Sunday, June 16, 2019

দুর্বৃত্তদের ছুরির আঘাতে এক যুবক নিহত



দুর্বৃত্তদের ছুরির আঘাতে এক যুবক নিহত





আজকের সংবাদ ডেক্সঃ দুর্বৃত্তদের ছুরির আঘাতে সোনারগাঁয়ে তোফায়েল আহম্মেদ নয়ন(২৬) নামে এক যুবক নিহত।





গতকাল শনিবার রাতে মেঘনা টোলপ্লাজার মাগুরা মেইলের মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 
এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে গিয়ে যুবকের পরিচয় নিশ্চিত করে।





সোনারগাঁ থানার(ওসি)তদন্ত হেলাল উদ্দিন জানান, শনিবার রাত দেরটার দিকে তোফায়েল আহম্মেদ নয়নসহ তার বন্ধুরা মেঘনা নিউটাউন এলাকায় রাতের খাবার খেয়ে গঙ্গাপুর ভাড়া বাসায় ফিরছিলেন। 
এসময় মাগুরা মসজিদের সামনে আসলে ৪/৫ জন লোক তাদের দেহ তল্লাসী শুরু করে, তল্লাশির এক ফাঁকে নয়নের সাথে থাকা ২জন দৌড় দিলে, দুর্বৃত্তরা নয়নের গলা মাথাসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে।
ছুরিকাঘাত অবস্থায় নয়ন দুর্বৃত্তদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে ভাড়াবাসায় গিয়ে তার পরিচিত লোকদের মোবাইলে বাসায় আসতে বলে জ্ঞান হারায়।
এসময় নয়নের ফোন পেয়ে তার সাথের লোকজন বাসায় এসে আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরনে নয়নের মৃত্যু হয়।





তোফায়েল আহম্মেদ নয়ন মেঘনা শিল্পনগরীতে একটি ট্রান্সপোর্ট কোম্পানীতে চাকরী করতো। নিহত নয়ন কুমিল্লা সদর এলাকার দক্ষিন থানার আতাউর রহমানের ছেলে। 





এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...