Thursday, May 16, 2019

আগামীকাল সোনারগাঁ উপজেলার কিছু এলাকায় বিদ্যুুৎ সরবরাহ বন্দ।


আগামীকাল সোনারগাঁ উপজেলার কিছু এলাকায় বিদ্যুুৎ সরবরাহ বন্দ।





আজকের সংবাদ ডট কমঃ আগামীকাল শুক্রবার সোনারগাঁ উপজেলার কিছু এলাকায় সোনারগাঁ উপকেন্দ্রের রক্ষনাবেক্ষন কাজের জন্য সকাল ৭টা থেকে ১২.৩০ পর্যন্ত উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে বিদ্যুুৎ বন্ধ থাকবে।





এব্যাপারে সোনারগাঁঁ আঞ্চলিক পল্লী বিদ্যুৎতের ডিজিএম মোঃ জোনাব আলী জানান,সকাল ৭টা থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত সনমান্দী ইউনিয়ন,হোসেনপুর ইউনিয়ন, মোগরপাড়া ইউনিয়নের চৌরাস্তার পূর্বপার,মেঘনা সোনারগাঁও পৌরসভার কিছু এলাকায় সোনারগাঁ  উপকেন্দ্রের রক্ষনাবেক্ষন কাজের জন্য বিদ্যুুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যথাক্রমে কাজ শেষ হলে নিদিষ্ট সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ চালু করে দেয়া হবে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...