Saturday, June 1, 2019

আজ পবিত্র শবে কদরের রাত


আজ পবিত্র শবে কদরের রাত





আজকের সংবাদ ডট কমঃ পবিত্র শবে কদরের রাত আজ। লায়লাতুল কদরের এই রাতেই পবিত্র কুরআন শরিফ নাজিল হয়েছিল। মুসলমানদের কাছে এই রাত অতি মহিমান্বিত।





এই রাতেই নাজিল হয়েছিল মুসলমানদের ইহকাল- পরকালের দিক নির্দেশনামূলক পবিত্র কুরাআন শরীফ। মাহে রমজানের শেষ ১০ দিনের যে কোন এক বেজোড় রাতই পবিত্র শবে কদরের রাত।
তবে বেশীরভাগ আলেম-ওলামার মতে ২৬ রমজানের দিন শেষে ২৭ রমজানের রাতই হচ্ছে মহিমান্বিত সেই রাত।





পবিত্র কুরআনেই বলা আছে, ফজিলতের দিক দিয়ে এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। হাদিসে আছে, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়, সে মাহে রমজানের কল্যাণ থেকেই বঞ্চিত হয়।সারা বিশ্বের মুসলমানদের কাছে সওয়াব হাসিল আর গুনহা থেকে পানাহ চাওয়ার রাত হিসেবে শবে কদরের রয়েছে অতুলনীয় মর্যাদা।





এশা এবং তারাবিহ্ নামাজ আদায়ের পর নফল ইবাদত, কুরআন তেলাওয়াত, জিকির-আসকারের মধ্য দিয়ে ফজিলতের এ রাত পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। শবে কদরের তাৎপর্য তুলে ধরে রাতভর মসজিদে মসজিদে বিশেষ বয়ান চলবে। পাপ থেকে মুক্তি আর সকলের মঙ্গল কামনায় করা হবে বিশেষ মোনাজাত।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...