Wednesday, December 11, 2019

অনলাইন নিউজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ


অনলাইন নিউজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ





গত মঙ্গলবার(৯ডিসেম্বর) রাতে jagonews24. অনলাইন পত্রিকায় এসিলেন্ডের সরকারি গাড়ি ব্যবহার সম্পর্কিত একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয় বিগত ৫ ও ৭ ডিসেম্বর তারিখে সোনারগাঁ সহকারী কমিশনার (ভুমি)নাজমুল হোসাইন উর্দ্ধতন কর্তৃপক্ষের লিখিত অনুমতি অনুমতিক্রমে কর্মস্থলের বাইরে ছিলেন।উক্ত সময়ে দীর্ঘদিন ব্যবহারের ফলে সহকারী কমিশনার(ভূমি) এর ব্যবহৃত গাড়িটি সচল রাখার নিমিত্ত গত (৬ডিসেম্বর) শুক্রবার সকালে ঢাকার বাংলামোটরে একটি ওয়ার্কশপে গাড়িটি মেরামতের জন্য প্রেরণ করা হয়। উক্ত সময়ে গাড়ীটিতে নতুন চাকা,উন্ডসিড লাগানো সহ ইঞ্জিন খুলে  সার্ভিসিং করানো হয়। গাড়িটি নিরাপত্তার স্বার্থে ড্রাইভার হিসেবে আমি মোঃ আবুল হোসেন গাড়িটির সাথে অবস্থান করি।মেরামত জটিলতার কারণে একদিনে মেরামত কাজ সম্পন্ন না হওয়ায় পরদিন মেরামত কাজ সম্পন্ন করে মোট ১৬ হাজার টাকা বিল পরিশোধক্রমে গাড়ীটি নিয়ে সোনারগাঁয়ে ফিরে আসি। একই সময়ে এসিলেন্ড স্যার গাড়িটিতে ব্যবহাররত ছিলেন না।
তাই ঘটনাকে আড়াল করে বানোয়াট ও কাল্পনিক তথ্য পরিবেশনের মাধ্যমে " সোনারগাঁ এসিলেন্ড কর্তৃক সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার "শীর্ষক প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।





নিবেদক,
মোঃ আবুল হোসেন (গাড়িচালক)
উপজেলা ভূমি অফিস,সোনারগাঁ,নারায়ণগঞ্জ।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...