Monday, February 24, 2020

অভ্যর্থনার পাশাপাশি চকলেট দিয়ে আপ্যায়ন করেন সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির


অভ্যর্থনার পাশাপাশি চকলেট দিয়ে আপ্যায়ন করেন সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির।





তায়িন আহম্মেদ রাতুলঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ ​থানায় সেবা নিতে আসা মানুষের হাসি মুখে অভ্যর্থনার পাশাপাশি চকলেট দিয়ে আপ্যায়ন করেন থানার অফিসার ইনচার্জ  (ওসি) মনিরুজ্জামান মনির। তিনি থানায় আগতদের অপ্যায়নের জন্য টেবিলের উপরেই রেখে দিয়েছেন চকলেট। যেকোনো প্রয়োজনে থানায় আসা প্রত্যেক মানুষ আপ্যায়ন হিসাবে পাচ্ছেন চকলেট।





পুলিশের কাছ থেকে এমন ব্যবহার ও আপ্যায়ন যেন আগামীতেও অব্যাহত থাকে ওসির কাছে এমন প্রত্যাশা এলাকাবাসীর।





থানায় আসা এক সেবা গ্রহনকারী আবু নাইম বলেন, আমার দোকানে চুরির ঘটনায় কিছুদিন আগে থানায় গিয়েছিলাম। টাকা-পয়সা ছাড়াই মামলা করেছি। আর উপহার হিসেবে পেয়েছি চকলেট। ওসি সাহেবের এমন ব্যবহার পেয়ে আমরা খুবই আনন্দিত।





সোনারগাঁ থানার এসআই আসিক ইমরান  জানান, মনিরুজ্জামান স্যার নতুন ওসি হিসাবে সোনারগাঁ থানায় যোগদান করার পর থেকেই থানায় আসা মানুষদেরকে চকলেট দিয়ে আপ্যায়নের নিয়ম চালু করেছেন। তাই থানায় এরকম ব্যবহার ও আপ্যায়ন পেয়ে সেবা গ্রহনকারীরাও খুশি। এছাড়া তিনি প্রতিটি মানুষের সাথে খারাপ ব্যবহার না করার জন্যও সবাইকে সতর্ক করেছেন।





ওসি মনিরুজ্জামান মনির আজকের সংবাদকে বলেন, থানায় কেউ শখ করে ঘুরতে আসে না। মানুষ বিপদে পড়লেই থানায় আসে। তাই তাদের সেবা প্রদানের পাশাপাশি চকলেট দিয়ে আপ্যায়ন করার ব্যবস্থা করেছি। কারণ,থানায় আগত সবাইকে চা-বিস্কুট দিয়ে আপ্যায়ন করা সম্ভব হয় না।





তবে এলাকাবাসী পুলিশের কাছ থেকে এমন ব্যবহার ও আপ্যায়ন যেন আগামীতেও অব্যাহত থাকে ওসির কাছে এমন প্রত্যাশাই করেন ।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...