদিন রাতে উন্মুক্তস্থানে কোন পার্টি বা অনুষ্ঠান করা যাবেনা।নারায়ণগঞ্জের সোনারগাঁতেও সেই আইনের কোন ব্যত্যয় ঘটবেনা।যদি কেহ অরাজগতা সৃষ্টির চেষ্টা করে তাহলে কঠিন হস্তে দমন করা হবে।





এব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন থার্টিফাস্ট নাইটকে কেন্দ্র করে সোনারগাঁয়ে কোন প্রকার বিশৃঙ্খলার সম্ভাবনা নাই। কোন আয়োজনেরও অনুমতি নাই।





তবে কেউ কিছু করতে চাইলে নিজেদের ডাইনিং রুমে করতে পারবে। খোলা আকাশের নিচে কোন আনুষ্ঠানিকতার অনুমতি পাবেনা। তবে কেউ চাইলে বিকাল ৫ টা পর্যন্ত অনুষ্ঠান করতে পারবে। তবে রাতে নয়। তিনি বলেন, পুলিশ এখন জনবান্ধব। যে কোন সময় সোনারগাঁ থানা পুলিশকে কাছে পেতে ০১৯৪৮২৫৬৫৯০ নাম্বারে কল করুন।





এ সময় ওসি মনিরুজ্জামান, সোনারগাঁবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন Happy New Year 2020. এছাড়াও তিনি সরকার ঘোষিত মুজিব বর্ষকে কেন্দ্র করে বলেন, ” মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার “।


Monday, December 30, 2019

সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার





আজকের সংবাদ ডেস্কঃ নারায়নগঞ্জের সোনারগাঁয়ের থানা পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাকির হোসেন মোল্লা (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা করেছে।





গতকাল রোববার(২৯ডিসেম্বর)রাত সাড়ে নয়টার দিকে তাকে গ্রেফতার করা হয়।





গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকার মামরকপুর গ্রামের মৃত ইসহাক মোল্লার ছেলে।





আটকের বিষয়টি জানতে চাইলে,সোনারগাঁ থানার এ এস আই মোঃ কাইয়ুম মিয়া জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার খংসারদী কবরস্থানের সামনের পাকা রাস্তায়  ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অপেক্ষা করছে। পরে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ জাকির হোসেন মোল্লাকে আটক করা হয়।





সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন,আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ জাকির হোসেন মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


স্বাক্ষর জাল করে সচিবের বিরুদ্ধে ৩৩ লাখ টাকা আত্নসাতের অভিযোগ


সাংবাদিক সম্মেলনে বন্দর ইউপি চেয়ারম্যান এসানউদ্দিন।স্বাক্ষর জাল করে সচিবের বিরুদ্ধে ৩৩ লাখ টাকা আত্নসাত অভিযোগ









বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বন্দরে স্বাক্ষর জাল করে ৩৩ লাখ টাকা আত্নসাতের ঘটনায় বরখাস্তকৃত  সচিবের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন বন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসানউদ্দিন।সোমবার বিকালে নবীগঞ্জ নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের তিনি সচিব মোহাম্মদ  ইউসুফ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি চিত্র  তুলে ধরেন। 
২০১৩ সালে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদে সচিব দায়িত্বে থাকাকালে অর্থ আত্নসাতের অভিযোগে দুই বছর বরখাস্ত ছিলেন।  ২০১৬ সালের জুলাই মাসে মোহাম্মদ ইউসুফ বন্দর ইউনিয়ন পরিষদ সচিব হিসেবে যোগদান করেন। পূর্বের দায়িত্বে থাকা সচিব শামীমের কাছ থেকে হিসেব  বুঝে  নেওয়ার পর  দায়িত্ব গ্রহন করেন ইউসুফ। ২০১৮ সালের ১৭সেপ্টেম্বর অডিটে আপত্তি  করা হলে পরে স্থানীয় সরকার বিভাগ তদন্তে নামেন। তদন্তে  ২০১৫-১৬ ও ২০১৬-১৭ দুই অর্থ বছরের জন্ম নিবন্ধন ও ২০১৭ সালের ডিসেম্বর  থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত ৬ মাসের ট্রেড লাইসেন্স খাতে আদায়কৃত মোট ৩৩ লাখ টাকা আত্মসাৎ করেছেন   সচিব মোহাম্মদ ইউসুফ।





স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তদন্তে এ অভিযোগ প্রমাণিত হওয়ায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে সচিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়।এ অর্থ আত্নসাতের অভিযোগে চেয়ারম্যান এহসানউদ্দিন ডিডিএলজি এর অনুমতি নিয়ে আদালতে একটি মামলা মোকাদ্দমা দায়ের করেন। বর্তমানে মামলাটি পিবিআই এর কাছে তদন্তাধীন। সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন, বন্দর ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।


সদর মডেল থানার এএসআই এনায়েত করীমকে প্রত্যাহার


সদর মডেল থানার এএসআই এনায়েত করীমকে প্রত্যাহার





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের শহিদ নগরের হোসিয়ারি ব্যবসায়ী জিকুকে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এনায়েত করীমকে প্রত্যাহার করা হয়েছে। ৩০ই ডিসেম্বর সোমবার সকালে জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের নির্দেশে এএসআই প্রত্যাহার করে নেওয়া হয়। এনায়েত করিমকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) শাফিউল আজম খান।





২৯ই ডিসেম্বর রবিবার সকালে এএসআই এনায়েত করিমের বিরুদ্ধে শহিদ নগরের বাসিন্দা হোসিয়ারি ব্যবসায়ী মো. জিকুকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে অভিযোগ করে সংবাদ সম্মেলন করে জিকুর পরিবারের লোকজন। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে মো. জিকুর মুক্তি ও অভিযুক্ত পুলিশ কর্মকর্তার শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করে স্বজনরা। সংবাদ সম্মেলনে জিকুর পিতা মজিবুর রহমান, মা সুলতানা বেগম, ভাতিজী অন্তরা আক্তার, চাচা ইসমাইল হোসেন কাজল ও  ছোট ভাই জামিল আহমেদ রিকু উপস্থিত ছিল।





স্বজনদের দাবি, দাবিকৃত দুই লাখ টাকা না পাওয়ায় তাদের সন্তানকে মাদক মামলায় ফাঁসিয়ে দিয়েছে এএসআই এনায়েত করিম। সংবাদ সম্মেলনে মজিবুর রহমান বলে, ‘আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের শহীদ নগরের বাসিন্দা। আমার ছেলে জিকু তিনটি মেশিন নিয়ে ছোট হোসিয়ারির ব্যবসা করে। গত ১২ ডিসেম্বর জিকু ও তার প্রতিষ্ঠানের কর্মচারী শামীমকে কোন কারণ ছাড়াই তুলে নিয়ে যায় এএসআই এনায়েত করিমের নেতৃত্বের একদল পুলিশ। পরে দুই লাখ টাকা দাবি করে এনায়েত। আমি অনেক কষ্ট করে স্ত্রীর অলংকার বন্ধক রেখে ৩০ হাজার টাকা পরের দিন শুক্রবার ১৩ ডিসেম্বর সকাল ৯টায় জনৈক সুমনের মাধ্যমে এএসআইকে দেই। ৩০ হাজার টাকা দেওয়ার পরও সে আমার ছেলে জিকু ও শামীমকে ১০০ পুড়িয়া হেরোইন দিয়ে চালান দেয়।
জিকুর বাবা বলে, আমার ছেলে সিগারেটও খায় না। সেখানে হেরোইনের মতো নেশাদ্রব্য দিয়ে আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। আজ অপরাধ না করেও অসাধু পুলিশ এএসআই এনায়েত করিমের জন্য বিনা অপরাধে জেল হাজত খাটছে আমার ছেলে। আমি স্বরাষ্ট্রমন্ত্রণালয়, আইজিপি, ডিআইজি ও জেলা পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দিয়েছি। নারায়ণগঞ্জের মাননীয় পুলিশ সুপার ও প্রধানমন্ত্রীর কাছে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।
তবে অভিযোগের বিষয়ে কথা বলতে নারাজ অভিযুক্ত এএসআই এনায়েত করিম। এনায়েত বলে, তারা এসপি স্যারের কাছে অভিযোগ দিয়েছে। এখন আমি উর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া কিছু বলতে পারব না। আপনারা যা খুশি লিখতে পারেন।





এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের  সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দোষী যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


সোনারগাঁয়ে শীতকালীন ক্রীড়া সমিতির পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত


সোনারগাঁয়ে শীতকালীন ক্রীড়া সমিতির পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জের সোনারগাঁয়ে ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া সমিতির পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০১৯ইং অনুষ্ঠিত।





সোমবার (৩০ডিসেম্বর) বিকালে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে এ পুরস্কার বিতরণ করা হয়।





সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান।





উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরোওল উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সফিকুল ইসলাম নাদিম,উপজেলা মাধ্যমিক সহকারী অফিসার মোস্তফা কামাল,মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তনের প্রধান শিক্ষক মুজিবুর রহমান,সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষানুরাগী আবু নাঈম ইকবাল,উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু, আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দিন,মাসুম বিল্লাহ, আল আমিন,শ্রমিকলীগ নেতা তাজুল,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।


আবারও সোনারগাঁ বাসী একজন ভাল এসিল্যান্ডকে হারাচ্ছে


আবারও সোনারগাঁ বাসী একজন ভাল এসিল্যান্ডকে হারাচ্ছে।





আজকের সংবাদ ডেস্কঃ আবারও সোনারগাঁ বাসী একজন ভাল এসিল্যান্ডকে হারাচ্ছে। সরকারি চাকরি করে তাই এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি হতে পারে, কিন্তু সোনারগাঁবাসীর জনমতে জানা গেছে সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হোসাইন অল্প সময়েই জনবান্ধব হয়ে উঠেন। 
এসিল্যান্ড বদলে দিলেন সোনারগাঁয়ে  ভূমি অফিসের চিত্র” দালাল মুক্ত, অল্পসময়ে নামজারি দেওয়া হচ্ছে  ,  গণশুনানি যার কোন বিকল্প নেই,এ জন্যই সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত আগত দর্শনার্থীদের সমস্যা শুনে তাৎক্ষনিকভাবে সমাধান প্রদানের কাজটি তিনি করে যাচ্ছেন আন্তরিকভাবে,পাশাপাশি সাপ্তাহে দুইদিন আনুষ্ঠানিকভাবেও গণশুনানী নেয়া হচ্ছে ও তাৎক্ষনিক প্রতিকার দেয়া হচ্ছে। বর্তমান এসি ল্যান্ডের ইতিবাচক মনোভাবের কারণে উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা/কর্মচারিদের মধ্যে সেবা প্রদানের ক্ষেত্রে ইতিবাচক মনোভাব দেখা গেছে। কোন প্রকার অনিয়ম দেখলে সাথে সাথে তিনি তার ব্যাবস্থা নেন।সেবাপ্রার্থীরা বিনামূল্যে প্রয়োজনীয় ফরম পাচ্ছেন। অফিসের সম্মুখে স্থাপিত হয়েছে একটি হেল্পডেস্ক, যেখান থেকে সেবাপ্রার্থীরা জানতে পারছেন কোন সেবার জন্য কোথায় যাবেন। তবে হলফ করে বলা যায় এসিল্যান্ড নাজমুল হোসাইন যোগদানের পর হতে বর্তমান ভূমি অফিস হয়ে উঠেছে সম্পূর্ণরূপে দালালমুক্ত। মানুষ তার সারাজীবনের সঞ্চয় দিয়ে একখন্ড ভূমি কিনে সেই ভূমির প্রশাসনিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব যদি যোগ্য হাতে না পড়ে তবেই বাড়ে জনভোগান্তি।একথাটি তিনি সবসময় খেয়াল করেন।এসিল্যান্ড নাজমুল হোসাইন সাথে কথা বললে তিনি জানান আমরা সরকারি চাকরি করি,কখন কোথায় বদলি হয় তা বলা যায় না,যেখানে দায়িত্ব নেই,সেই জায়গাটি ভালোভাবে সেবা দেওয়ার জন্য আমি চেষ্টা করি।


Sunday, December 29, 2019

এএসআই এনায়েত এর অপকর্মের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন


এএসআই এনায়েত এর অপকর্মের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন





আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ সদর মডেল থানার এএসআই এনায়েত এর অপকর্মের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি জিকুর পরিবার। ২৯ই ডিসেম্বর রবিবার সকা‌ল ১১ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সুত্রমতে,  দাবিকৃত দুই লক্ষ টাকা না দেয়ায় ক্ষুদ্র হোসিয়ারী ব্যবসায়ীকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ সদর থানার এএসআই এনায়েত করীমের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী জিকুর পিতা মজিবর রহমান মিথ্যা ও হয়রানিমুলক মামলা প্রসঙ্গে জেলা পুলিশ সুপারসহ ডিআইজি , আইজি‌পি ও স্বারষ্ট্রন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দি‌য়েছেন। ত‌বে এ অভি‌যো‌গের বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এএসআই এনায়েত করীম প্রতিবেদককে বলেন, আমি কোন টাকা দাবী করিনি। জিকুর পিতার যদি সৎ সাহস থাকে আমার সামনে বলতে বলুন। আমি পুলিশের পোশাক খোলে চলে যাবো। সে একজন আইনজীবী ও বিশেষ পেশার লোক দিয়ে জিকুকে ছাড়াতে তদবির করেছিল। তাদের কথা না রাখায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।
সংবাদ সম্মেলনে জিকুর পিতা মজিবর রহমান লিখিত বক্তব্যের মাধ্য‌মে জানান, তার বড় ছেলে জিকু ৩টি মেশিন নিয়ে একটি ছোট হোসিয়ারী দিয়ে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে। গত ১২ ডিসেম্বর মাগরিবের নামাজের সময় নারায়ণগঞ্জ সদর থানার এএসআই এনায়েত করিম গিয়ে তার ছেলে জিকু এবং অপারেটর শামীমকে মাদকাসক্তের মিথ্যা অপবাদ দিয়ে থানায় নিয়ে আসে। তিনি নামাজ শেষে এসে বাসার সামনে লোকজনের ভীড় দেখে এ ঘটনা জানতে পারে। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সাথে কথা বলে আরো জানতে পারে, ওই সময় তার ছেলের কাছে কিছুই পায়নি, এসে আটক করে নিয়ে যায়। এরপর আমি এএসআই এর সাথে যোগাযোগ করলে টাকা দাবী করে। আর না দিলে ছেলেকে মাদক দিয়ে ফাঁসিয়ে দিবে বলে হুমকি দেয়। অনেক বিনয়ে অনুরোধ করেও তার এই অনৈতিক সুবিধা না দিলে আমার ছেলেকে ছাড়বে না সাফ জানিয়ে দেয়।
সাংবা‌দিক‌দের কা‌ছে তি‌নি সহ‌যোগীতা চে‌য়ে ব‌লে, আপনারা জা‌তির বি‌বেক। আমি আপনা‌দের সহ‌যোগীতা চাই, কারণ আপনারা ও পু‌লিশের উর্ধ্বতন কর্মকমর্তারাই এখন আমার আস্থা। যার জন্য এই  বয়‌সে একজন পিতা‌কে এভা‌বে আপনা‌দের সাম‌নে একটি অসাধু পুলি‌শ  সদ‌স্যের বিরু‌দ্ধে বিচার দাবী কর‌তে হ‌চ্ছে। ইতিম‌ধ্যে আমি এই মিথ্যা ও হয়রানিমুলক মামলা প্রসঙ্গে জেলা পুলিশ সুপারসহ ডিআইজি, আই‌জি‌পি ও স্বারষ্ট্রন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দি‌য়েছি।
তিনি আরও বলে, যেখানে আমার ছেলে একটি সিগারেটও খায় না, সেখানে হেরোইনের মতো নেশাদ্রব্য দিয়ে আমার ছেলেকে ফাঁসানো হয়। আমি সন্ধ্যার পর থানায় গেলে আমার নিকট এএসআই এনায়েত দুই লক্ষ টাকা দাবী করে এবং শাসাইয়া বলে টাকা নিয়ে আসেন। আমি অনেক কষ্ট করে স্ত্রীর জিনিস বন্ধক রেখে ৩০ হাজার টাকা পরের দিন শুক্রবার ১৩ ডিসেম্বর সকাল ৯টায় সুমনের মাধ্যমে এএসআইকে দেই। কিন্তু দাবীকৃত দুই লক্ষ টাকা না দিয়ে ৩০ হাজার টাকা দেয়ায় আমার ছেলে ও শামীমকে ১০০ পুড়িয়া হেরোইন দিয়ে চালান দেয়। যে ছেলে জীবনে মাদক স্পর্শ করে নাই তাকে মাদক ব্যবসায়ী বানিয়ে কোর্টে পাঠায়। তাই আমিদ ও আমার প‌রিবার আপনা‌দের মাধ্য‌মে নারায়ণগ‌ঞ্জের মান‌নীয় পুলিশ সুপার ও প্রধানমন্ত্রীর কা‌ছে এর সুষ্ঠু তদন্ত ও বিচার  দাবী  কর‌ছি। কা‌রণ বিনাঅপা‌রা‌ধে আজ আমার ছে‌লে জে‌লের ভিতর ক‌ষ্টে জীবন কাটা‌চ্ছে। এর জন্য দায়ী নারায়ণগঞ্জ সদর ম‌ডেল থানার এএসআই এনা‌য়েত ক‌রিম। আপনারাই এটা বের ক‌রেন, এই হে‌রোইন আস‌লে পেল কোথায়? এসব ক‌তিপয় পু‌লিশ সরকা‌রের বদনাম কর‌ছে। যা‌দের জন্য ভা‌লো মানুষ অপরাধী হ‌য়ে যা‌চ্ছে।
সংবাদ স‌ম্মেল‌নে অন্যান্য‌দের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন,  ভুক্ত‌ভোগী জিকুর পিতা-মোঃ মজিবর রহমান, মাতা- সুলতানা বেগম, ছোট ভাই  জামিল আহমেদ রিকু,  চাচা ইসমাইল হোসেন কাজল,  ফুফু অন্তরা বেগম, চাচাত ভাই মোক্তার হোসেন পাগলা।


এমপি খোকার নেতৃত্বে স্বেচ্ছাসেবক পার্টি ফুলেল শুভেচ্ছা জানান জাপা চেয়ারম্যান ও মহাসচিবকে


এমপি খোকার নেতৃত্বে স্বেচ্ছাসেবক পার্টি ফুলেল শুভেচ্ছা জানান জাপা চেয়ারম্যান ও মহাসচিবকে





আজকের সংবাদ ডেক্সঃ : জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি এবং মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপিকে।





রোববার(২৯ডিসেম্বর)দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপির নেতৃত্বে স্বেচ্ছাসেবক পার্টির নেতাকর্মীরা তাদেরকে এ শুভেচ্ছা জানান।





এসময় জাতীয় পার্টির নবনিযুক্ত সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি,কো- চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার,কাজী ফিরোজ রশীদ এমপি,জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি,মো. মুজিবুল হক চুন্নু এমপি এবং এ্যাড. সালমা ইসলাম এমপি- পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন।


সোনারগাঁ উপজেলা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে জয়ী মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ


সোনারগাঁ উপজেলা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে  বিজয়ী মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ





আজকের সংবাদ ডেস্কঃ মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ সোনারগাঁ উপজেলা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে  বিজয়ী।





রোববার(২৯ডিসেম্বর)সকালে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলায় অনুষ্ঠিত হয়।





ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন সনমান্দি ইউনিয়নের সোনারবাংলা উচ্চ বিদ্যালয় ও মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ নির্ধারিত ৮ ওভারে ১০৫ রান করেন। তারই প্রেক্ষিতে সোনার বাংলা উচ্চ বিদ্যালয় ১০৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫১ রান সংগ্রহ করে সবকটি উইকেট হারিয়ে ফেলে। এতে মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ ৫৪ রানে জয়লাভ করে।





আগামীকাল সোমবার সকালে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করবেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর ইসলাম খান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য,পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,মাসুম বিল্লাহ, মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ ও সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।


Saturday, December 28, 2019

বন্দর ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করার পায়তারা করছে প্রতারক মান্নান ভেন্ডার


বন্দর ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করার পায়তারা করছে প্রতারক মান্নান ভেন্ডার





বন্দর প্রতিনিধি :- বন্দর উপজেলা ধামগর ইউপি আমৈর কান্দাপাড়া বড় ভাইকে  মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার পায়তারা করছে প্রতারক মান্নান ওরফে গুজা মান্নান ভেন্ডার । সূত্রে জানা যায় আমৈর কান্দাপাড়া এলাকার মৃত আব্দুল কাদির প্রধানের দ্বিতীয় স্ত্রীর তিন ছেলে মোতালিব,মান্নান ও হান্নান। তিন ভাইয়ের মধ্যে হাজ্বী আব্দুল মোতালিব সবার বড়। পিতার বড় সন্তান হওয়ায় মোতালিব সংসারের হাল ধরতে  শৈশব থেকেই চাকুরীর উদ্দেশ্যে সৌদী আরব চলে যায়। তখন মান্নান ও হান্নানের বয়স প্রায় সাত- পাঁচ বছর।আব্দুল মোতালিব ১৯৯৫ ইং সাল থেকে বিদেশে অবস্থান করে চাকুরী করে পিতার সংসারের হাল ধরে। সেই সাথে মান্নান, হান্নান সহ অন্যান্য ভাই বোনদের সমস্ত লেখাপড়ার খরচ বহন করেন। দীর্ঘ পনের বিশ বছর মোতালিব বিদেশে চাকুরী করা অবস্থায় মান্নান লেখাপড়া করে দলীল লিখক হিসেবে কর্মরত। আর ছোট ভাই হান্নানকে নিজ টাকা খরচ করে সৌদী আরবে নিয়ে যান। পিতা আব্দুল কাদির প্রধান জীবিত অবস্থায় ১৯৯৭ ইং সালে ১৩শতাংশ জমি ক্রয় করার কথা বলে সৌদী প্রবাসী মোতালীবের নিকট থেকে চল্লিশ হাজার টাকা আনে। সেই টাকায় কেনা জমি প্রতারক গুজা মান্নান ভেন্ডার তার পিতা মাতাকে জিম্মি করে নিজের নামে রেজিস্ট্রি করে নেয়। এমনকি ভাটগাও এলাকার ১২ শতাংশ জমির মধ্যে মান্নান ৮শতাংশ ও হান্নান ৪শতাংশ পিতার কাছ থেকে জোড় করে রেজিস্ট্রি করে নিয়ে নেয়। বড় ভাই মোতালীবের বিদেশে চাকুরী করার অবস্থানের সরলতার সুযোগে প্রতারক মান্নান ভেন্ডার এসকল অপকর্ম চালিয়ে যায়। তাছাড়া মোতালিবের বিদেশে চাকুরী করার সমস্ত অর্থ উপার্জন মান্নান ভেন্ডার পিতা মাতার সরলতায় আত্ব:সাৎ করে নিজ নামে নিয়ে যায়। কারন মান্নান ভেন্ডার ভাইদের মধ্যে দুষ্ট ও চতুর প্রকৃতির। দলীল লিখক হিসেবে কাগজ পত্রের হিসাব একটু বেশী বুঝে বিধায় বাড়ির ভাইদের সকল দলীল পত্র তার নিকট কুৎক্ষিগত করে নিয়েছে। নিজেকে এলাকায় কখনো আওয়ামীগ নেতা আবার কখনো মাসুম চেয়ারম্যানের বড় ভাই আবার কখনো শ্রমীকলীগ নেতা শুক্কুর মাহমুদের জামাই বলে পরিচয় দিয়ে থাকে। এভাবে একের পর এক  ভাইদের উপর প্রভাব খাটায়। এলাকার নিরীহ সহজ সরল লোকদের জমিজমার জামেলা লাগিয়ে নিজের স্বার্থ উদ্ধারে প্রভাব খাটায় মান্নান। মান্নানের কারনে সমাজে বিভিন্ন ঝামেলা তৈরী হয়ে আমৈর কান্দাপাড়া সমাজ ভেঙ্গে এখন দুটি সমাজ হয়েছে। তৈরী হয়েছে দুটি মসজিদ। দুস্কৃতকারী মান্নানের বিরুদ্ধে এলাকার কোন নিরীহ লোক প্রতিবাদ করতে পারেনা। কোন প্রতিবাদ করলেই তাকে মিথ্যা মামলা হামলার ভয় দেখায়। এমনকি তার বড় ভাই মোতালিব ও তার স্ত্রীকে কয়েকবার মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। পাঁয়তারা করছে মোতালিবকে মেরে তার বাড়ি ঘর দখল করে নিতে। এমনকি মিথ্যা মামলা দিয়ে মোতালিবকে হয়রানি করার চেষ্টা করছে। গত ২৪তারিখ প্রতারক মান্নান বড় ভাই মোতালিবের নামে মিথ্যা মামলা করতে মাথায় ভূয়া ভেন্ডেজ থানায় যায়। সেখানে বিজ্ঞ্য অফিসার ইনচার্জ(ওসি) মান্নানের মাথার ভেন্ডেজ খুলে কোন আঘাতের আলামত না পেয়ে অপমান করে তারিয়ে দেন। তারপরে ও মান্নান বিভিন্ন ফন্দি তৈরী করে যাচ্ছে কিভাবে আপন মার পেটের ভাই মোতালিবকে মিথ্যা মামলায় ফাঁসানো যায়। কিভাবে মোতালিবের জায়গা জমি সহ বাড়ি ঘর দখল করে নেয়া যায়। তার এ হীন কু:চরিতার্থ মনোভাব থেকে নিস্তার চায় সহজ সরল বড় ভাই হাজ্বী আব্দুল মোতালিব ও তার স্ত্রী। কারন মান্নান ভেন্ডার সমাজে অত্যন্ত একজন জঘন্য লোক। সে সম্পদের লোভে যে কোন সময় মোতালিবকে মেরে ফেলতে পারে। তাই সহযোগীতা চায় প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট।


পুলিশের অসৎ এ এস আই এর বিচারের দাবীতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ


পুলিশের অসৎ এ এস আই এর বিচারের দাবীতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ





আজকের সংবাদ ডেস্কঃ নারায়নগঞ্জ সদর মডেল থানার পুলিশের অসৎ এ এস আইয়ের বিচারের দাবীতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে ভুক্তভোগী মজিবর রহমান। দাবিকৃত দুই লক্ষ টাকা না দেয়ায় ক্ষুদ্র হোসিয়ারী ব্যবসায়ীকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ সদর থানার এএসআই এনায়েত করীমের বিরুদ্ধে। জানা গেছে, গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় নাসিক ১৮ নং ওয়ার্ডের শহীদ নগর থেকে জিকু ও শামীমকে গ্রেফতার করে অভিযুক্ত এএসআই এনায়েত করীম।





ভুক্তভোগী জিকুর পিতা মজিবর রহমানের অভিযোগ, তার বড় ছেলে জিকু ৩টি মেশিন নিয়ে একটি ছোট হোসিয়ারী দিয়ে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে। গত ১২ ডিসেম্বর মাগরিবের নামাজের সময় নারায়ণগঞ্জ সদর থানার এ এসআই এনায়েত করিম গিয়ে তার ছেলে জিকু এবং অপারেটর শামীমকে মাদকাসক্তের মিথ্যা অপবাদ দিয়ে থানায় নিয়ে আসে। তিনি নামাজ শেষে এসে বাসার সামনে লোকজনের ভীড় দেখে এ ঘটনা জানতে পারেন। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সাথে কথা বলে আরো জানতে পারে, ওই সময় তার ছেলের কাছে কিছুই পায়নি, এসে আটক করে নিয়ে যায়। এরপর আমি এএসআই এর সাথে যোগাযোগ করলে টাকা দাবী করে। আর না দিলে ছেলেকে মাদক দিয়ে ফাঁসিয়ে দিবে বলে হুমকি দেয়। অনেক বিনয়ে অনুরোধ করেও তার এই অনৈতিক সুবিধা না দিলে আমার ছেলেকে ছাড়বে না সাফ জানিয়ে দেয়।
অভিযোগে মজিবর আরো বলেন, যেখানে আমার ছেলে একটি সিগারেটও খায় না, সেখানে হেরোইনের মতো নেশাদ্রব্য দিয়ে আমার ছেলেকে ফাঁসানো হয়। আমি সন্ধ্যার পর থানায় গেলে আমার নিকট এএসআই এনায়েত দুই লক্ষ টাকা দাবী করে এবং শাসাইয়া বলে টাকা নিয়ে আসেন। আমি অনেক কষ্ট করে স্ত্রীর জিনিস বন্ধক রেখে ৩০ হাজার টাকা পরের দিন শুক্রবার ১৩ ডিসেম্বর সকাল ৯টায় সুমনের মাধ্যমে এএসআইকে দেই। টাকা লেনদেন এর ব্যাপারে ০১৯১১৬৯৩৯২৫ নাম্বার থেকে যোগাযোগ করা হয়। কিন্তু দাবীকৃত দুই লক্ষ টাকা না দিয়ে ৩০ হাজার টাকা দেয়ায় আমার ছেলে ও শামীমকে ১০০ পুড়িয়া হেরোইন দিয়ে চালান দেয়। যে ছেলে জীবনে মাদক স্পর্শ করে নাই তাকে মাদক ব্যবসায়ী বানিয়ে কোর্টে পাঠায়। সে এখন অসাধু পুলিশ অফিসার এএসআই এনায়েত করীমের জন্য বিনা অপরাধে জেল হাজত খাটছে।
তবে এই অভিযোগ মিথ্যা দাবী করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এএসআই এনায়েত করীম প্রতিবেদককে বলেন, আমি কোন টাকা দাবী করিনি। জিকুর পিতার যদি সৎ সাহস থাকে আমার সামনে বলতে বলুন। আমি পুলিশের পোশাক খোলে চলে যাবো। সে একজন আইনজীবী ও বিশেষ পেশার লোক দিয়ে জিকুকে ছাড়াতে তদবির করেছিল। তাদের কথা না রাখায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।


নারায়ণগঞ্জে যোগ দিলেন এসপি জায়েদুল আলম


নারায়ণগঞ্জে যোগ দিলেন এসপি জায়েদুল আলম





আজকের সংবাদ ডেস্কঃ নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নারায়ণগঞ্জে মোহাম্মদ জায়েদুল আলম।





শনিবার(২৮ডিসেম্বর)দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গার্ড অব অনার প্রদান ও ফুলেল শুভেচছা জানিয়ে তাকে বরণ করে নেন জেলা পুলিশ।





পরে একে একে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে পরিচিত হন এসপি জায়েদুল আলম। এ সময় নবাগত পুলিশ সুপার নারায়ণগঞ্জ পুলিশ সুপার হিসেবে জেলা পুলিশ প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন।





অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস সাহা,অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল)মেহেদী ইমরান সিদ্দিকী,অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) খোরশেদ আলম,সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদসহ সাত থানার ওসি ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।





নবাগত এসপি জায়েদুল আলম এর আগে মুন্সিগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ১৯ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তিনি নারায়ণগঞ্জে বদলি হন।





এর আগে মোহাম্মদ জায়েদুল আলম ২০১৬ সালের ২৫ আগস্ট  মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার পদে যোগদান করে তিন বছর তিন মাস এসপি হিসেবে কর্মরত ছিলেন। মুন্সিগঞ্জে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমই প্রথম ২০১৭ সালে পুলিশ সদস্যদের ডোপ টেস্ট চালু করেন এবং ১০০ টাকায় পুলিশ কনস্টেবল নিয়োগের মধ্যে দিয়ে প্রশংসিত হোন। এছাড়া মুন্সিগঞ্জ জেলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত রাখার লক্ষ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেন।





চাকরি জীবনে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম রাষ্ট্রপতি পুলিশ পদক দুই বার, আইজি ব্যাজ পাঁচ বার, জাতিসংঘ পদক ও শেরে বাংলা এ কে ফজলুল হক (আবুল কাশেম ফজলুল হক) পদক পেয়েছেন।





পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সহধর্মিনী জেসমিন কেকা  বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার্সে পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করছেন।





এর আগে গত ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার হারুন অর রশীদকে নারায়ণগঞ্জ থেকে ঢাকার পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়। তাকে ঢাকার পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) পদে নিয়োগ দেওয়া হয়।


ডিজিটাল হচ্ছে বন্দর ধামগড় ইউনিয়ন মাসুম চেয়ারম্যানের উদ্যোগে মাঠ ভরাট


ডিজিটাল হচ্ছে বন্দর ধামগড় ইউনিয়ন
মাসুম চেয়ারম্যানের উদ্যোগে মাঠ ভরাট





সুমন হাসান:-- ডিজিটাল হচ্ছে নারায়নগঞ্জ বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদ। সেই সাথে উন্নত হচ্ছে দীর্ঘদিনের অযত্নে অবহেলিত পরিষদের মাঠ। যে মাঠ সামান্য বৃষ্টি হলেই পানিতে পরিপূর্ন হয়ে যেত। কাদা দিয়ে হেটে পরিষদে যেতে হতো জনগনের। ১৯৬৪ সাল থেকে অনেক চেয়ারম্যান মেম্বার দায়িত্ব পালন করলে ও কারো সুনজরে আসেনি মাঠের প্রতি। অতীতে দায়িত্বে থাকা চেয়ারম্যানদের অধীনে কয়েকবার মাঠ ভড়াটের বাজেট আসলেও নামে মাত্র কিছু বালি ফেলে দায়সারা কাজ করেছে। তাতে কোন লাভ হয়নি। সামান্য বৃষ্টিতে হাটু পর্যন্ত পানি হয়ে যেত। অবশেষে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদের উদ্যেগে বালি দিয়ে ভরাট হচ্ছে কাদাযুক্ত মাঠটি। সেই সাথে ডিজিটালে উন্নয়ন হচ্ছে ধামগড় ইউনিয়ন পরিষদ। সেই সাথে রাস্তাঘাট,স্কুল, মসজিদ মাদ্রাসা কবরস্থান কালভার্ট থেকে শুরু করে বয়স্ক বিধবা ভাতা সহ অসংখ্য উন্নয়ন করে যাচ্ছে মাসুম আহম্মেদ চেয়ারম্যান। পাশাপাশি জনগনের চলাচলের সুবিধার্থে রাস্তার অলিগলিতে লাইটিং ব্যবস্থা। এ বিষয়ে মাসুম চেয়ারম্যানের সাথে আলাপকালে তিনি সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদের দীর্ঘায়ু কামনা করে বলেন যত উন্নয়ন করেছি সবই তাদের সহযোগীতা। আগামী বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হতে পারলে ধারাবাহিক ধামগড় ইউপি সহ বন্দরের উন্নয়ন করে যাব। তিনি আরো বলেন স্থানীয় সরকার,নারায়নগঞ্জ উপ-পরিচালক(উপসচিপ) মোহাম্মদ জাহেদুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার কে নতুন ভবনের জন্য আবেদন জানিয়েছি। তারা নতুন ভবন নির্মান করার আশ্বাস দিয়েছেন। সেই সাথে এলাকা থেকে মাদক নির্মূল, ইভটিজিং,বাল্য বিবাহ সহ সকল স্তরে উন্নয়ন করাই মাসুম আহম্মেদ চেয়ারম্যানের একমাত্র লক্ষ্য।


সোনারগাঁয়ে পরিবেশ বিধ্বংসী ওয়াই ইউ কে স্টীল মিলের বিষাক্ত কালো ধোঁয়ায় জণজীবন অতিষ্ঠ


সোনারগাঁয়ে পরিবেশ বিধ্বংসী ওয়াই ইউ কে স্টীল মিলের বিষাক্ত কালো ধোঁয়ায় জণজীবন অতিষ্ঠ





আজকের সসংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিবেশ বিধ্বংসী ওয়াই ইউ কে স্টীল মিলের বিষাক্ত কালো ধোঁয়ায় জণজীবন অতিষ্ঠ। দূষিত বায়ুর শহর হিসেবে দেশের মধ্যে সর্বোচ্চ দূষিত বায়ুর জেলার তালিকায় নারায়ণগঞ্জ দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে। এর কারণে সোনারগাঁয়ের কয়েকটি ইটভাটায় অভিযান চালালেও বিভিন্ন রকমের মাঝারী ও ভারী শিল্প কারখানাতে প্রশাসনের কোন অভিযান নেই। যা পরিবেশ দূষণে চরম ভাবে দায়ী।





এ নিয়ে বিভিন্ন সময় প্রশাসনের নানান দপ্তরে এলাকাবাসী অভিযোগ দিলেও কাজের কাজ কিছুই হয়নি।সম্প্রতি যখন পরিবেশ অধিদপ্তরের অভিযান চলছে তখন আশায় বুক বেধেছে সোনারগাঁবাসী।
সোনারগাঁয়ের বায়ু দূষণের জন্য যেসকল প্রতিষ্ঠানকে দায়ী বলে মনে করা হয় তার মধ্যে চেঙ্গাকান্দির ওয়াইইউকে স্টীল মিল অন্যতম। এছাড়া বেশকিছু বিদ্যুৎ-কেন্দ্রসহ অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে যারা বায়ু ও পরিবেশ দুষণ করে আসছে। মেঘণা গ্রুপসহ অনেক প্রতিষ্ঠানের শিল্পবর্জে নষ্ট হচ্ছে মেঘনা নদী ও আশে পাশের খাল বিলের পানি।





দেশে বাতাস দূষণের মাত্রা বাড়ছে বলে প্রতিদিনই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রশাসনের নজরধারীর অভাব ও শিল্প খারখানার মালিকদের পরিবেশ অধিদপ্তরের নিয়ম না মেনে চলাকে দায়ী করেন তারা। আর এভাবেই চলতে থাকলে পরিবেশ অধিদপ্তরের পর্যবেক্ষণে আসে, বায়ু দূষণে হৃদরোগ, শ্বাসকষ্টজনিত ,ফুসফুস সংক্রমণ ও ক্যানসারের মতো মারাত্মক রোগ ছড়িয়ে পড়ছে। এখনই নিয়ন্ত্রন করা না গেলে তা ভয়াবহ অবস্থায় রুপ নিবে।





বিশেষত শিশু ও গর্ভবতী নারীরা বায়ু দূষণের শিকার সবচেয়ে বেশি হচ্ছে। এছাড়াও নারীদের গর্ভধারণের ক্ষমতাও দিন দিন লোপ পাচ্ছে বায়ু দূষণের কারণে। বায়ু দূষণের ফলে মগজ নানাভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে।





সরেজমিনে, সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের গণবসতি এলাকা চেঙ্গাকান্দি মৌজায় ১৯৯৩ সালে প্রতিষ্ঠা হয় ওয়াই ইউকে স্টীল মিল। নিন্ম মানের স্ক্রপ গালানোর ফলে মিলের বিষাক্ত কালো ধোঁয়ায় দুষিত হচ্ছে এলাকার পরিবেশ। মিলের কালো ধোঁয়ায় এমন আচ্ছন্ন হলে দিনের বেলায়ই সন্ধ্যা নামে ওই এলাকার ৭টি গ্রাম।





এব্যাপারে চেঙ্গাকান্দি গ্রামের বাসিন্দা নোয়াব প্রধান বলেন, ধীর্ঘ দিন থেকে এই মিলের কালো ধোয়ায় পরিবেশ নষ্ট করছে। হৃদরোগ, শ্বাসকষ্টজনিত ,ফুসফুস সংক্রমণ ও ক্যানসারে আক্রান্ত হচ্ছে এলাকার লোকজন। ফল ও ফসলের ক্ষতি করছে। তাদের কাছে অনেকবার অভিযোগ জানিয়েও কোন কাজ হয়নি। তারা পাইপ দিয়ে ধোঁয়া খুব কম সময়ই ছাড়ে আর বেশির ভাগ সময় এমনিতেই ছেড়ে দেয় তখনই আমাদের অনেক সমস্যা হয়।





ওয়াইইউকে স্টীল মিলের ব্যবস্থপনা পরিচলক ফয়েজ আহম্মেদ খান সাংবাদিকদের সাথে কথা বলতে অপারগতা জানান। এ বিষয়ে কারখানার ম্যানাজার কল্লোল আহম্মেদ বলেন, আমরা পরিবেশ অধিদপ্তরের নীতিমালা মেনেই মিল চালাচ্ছি।





সোনারগাঁ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ রকিবুর রহমান খান বলেন, অভিযোগ পেয়েছি আমরা পরিবেশ অধিদপ্তরে বিষয়টি জানিয়ে অভিযান পরিচালনা করবো।


এরশাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্বরণ করলেন ওবায়দুল কাদের


এরশাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্বরণ করলেন ওবায়দুল কাদের।





আজকের সংবাদ ডেস্কঃ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।





শনিবার(২৮ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলের বাইরে জাপার কেন্দ্রীয় কাউন্সিলে তিনি হুসেইন মুহম্মদ এরশাদের অবদানের কথা স্মরণ করেন।





সম্মেলনের শেষ মুহূর্তে হাজির হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাকে ফুল দিয়ে বরণ করে নেন জি এম কাদের ও মসিউর রহমান রাঙ্গা।





জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জেল থেকেই আমাদের সমর্থন দিয়েছিলেন। তার কারণে আমরা সরকার গঠন করতে পেরেছি। সাবেক রাষ্ট্রপতির এই অবদান আমরা ভুলিনি। আমি তার এ অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। জাতীয় পার্টির সঙ্গে আমাদের মিত্রতা ন্যাচারাল। ১৯৯৬ থেকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার গঠনে জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটা আমরা মনে রেখেছি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তিনি আমাকে ব্যক্তিগতভাবে ছোট ভাইয়ের মতোই স্নেহ করতেন। তিনি ছিলেন সদালাপী ও বিনয়ী একজন পারফেক্ট ম্যান। তিনি আজ আমাদের মাঝে নেই। আমি পল্লীবন্ধু বলে খ্যাত হুসেইন মুহম্মদ এরশাদকে স্মরণ করছি। একই বৃন্তে দুটি ফুল- জাতীয় পার্টি ও এরশাদ। সারা দেশে জাতীয় পার্টির অনেক নেতাকর্মী রয়েছে। অনেক ভক্ত ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।





জাতীয় পার্টির সফলতা কামনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, জাতীয় পার্টি সত্যিকার বিরোধী দলের ভূমিকা পালন করছে। তারা ফাইল ছোড়াছুড়ির সংস্কৃতি পাল্টে দিয়েছে। তারা সংসদে যেভাবে ভূমিকা রাখছে, আমাদের জাতীয় সংসদে বিরোধী দল নতুন মাত্রা যোগ করেছে।


দৃষ্টি প্রতিবন্ধি বিধবা নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, আপন ভাসুর গ্রেফতার


দৃষ্টি প্রতিবন্ধি বিধবা নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
আপন ভাসুর গ্রেফতার।





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জের সোনারগাঁয়ে দৃষ্টি প্রতিবন্ধি বিধবা নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আপন ভাসুরের বিরুদ্ধে।





গতকাল শুক্রবার সকালে উপজেলার ষোলপাড়া আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় ঐ গৃহবধুর  ভাসুর ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।





সোনারগাঁ থানার এসআই আমিনুল ইসলাম জানান, গতকাল শুক্রবার সকালে গ্রেফতারকৃত ইকবাল হোসেনের স্ত্রী তার দুই ছেলেকে স্কুলে ভর্তি পরিক্ষা দিতে নিয়ে যান। বেলা সাড়ে ১২টার দিকে ইকবাল এর ছোট ভাইয়ের দৃষ্টি প্রতিবন্ধি বিধবা স্ত্রী প্রকৃতির ডাকে রুমের ভেতরে থাকা টয়লেটে গেলে এ সুযোগে ইকবাল তার বসত ঘরে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় দৃষ্টি প্রতিবন্ধি টয়লেট থেকে বের হলে ইকবাল তাকে যৌন সঙ্গমের প্রস্তাব দেয়। এতে দৃষ্টি প্রতিবন্ধি রাজি না হওয়ায় ইকবাল তাকে চরথাপ্পর দিয়ে জোড় পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় ইকবালের স্ত্রী বাড়িতে ফিরে বিধবার চিৎকার চেচামেচি শুনে বিধবার ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে বিধবা নারীকে উদ্ধার করলে এই সুজগে ইকবাল পালিয়ে যায়।পরে ইকবালের স্ত্রী বিধবার ছেলেকে মোবাইলে খবর দিলে সে ঢাকা থেকে ফিরে ৯৯৯ নাম্বারে ফোন দেয়। সেখান থেকে ম্যাসেজ পাওয়ার পর সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক ইকবালকে গ্রেফতার করে।





এ ঘটনায় বিধবার ছেলে বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।


Friday, December 27, 2019

সাংবাদিক ইমরান মৃধার পিতার কুলখানি অনুষ্ঠিত


সাংবাদিক ইমরান মৃধার পিতা কুলখানি অনুষ্ঠিত





বন্দর(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: সাংবাদিক ইমরান মৃধার পিতা মো.হাবিবুর রহমান মৃধার কুলখানি অনুষ্ঠিত হয়েছে।





কুলখানি উপলক্ষে শুক্রবার সকালে তার নিজ বাসভবনে কোরআন খানি খতম বাদ জুম্মা মিলাদ ও অনুষ্ঠান শেষে কবর জিয়ারত এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।





মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,বন্দর থানার ইন্সপেক্টর(অপারেশন) মো.শওকত,বন্দর থানার উপ -পরিদর্শক হামিদুল,এএসআই শহিদ, বন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.এহসান উদ্দিন,নারায়নরগঞ্জের আলো পত্রিকার প্রকাশক রাজু আহাম্মেদ,বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন খান কমল, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী,সাংগঠনিক সম্পাদক আমির হোসেন,সদস্য জিএম.সুমন,মেহেদী হাসান রিপন,কনক,মহানগর সেচ্ছাসেবক দলের নেতা আবুল কাউছার আশা,মুক্তিযোদ্ধা জনতালীগের সাধারণ সম্পাদক শুক্কুর,এডঃশাখাওয়াত হোসেন,মহানগর সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান কমল,বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ প্রমূখ।
উল্লেখ্য গত ২৩ ডিসেম্বর রাত ৮টার দিকে সাংবাদিক ইমরান মৃধার পিতা হাবিবুর রহমান মৃধা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সোনারগাঁয়ে


শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সোনারগাঁয়ে





তাহিন আহম্মেদঃ আগামীকাল শনিবার(২৮ ডিসেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৪টি ইউনিয়নের অনেকাংশে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।





শুক্রবার(২৭ডিসেম্বর) সকালে এমন তথ্য জানিছেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সোনারগাঁ আঞ্চলিক জোনের কর্তৃপক্ষ।





সোনারগাঁ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী  জেনারেল ম্যানেজার মোঃজোনাব আলী জানান, শনিবার বিদ্যুতের লাইনের মেরামত কাজ করার জন্য ৪টি এলাকায় বিদ্যুৎ থাকবেন।এর মধ্যে পিরোজপুর ইউনিয়ন, সোনারগাঁ পৌরসভা,সনমান্দী ওমোগরাপাড়া ইউনিয়নের আংশিক এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তিনি আরও জানান,ইতিমধ্যে সকল জায়গায় মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে।


র‌্যাব-১১র অভিযানে ২শ ৪২ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক


র‌্যাব-১১র অভিযানে ২শ ৪২ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক।





তাহিন আহম্মেদঃ র‌্যাব-১১র অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাড়ি মজলিস এলাকা থেকে ২শ ৪২ বোতল ফেনসিডিল সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক।





শুক্রবার রাত আড়াইটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১র একটি অভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া এলাকা হতে তাদের আটক করা হয়।





র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন (পিপিএম)জানান,গতকাল শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকায় ঢাকাগামী একটি কাভার্টভ্যানে তল্লাসী করে ২শ ৪২ বোতল ফেনসিডিল সহ ৩ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয় ।





গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রামের জামাল হোসেন, বরগুনার তালতলির মিজানুর রহমান,ভোলার ধনিয়া এলাকার মোস্তাফিজ । এদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে ।


আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারন সম্পাদক ওবায়দুুল কাদেরকে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের পক্ষে শুভেচ্ছা


আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারন সম্পাদক ওবায়দুুল কাদেরকে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের পক্ষে শুভেচ্ছা





আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারন সম্পাদক ওবায়দুুল কাদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন ।





সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক মাহফুজুর রহমান কালামের নেতৃত্বে সাবেক ছাত্রলীগ নেতা রাসেল মাহমুদ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের নিয়ে বৃহস্পতিবার রাতে ৩ নং ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয়ে টানা দ্বিতীয় বারের মতো আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হওয়ায় ওবায়দুল কাদেরকে সোনারগাঁ বাসীর পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।





এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাবেক সহ সম্পাদক এইচ এম মাসুদ অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জামপুর ইউনিয়নের চেয়ারম্যান হামীম শিকদার শিবলু,সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু,এডভোকেট ফজলে রাব্বি, বীর মুক্তিযোদ্ধা দেওয়ার জন্য উদ্দিন চুন্নু, বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়াসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ৷


Thursday, December 26, 2019

ঘিওরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ


ঘিওরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ





আজকের সংবাদ ডেস্কঃ সারাদেশে শৈত্যপ্রবাহের কারনে তীব্র শীত বয়ে যাচ্ছে। এতে চরম দূর্ভোগে পড়েছে ঘিওর উপজেলার নি¤œ আয়ের হতদরিদ্র ও ছিন্নমূল পরিবার। আর এ দূর্ভোগে পাশে দাঁড়িয়েছে উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার।





মানিকগঞ্জ ঘিওর উপজেরায় হতদরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১৫০ জন হতদরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরন করা হয়।এসময় উপস্থিত ছিলেন,বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আওয়াল খান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম,উপ-সহকারী  প্রকৌশলী মোঃ ইশতিয়াক আহম্মেদ, ইউপি সদস্য বৃন্দসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকায় হঠাৎ করে কম্বল পেয়ে দেড় শতাধিক শীতার্ত হতদরিদ্র মানুষ প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।


সোনারগাঁয়ের অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণে সেনাবাহিনী


সোনারগাঁয়ের অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ সেনাবাহিনী





আজকের সংবাদ ডেস্কঃ সারাদেশের ন্যায় নারায়নগঞ্জে মেঘনা নদী বেষ্টিত সোনারগাঁয়ে ও শীতের প্রকোপ প্রচন্ড আকার ধারণ করেছে। অসহায় জনগনকে শীতের হাত থেকে রক্ষায় সেনা বাহিনীর একটি দল  বৈদ্যেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতার্তদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ৪৫০ টি কম্বল বিতরণ করে।





বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খাঁনের সভাপতিত্বে বাংলাদেশ সেনা বাহিনীর ১০ আর ই ব্যাটেলিয়ানের একটি টিম সোনারগাঁয়ের অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করে।





এসময় বাংলাদেশ সেনা বাহিনী টিমের সাথে অংশ নেন বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান ডা. আব্দুর রউফ ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সমাজের বিক্তশালীদের অসহায় যমজ শিশুদের পাশে দারানোর আহবান


সমাজের বিক্তশালীদের অসহায় যমজ শিশুদের পাশে দারানোর আহবান





আজকের সংবাদ ডেস্কঃ স্থানীয় গার্মেন্টস কর্মী তাসলিমা ও অটো রিকশা চালক সোহেলের পরিবারে নেমে এসেছে অভাব ও দুর্ভোগের কালো ছায়া। সদ্য ভূপিষ্ঠ যমজ শিশু দুইটির জন্য এলাকাবাসীর কাছে আর্থিক সহায়তা চেয়েছেন সোহেল ও তাসলিমা।
গতমাসে অটো রিকশা চালক সোহেল সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে বিছানায় আর তাসলিমা ১৮ দিন আগে জন্ম দেয় যমজ সন্তানের তারপর ৪ দিন আগে গ্যাসের চুলার আগুনে পুড়ে যায় তাসলিমার শরীরের ৬৫ ভাগ। আগুনে পুড়ে তাসলিমা হাসপাতালে, যমজ শিশুদের দেখা শোনা করছে পঙ্গু বাবা ও এলাকাবাসী।
সোনারগাঁ উপজেলার পৌরসভা এলাকার বসুরবাগ গ্রামের ২ অবুঝ শিশুকে নিয়ে বিপাকে পড়েছেন পঙ্গু সোহেল ও এলাকাবাসী। তাদের মধ্যে ২ বছর বয়সী আরেকটি শিশু সন্তান আছে তাসলিমা ও সোহেলের পরিবারে। বড় মেয়ের কান্না থামলেও কান্না থামেনি নবজাত যমজ ১৮দিনের বয়সের শিশুর। সে দুধ পানের জন্য তার মাকে খুঁজছে।
সোনারগাঁয়ে বসুরবাগ এলাকায় এসিআই কারখানার গেইট সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকেন তারা। তাদের ভাড়া বাড়িতে এখনো ভিড় করছেন এলাকার মানুষ। অনেকেই অনাথ শিশুদের মাথায় হাত বুলিয়ে চোখের পানি মুছছেন। আর বিত্তবানদের কাছে অবুঝ শিশুর পাশে দাঁড়ানোর আহবান জানান তার স্বজনরা।
জানা যায়, পৌরসভা এলাকায় অটোচালক সোহেল (৩৫) ও তাসলিমা (২৬) পরিবারটি চরম দৈন্যতার মধ্যে জীবন-যাপন করতেন। গত ২২ ডিসেম্বর যমজ শিশুর জন্য পানি গরম করতে গিয়ে গ্যাসের চুলার আগুনে পুড়ে যায় তাসলিমার শরীরের ৬৫ ভাগ। আর সোহেল পঙ্গু হয় দেড় মাস পূর্বে এক সড়ক দুর্ঘটনায়।
সহায়তা ও তথ্যের জন্য স্থানীয় এলাকাবাসী মামুনের (০১৮২৯-৫৯৯৭৩২) মোবাইল নাম্বারে যোগাযোগ করলে তাসলিমার পরিবারের সার্বিক খোঁজখবর জানা যাবে।


পানছড়ি দমদম এলাকায় কারেন্টের আর্থিং দিয়ে জায়গা দখলের অভিযোগ






পানছড়ি দমদম এলাকায় কারেন্টের আর্থিং  দিয়ে জায়গা দখলের অভিযোগ





মিঠুন সাহা পানছড়ি খাগড়াছড়িঃখাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী পানছড়ির দমদম এলাকায় রমজান আলীর সাথে জায়গা নিয়ে দীর্ঘ দিন ধরে মামলা চলছে পার্শ্ববর্তী শাহানা বেগমের সাথে।





তারই সূত্র ধরে গত ১ মাস পূর্বে থেকে জিয়া তারের মাধ্যমে কারেন্টের আর্থিং দিয়ে বিবাদমান জায়গাটা ঘিরে রাখার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী শাহানা বেগমের বিরুদ্ধে।





এমতাবস্থায় যেকোনো মুহুর্ত্বে নেমে আসতে ভয়াবহ দূর্ঘটনার এবং প্রাণনাশের ঝুঁকি এমনটা জানিয়েছেন অত্র এলাকার জনগণ।





এই বিষয়ে রমজান আলী জানান দীর্ঘ দিন ধরে আমার ক্রয়কৃত নিজ জমি দখল করে রাখে শাহেনা বেগম। এই নিয়ে মামলা চলছে।
এখন নিজ জমিতে কারেন্টের তার দিয়ে ঘিরে রাখে এই শাহানা বেগম। তার ফলে যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।





মুঠোফোন শাহানা বেগম জানানঃগরু ছাগল যাতে না আসতে পারে তার জন্য জিয়া তার দিয়ে ঘিরা দিয়ে রেখেছি আমরা।এখানে কোন বিদ্যুৎের সংযোগ নেয়।


সোনারগাঁ উপজেলা শ্রমিক লীগের নবগঠিত কমিটিকে মোস্তাফিজুর রহমান মাসুমের শুভেচ্ছা


সোনারগাঁ উপজেলা শ্রমিক লীগের নবগঠিত কমিটিকে মোস্তাফিজুর রহমান মাসুমের শুভেচ্ছা





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জাতীয় শ্রমিক লীগের নবগঠিত কমিটিকে  ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম।





গতকাল বুধবার সন্ধ্যায় মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত  রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে উপজেলা শ্রমিকলীগ আয়োজিত এক অনুষ্ঠানে এ শুভেচ্ছা জানানো হয়।





উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম নবগঠিত উপজেলা শ্রমিকলীগ কে ফুল দিয়ে বরণ করে নেন এসময় তিনি নবগঠিত কমিটি কে এগিয়ে যাওয়ার জন্য ও শ্রমিকের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান।





উল্লেখ্য গত(০৩ডিসেম্বর)মঙ্গলবার সকালে নারায়ণগন্জের জাতীয় শ্রমিকলীগ পার্টি অফিসে আলোচনা সভার মাধ্যমে এই কমিটির অনুমোদন করেন নারায়ণগঞ্জ জেলার জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ বাবুল মোখলেছুর রহমান কে সভাপতি ও ডাঃমোঃ আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।





এ সময় আরও উপস্থিত ছিলেন নবগঠিত সোনারগাঁ উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোখলেছুর রহমান সাধারণ সম্পাদক ডাঃমোঃআলমগীর হোসেন সহ-সভাপতি পদে আছেন মোঃ কামরুল ইসলাম বাবুল, মোঃসিরাজুল সৈয়দ মশিউর রহমান শামীম, মোঃ আব্দুল মালেক,হাজী মোঃআবু হারেছ মাস্টার,মোঃ হারুনঅর রশিদ শেখ,মো হারুন অর রশিদ,যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন মোঃতৌহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী,সাংগঠনিক সম্পাদক সাফায়েত উল্লাহ,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া,প্রচার ও প্রকাশনা সম্পাদক তাওলাদ হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃমনির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম,সহ দপ্তর সম্পাদক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন,অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন,সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মতিউর রহমান,আইন ও দরকষাকষি সম্পাদক মোঃ দুলাল হোসেন,সহ-আইন ও দরকষাকষি সম্পাদক মোঃনোমান মীর,শিক্ষা সাহিত্য ও গবেষণা সম্পাদক মোঃ হাবিবুর রহমান মেম্বার,সহ-শিক্ষা সাহিত্য ও গবেষণা সম্পাদক মোঃ আলমগীর হোসেন,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুল কাদির,সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিক কল্যাণ সম্পাদক হাজী সফিউদ্দিন,সহ-শ্রমিক কল্যাণ সম্পাদক আব্দুল কাদির,ত্রান ও পূর্ণবাসন সম্পাদক আব্দুল হামিদ,সহ-ত্রান ও পূর্ণবাসন সম্পাদক মোঃদুলাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক কোহিনুর বেগম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক খালেদ আত্তার।
এছাড়াও কার্যকরী সদস্য মোঃমুসা মিয়া মোঃ সোলাইমান মোঃ তৈয়ব মীর,গাজী মোহাম্মদ লোকমান হোসেন, মোঃগাজী শহীদুল্লাহ,মোঃআলম, মোঃ আব্দুর রাজ্জাক,মোঃ সুরুজ্জামান প্রধান,আলী ইসলাম,শিপন হোসেন, মোঃ ওসমান মিয়া, আক্তার হোসেন ভূঁইয়া,বাবুল আহমেদ, মোঃ রবিউল আউয়াল।


Wednesday, December 25, 2019

অনিয়ম ও প্রতারনার কারনে মানিককে প্রত্যাহার


অনিয়ম ও প্রতারনার কারনে মানিককে প্রত্যাহার





নিজস্ব প্রতিনিধিঃ অনিয়ম ও প্রতারনার কারনে মোঃমানিক মিয়াকে সময়ের চিন্তা ডট কম এবং জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নাঃগঞ্জ জেলা থেকে প্রত্যাহার করা হয়েছে।
বিভিন্ন অনিয়ম ও প্রতারনার চিত্র প্রকাশ পাওয়ার কারনে সময়ের চিন্তা ডট কম এর সম্পাদক ও প্রকাশক এবং জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউডেশন নাঃগঞ্জ জেলা সভাপতি সুলতান মাহমুদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রতারক মানিককে প্রত্যাহার করে।


সোনারগাঁয়ের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নজরুল ইসলাম বাবু


সোনারগাঁয়ের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নজরুল ইসলাম বাবু





আজকের সংবাদ ডেস্কঃ মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন এবং একই সঙ্গে নিকটস্থ প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ শতাংশ শিক্ষার্থীরা রিডিং পড়তে পারে কিনা তা সরেজমিনে পরিদর্শনের জন্য গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে পরিদর্শন করছেন জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাব-কমিটির আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ-১(আড়াইহাজার) আসনের সংসদ সদস্য মোঃনজরুল ইসলাম বাবুর নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দল।





মঙ্গলবার(২৪ডিসেম্বর)সরেজমিনে পরিদর্শনকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম ফেরদৌসী ইসলামসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কর্মকর্তাবৃন্দ।
এসময় তাদের স্বাগত জানান,নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ)আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। প্রতিনিধি দলটি সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্কুল সরেজমিনে পরিদর্শন করেন এবং চলমান মৌলিক স্বাক্ষরতা কার্যক্রমের প্রশংসা করেন।





এছাড়া পৌরসভার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বৈদ্যেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রিডিং পরা যাচাই করে এতে সন্তোষ প্রকাশ করেন। পরে অতিথিরা ভট্টপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিক্ষা সংক্রান্ত সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য দেন।





এসময় সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খাঁন,নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল,সোনারগাঁ উপজেলা শিক্ষা অফিসার নিখীল চন্দ্র বিশ্বাস,উপজেলা শিক্ষা কমিটির সদস্য মোহাম্মদ আলী মন্টু,নারায়ণগঞ্জ জেলা যুব আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট ফজলে রাব্বী,উপজেলা শিক্ষা কমিটির সদস্য আবু নাইম ইকবাল,সহকারি উপজেলা শিক্ষা অফিসার বৃন্দ,ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রোজিনা আক্তার, বৈদ্যেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মল্লিক মঞ্জুর হোসেন হিরু,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


বন্দরে ৫০পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ী গ্রেফতার


বন্দরে ৫০পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ী গ্রেফতার





রাকিবুল হাসানঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন এর ঝুগিপাড়া এলাকার নুরুজ্জামান এর বাসার সামনে থেকে মঙ্গলবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই মাদক ব্যাবসায়ী কে আটক করে পুলিশ।





আটককৃতরা হলেন বন্দর থানাদিন মুছাপুর এলাকার ঝুগিপাড়া গ্রামের মোঃ গিয়াস মিয়ার ছেলে মোঃনুরুজ্জামান (৪২) এবং একই ইউনিয়নের নগর এলাকার মৃত. আলী মিয়ার ছেলে আঃহাসেম (৩২)
এসময় মাদক ব্যাবসায়ীদের দেহ তল্লাশি চালিয়ে মোঃনুরুজ্জামানের কাছ থেকে ৪০ পিছ ও আঃ হাসেম এর কাছে ১০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।





কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.জাহাঙ্গীর হোসেন খান সাংবাদিকদের বলেন,এরা দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যাবসার সাথে জড়িত,গোপন সংবাদ এর ভিওিতে এ এসআই আলম ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের দেহ তল্লাশি করে ৫০পিছ ইয়াবা উদ্ধার করি।
মাদক ব্যাবসায়ী নুরুজ্জামানের বিরুদ্ধে বন্দর থানায় একাদিক মামলা রয়েছে বলে জানান তিনি।


কাদিরগঞ্জ রিয়াজুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল


কাদিরগঞ্জ রিয়াজুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদের আলোচনা সভা ও দোয়া মাহফিল





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপনগর কাদিরগঞ্জের রিয়াজুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।





বুধবার(২৫ডিসেম্বর) বিকেল তিনটায় কাদিরগঞ্জ রিয়াজুল জান্নাত কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।





প্রতাপনগর ও কাদিরগন্জের সর্বস্তরের জনগনের আয়োজনে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য,পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও অত্র মার্দাসার সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।





রিয়াজুল জান্নাত কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ এর নির্মান কাজ ইতি মধ্যে শুরু হয়েছে,মসজিদের ৪০% কাজ প্রায় শেষ,প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে এ ঈদগাহ মসজিদটি নির্মান করা হচ্ছে। এর মধ্যে পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম অনুদান হিসেবে প্রদান করবেন ৮০ লাখ টাকা।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়ানোর জন্য আহ্বান জানান।





আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে এলাকাবাসী কে নিয়ে মোনাজাত পরিচালনা করা হয়।
সার্বিক তত্বাবধানে ছিলেন ঈদগাহ ও মসজিদ কমিটি কর্তৃপক্ষ।





এসময় আরও উপস্থিতি ছিলেন,হাজী শহীদুল্লাহ,হাজী ফজলুল হক,মুক্তিযুদ্ধো সোহেল রানা,হাজী আলী আকবর,হাজী আঃবাদশা,পিরোজপুর ৬নং ওয়ার্ডের  আলমগীর মেম্বার,ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


Tuesday, December 24, 2019

জনবিচ্ছিন্ন নুনেরটেককে আলোকিত করলেন এমপি লিয়াকত হোসেন খোকা


জনবিচ্ছিন্ন নুনেরটেককে আলোকিত করলেন এমপি লিয়াকত হোসেন খোকা





তাহিন আহম্মেদঃ স্বাধীনতার ৪৮ বছর পর নারায়ণগন্জের সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার হাতে নুনেরটেকে বিদ্যুতের উদ্বোধন।





মঙ্গলবার(২৪ডিসেম্বর)বিকেলে সোনারগাঁ উপজেলার নুনেরটেক এলাকার লালপুরী দরবার শরীফের মাঠে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ)আসনের সাংসদ,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সভাপতি লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের মাধ্যমে এ বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।





দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বিদ্যুতের আলোয় আলোকিত হতে যাচ্ছে সোনারগাঁ উপজেলার মেঘনা নদী পরিবেষ্টিত প্রত্যন্ত নুনেরটেক এলাকাটি।





এসময় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা তার বক্তেব্যে বলেন,আমি কৃতজ্ঞতা ভরে স্মরন করছি নুনেরটেক এলাকায় শুয়ে থাকা আল্লাহর ওলি হযরত মাওলানা নুরুল ইসলাম লালপুরী হুজুরকে, আমি শ্রদ্ধা ভরে আরো স্মরণ করছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরন করছি, জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে। তিনি বলেন, আমি এখানে প্রথম নির্বাচিত হয়ে আসার পর বিদ্যুৎ না থাকায় মনে কষ্ট পেয়েছিলাম এবং প্রতিশ্রুতি দিয়েছিলাম নুনেরটেকে বিদ্যুৎ দিব। শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে নুনেরটেক এলাকায় বিদ্যুৎ দিতে পেরেছি বলে। আপনাদের জন্য ছয় বছর কষ্ট করে বিদ্যুতের কাজ করেছি,নুনেরটেকের মানুষের জন্য বিদ্যুৎ দিতে পেরে আজ নিজেকে ধন্য মনে করছি।আমি বেঁচে থাকতে চাই আপনাদের সন্তান হিসেবে,আপনাদের ভাই হিসেবে।আপনাদের পরিবারের সদস্য হিসেবে।আমি আপনাদের কাছে দোয়া চাই।





তিনি আরো বলেন,নুনেরটেক একদিন একটা মডেল শহর হবে। আমি নুনেরটেকের এ প্রতল্পের কাজ দিয়েছি নুনেরটেক বাসিকে খুব ভালবেসে।
আপনাদের দোয়ায় আমি আবারও ১৫হাজার ফিট নতুন পাকা রাস্তার কাজও আপনাদের এলাকায় দিয়েছি। নুনেরটেক উচ্চবিদ্যালয়ে নতুন ভবন করে দিব ইনশাল্লাহ। বালু কেটে নুনেরটেক এলাকাকে শেষ করতে দিব না আমি বেঁচে থাকতে। এক ফোটা বালু আর কাটতে দিব না, যারা বালু কাটবে তাদের বাড়ি ঘর থাকবে না।
তিনি বলেন,নুনেরটেকে একটি স্থায়ী পুলিশ ক্যাম্প তৈরি করা হবে।





এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইরুল ইসলাম,পল্লী বিদ্যুতের প্রকৌশলী মশিউর রহমান,সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক জোনাব আলী,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক,বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান ডাঃআব্দুর রউফ, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান ইউসুফ দেওয়ান,সোনারগাঁ থানার উপ-পরিদর্শক(এসআই) আবুল কালাম আজাদ,ইউপি সদস্য দাইয়ান মেম্বার, ওসমান মেম্বার,লোকমান হেকিম,বাচ্চু মেম্বার,আব্দুর কাদের মেম্বার,নুনেরটেক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল হাসেম,জাতীয়পার্টির নেতা জাকারিয়া ভুইয়া, উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ প্রমূখ।





নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইরুল ইসলাম বলেন,মেঘনা নদীর তলদেশ দিয়ে সোনারগাঁয়ের বারদী থেকে নুনেরটেকে বিদ্যুৎ লাইন আনা হবে।এজন্য নুনেরটেকে একটি সাবষ্ট্রেশন ও দুটি টাওয়ার নির্মান করা হবে। আগামী ১৫দিনের মধ্যে এ সাবষ্ট্রেশনের কাজ শুরু হবে। প্রাথমিক ভাবে আজ থেকে বৈদ্যুতিক খুটি স্থাপন ও খুটিতে বৈদ্যুতিক লাইনের কাজ শুরু হলো।নারায়ণগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সাইরুল ইসলাম আরো বলেন,আগামী ২/৩ মাসের মধ্যে বিদ্যুৎ জলবে নুনেরটেক। কাউকে চাঁদা দিবেন না। সরকার শতভাগ বিদ্যুৎ দিবেন।২৫কোটি টাকা খরচ হবে এ প্রকাল্প বাস্তাবায়নে। ৩৩কেবি ওয়ার্ড এর ডাবল সার্কিড। ১০/১৫ হাজার গ্রাহকের মাঝে বিদ্যুৎ বিতরণ করা হবে। একটি সাব স্টেশন এর মাধ্যমে।





বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক বলেন, আমার ইউনিয়নের নুনেরটেক দ্বীপটি ছিল বিদ্যুৎ বিহীন একটি অঞ্চল।চেয়ারম্যান জহিরুল হক বলেন, বারদী ইউনিয়নের জনগন আজ কৃতজ্ঞতা প্রকাশ করছি।একটি শহর একটি গ্রাম হবে নুনেরটেক।চালিভাংগা ইউনিয়ন পরিষদের লতিফ চেয়ারম্যান বালু কেটে শেষ করছে আশপাশে এলাকায়।





এসময় নুনেরটেক এলাকায় হাজার হাজার গ্রামবাসী উপস্থিত ছিলেন।আওয়ামীলীগ,জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সিংড়ায় ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত


সিংড়ায় ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত





সুমন পিকে নাটোর সিংড়ায় প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রেজাউল করিম বকুল. (৪৫ ) নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের জোলার বাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম বকুল বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা দাদ মানিকা গ্রামের মৃত আব্দুল রহিম মিয়ার ছেলে।





পুলিশ এবং স্থানীয়রা জানায় রেজাউল করিম বকুল তার গ্রামের বাড়ি রনবাঘা দাদমানিকা থেকে মোটরসাইকেল যোগে সিংড়ায় ফিরছিলেন। ফেরার পথে তিনি উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কে এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত বগুড়ার দিকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।





পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘাতক ট্রাক এবং এর ড্রাইভার হেলপার কে পুলিশ আটক করতে পারেনি।


Monday, December 23, 2019

সোনারগাঁয়ে ছিন্নমূল দুঃস্থ,অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণে উপজেলা চেয়ারম্যান মোশারফ


সোনারগাঁয়ে ছিন্নমূল দুঃস্থ,অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণে উপজেলা চেয়ারম্যান মোশারফ





আজকের সংবাদ ডেস্কঃ শীতে অতিষ্ঠ জনজীবন কয়েকদিনের অব্যাহত শৈত্যপ্রবাহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা,নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা পরেছে চরম বিপাকে। এই শীতের প্রকপ থেকে বাঁচতে সোনারগাঁয়ে ছিন্নমূল দুঃস্থ,অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।





সোমবার(২৪ ডিসেম্বর)বিকালে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন উপজেলার মোগরাপাড়া বাজারে অবস্থিত তার রাজনৈতিক কার্যালয়ে থেকে শম্ভুপুরা,পিরোজপুর, কাঁচপুর,বৈদ্যেরবাজার,নোয়াগাঁও,সাদিপুর,জামপুর, সনমান্দী ইউনিয়ন ও সোনারগাঁ পৌরসভা এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের জন্য ওইসব এলাকার আওয়ামী লীগের নেতাদের হাত কম্বল তুলে দেন।





পরে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত দরিদ্র মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান।





কম্বল পাওয়া এক দরিদ্র রিকশাচালক বলেন, প্রচন্ড শীতে খুব কস্ট পাচ্ছিলাম উপজেলা চেয়ারম্যানের কম্বল পেয়ে ভালো লাগছে।





এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, অসহায় শীতার্ত মানুষদের জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের উপজেলায় একটা মানুষও যেনো শীতে কষ্ট না পায় সে চেষ্টা করছি আমরা।


স্বামীর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্ত্রী গ্রেফতার,থানায় মামলা


স্বামীর আত্মহত্যার প্ররোচনার মামলা স্ত্রী গ্রেফতার।





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে  স্বামীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।





এঘটনায় নিহতের ছোট ভাই তায়েফ হাসান বাদি হয়ে নিহতের স্ত্রী লিপি আক্তারকে আসামী করে সোনারগাঁ থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা দয়ের করেন।





সোমবার(২৩ ডিসেম্বর)বিকেলে উপজেলার কাঁচপুর সেনপাড়া এলাকায় থেকে নিহতের স্ত্রী লিপি আক্তারকে গ্রেফতার করা হয়।





মামলার এজাহার থেকে জানা যায়, সুনামগঞ্জ জেলার হরিণাপাটি গ্রামের সোহেল মিয়া তার স্ত্রী লিপি আক্তারকে নিয়ে কাঁচপুর সেনপাড়া এলাকার মুজিবর রহমানের বাড়িতে বাসা ভাড়া করে দুজলেই গার্মেন্টসে কাজ করত। সে সুবাদে লিপি আক্তার পরকিয়ায় জড়িয়ে পড়ে বেপরোয়া ভাবে চলাফেরা করতে থাকে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া বিবাদ হতো।
গত ২১ ডিসেম্বর শনিবার রাতে পুনরায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী লিপি তার স্বামীকে অকথ্য ভাষায় গালাগালি করে তালাক দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে সোহেলকে আত্মহত্যায় প্ররোচনা দিয়ে বিভিন্ন কথাবর্তা বলে। সোহেল অপমান সহ্য করতে না পেরে বাথ রুমের ভেন্টিলেটারের সাথে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে।





খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এঘটনায় নিহতের ছোট ভাই তায়েফ হাসান বাদি হয়ে নিহতের স্ত্রী লিপি আক্তারকে আসামী করে সোনারগাঁ থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা দয়ের করেন। লিপি আক্তার কুমিল্লা জেলার ভাঙ্গুরা থানার পাকদেওড়া গ্রামের হিরন মিয়ার মেয়ে।





সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সোহেলের স্ত্রী লিপি আক্তারকে গ্রেফতার করা হয়েছে।


এমপি খোকার পক্ষে সোনারগাঁয়ে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ


এমপি খোকার পক্ষে সোনারগাঁয়ে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ





আজকের সংবাদ ডেস্কঃ নারায়নগন্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টীর সিনিয়র যুগ্নমহাসচিব,জাতীয় সেচ্ছাসেবক পার্টীর সভাপতি ও দলের প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকার পক্ষে সোনারগাঁয়ে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।





সোমবার(২৩ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার হাবিবুর খানকা শরীফের মাঠে ৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।





এমপি লিয়াকত হোসেন খোকার পক্ষ থেকে এই কম্বল বিতরণ করেন তার স্নেহধন্য ভাতিজা ও নারায়নগঞ্জ জেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজ্বী জাবেদ রায়হান জয়।
এসময় হাজ্বী জাবেদ রায়হান জয় জানান, সোনারগাঁয়ের অসহায় মানুষের কথা বিবেচনা করে সারা সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে কম্বল বিতরণ করা হবে।
 
এসময় আরো উপস্থিত ছিলেন,জাতীয় পার্টী ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।


সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ী ছেলেকে আটকের খবরে বৃদ্ধা মায়ের মৃত্যু


সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ী ছেলেকে আটকের খবরে বৃদ্ধা মায়ের মৃত্যু।





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জের সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ী ছেলেকে আটকের খবরে বৃদ্ধা মায়ের মৃত্যু।





গতকাল রোববার(২২ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকায় এ ঘটনা ঘটে।





স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানান যায়, সোনারগাঁ থানা পুলিশের এসআই হাবিব,এএসআই মনির ও এএসআই নাজমুল হোসেনের নেতৃত্বে ১টিম উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে মাদক বিরোধী অভিযান চালিয়ে বাড়ি মজলিস গ্রামের গিয়াসউদ্দিন ছেলে সজিব(২৮) কে আটক করে।
এসময় সজিবের মা জোসনা বেগম এ দৃশ্য দেখে সইতে না পেরে স্ট্রোক করেন।এসময় তাকে সেবা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।





এদিকে গতকাল রাতেই অভিযোগ ওঠে পুলিশের ধাক্কায় সজিবের মায়ের মৃত্যু হয়েছে। এমন অভিযোগ উঠলে নিহতের স্বামী গিয়াসউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার স্ত্রী স্ট্রোক করে মারা গেছেন । আমার কারো বিরুদ্ধে কোন অভিযোগ নাই। আমি  মিথ্যা কথা বলতে পারব না। এমন কোনো মিথ্যা কথা বলতে পারবো না যা আমি চোখে দেখিনাই। আমার ছেলে একজন মাদক ব্যবসায়ী তার অপকর্ম কারণে আজ তার (মা)মারা গেছেন। এবিষয়ে  নিহতের ছেলে শাহলম বলেন আমার মা আটকের দৃশ্য দেখে সইতে না পেরে স্ট্রক করে মারা গেছেন, আল্লাহ যেভাবে মৃত্যু চেয়েছেন সে ভাবেই হয়েছে।আমার কারো বিরুদ্ধে কোন অভিযোগ নাই।





এদিকে ঘটনার পরপরই খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার(খ) সার্কেল খোরশেদ আলমসহ একটি টিম নিহত জোসনা বেগমের পরিবারকে শান্তনা দেয়ার জন্য ঘটনাস্থলে ছুটে যায়।





এ ব্যাপারে এসআই হাবিবুর রহমান জানান, মাদক ব্যবসায়ী সজিবকে আটক কালে আটকের দৃশ্য দেখে তার মা স্ট্রোক করে,এসময় তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় সজিব সুজগ বুজে পালিয়ে যায়। সজিব ওরফে ক্যাসেট সজিব একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী তার নামে সোনারগাঁ থানায় চারটি মাদক  মামলা রহিয়াছে।    





এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান,মাদক ব্যবসায়ী সজীব আটককালে পালিয়ে যায়,এসময় তার মা স্ট্রোক করে মারা যাওয়ায় ও এলাকবাসীর অনুরোধে এবং মানবিক কারনে তাকে গ্রেফতার না করে পুলিশ চলে আসে।   


মহান বিজয় দিবস -২০১৯ উদযাপন ও বাৎসরিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান


মহান বিজয় দিবস -২০১৯ উদযাপন ও বাৎসরিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান





মোঃ রাকিবুল হাসানঃ মহান বিজয় দিবস -২০১৯ উদযাপন ও বাৎসরিক পরিক্ষা ফলাফল প্রকাশ উপলক্ষে পুরুস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।





নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের বাগদোবাড়িয়া নাগিনা জোহরা উচ্চ বিদ্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।





আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের আহব্বায়ক কমিটির সভাপতি খাইরুল কবির। 





প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ছালিমা হোসেন শান্তা উপজেলা ভাইস চেয়ারম্যান।
আলহাজ্ব গাজী এম এ সালাম চেয়ারম্যান মদনপুর ইউনিয়ন পরিষদ,আলহাজ্ব মাসুম আহম্মেদ চেয়ারম্যান ধামঘর ইউনিয়ন পরিষদ,আনোয়ার হোসেন আনু সাবেক কাউন্সিলর ২৬ নং নাসিক,আবু তাহের দেওয়ান অফিসার্স ইনচার্জ মাধবদী থানা,নরসিংদী জেলা।
আরিফুল ইসলাম আলিনুর, সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাএলীগ মো.আজিজুল হক (আজিজ)চেয়ারম্যান আয়নাল হক ফাওন্ডেশন, মো. আজিজ দেওয়ান গোলাপ হোসেন ভুঁইয়া সাবেক সভাপতি অত্র বিদ্যালয় এবং বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী সহ আরোও অনেকে।





অনুষ্ঠান সেষে শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।


দুবৃর্ত্তদের দেয়া আগুনে পুড়লো আওয়ামীলীগ নেতা আল আমিনের গাড়ি


দুবৃর্ত্তদের দেয়া আগুনে পুড়লো আওয়ামীলীগ নেতা আল আমিনের গাড়ি





আজকের সংবাদ ডেস্কঃ  নারায়ণগঞ্জের সােনারগাঁয়ের আওয়ামীলীগ নেতা আল আমিনের গাড়িতে গভীর রাতে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।





গতকাল রোববার গভীর রাতে উপজেলার জামপুর ইউনিয়নের তিলাব এলাকার এ ঘটনা ঘটে।





এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা আল আমিন জানান, গতকাল রোববার রাতে উপজেলা থেকে বাড়িতে ফিরে, বাহিরে পাজারো গাড়িটি রেখে আমি ঘরে এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। আনুমানিক রাত দেড়টার দিকে অজ্ঞাত দূবৃত্তরা পেট্রোল দিয়ে আমার পাজেরাে গাড়ীতে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। এসময় আমি পোড়ার গন্ধ ও শব্দ শুনে গিয়ে দেখি কে বা কাহারা আমার গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এসময় বাড়ীর সকলের সহযােগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি।
এ ব্যাপারে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হবে বলে আল আমিন জানান,আল আমিন বাছাব তিলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি।
এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন,পুলিশ ঘটনা স্থল পরির্দশন করেছেন,তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


Sunday, December 22, 2019

সোনারগাঁয়ে সরকারি কর্মচারী ক্লাবের বর্ষপূন্জি মোড়ক উন্মোচন ও বিতরণ অনুষ্ঠান


সোনারগাঁয়ে সরকারি কর্মচারী ক্লাবের বর্ষপূন্জি মোড়ক উন্মোচন ও বিতরণ অনুষ্ঠান





আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁয়ে ইতিহাস ও ঐতিহ্য নিয়ে সরকারি কর্মচারী ক্লাব কর্তিৃক ২০২০ ইং বর্ষপূন্জি মোড়ক উন্মোচন ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





রোববার(২২ডিসেম্বর)বিকেলে উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ ২০২০ ইং বর্ষপূন্জি মোড়ক উন্মোচন ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





সোনারগাঁ সরকারি কর্মচারী ক্লাব এর সভাপতি মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা।





বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার রাকিবুর রহমান খাঁন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।





এতে আরো উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার, নিখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার মনিরা আক্তার, উপজেলা প্রকৌশলী আলী হায়দার খান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, মো:শফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার অসীম কুমার বারৈ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর.বিলকিস।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ও সাধারণ সম্পাদক, অফিসার ক্লাব সাইদুল ইসলাম, কমিটির সাধারণ সম্পাদক মো: তাবারক হোসেন ভূইয়া,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, সোনারগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো: পনির হোসেন ভূইয়া।বক্তারা বলেন বাংলার প্রাচীন রাজধানী ঐতিহাসিক সোনারগাঁয়ের দর্শনীয় স্থানের স্থিরচিত্রসহ, জনপ্রতিনিধিবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বেসরকারি ক্লিনিক এবং বিভিন্ন সরকারি সেবার হটলাইন নম্বরসহ সাত পাতার বর্ষপঞ্জিটি অত্যন্ত আকর্ষনীয় এবং জনসাধারণের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য রয়েছে। এ উদ্যোগ গ্রহনের জন্য ক্লাবের সভাপতিসহ সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।





পোগ্রামে ২০২০ সালের প্রকাশনায় রয়েছে মনোমুগ্ধকর ক্যালেন্ডার।


সোনারগাঁয়ে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণে এমপি খোকা


সোনারগাঁয়ে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন লিয়াকত হোসেন খোকা।





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জের সোনারগাঁয়ে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ।





রোববার(২২ডিসেম্বর)সন্ধায় সোনারগাঁ উপজেলায় ছিন্নমূল মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।





নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ)আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা উপজেলায় চত্তরে এসে ছিন্নমূল শীতার্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন। এসময় কম্বল নিতে ছিন্নমূল মানুষের ভিড় দেখা যায়।





এ সময় আরও উপস্থিত ছিলেন,নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, যুগ্ন সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়,সোনারগাঁ হেলথ ক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মনজুর হোসেন হিরু, বৈদ্যোরবাজার ৭নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলী,জাতীয় পার্টীর নেতৃি বৃন্দসহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী গিট্টু হৃদয়ের অবৈধ অস্ত্রের যোগানদাতা কমল হক পুলিশের হাতে আটক


সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী গিট্টু হৃদয়ের অবৈধ অস্ত্রের যোগানদাতা কমল হক পুলিশের হাতে আটক।





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় র‍্যাববের সাথে বন্ধুক যুদ্ধে নিহত শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী গিট্টু হৃদয়ের অবৈধ অস্ত্রের যোগানদাতা, সন্ত্রাসী,মাদক ব্যবসায়ী ও নৌ-চাঁদাবাজ কমল হককে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।





শনিবার(২১ ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।






গ্রেফতারকৃত কমল হক উপজেলার পিরোজপুর ইউনিয়নের কোরবানপুর এলাকার মৃত শাফায়েত উল্লাহর ছেলে। গত ১১ সেপ্টেম্বর র‍্যাব-১১ এর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী হৃদয় ওরফে গিট্টু হৃদয়ের সহযোগী হিসেবে কাজ করতেন কমল হক। সে অবৈধ অস্ত্র ও নদী পথে অবৈধ মাদক ব্যবস্যার মূল হোতা।
সোনারগাঁ থানার উপ পরিদর্শক মাসুদ রানা বলনে, কমল হকের বিরুদ্ধে একাদিক মামলা রয়েছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এলাকাবাসী জানান, একই ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের ভূঁইয়ার ছেলে রাসেল ভূইয়াকে প্রকাশ্য দিবালকে কুপিয়ে হত্যার চেষ্টা মামলার অন্যতম আসামী কমল হক। সে গিট্টু হৃদয়ের বোন জামাই রাসেলের সহযোগিতায় এখনো এলাকায় মাদক ব্যবসার সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে।





সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন, বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসী কমল হককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


ইয়াবাসহ মাদক কারবারি মহসিন গ্রেফতার


ইয়াবাসহ মাদক কারবারি মহসিন গ্রেফতার।





আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁয়ে ২৩৫ পিছ ইয়াবাসহ মোঃ মহসিন(৩৮) নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।





শনিবার(২১ডিসেম্বর)সন্ধ্যায় সোনারগাঁ পৌরসভার ঋষি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।





সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনিরের নির্দেশক্রমে থানা পুলিশের এএসআই মোঃকাইয়ুম মিয়ার নেতৃত্বে এএসআই নাসির উদ্দিন ও সঙ্গিয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ পৌরসভার ঋষি পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৩৫পিছ মাদক উদ্ধার করা হয়।যাহার মুল্য ৭০,৫০০/ টাকা।





পুলিশ সূত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার(২১ডিসেম্বর)সন্ধ্যায় সোনারগাঁ পৌরসভার আমিনপুর এলাকায় অভিযান চালিয়ে উপজেলার ঋষি পাড়া এলাকার মৃতঃ নুরুল ইসলামের ছেলে মোঃ মহসিন(৩৮) কে আটক করা হয়। এসময় মাদক কারবারি মহসিনের প্যন্টের প্যাকেটে থাকা অবস্থায় ২৩৫পিছ ইয়াবাসহ আটক করা হয়।





সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন,গ্রেফতারকৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে।


Saturday, December 21, 2019

পিরোজপুর ইউনিয়ন জাতীয়পার্টির কমিটি ঘোষনা


পিরোজপুর ইউনিয়ন জাতীয়পার্টির কমিটি ঘোষনা





আজকের সংবাদ ডেস্কঃ জাতীয় পার্টির আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা ও সোনারগাঁ উপজেলার উন্নয়নের ধারা দেখে উদ্ধুদ্ধ হয়ে নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ)  আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকার বলিষ্ঠ নেতৃত্বের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস রেখে জাতীয় পার্টিতে যোগদান করেন পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূ্ঁইয়া ও তার নেতাকর্মীরা।





শনিবার(২১ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভার দিঘিরপাড়ে অবস্থিত রয়েল রিসোর্টে সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার উপস্থিতিতে এ যোগদান ও জাতীয় পার্টির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।





পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়াকে আহবায়ক ও ইউনিয়ন যুব দলের আহবায়ক শহীদ সরকারকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট পিরোজপুর ইউনিয়ন জাতীয়পার্টির কমিটি ঘোষনা করা হয়েছে।





কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ইঞ্জিনিয়ার সামসুল আলম, সহ সভাপতি আব্দুর সোবহান, ইউনিয়ন  বিএনপি নেতা হাজি সাদেক ভুইয়া, নেয়ামত হোসেন প্রধান, হাজি আলাউদ্দিন, মতিউর রহমান, দেলোয়ার হোসেন, মঞ্জুর হোসেন, সাবেক যুবদল নেতা মহসিন সরকার, নুরনবী মাস্টার।





সিরাজুল ইসলাম ভূঁইয়া জাতীয় পার্টিতে যোগদান সম্পর্কে তার অবস্থান স্পষ্ট করে বলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা সোনারগাঁওয়ের মাটি ও মানুষের নেতা। তার ব্যক্তিত্ব ও নেতৃত্বের গুনে মোহিত হয়েই আজ আমি ও আমার নেতা কর্মীরা এখানে এসেছি। আমাদের নেতা, আমাদের এমপিকে ফুলের শুভেচছা জানিয়ে জাতীয় পার্টিতে যোগদান করলাম। জাতীয় পার্টির  আদর্শে উজ্জীবীত হয়েই রাজপথে থাকব এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখব।
এ সময় আরোও বক্তব্য রাখেন, পিরোজপুর ইউপি সদস্য মজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য রুনা আক্তার, মহিলা নেত্রী জাহানারা, পৌর জাতীয়পার্টির আহবায়ক এম জামান, সদস্য সচিব সফিকুল ইসলাম সফিক।





উক্ত অনুষ্ঠানে পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোক্তার হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী জাতীয়পার্টিতে যোগদান করেন।





উল্লেখ্য সোনারগাঁ উপজেলার বিএনপির ঘাটি হিসেবে পরিচিত উপজেলা পিরোজপুর ইউনিয়ন।


লিটল এ্যানজেল'স ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী


লিটল এ্যানজেল'স ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী





আজকের সংবাদ ডেস্কঃলিটল এ্যানজেল'স ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত।





শনিবার(২১ডিসেম্বর)সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও বট তলায় অবস্থিত লিটল এ্যানজেল'স ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।





বাবুল সরদারের সভাপতিত্বে এবং মোঃ মাসুদ রানা ও মাহাবুব আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম ভূঁইয়া।





উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আজিজুল সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল মামুন ভূঁইয়া।





প্রধান অতিথি সিরাজুল ইসলাম ভূঁইয়া তার বক্তব্যে বলেন শিক্ষাই জাতির ভবিষ্যৎ তাই শিক্ষার মান ঠিক রেখে,আজকের শিশু আগামীতে বাংলাদেশকে নেতৃত্বেদিতে পারে । তাই আমাদের সবার উচিত ছেলে - মেয়েরদের প্রতি আরো বেশি যত্নবান হওয়া। 
  
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিতি ছিলেন লিটল এ্যানজেল'স ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল হক,মজিবুর রহমান ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন, রাসেল ভূঁইয়া প্রমুখ।


Friday, December 20, 2019

ঘিওরে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ


ঘিওরে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ।





আজকের সংবাদ ডেস্কঃ মানিকগন্জের ঘিওরে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ।





শুক্রবার(২০ডিসেম্বর)সন্ধায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার।





ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন। এসময় কম্বল নিতে ছিন্নমূল মানুষের ভিড় দেখা যায়।





এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


সমাজতান্ত্রিক দল বাসদ সোনারগাঁ শাখার মানববন্ধন


সমাজতান্ত্রিক দল বাসদ সোনারগাঁ শাখার মানববন্ধন





আজকের সংবাদ ডেস্কঃ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ সোনারগাঁ শাখার মানববন্ধন কর্মসূচী পালন।





শুক্রবার(২০ডিসেম্বর)সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ সোনারগাঁ শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।





বিদ্যুতের মূল্য বৃদ্ধির অপচেষ্টা বন্ধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানের দাবীতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করেন তারা।এসময় বাসদ সোনারগাঁ শাখার সমন্বয়ক বেলায়েত হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, বাসদ নারায়ণগঞ্জ জেলা ফোরামের সদস্য সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাইম খাঁন প্রগতিশীল আইনজিবী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সভাপতি আমানউল্লাহ আমান ও বাসদ সোনারগাঁ উপজেলা ফোরামের সদস্য ইসহাক মিয়া প্রমুখ।





মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, বর্তমান সরকারের গণবিরোধী শাসনের কারনে মানুষ আজ দিশেহারা। সরকার বিদ্যুতের দাম বাড়ানোর জন্য গণশুশানি করেছে। গত ১০ বছরে ৮ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। একইভাবে এর আগে বিশ্ব বাজারে গ্যাসের দাম কমলেও বাংলাদেশের দাম বাড়িয়েছে। রেন্টাল কুইক রেন্টালের দুর্ণীতি লুটপাটের দায়ভার সরকার জনগণের উপর চাপিয়ে দিচ্ছে।





বক্তরা বলেন, দ্রব্যমূল্য উর্ধ্বগতির কারণে জনগনের না-বিশ্বাস উঠেছে সরকারের প্রতি। বাজারের উপর সরকারের কোন নিয়ন্ত্রন নেই। অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট এক পেয়াজের বাজার থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। কোন যৌক্তিক কারণ না থাকলেও চালসহ আরো প্রায় ১০-১২টি পন্যের দাম বাড়ানো হয়েছে।





বক্তরা আরো বলেন, কৃষক ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। অথচ সেই পন্য ফড়িয়াদের দ্বারা গুদামজাত হওয়ার পরে ১০-১২ গুন বেশি দিয়ে সেই কৃষককেই কিনে খেতে হচ্ছে। আমন মৌসুমে ২ কোটি ২০ লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হলেও সরকার মাত্র ৬ লাখ মেট্রিকটন কেনার সিদ্ধান্ত নিয়েছে যা খুবই অপ্রতুল।


Thursday, December 19, 2019

নারায়ণগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে আসছেন মোহাম্মদ জায়েদুল আলম


নারায়ণগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে আসছেন মোহাম্মদ জায়েদুল আলম।





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জায়েদুল আলম। তিনি এর আগে মুন্সীগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।





বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।





জানা গেছে মোহাম্মদ জায়েদুল আলম ২০১৬ সালে মুন্সীগঞ্জ জেলায় যোগদান করেন। তিনিই প্রথম ২০১৭ সালে মুন্সীগঞ্জের পুলিশ সদস্যদের মধ্যে ডোপ টেস্ট চালু করেন। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনী। ২২তম ব্যাচের এই মেধাবী কমকর্তা একজন মুক্তিযোদ্ধার সন্তান।





উল্লেখ্য এর আগে স্বরাষ্টমন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসপি হারুন অর রশীদকে নারায়ণগঞ্জ থেকে পুলিশ হেড কোয়ার্টারে বদলি করা হয়েছিল।
এসপি হারুনের বদলির আদেশের পরপরই নারায়ণগঞ্জে নতুন কে আসছেন সে বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। দীর্ঘ দিন নারায়ণগঞ্জে এসপির পদ শূন্য ছিলো।


সোনারগাঁয়ে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ


সোনারগাঁয়ে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ।





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জের সোনারগাঁয়ে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ।





বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর)সন্ধায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খাঁন।





সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খাঁন উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চৌড়াপাড়া মোড়, শেখকান্দি ও পৌরসভার বাগমুছা ঋষিপাড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন। সার্বিক সহযোগিতা করেন উপজেলা ক্রীড়া সংস্থা।





এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক আবু নাইম ইকবালসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


ইঞ্জিঃমাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে বিশাল বিজয় র‌্যালী


ইঞ্জিঃমাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে বিশাল বিজয় র‌্যালী





আজকের সংবাদ ডেস্কঃ মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ও ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে বিশাল বিজয় দিবস ২০১৯ উপলক্ষ্যে একটি বিশাল বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়।





বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর)বৃহস্পতিবার বিকালে পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ র‌্যালীর আয়োজন করা হয়।





পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুম।






এসময় বিজয় র‌্যালীটি মেঘনা নিউটাউন হতে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ হয়ে নিউটাউনে এসে সংক্ষিপ্ত বক্তব্য শেষে সমাপ্তি ঘোষণা করা হয়।এবিজয় র‌্যালীটিতে পিরোজপুরের কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহন করে।





বিজয় র‌্যালীতে অন্যান্যদের উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ডাঃ আতিকুল্লাহ,মুক্তিযোদ্ধা ফজলুল হক,জেলা স্বেচ্ছা সেবকলীগের সদস্য সামসুজ্জামান সামসু,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ,মোঃ আরিফ হোসেন,ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু,আনিস মিয়া,পিরোজপুর ইউপি সদস্য আলমগীর হোসেন,মোশারফ হোসেন,কবির হোসেন,পিরোজপুর শ্রমিকলীগের আহবায়ক তাজুল ইসলাম,আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দিন,মাসুম বিল্লাহ, আবু হানিফ,হাজী আলম চাঁন,কামাল হোসেনসহ আরোও অনেকে।


Wednesday, December 18, 2019

সোনারগাঁয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ এর শাখার উদ্বোধন


সোনারগাঁয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ এর শাখার উদ্বোধন





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বুধবার দুপুরে মঙ্গলেরগাঁও এলাকায় হাজী আব্দুল জলিল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের মঙ্গলেরগাঁও শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।





উদ্বোধনের পর কার্যক্রম শুরু করেছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের মঙ্গলেরগাঁও শাখার কর্মকর্তারা। মঙ্গলেরগাঁও শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান।





বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুর রহমান খান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সোনারগাঁ শাখার ভাইস প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপক মোঃ ফরিদ উদ্দিন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক ভূইয়া, শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরের কাষ্টমস কর্মকর্তা আব্দুল কাদির খান, মেডিকেয়ার জেনারেল হাসপাতালের চেয়ারম্যান হাজী আলাউদ্দিন, ইউপি সদস্য মজিবুর রহমান ভূইয়া, ইউপি সদস্য আবুল হোসেন, বীর মুক্তিযুদ্ধা আশেক আলী ভূইয়া, ফজলুল হক ভূইয়া, ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন, সাদেক আলী ভূইয়া, আনোয়ার হোসেন ভূইয়া, মহিউদ্দিন ভূইয়া, রানা খান, আবুল কাসেম, মাওলানা আব্দুর রউফ, বাবুল সরদার, আব্দুল মোতালেব, বজলুল হক পলাশ, রাসেল ভূইয়া, ফয়সাল ভূইয়া মামুন, সৈয়দ সাইদুর রহমান, মতিন খান, তাইজ উদ্দিন মুন্সী, আবুল হোসেন ও দেলোয়ার হোসেন প্রমূখ।


অনৈতিক সুবিধা ভোগী এ এস আই এনায়েতের বিরোদ্ধে অভিযোগ


অনৈতিক সুবিধা ভোগী এ এস আই এনায়েতের বিরোদ্ধে অভিযোগ





আজকের সংবাদ ডেস্কঃ এ এস আই এনায়েত অনৈতিক সুবিধা পেয়ে ফিটিং কেইসে হেরোইন দিয়ে কোর্টে চালান দিয়েছে বলে উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট অভিযোগ করেছে ভুক্তভোগী মজিবর রহমান।
বুধবার (১৮ই ডিসেম্বর) সন্ধায় নারায়নগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট এ অভিযোগ দায়ের করেছে। 
ভুক্তভোগী মজিবর জানায় গত ১২.১২.১৯ ইং তারিখে সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় নারায়ণগঞ্জ থানার এ এস আই এনায়েত করিম গিয়ে আমার ছেলে জিকু এবং অপারেটর শামীমকে মাদকাসক্তের মিথ্যা অপবাদ দিয়ে থানায় নিয়ে আসে। আমি নামাজ পড়ে এসে আমার বাসার সামনে অনেক লোকের ভীড় দেখে এবং ঘটনা শুনে হতভম্ব। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের কোণ কথা না শুনে নাটকীয়ভাবে আমার ছেলে ও শামীমকে নিয়ে চলে আসে অনৈতিক সুবিধাভোগী এ এস আই।আমার জানা মতে মাদক ব্যবসাত দুরের কথা আমার ছেলে মাদক স্পর্শও করে না। আমি সন্ধার পর থানায় আসলে আমার নিকট এ এস আই এনায়েত দুই লক্ষ টাকা দাবী করে, টাকা না দিলে ইয়াবা ও হেরোইন দিয়ে চালান দিবে, সাসাইয়া বলে টাকা নিয়ে আসেন। আমি অনেক কষ্টে আমার স্ত্রীর জিনিস বন্ধক রেখে ৩০ হাজার টাকা পরের দিন শুক্রবার ১৩.১২.১৯ ইং তারিখে সকাল ৯টায় সুমনের মাধমে এ এস আইকে দেওয়া হয়। টাকা লেনদেনের ব্যপারে ০১৯১১৬৯৩৯২৫ নাম্বার থেকে যোগাযোগ করা হয়।টাকা দেওয়ার পরও আমার ছেলে ও শামীমকে ১০০ পুড়িয়া হেরোইন দিয়ে চালান দেয়। যে ছেলে মাদক স্পর্শ করে না তাকে মাদক ব্যবসায়ী বানিয়ে কোর্টে পাঠায়। আমি মাদকের বিরোদ্ধে এবং শহীদ নগরকে মাদক মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছি। শহীদ নগরকে মদক মুক্ত করার জন্য আমি আমার সংগঠন জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন দিয়ে আপনার অফিসে গত ২১.১১.১৯ ইং তারিখে রেফঃ জেভিপিএফ/২০১৯/১১/০১৭ আবেদন করি। অদ্য পর্যন্ত শহীদ নগরের কোন মাদক ব্যবসায়ীর বিরোদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়নি বরং আমার নিস্পাপ ছেলেকে অনৈতিক শুবিধা পেয়ে ফিটিং কেসে ফাসিয়ে দিয়ে কোর্টে চালান দেয় অসৎ পুলিশ অফিসার এ এস আই এনায়েত করীম। ঘটনার স্বচ্ছ তদন্ত করে অপরাধীকে কঠোর শাস্তির ব্যবস্থার জন্য পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট দাবী করেন ভুক্তভোগী মজিবর রহমান।(সুত্র সময়ের চিন্তা ডট কম)


মহান বিজয় দিবস উপলক্ষে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট উদ্যেগে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী আলোচনা সভা অনুষ্ঠিত


মহান বিজয় দিবস উপলক্ষে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট উদ্যেগে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী আলোচনা সভা  অনুষ্ঠিত।





সুমন হাসান :--১৬ই ডিসেম্বর ২০১৯ইং  মহান বিজয় দিবস উপলক্ষে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়নগঞ্জ বন্দর উপজেলার লাঙ্গলবন্দ আঞ্চলিক শাখার উদ্যেগে রাজঘাটে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট আঞ্চলিক শাখা সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সভাপতি কমরেড আবু নাঈম খান বিপ্লব। বিশেষ অতিথি গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সভাপতি সেলিম মাহমুদ,সোনারগাঁ উপজেলা বাসদ সমন্বয়ক বেলায়েত হোসেন,রি-রোলিং স্টিল মিলস্ শ্রমিক ফ্রন্ট সাধারন সম্পাদক এস এম কাদির, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম শরীফ,কাঁচপুর শিল্পাঞ্চল শাখা গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট আমানউল্লাহ আমান,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বেলাল হোসাইন ও রোকসানা আক্তার।
এ সময় নেতৃবৃন্দ মহান বিজয়ের ডাক সহ বিভিন্ন দাবী তুলে ধরেন। গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের দাবীগুলো হলো শ্রম আইনের ২৩,২৬,২৭ধারাসহ শ্রমিক স্বার্থ বিরোধী ধারাসমূহ বাতিল করা, নূন্যতম মজুরি ১৮০০০টাকা করতে হবে, শ্রমিক ছাটাই, নির্যাতন ও মিথ্যামামলা বন্ধ করা,পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কমানো,বিদ্যুতের মূল্য বৃদ্ধির ষড়যন্ত্র বন্ধ করা, ঐতিহ্যবাহী ব্রন্মপুত্র নদকে দূষন মুক্ত করা, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, বন্দরের সমস্ত গ্যাস লাইন যথাযথভাবে বৈধ করা,বিদ্যুতের কার্ড মিটার বাতিল করা,লাঙ্গলবন্দ বাজার হইতে ইস্পাহানী বাজার পর্যন্ত রাস্তা দ্রুত সংস্কার করতে হবে,পুরাতন ঝির্নসির্ন ডাকঘর মেরামত করতে হবে।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আফজাল হোসেন,সুমন, আল-আমিন, মোহাম্মদ হোসেন,জাকির,শাহজালাল, আনিছ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।


পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত


পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত।





আজকের সংবাদ ডেস্কঃ পূর্ব শত্রুতার জের ধরে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের লেবুছড়া গ্রামে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) একই পরিবারের চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।





পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের লেবুছড়া গ্রামের আহাদ আলীর পরিবারের সঙ্গে হরজুলের পরিবারের জমিজমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালের দিকে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।এর জের ধরে ইজ্জত আলীর ছেলে হরজুল,আয়নাল,কালাম,ইব্রাহিমের ছেলে নুর মোহাম্মদ,জয়নালের ছেলে মিজান,হাসানসহ ৫/৬ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আহাদ আলী ও স্ত্রী বিউটি বেগম,মেয়ে প্রিয়া মনি ও কারিগর বাছেদ কে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে আহত বিউটি বেগম বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।





আহত আহাদ আলী জানান,পূর্ব শত্রুতার জের ধরেই হরজুল ও তার লোকেরা আমাদের পরিবারের চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। অপর দিকে হরজুল জানান, হামলায় আমাদের পক্ষের লোকজনও আহত হয়েছে।





সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


মহাসড়কের দূর্ধষ ডাকাত সাদ্দাম ওরফে টলি সাদ্দামসহ তার সহযোগী গ্রেফতার


মহাসড়কের দূর্ধষ ডাকাত সাদ্দাম ওরফে টলি সাদ্দাম ও তার সহযোগী গ্রেফতার





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে মহাসড়কের দূর্ধষ ডাকাত সাদ্দাম ওরফে টলি সাদ্দাম ও তার সহযোগী গ্রেফতার।





গতকাল মঙ্গলবার(১৭ডিসেম্বর)গভীর রাতে সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।





সোনারগাঁ থানা পুলিশের এসআই আবুল কালাম আজাদ জানান,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির স্যার এর নির্দেশে ও আমার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে মহাসড়কের ডাকাত সর্দার সাদ্দাম ওরফে টলি সাদ্দাম(৩০),ও তার সহযোগী মো:রাব্বি(২৪)কে গ্রেফতার করি।ডাকাত সর্দার সাদ্দাম মোগড়াপাড়া এলাকার মহাসড়কে ডাকাতির লিডার হিসাবে পরিচিত। টলি সাদ্দাম বিরুদ্ধে সোনারগাঁ থানায় ১০টি ডাকাতি মামলাসহ সর্বমোট ১২টি মামলা রয়েছে এবং মোঃরাব্বিট বিরুদ্ধে ০৬টি ডাকাতি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত ডাকাত সর্দার সাদ্দাম ওরফে টলি সাদ্দাম উপজেলার হাবিবপুর গ্রামের মোজাম্মেলের ছেলে ও মোঃ রাব্বি হাবিবপুর গ্রামের আক্কাস আলীর ছেলে।





এই ডাকাত দলটি দীর্ঘ দিন ধরে সোনারগাঁ থানা সহ মদনপুর ও গজারিয়া থানা এলাকার মহাসড়কে ডাকাতি করে জীবিকা নির্বাহ করে থাকে বলে জানা গেছে।


Tuesday, December 17, 2019

সমবায় সমিতির পুকুর থেকে মাছ চুরির অভিযোগ


সমবায় সমিতির পুকুর থেকে মাছ চুরির অভিযোগ।





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার এলাকার একটি সমবায় সমিতির পুকুর থেকে মাছ চুরির অভিযোগ উঠেছে।





গতকাল সোমবার রাতে মাছ চুরির অভিযোগ পরিপ্রেক্ষিতে সমবায় সমিতির সভাপতি আব্দুস ছাত্তার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।





অভিযোগে উল্লেখ করেন,উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দি এলাকায় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিডেট নামের ৫০ সদস্য বিশিষ্ট একটি সংগঠন প্রতিষ্ঠিত করি। সমবায় সমিতির সদস্যরা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ সংলগ্ম ৫০ শতাংশ পুকুরে বিভিন্ন প্রজাতির ৫ লাখ টাকার মাছ চাষ করার পর গতকাল সোমবার রাতে স্থানীয় আব্দুর রউফের ছেলে মাজহারুল (৩৫), হযরত আলী ছেলে অলিউল্লাহ (৩৯) ও ওমেদ আলীর ছেলে আব্দুর রউফ (৬২) পুকুরের ভেড়া ও কারেন্ট জাল ফেলে মাছ চুরির চেষ্টা করে। এসময় সমিতির সদস্য আলী আকবর দেখে ফেলে এক জনকে ধরে ফেলে। অন্য চোরেরা আলী আকবরের মাথায় ইট দিয়ে আঘাত করে পালিয়ে যায়।





এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খাঁন জানান, মাছ চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।


করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...