Wednesday, December 11, 2019

সোনারগাঁয়ে টিসিবির উদ্যোগে ৪৫ টাকা দরে পিয়াজ বিক্রি


সোনারগাঁয়ে টিসিবির উদ্যোগে ৪৫ টাকা দরে পিয়াজ বিক্রি





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়েও সারা দেশের ন্যায় টিসিবির উদ্যোগে ৪৫ টাকা দরে পিয়াজ বিক্রি করা হয়েছে।





মঙ্গলবার(১০ডিসেম্বর) বিকালে উপজেলার পৌরসভা চত্বরে এ পিয়াজ বিক্রি করা হয়।





এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিয়াজ বিক্রির উদ্ধোধন করেন,সোনারগাঁয়ের এমপি লিয়াকত হোসেন খোকা।
সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, সারা দেশে পিয়াজের বাজার অস্থিতিশীল হওয়ায় টিসিবির উদ্যোগে আমরা সোনারগাঁবাসীকে ন্যায্য মূল্যে ৪৫ টাকা দরে পিয়াজ সরবরাহ করার উদ্যোগ নিয়েছি। জনপ্রতি আমরা ২ কেজি ২ শত গ্রাম পিয়াজ সরবরাহ করছি।এর আগেও পৌরসভা সহ সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে টিসিবির পিয়াজ বিক্রি করা হয়েছে।পিয়াজ সরবরাহ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মহিলা কাউন্সিলর জায়েদা আকতার মনি,পৌরসভা জাতীয়পার্টির সভাপতি এম জামান, সাধারণ সম্পাদক জাতীয় পার্টির নেতা শফিউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...