Thursday, October 31, 2019

স্কুল এমপিও ভুক্ত ও জেএসসি পরীক্ষা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত


স্কুল এমপিও ভুক্ত ও জেএসসি পরীক্ষা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী গোয়ালপাড়া হাই স্কুলটি এমপিও ভূক্ত হওয়ায় ও জেএসসি পরীক্ষা উপলক্ষে বৃহস্পতিবার সকালে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।





আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন।গোয়ালপাড়া হাই স্কুলের পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হুসেইন।





ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সোনারগাঁ থানার (ওসি)তদন্ত হেলাল উদ্দিন ও কেন্দ্রীয় তাঁতীলীগের সহ সভাপতি লতিফ সরকার।
গোয়ালপাড়া হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ ফরহাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁ থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ, গোয়ালপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক আহসান হাবিব মাসুম, সমাজসেবক কবির মুন্সি, ম্যানেজিং কমিটির সদস্য ওয়াসকরুনী, আমিনুল ইসলাম আমান, সফর আলী, সিরাজুল ইসলাম, দাতা সদস্য আঃ আজিজ, সমাজ সেবক রিপন মুন্সী, জজ মিয়া মেম্বার, ফিরোজ মিয়া ও রুহুল আমিন প্রমূখ।





অনুষ্ঠানে বক্তারা গোয়ালপাড়া হাই স্কুলকে এমপিও ভূক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অতিথিদ্বয় গোয়ালপাড়া হাই স্কুলের জেএসসি পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন। পরে জেএসসি পরীক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...