Thursday, May 16, 2019

কাচঁপুর এলাকার স্ত্রী হত্যা মামলার অন্যতম আসামী কুড়িগ্রাম থেকে গ্রেফতার


কাচঁপুর এলাকার স্ত্রী হত্যা মামলার অন্যতম আসামী কুড়িগ্রাম থেকে গ্রেফতার।





আজকের সংবাদ ডট কমঃ  নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাচঁপুর এলাকায় স্ত্রী হত্যা মামলার অন্যতম আসামী ইকবাল(৩০) কে গ্রেফতার করেছে সোনারগাঁও থানার বিচক্ষণ পুলিশ অফিসার এসআই সলিমুল হক।





গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী কচাকাটা থানার কেদার গ্রাম থেকে যাহা ভারতীয় সীমান্ত থেকে ৫০০ মিটার দূূরবর্তি এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন ধারা-১১( ক)/৩০,সালমা(২৩) হত্যার আসামী ইকবালকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন এসআই সলিমুুুল হক। তিনি আরোও জানান  আসামী- ইকবাল(৩০), পিতা-লেয়াজ উদ্দিন, সাং- গন্ধর্বপুর,থানা- রুপগন্জ কে আটকের অভিযানের নেতৃত্তে- এস আই সলিমুল হক,সঈীয় কং-৭৬৯/ সজিব ও কং-১১১৯/ দুলাল উপস্থিত ছিলেন।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...