Thursday, August 22, 2019

ভ্রাম্যমান আদালতের অভিযানে ঘিওর উপজেলায় তিন দোকানির অর্থদণ্ড


ভ্রাম্যমান আদালতের অভিযানে ঘিওর উপজেলায় তিন দোকানির অর্থদণ্ড।





আজকের সংবাদ ডেস্কঃ মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ দোকানির জরিমানা।





বৃহস্পতিবার (২১আগস্ট) দুপুরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার।
এসময় অভিযান চালিয়ে দুটি বেকারী ও একটি রসমালাই দোকানির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।





উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার জানান, ঘিওর উপজেলার বাজারে এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৩৭ এবং ৪৩ ধারায় সততা বেকারি,সাইদ রসমলাই এবং বিসমিল্লাহ বেকারিকে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত,পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের লেভেল ব্যবহার না করায় ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় ৩৯কেজি মেয়াদোত্তীর্ণ ও লেভেলবিহীন পণ্য জব্দ করে বিনষ্ট করা হয়।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।





এ সময় ঘিওর থানা পুলিশসহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।   


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...