Monday, December 23, 2019

দুবৃর্ত্তদের দেয়া আগুনে পুড়লো আওয়ামীলীগ নেতা আল আমিনের গাড়ি


দুবৃর্ত্তদের দেয়া আগুনে পুড়লো আওয়ামীলীগ নেতা আল আমিনের গাড়ি





আজকের সংবাদ ডেস্কঃ  নারায়ণগঞ্জের সােনারগাঁয়ের আওয়ামীলীগ নেতা আল আমিনের গাড়িতে গভীর রাতে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।





গতকাল রোববার গভীর রাতে উপজেলার জামপুর ইউনিয়নের তিলাব এলাকার এ ঘটনা ঘটে।





এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা আল আমিন জানান, গতকাল রোববার রাতে উপজেলা থেকে বাড়িতে ফিরে, বাহিরে পাজারো গাড়িটি রেখে আমি ঘরে এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। আনুমানিক রাত দেড়টার দিকে অজ্ঞাত দূবৃত্তরা পেট্রোল দিয়ে আমার পাজেরাে গাড়ীতে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। এসময় আমি পোড়ার গন্ধ ও শব্দ শুনে গিয়ে দেখি কে বা কাহারা আমার গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এসময় বাড়ীর সকলের সহযােগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি।
এ ব্যাপারে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হবে বলে আল আমিন জানান,আল আমিন বাছাব তিলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি।
এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন,পুলিশ ঘটনা স্থল পরির্দশন করেছেন,তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...