Monday, March 30, 2020

সোনারগাঁয়ে ৬ শত পরিবারের পাশে দাঁড়ালেন এমপি খোকা


সোনারগাঁয়ে ৬ শত পরিবারের পাশে দাঁড়ালেন এমপি খোকা





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাতের আধারে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরবন্ধি মানুষের পাশে দাঁড়াতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা হাবিবপুর এলাকায় ৬শত পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।





সোমবার (৩০ মার্চ) রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত জননেতা লিয়াকত হোসেন খোকা প্রথমে মোগরাপাড়া চৌরাস্তার কাঁচাবাজারে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে তারপর হাবিবপুর এলাকায় নিজ হাতে খেটে খাওয়া দিনমজুর ও অসহায় পরিবারের কাছে পৌঁছে দেন খাদ্য সামগ্রী।









এমপি লিয়াকত হোসেন খোকা জানান, সোনারগাঁয়ের মানুষ খাবার না খেয়ে থাকবে না। আমরা প্রথম ধাপে সোনারগাঁয়ের ১০টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ১৯ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করছি। তারপর ও যদি কোন পরিবার খাদ্য সংকটে পরে আমাদের যেকোন স্বেচ্ছাসেবীকে জানালে আমরা তার বাসায় সাহায্য পাঠিয়ে দিব।





সরেজমিনে দেখা যায়, ত্রান বিতরণ শেষে চৌরাস্তায় এমপি তার নিজ অফিসের নিচে পৌছালে খেটে খাওয়া, দিনমজুর কয়েকজন রিকশা চালক ভীড় জমান। এমপি খোকা তাদের কে নগদ অর্থ প্রদান করে বাসায় বিদায় করছেন এবং পরিবার পরিজনকে সাথে নিয়ে পরিচ্ছন্ন থাকার কথা বলেছেন।





ত্রান ও নগদ অর্থ প্রদান করার সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, স্থানীয় মেম্বার সফিউদ্দিন, স্থানীয় ব্যবসায়ী নুরুজ্জামান, স্থানীয় মানিক মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী শামীম রেজা প্রমূখ।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...