Tuesday, July 2, 2019

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামীর আত্মহত্যা


স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামীর আত্মহত্যা।





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজ স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।





মঙ্গলবার(২রা জুলাই)বিকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শেখকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।
সোনারগাঁ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বামী- স্ত্রীর উভয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।





স্থানীয়রা ও পুলিশ সুত্রে জানা যায়,উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের শেখকান্দা গ্রামের মুদি ব্যবসায়ী বাচ্চু মিয়া (৫০) এর সাথে তার স্ত্রী মুকতাজের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে মঙ্গলবার বিকেলে বাচ্চু মিয়া তার স্ত্রী মুকতাজা(৪০)কে শ্বাসরোধে হত্যা করে,নিজেও ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।





সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী- স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে স্বামী ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর নিজেও ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। পুলিশ স্বামী- স্ত্রী উভয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।






No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...