Wednesday, April 1, 2020

হতদরিদ্রের খাদ্য সামগ্রী বিতরণ করলেন সিআইপি অমল পোদ্দার


হতদরিদ্রের খাদ্য সামগ্রী বিতরণ করলেন সিআইপি অমল পোদ্দার





সোনারগাঁ প্রতিনিধি: করোনা ভাইরাসে লকডাউনে আটকা পড়া ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জের মেট্রো নিটিং এন্ড ডাইং মিলস(পানাম গ্রুপ)ব্যবস্থাপনা পরিচালক সিআইপি অমল পোদ্দার । বুধবার দুপুরে সোনারগাঁ পঞ্চমীঘাট নিজ গ্রামে এ সামগ্রী বিতরণ করা হয়।





বিশ্বেশ্বর পোদ্দার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ত্রান বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা,প্রদিপ পোদ্দার, রনি পোদ্দার বাপ্পি, মেট্রো নিটিং এন্ড ডাইং মিলসের এজিএম(অর্থ)সুকুমার সাহা, এডমিন এইচআর কর্মকর্তাগন,পঞ্চমীঘাট লাইব্রেরির সদস্যবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...