Friday, December 27, 2019

র‌্যাব-১১র অভিযানে ২শ ৪২ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক


র‌্যাব-১১র অভিযানে ২শ ৪২ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক।





তাহিন আহম্মেদঃ র‌্যাব-১১র অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাড়ি মজলিস এলাকা থেকে ২শ ৪২ বোতল ফেনসিডিল সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক।





শুক্রবার রাত আড়াইটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১র একটি অভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া এলাকা হতে তাদের আটক করা হয়।





র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন (পিপিএম)জানান,গতকাল শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকায় ঢাকাগামী একটি কাভার্টভ্যানে তল্লাসী করে ২শ ৪২ বোতল ফেনসিডিল সহ ৩ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয় ।





গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রামের জামাল হোসেন, বরগুনার তালতলির মিজানুর রহমান,ভোলার ধনিয়া এলাকার মোস্তাফিজ । এদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে ।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...