Wednesday, April 1, 2020

করোনাঃ ভট্টপুরে ৫ শত পরিবারের পাশে দাঁড়ালেন এমপি লিয়াকত হোসেন খোকা


করোনাঃ ভট্টপুরে ৫ শত পরিবারের পাশে দাঁড়ালেন এমপি লিয়াকত হোসেন খোকা





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ভট্টপুরে সাধারণ মানুষের ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় খাবার, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।





বুধবার (১এপ্রিল)রাত সাড়ে ৮টায় সোনারগাঁ উপজেলার আমিনপুর ইউনিয়নের ভট্টপুর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ঘরবন্ধি ৫ শত পরিবারের মাঝে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা,সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলামকে সাথে নিয়ে ত্রান,মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।





ত্রান সামগ্রীর প্রতিটি বস্তার মধ্যে রয়েছে ১০কেজি চাল,৩ কেজি ডাল,২ লিটার ভোজ্য তেল,সাবান, লবন ও হ্যান্ড স্যানিটাইজার।





দেশের এই দূর্যোগে আপনারা বাসায়ই থাকবেন,আমরা খাদ্য নিয়ে বাড়ি বাড়ি চলে আসব।সোনারগাঁয়ের মানুষের জন্য হটলাইন নাম্বার রাখা হয়েছে খাদ্যের প্রয়োজন পরলে তাদেরকে জানানোর কথা বলেন এমপি লিয়াকত হোসেন খোকা।





এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম,জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী আবু নাঈম ইকবাল প্রমূখ।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...