Monday, February 24, 2020

হাতুড়ি দিয়ে মাথা ফাটিয়ে স্বর্ণের দোকানে লুট


হাতুড়ি দিয়ে মাথা ফাটিয়ে স্বর্ণের দোকানে লুট





তায়িন আহম্মেদ রাতুলঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বর্নকারের ভাইয়ের মাথা ফাটিয়ে স্বর্ণের দোকানে লুটের ঘটনা ঘটেছে।





রোববার(২৩ফেব্রুয়ারি)রাত সাড়ে ৯টার দিকে দারোগোলা এলাকার আবু তাহের মেম্বারের মার্কেটে মো. সুজনের স্বর্নের দোকানে এ ঘটনা ঘটে।





প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৮-১০ জনের একদল কাফুরদী এলাকার স্থানীয় সন্ত্রাসী আশ্রব আলীর ছেলের ফারুক (২৫), ইকবালের ছেলে সাইদুল (২৫), মিলন পাগলার ছেলে মোস্তাক (২৪) এবং একই এলাকার সোহান (১৮)প্রায়ই ঐ মার্কেটে মাদক সেবন করত, আর কেউ বাঁধা দিলে তাকে মারধর ও হুমকি দিয়ে আসছিলো। গতকাল মাদক সেবনের জন্য টাকা চাইলে সুজনের ভাই টাকা না দিলে তাকে এলোপাতাড়ি হাতুড়ি ও দেশি অস্ত্র দিয়ে অতর্কিত ভাবে হামলা করে। পরে তারা দোকান ভাঙচুর করে অলঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এসময় সন্ত্রাসীদের হামলায় রুহুল আমীন (২৮) নামে এক স্বর্ণ ব্যবসায়ী গুরুত্বর আহত হয়েছেন।আহত অবস্থায় রুহুল আমীনকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।





স্বর্নকার সুজন জানান,তার দোকান থেকে আনুমাণিক ৪ ভরি স্বর্ণালঙ্কার,৮৫ ভরি রুপা ও নগদ টাকা লুট হয়েছে।





ঘটনার সত্যতা স্বীকার করে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান,খবর পেয়ে রাতেই উপ-পরিদর্শক শাহাজ ঘটনাস্থলে গিয়েছিল। মামলার প্রস্তুতি চলেছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...