Saturday, October 26, 2019

আজ আরবিন আয়ানের শুভ জন্মদিন


আজ আরবিন আয়ানের শুভ জন্মদিন





আজকের সংবাদ ডেস্কঃ প্রত্যুষের আলো পড়েছে চোখে, চোখ মেলে তাকা….আগামী আজ ডেকেছে তোকে..হাত বাড়িয়ে দে! জীবনটা হোক ছন্দময়…সপ্নগুলো রঙিন,, ভালোবাসা আর ভালোলাগায় ভরে উঠুক আমার ভাতিজা আরবিন আয়ানের জন্মদিন।





আরবিন মোগরাপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডএর ছোট কাজিরগাঁও গ্রামের সাইদুল ইসলাম রাজুর ১মাত্র পুত্রান ও দৈনিক সরেজমিন পত্রিকার ষ্টাফ রিপোর্টার এবং ঢাকা বাংলা টিভির বিশেষ প্রতিনিধি মো. রাকিবুল হাসানের ভাতিজা।
আরবিন বড়হয়ে তার মা বাবা ও পরিবারের সকলের মুখ উজ্জল করুক।
তার পরিবারের ইচ্ছা বড়হয়ে আরবি একজন বিজ্ঞ আলেম হয়ে বাবা,মা সহ সমাজের সকলের হেদায়াতের জন্য দোয়া করতে পারে।
আসুক ফিরে সেইসব দিন…যাতেকর থাকে তোর সব’ই রঙিন, সুভ সুভ সুভ দিন সুভ তোমার জন্মদিন।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...