Wednesday, April 8, 2020

এমপি খোকার পক্ষে প্রতিবন্ধীদের মাঝে ত্রান সামগ্রী বিতরণে সাকিব হাসান জয়


এমপি খোকার পক্ষে প্রতিবন্ধীদের মাঝে ত্রান সামগ্রী বিতরণে সাকিব হাসান জয়।





তায়িন আহম্মেদ রাতুলঃ নারায়ণগন্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নিজস্ব অর্থায়নে সোনারগাঁয়ের অন্যান্য ইউনিয়নের ন্যায় নোয়াগাঁও ইউনিয়নেও ৫০ টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।





মঙ্গলবার বিকেলে এমপি লিয়াকত হোসেন খোকার পক্ষে নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাকিব হাসান জয় এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন ৫০ টি প্রতিবন্ধী পরিবারের মাঝে।





এমপি লিয়াকত হোসেন খোকার দেয়া ত্রাণ সামগ্রী প্রতি ওয়ার্ডের প্রতিবন্ধীদের বাসায় নিয় দায়িত্বে খাবার দিয়েন আসেন সাকিব হাসান জয়সহ অন্যান্য নেতাকর্মীরা


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...