Friday, May 31, 2019

পবিত্র ওমরাহ হজ্ব পালন শেষে দেশে ফিরেছেন খোকা


পবিত্র ওমরাহ হজ্ব পালন শেষে দেশে ফিরেছেন খোকা





আজকের সংবাদ ডট কমঃ নারায়ণগঞ্জ ৩ আসনের সাংসদ সোনারগাঁয়ের জনপ্রিয় প্রতিনিধি লিয়াকত হোসেন খোকা পবিত্র ওমরাহ হজ্ব পালন শেষে দেশে ফিরেছেন।





গতকাল শুক্রবার (২৫ মে) ভোরে তিনি পবিত্র ওমরাহ হজ্ব পালন শেষে দেশে ফিরেন।





সাংসদ লিয়াকত হোসেন খোকা গত ২১ মে পবিত্র ওমরাহ হজ্ব পালনে বিশ্বের সব চাইতে পবিত্র স্থান মক্কা মদিনার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন।





পবিত্র হজ্ব পালনে তিনি বিশ্বনবি হযরত মোহাম্মদ (সাঃ) এর রওজার মোবারক জেয়ারত করে বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করেছেন।  সকলে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে,বিশেষ করে মক্কা মদিনায় বাংলাদেশের মানুষের জন্য দোয়া করেছেন লিয়াকত হোসেন খোকা।





তিনি বলেন,আমি আল্লাহর কাছে সেই প্রার্থনায় করি  প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান ভাই বোন যেনো পবিত্র মক্কা মদিনার মাটিতে একবার পা রাখতে পারে ।





বিশ্বের সকল ধর্মপ্রাণ মানুষকে যেন হজ্ব পালনের তৌফিক আল্লাহ দেয় সেই প্রার্থনাও  আল্লাহর দরবারে করেছি।  আল্লাহর একজন বান্দা হয়ে চেষ্টা করি আল্লাহর হুকুম পালন করতে তাই আসুন হিংসা বির্দ্বেশ ত্যাগ করে ৫ ওয়াক্ত নামাজ আদায় করি এবং আল্লাহর পথে পরিচালিত হয়।
তিনি সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম  শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...