Sunday, June 16, 2019

নারায়নগঞ্জের ডিসি হিসাবে রাব্বি মিয়াই থাকছেন


নারায়নগঞ্জের ডিসি হিসাবে রাব্বি মিয়াই থাকছেন





আজকের সংবাদ ডেক্সঃ রাব্বি মিয়াই থাকছেন নারায়নগঞ্জের জেলা প্রশাসকের দায়িত্বে।জেলা প্রশাসকের পদ থেকে নারায়নগঞ্জ ছেড়ে যাবার সকল প্রস্তুতি সম্পন্ন করলেও রাব্বি মিয়াকে ‘ইনসিটু পদায়ন’ (আগের পদে পুনর্বহাল) করেছে সরকার।
সেজন্য তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক পদেই দায়িত্ব পালন করবেন।





জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে রোববার(১৬ জুন)জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।





উলেক্ষ্য গত ১১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক পদে বদলী করা হয়েছিলো পাবনার জেলা প্রশাসক মোঃজসীম উদ্দিনকে। সেদিনই অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিলো নারায়ণগঞ্জের ডিসি রাব্বি মিয়াকে।





জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহম্মদ শাহীন ইমরানের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়েছে,যুগ্মসচিব পদে সদ্য পদোন্নতি পাওয়া নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া যে জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন,তাকে সেই জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ইনসিটু পদায়ন করা হলো।
সুতরাং রাব্বি মিয়াই থাকছেন নারায়নগঞ্জের জেলা প্রশাসকের দায়িত্বে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...