Friday, April 24, 2020

চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে রোজা শুরু


চাঁদ দেখা গেছে,আগামীকাল থেকে রোজা শুরু





আজকের সংবাদ ডেস্কঃ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান।





শুক্রবার(২৪এপ্রিল)সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজান মাসের নতুন চাঁদ দেখা যায়।





সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃনূরুল ইসলাম বায়তুল মোকাররমে এক ব্রিফিংয়ে চাঁদ দেখার বিষয়টি জানান।





তার হিসেব অনুযায়ী শুক্রবার দিনগত শেষ রাতে সেহরি খেয়ে রোজা রাখবেন মুসলমানরা। একইসঙ্গে শুক্রবার (২৪ এপ্রিল)এশার নামাজের পর দেশের মসজিদে মসজিদে শুরু হবে তারাবীর নামাজ।
তবে করোনা পরিস্থিতির কারণে বর্তমান সরকার নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে এবার মসজিদে ১২ জনের বেশি নামাজ আদায় করতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছেন।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...