Friday, April 24, 2020

সোনারগাঁয়ে এমপি খোকার আহ্বানে কৃষকের ধান কেটে দিলো পুলিশসহ মহাজোটের নেতাকর্মীরা


সোনারগাঁয়ে এমপি খোকার আহ্বানে কৃষকের ধান কেটে দিলো পুলিশ ও মহাজোটের নেতাকর্মীরা





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে ও স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার আহ্বানে সাড়া দিয়ে বিনা পারিশ্রমিকে কৃষকদের ধান কেটে দিচ্ছে উপজেলা প্রশাসন,পুলিশ,জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।





শুক্রবার(২৪এপ্রিল) সকালে উপজেলার কাজীপাড়া গ্রামে ওসমান নামের এক কৃষকের এক বিঘা জমির ধান বিনা পারিশ্রমিকে কেটে দিয়েছে। তবে স্থানীয় যে কয়জন শ্রমিক ধান কাটায় অংশ নেয় তাদেরকে এমপি লিয়াকত হোসেন খোকার পক্ষ থেকে ন্যায্য পারিশ্রমিক ও পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে।





ধান কাটায় উপস্থিত ছিলেন,সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শরীফ, জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হাশেম, ইউনিয়ন আওয়ামীলীগের কোষাধ্যক্ষ লুৎফর রহমান শাহীন সহ স্থানীয় মুক্তিযোদ্ধা, জাতীয় পার্টি ও আওয়ামীলীগের নেতাকর্মীরা।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...