Saturday, October 26, 2019

সোনারগাঁয়ে কাভার্ডভ্যান বোঝাই চোরাই সেগুন কাঠ উদ্ধার


সোনারগাঁয়ে কাভার্ডভ্যান বোঝাই চোরাই সেগুন কাঠ উদ্ধার।





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর এলাকায় গতকাল শুক্রবার সকালে ফরেস্ট চেক ষ্টেশন কর্মকর্তরা ১৬০পিছ চোরাই সেগুন কাঠ উদ্ধার করেছে।
এ সময় চোরাই কাঠবাহী একটি কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-ন-১১-০১৩২) আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সোনারগাঁ আষাড়িয়ারচর ফরেস্ট ষ্টেশন চেক কর্মকর্তা জহিরুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে চোরাই সেগুন কাঠ বোঝাই করে ঢাকা রাজধানীতে যাওয়ার পথে আষাড়িয়ারচর ফরেস্ট ষ্টেশননের সামনে থেকে কাভার্ডভ্যানটি আটক করা হয়।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...