Wednesday, April 8, 2020

রাতের অন্ধকারে মধ্যবিত্তদের দুয়ারে দুয়ারে এমপি খোকার ত্রাণ পৌঁছে দিলেন ভাতিজা জাবেদ


রাতের অন্ধকারে মধ্যবিত্তদের দুয়ারে দুয়ারে এমপি খোকার ত্রান পৌঁছে দিলেন ভাতিজা জাবেদ





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাতের অন্ধকারে মধ্যবিত্তদের দুয়ারে দুয়ারে এমপি লিয়াকত হোসেন খোকার পক্ষে তারই ভাতিজা, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক জাবেদ রায়হান জয়ের প্রতিদিনের ন্যায়ে ত্রান সামগ্রী বিতরণ।





বুধবার(৮এপ্রিল)রাতের অন্ধকারে মোগরাপাড়া ইউনিয়ন ও পৌরসভায় মধ্যবিত্তদের দুয়ারে দুয়ারে এ ত্রান সামগ্রী পৌঁছে দেন।





এমপি খোকার উদ্যোগে জাবেদ রায়হান জয়ের নেতৃত্বে প্রতিদিনই চলছে বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে ত্রাণ সামগ্রী বিতরণ। তারই ধারাবাহিকতায় আজ ত্রাণ বিতরণ করেন মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর, কোম্পানীগঞ্জ, চরমেনিখালি ও পৌরসভা এলাকার ২ ও ৯নং ওয়ার্ডের মধ্যবিত্তদের মাঝে।









এসময় এমপি খোকার ভাতিজা জাবেদ বাড়ির দরজায় ত্রাণ সামগ্রী রেখে নককরে চলে যান,মধ্যবিত্ত পরিবার দরজা খুলে এদিক ওদিক চেয়ে কাউকে দেখতে না পেয়ে দেখেন এমপি খোকার ত্রাণ,আবার অনেক কে ঘুম থেকে জাগিয়েও দেয়া হচ্ছে এ ত্রাণ সামগ্রী।
সোনারগাঁয়ের নিম্ন ও মধ্যবিত্তরা এমপি লিয়াকত হোসেন খোকার এই উদ্যোগকে সাধুবাদ জানান।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...