Thursday, August 22, 2019

সোনারগাঁয়ে মসজিদের ইমামকে গলা কেটে হত্যা


সোনারগাঁয়ে মসজিদের ইমামকে গলা কেটে হত্যা





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জের সোনারগাঁয়ে মসজিদের ইমামকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার(২২আগষ্ট)ভোরে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মল্লিকপাড়া এলাকার নারায়নদিয়া বায়তুল জালাল জামে মসজিদে এ ঘটনা ঘটে।





স্থানীয় সুত্রে জানা যায়,নারায়নদিয়া বায়তুল জালাল জামে মসজিদের ইমামকে কে বা কারা গলা কেটে হত্যা করে মসজিদের হুজরাখানায় ফেলে যায়, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।





পুলিশের এসআই তাহিদউল্লাহ জানান,খুলনা তেরখাদা উপজেলার রাজাপুর গ্রামের আফতাব ফরাজীর ছেলে দিদারুল ইসলামকে(২৬)কে বা কারা হত্যা করেছে কেউ বলতে পারেনি।পুলিশ প্রাথমিক তথ্য যাচাই বাছাই করছে,ইমামের মরদেহ উদ্ধার করা হয়েছে।





স্থানীয় মুসল্লিরা জানান,একই ইউনিয়নের ছোট কাজীরগাঁও গ্রামের মসজিদের ঈমামের রেফারেন্সে মসজিদে আসেন তিনি,ঈদের পরদিন মঙ্গলবার ট্রেনিং এর কথা বলে বাইরে যায় পরে শুক্রবার জুমার নামাজ পড়ান,এরপর আবার ট্রেনিং এ চলে যান,পরে আবার মঙ্গলবার আসরের নামাজ পড়ান, তবে তিনি বেশিদিন হয়নি আমাদের মসজিদে এসেছেন।






এব্যাপারে সোনারগাঁ থানার ওসি(তদন্ত)হেলাল উদ্দিন  জানান,ইমামের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে,তবে কি কারনে কে বা কারা হত্যা করেছে তা এখনো জানা যায়নি তবে তদন্ত অব্যাহত আছে অতি শীগ্রই তা বের করতে সক্ষম হব।






No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...