Tuesday, December 17, 2019

সমবায় সমিতির পুকুর থেকে মাছ চুরির অভিযোগ


সমবায় সমিতির পুকুর থেকে মাছ চুরির অভিযোগ।





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার এলাকার একটি সমবায় সমিতির পুকুর থেকে মাছ চুরির অভিযোগ উঠেছে।





গতকাল সোমবার রাতে মাছ চুরির অভিযোগ পরিপ্রেক্ষিতে সমবায় সমিতির সভাপতি আব্দুস ছাত্তার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।





অভিযোগে উল্লেখ করেন,উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দি এলাকায় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিডেট নামের ৫০ সদস্য বিশিষ্ট একটি সংগঠন প্রতিষ্ঠিত করি। সমবায় সমিতির সদস্যরা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদ সংলগ্ম ৫০ শতাংশ পুকুরে বিভিন্ন প্রজাতির ৫ লাখ টাকার মাছ চাষ করার পর গতকাল সোমবার রাতে স্থানীয় আব্দুর রউফের ছেলে মাজহারুল (৩৫), হযরত আলী ছেলে অলিউল্লাহ (৩৯) ও ওমেদ আলীর ছেলে আব্দুর রউফ (৬২) পুকুরের ভেড়া ও কারেন্ট জাল ফেলে মাছ চুরির চেষ্টা করে। এসময় সমিতির সদস্য আলী আকবর দেখে ফেলে এক জনকে ধরে ফেলে। অন্য চোরেরা আলী আকবরের মাথায় ইট দিয়ে আঘাত করে পালিয়ে যায়।





এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খাঁন জানান, মাছ চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...