Sunday, May 19, 2019

সোনারগাঁয়ে সড়ক দূর্ঘটনায় ঝরে গেলো দুই শ্রমিকের প্রান।


সোনারগাঁয়ে সড়ক দূর্ঘটনায় ঝরে গেলো দুই শ্রমিকের প্রান।





আজকের সংবাদ ডট কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় ঝরে গেলো দুই শ্রমিকের প্রান।
গতকাল রবিবার মেঘনা শিল্প নগরী এলাকায় ও জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকার এশিয়ান হাইওয়ে সড়কে এ দূর্ঘটনা ঘটে।





সোনারগাঁ থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে । এ ঘটনায় সোনারগাঁ থানায় পৃথক ভাবে মামলা দায়ের করা হয়েছে।





সোনারগাঁ থানা পুলিশের সূত্রে জানা যায়,পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরীর মেঘনা পাল্প এন্ড পেপার মিলের ভেতর পন্য ওঠা নামার সময় পন্য বোঝাই গাড়ির ধাক্কায় অহিদুল ইসলাম নামের এক শ্রমিক নিহত হয়েছেন।নিহত অহিদুল ইসলাম গাজীপুর জেলার শ্রীপুর থানার বরানদী গ্রামের আয়েন উদ্দিনের ছেলে।
এসময় গাড়ি চালক রফিকুল ইসলামকে আটক করেছে থানা পুলিশ।





অপর দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক এলাকায় অবস্থিত এম আর স্পিনিং মিলের সামনে তানিয়া আক্তার নামে আরেক শ্রমিক মিলে প্রবেশ করতে রাস্তা পার হতে গেলে অজ্ঞাত গাড়ির চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহত তানিয়া উপজেলার বারদী ইউনিয়নের লক্ষীবর্দী গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।


No comments:

Post a Comment

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা

করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে আবারও এমপি খোকা আজকের সংবাদ ডেস্কঃজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য,ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণ...