Friday, November 1, 2019

নাটোরের সিংড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার দুই


নাটোরের সিংড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার দুই





সুমন পিকে নাটোর সিংড়া প্রতিনিধিঃ নাটোর জেলার সুযোগ্য পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম বার স্যারের নির্দেশে নাটোর পুলিশ পরিদর্শক মোঃ সৈকত হাসান এর নেতৃত্বে এসআই এসএম আবু সাদাদ  এএসআই খায়রুল এএসআই রেজাউল কং আল-আমিন কংসহ অাসামি মোঃমকবুল হোসেন(৫৫) পিতা মৃত সমতুল্লা ও মোছাঃনাসিমা বেগম (৪৭) স্বামী মকবুল হোসেন উভয় সাং বিবির আধখোলা থানা সিংড়া জেলা নাটোর।তাদেরকে নিজ বাড়ী হতে ৪০০পিচ ইয়াবাসহ গ্রেফতার করে নাটোর ডিবি পুলিশ।  
এ সংক্রান্তে সিংড়া  থানায়  মামলা রুজু করা হয়।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...