Tuesday, July 2, 2019

সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত


সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত।





আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার(২রা জুলাই) দুপুরে এশিয়ান হাইওয়ে সড়কের  মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 





নিহত নারীর নাম মাজেদা বেগম,তিনি সোনারগাঁ উপজেলার সাদিপুর নোয়াকান্দি গ্রামের মোসলেম মিয়ার স্ত্রী।





ট্রাকসহ চালক হাসান কে আটক করে হাইওয়ে পুলিশ।





হাইওয়ে পুলিশের ওসি কাইয়ুম আলী সরদার জানাান, মঙ্গলবার দুপুর দুই টার দিকে মাজেদা বেগম এশিয়ান হাইওয়ে ঢাকা-প্রভাকরদী সড়কের মদনপুর জনতা ব্যাংকের সামনে দিয়ে রাস্তা পারপার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায় দূর্ঘটনার পরপর ঘাতক ট্রাক ও চালক হাসানকে আটক করা হয়েছে ।






No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...