Monday, March 30, 2020

ব্যাক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করেন মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সুরুজ্জামান প্রধান


ব্যাক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করেন মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সুরুজ্জামান প্রধান।





আজকের সংবাদ ডেস্কঃ কোভিড-১৯ বা করোনা ভাইরাসের কারনে ঘরবন্ধি ও ক্ষতিগ্রস্থ দিনমজুরসহ কর্মহীন সাধারন মানুষের মধ্যে ব্যাক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করেছেন মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সুরুজ্জামান প্রধান।





সোমবার (৩০ মার্চ) বিকেল ৪ টায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৭০ টি খেটে খাওয়া মানুষের পারিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।





সোনারগাঁও উপজেলা মোগরাপাড়া ইউনিয়নের দমদমা, খুলিয়াপাড়া, কাবিলগঞ্জ সহ বিভিন্ন এলাকার কর্মহীন ও হত দরিদ্রদের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়েছে। এ সকল ত্রানের মধ্যে রয়েছে চাল, ডাল, পেঁয়াজ, আলু, লবন, তৈল, সাবান ইত্যাদি।





মোগরাপাড়া ইউপি শ্রমিকলীগ সভাপতি সুরুজ্জামান জানায়, প্রায় ৭০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছি। দেশের পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’ তিনি এই কার্যক্রমে সোনারগাঁয়ের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...